BD Health

BD Health Welcome to our "BD Health" Official page! The Health Knowledge page is a network of family

"BD Health" is an abundance of data for the individuals who look for health related pages. It contains pearls of clinical knowledge that will knock your socks off and make your heart bloom.

কিশমিশ মূলত আঙ্গুর এর শুকনো রূপ। গবেষণায় জানা গেছে যে, সোনালী-বাদামি রংয়ের কিশমিশ ড্রাই ফুডটি অধিক শক্তিদায়ক। কিশমিশে...
01/03/2021

কিশমিশ মূলত আঙ্গুর এর শুকনো রূপ। গবেষণায় জানা গেছে যে, সোনালী-বাদামি রংয়ের কিশমিশ ড্রাই ফুডটি অধিক শক্তিদায়ক। কিশমিশের মধ্যে রয়েছে ভিটামিন বি-৬ বা পাইরিডক্সিন ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম। পুষ্টিবিদদের মতে কিশমিশের মধ্যে থাকা বোরণ শিশুর মস্তিষ্কের কার্যকরীতা বাড়াতে কাজ করে থাকে।

কিশমিশ মূলত আঙ্গুর এর শুকনো রূপ। গবেষণায় জানা গেছে যে, সোনালী-বাদামি রংয়ের কিশমিশ ড্রাই ফুডটি অধিক শক্তিদায়ক।...

প্রত্যেককে দৈনন্দিন কাজকর্মের জন্য বাইরে বেরোতে হয়। এর ফলে বাইরের ধূলোবালি, যানবাহনের দূষণ এবং আবহাওয়া পরিবর্তনের প্রভ...
01/03/2021

প্রত্যেককে দৈনন্দিন কাজকর্মের জন্য বাইরে বেরোতে হয়। এর ফলে বাইরের ধূলোবালি, যানবাহনের দূষণ এবং আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বকের উপর পড়ে। এ সময় নিয়মিত ত্বকের যত্ন না নিলে ত্বকের লোমকূপের গোড়ায় ময়লা জমে ত্বকে নানা প্রকার সমস্যা দেখা দেয়। যার প্রেক্ষিতে ত্বক তার স্বাভাবিকতা হারায়, দেখতে রুক্ষ ও মলিন লাগে।

প্রত্যেককে দৈনন্দিন কাজকর্মের জন্য বাইরে বেরোতে হয়। এর ফলে বাইরের ধূলোবালি, যানবাহনের দূষণ এবং আবহাওয়া পরিবর.....

চোখের স্নায়ুর রোগগুলোর মধ্যে একটি জটিল রোগের নাম হল 'ক্র্যালিয়াল নার্ভ পালসি', এখানে এক বা একাধিক ক্র্যালিয়াল নার্ভ স...
28/02/2021

চোখের স্নায়ুর রোগগুলোর মধ্যে একটি জটিল রোগের নাম হল 'ক্র্যালিয়াল নার্ভ পালসি', এখানে এক বা একাধিক ক্র্যালিয়াল নার্ভ সংযুক্ত থাকে। ক্র্যালিয়াল নার্ভ চোখ, ঠোঁট থেকে শুরু করে মুখের বিভিন্ন মাংসপেশির নড়াচড়া নিয়ন্ত্রণ করে থাকে।

চোখের স্নায়ুর রোগগুলোর মধ্যে একটি জটিল রোগের নাম হল ‘ক্র্যালিয়াল নার্ভ পালসি’, এখানে এক বা একাধিক ক্র্যালিয়া....

আদর্শ খাদ্য হিসেবে দুধের পুষ্টি ও স্বাস্থ্যগুণের কথা সকলেই জানেন। ত্বকের যত্নে বা রূপচর্চায় দুধের ব্যবহারও নতুন বিষয় ন...
25/02/2021

আদর্শ খাদ্য হিসেবে দুধের পুষ্টি ও স্বাস্থ্যগুণের কথা সকলেই জানেন। ত্বকের যত্নে বা রূপচর্চায় দুধের ব্যবহারও নতুন বিষয় নয়। কথায় আছে, রানী ক্লিওপেট্রার রূপের গোপন রহস্য নাকি দুধের মধ্যে নিয়ত। সেই কল্পকাহিনী এর মত দুধ দিয়ে প্রতিদিন গোসল করা সম্ভব না হলেও, রূপচর্চায় দুধকে রাখা যেতেই পারে।

আদর্শ খাদ্য হিসেবে দুধের পুষ্টি ও স্বাস্থ্যগুণের কথা সকলেই জানেন। ত্বকের যত্নে বা রূপচর্চায় দুধের ব্যবহারও নত.....

