20/08/2025
বাড়িতে রাখুন জরুরী ১২টি প্রয়োজনীয় ওষুধ ✨🌿
জীবনে হঠাৎ কোনো বিপদ এলে ছোটখাটো অসুস্থতায় ওষুধ কাছে থাকলেই দ্রুত কাজ হয়।
তাই প্রতিটি পরিবারে এই ওষুধগুলো রাখা উচিত। 💊
তবে ❌ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যবহার করবেন না।
---
💊 ওষুধের নাম ও ব্যবহার 👇
1️⃣ Viodin (Povidone Iodine 10%) 🩹
👉 কাটা-ছেঁড়া বা ক্ষতে জীবাণুনাশক।
2️⃣ Burna Cream (Silver Sulfadiazine 1%) 🔥
👉 আগুনে পোড়া বা দগদগে ক্ষতে ব্যবহার হয়।
3️⃣ Seclo (Omeprazole 20 mg) 🌙
👉 গ্যাস্ট্রিক, বুক জ্বালা ও আলসারে উপকারী।
4️⃣ Flagyl 400 (Metronidazole) 💧
👉 আমাশয়, ডায়রিয়া, দাঁতের ইনফেকশন ও পেটের জীবাণু দূর করে।
5️⃣ Napa Extend (Paracetamol ER) 🤒
👉 জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথায় নিরাপদ ওষুধ।
6️⃣ Rupa (Cetirizine 10 mg) 🌸
👉 অ্যালার্জি, চুলকানি, হাঁচি-সর্দিতে উপকারী।
7️⃣ Tufnil (Tolfenamic Acid) 😴
👉 প্রচন্ড মাথা ব্যাথায় কার্যকরি ঔষধ। (ডাক্তারের পরামর্শে)
8️⃣ Tory 120 (Etoricoxib 120 mg) 💪
👉 গাঁটের ব্যথা, কোমর ব্যথা ও প্রদাহ কমায়।
9️⃣ Viset 50(Tiemonium methylsulphate) 🤢
👉 প্রচন্ড পেটে ব্যাথা বা মাসিকের ব্যাথার সমস্যায় কার্যকর।
🔟 Ecosprin 75 (Aspirin 75 mg) ❤️
👉 রক্ত তরল রাখে, হার্ট অ্যাটাক/স্ট্রোক প্রতিরোধ করে। (শুধু প্রেসক্রিপশনে)
1️⃣1️⃣ Emistat (Ondansetron) 🤮
👉প্রচন্ড বমি, ভাইরাস জ্বর, কেমোথেরাপি বা গর্ভাবস্থার বমিতে কার্যকর।
1️⃣2️⃣ Tenoloc 50 (Atenolol 50 mg) 🫀
👉 উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও হার্টবিট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
---
⚠️ সতর্কতা:
✔️ শুধু জরুরী প্রয়োজনে বাসায় রাখুন।
✔️ চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না।
✔️ জটিল সমস্যায় দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।
---
✍️ লিখেছেন
ডা:- মারুফ প্রধান
ডি.ই.এম.এস
গভ. রেজি নং :- ৩৭১৫
পোষ্ট টি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের উপকারে আসবে
#স্বাস্থ্যটিপস #প্রয়োজনীয়ওষুধ #সুস্থথাকুন