12/01/2022
ইউরোপ ও আমেরিকা সহ সারাবিশ্বে Holistic/Alternative/নববী Treatment হিসেবে জনপ্রিয় কাপিং(হিজামা) এক ধরণের চিকিৎসা যা শরীর থেকে রোগের জন্য দায়ী জীবাণু বের করে ফেলে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগ ও ভালো হয় নিয়মিত কাপিং করালে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধ করে ও রক্ত পরিষ্কার রাখে।
কাপিং(হিজামাকে) নববী চিকিৎসা বলা হয়। কারণ মেরাজের রাতে স্বয়ং ফেরেশতাগণ আল্লাহ্র নবী রাসূল্লুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কে এ বিশেষ চিকিৎসাটি তাঁকে ও তাঁর উম্মাতদের করাতে বলেছেন।
হিজামার মাধ্যমে শরীরের বিষাক্ত বর্জ্য পানি বের করে ফেলা হয় যার ভেতর থাকে CPS, CRS and pathogens যার প্রকৃত উপকারিতা অনেক গুণ বেশি। যা সকল রোগ সারানোর একক ভূমিকা পালন করে।
কাপিং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
💠আমাদের সেবা সমূহঃ-
১/ওয়েট কাপিং(ব্লাড বের করে করা)
২/ড্রাই কাপিং(ব্লাড ছাড়া করা)
৩/মেসেজ কাপিং(মেসেজের মাধ্যমে করা)
৪/ ফায়ার কাপিং(আগুন দিয়ে করা)
💠যে সকল রোগের জন্য কাপিং থেরাপি পদ্ধতি অত্যন্ত কার্যকরীঃ-
১) শরিরের ওজন কমানো।
২) শরিরের মেদ কমানো
৩) মাথা ব্যথা।
৪) মাথা ঘোরা।
৫) মাইগ্রেন।
৬) মানসিক সমস্যা।
৭) ঘুমের সমস্যা।
৮) মনোরোগ।
৯) স্নায়ু দূর্বলতা।
১০) দুঃশ্চিন্তা।
১১) ঘাড় ব্যথা।
১২) কাধঁ ব্যথা।
১৩) ব্যাক পেইন।
১৪) কোমর ব্যথা।
১৫) হাটু ব্যথা।
১৬)স্পন্ডালাইটিস।
১৭) সায়েটিকা সমস্যা।
১৮) ফ্রোজেন সোল্ডার।
১৯) আর্থ্রাইটিস
২০) চোখ, কান, দাতঁ এর সমস্যা।
২১) টিনিটাস।
২২) হরমোন সমস্যা।
২৩) সর্দি, কাশি, ঠান্ডা জনিত সমস্যা।
২৪) শ্বাসকষ্ট।
২৫) ব্রঙ্কাইটিস।
২৬) সাইনোসাইটিস।
২৭) হার্টের সমস্যা।
২৮) কোলেস্টেরল।
২৯) উচ্চ ও নিম্ন রক্তচাপ।
৩০) গ্যাসট্রাইটিস।
৩১) কোষ্ঠকাঠিন্য।
৩২)আই.বি.এস সমস্যা।
৩৩) পাইলস।
৩৪) লিভারের সমস্যা।
৩৫) ডায়াবেটিস।
৩৬) কিডনি সমস্যা।
৩৭) প্রস্রাবের সমস্যা।
৩৮) গাইনি সমস্যা।
৩৯) ওজন কমানো।
৪০) স্ট্রোক।
৪১) প্যারালাইসিস।
৪২) অটিজম।
৪৩) চর্মরোগ।
কাপিং করুন, সুস্থ থাকুন।