শরীরের ওজন বৃদ্ধির আসল কারণ শক্তি ও তার ব্যবহারের অসঙ্গতি । আমরা দৈনন্দিন যে খাবারগুলো খায় সেই খাবারের মধ্যে শক্তি ক্যা...
25/02/2021

শরীরের ওজন বৃদ্ধির আসল কারণ শক্তি ও তার ব্যবহারের অসঙ্গতি । আমরা দৈনন্দিন যে খাবারগুলো খায় সেই খাবারের মধ্যে শক্তি ক্যালোরি হিসেবে থাকে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পছন্দমত ও অভ্যাস অনুযায়ী খাদ্য খেয়ে থাকি।

শরীরের ওজন বাড়ে কেন ? শরীরের ওজন বৃদ্ধির আসল কারণ শক্তি ও তার ব্যবহারের অসঙ্গতি ।আমরা দৈনন্দিন যে খাবারগুলো খায় ...

বাংলাদেশের মানুষের প্রধান হচ্ছে খাদ্য ভাত। সারাদিনে অন্তত একবার ভাত না খেলে খাওয়াই যেন অপূর্ণ থেকে যায়। চাল দিয়ে তৈরি...
25/02/2021

বাংলাদেশের মানুষের প্রধান হচ্ছে খাদ্য ভাত। সারাদিনে অন্তত একবার ভাত না খেলে খাওয়াই যেন অপূর্ণ থেকে যায়। চাল দিয়ে তৈরি ভাতজাতীয় নানা ধরনের খাবারে আমাদের অভ্যাস আছে । এসব খাবারের প্রধান উপকরণ চাল হলেও খাবারগুলো ভিন্ন ভিন্ন। এসব সুস্বাদু খাবার রান্না করা হয়, বিভিন্ন ধরনের সুগন্ধি চাল দিয়েই ।

বাংলাদেশের মানুষের প্রধান হচ্ছে খাদ্য ভাত। সারাদিনে অন্তত একবার ভাত না খেলে খাওয়াই যেন অপূর্ণ থেকে যায়। চাল দি...

মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মাথার চুল পাতলা হয়। বৃদ্ধি পেতে থাকে চুল কমে যাওয়ার হার।  এর সঙ্গে রয়েছে বংশগতিরও প্রভ...
21/02/2021

মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মাথার চুল পাতলা হয়। বৃদ্ধি পেতে থাকে চুল কমে যাওয়ার হার। এর সঙ্গে রয়েছে বংশগতিরও প্রভাব। এসব স্বাভাবিক প্রক্রিয়ার বাইরেও অপুষ্টি এবং রোগবালাইয়ের কারণে নারী–পুরুষ উভয়েরই চুল পড়ে যেতে পারে যেকোনো বয়সেই ।

মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মাথার চুল পাতলা হয়। বৃদ্ধি পেতে থাকে চুল কমে যাওয়ার হার। এর সঙ্গে রয়েছে বংশগতি.....

বিশ্বের মধ্যে মাথাব্যথা একটি সাধারণ সমস্যা। প্রাইমারি ও সেকেন্ডারি মূলত এই দুই ধরনের মাথাব্যথা লক্ষ্য করা যায় । প্রাথমি...
21/02/2021

বিশ্বের মধ্যে মাথাব্যথা একটি সাধারণ সমস্যা। প্রাইমারি ও সেকেন্ডারি মূলত এই দুই ধরনের মাথাব্যথা লক্ষ্য করা যায় । প্রাথমিক মাথাব্যথা মূলত অন্য কোনো রোগের জন্য হয় না। প্রাথমিক মাথাব্যথা গুলি হচ্ছে মাইগ্রেন, টেনশন মাথাব্যথা বা টেনশন হেডেক, ট্রাইজিমিনাল অটোমেটিক সেফালালগিয়াস।

বিশ্বের মধ্যে মাথাব্যথা একটি সাধারণ সমস্যা। প্রাইমারি ও সেকেন্ডারি মূলত এই দুই ধরনের মাথাব্যথা লক্ষ্য করা যায় ....

এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা গাজর খেতে অপছন্দ করেন। সারাবছর কিনতে পাওয়া যায় এমন সবজিগুলোর মধ্যে অন্যতম সবজি গাজর...
21/02/2021

এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা গাজর খেতে অপছন্দ করেন। সারাবছর কিনতে পাওয়া যায় এমন সবজিগুলোর মধ্যে অন্যতম সবজি গাজর । রূপচর্চার উপাদান হিসেবেও স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর গাজরের ব্যবহার অতুলনীয় ।

এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা গাজর খেতে অপছন্দ করেন। সারাবছর কিনতে পাওয়া যায় এমন সবজিগুলোর মধ্যে অন্যতম স.....

সুস্থ, সুন্দর, উপভোগ্য জীবনের প্রধান অনুঘটক হচ্ছে সংযমী খাদ্যাভাস। গবেষকদের মতে প্রায় ৭০ শতাংশ ক্যানসার প্রতিরোধ করা সম...
21/02/2021

সুস্থ, সুন্দর, উপভোগ্য জীবনের প্রধান অনুঘটক হচ্ছে সংযমী খাদ্যাভাস। গবেষকদের মতে প্রায় ৭০ শতাংশ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে।

সুস্থ, সুন্দর, উপভোগ্য জীবনের প্রধান অনুঘটক হচ্ছে সংযমী খাদ্যাভাস। গবেষকদের মতে প্রায় ৭০ শতাংশ ক্যানসার প্রতির....

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when BD Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram