মাওলানা আশরাফ আলী

মাওলানা আশরাফ আলী হটলাইন:- 09666792492
প্রবাসীরাঃ- ০১৬০৭০৭৯৯৩২
পার্সেল/ডেলিভারী অভিযোগ:- ০১৭১১৯৭৮১৮৮
চেম্বারঃ- গাজীপুর-০১৩১০৬৪৪২০২, চট্রগ্রাম-01901-355106, ময়মনসিংহ-০১৩২৯১০০২৫২
(4)

আরামদায়ক অবস্থায় শুইয়ে অথবা বসিয়ে যে স্থানে হিজামা করতে হবে শরীরের সে জায়গা জীবাণুমুক্ত করতে হবে। হাতে গ্লাভস পরে নিয়ে জীবাণুমুক্ত কাপগুলো এক এক করে শরীরের নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিতে হয়। অতঃপর হিজামার স্থানে ধারালো সুঁচ বা ব্লেডদ্বারা চামড়ার উপর হালকাভাবে ছিদ্র করে নিতে হয়। ছিদ্র করার সময় হাল্কা আঁচড়ের মতন ব্যথা অনুভব হয়। তবে ব্যথা তেমন কিছুনা। তারপর কাপ সেট করে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এভাবে দূষিত রক্ত বের হয়ে কাপে জমতে থাকবে। কোনো স্থানে কাপ সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের বেশি রাখা হয় না।
হিজামার পর ঐ স্থানে গোল চিহ্ন বা ফোলা অনুভব হয়। যা সর্বোচ্চ দুই বা তিনদিন থাকতে পারে। এটা দূষিত রক্ত বের হওয়ার চিহ্ন।
বেশি সমস্যা থাকলে ব্যথার জায়গায় দুই থেকে তিন বার হিজামা নিতে হয়।
হিজামা একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবহানাল্লাহ)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।

18/10/2025
আমার কর্মশিক্ষা বিভাগের আলেমরা কম্পিউটার, ইংরেজি ও কৃষি শিখতে শিখতে ক্লান্ত, এবার দাওয়াতের  ট্রেনিং ও মাইন্ড রিফ্রেশ করা...
17/10/2025

আমার কর্মশিক্ষা বিভাগের আলেমরা কম্পিউটার, ইংরেজি ও কৃষি শিখতে শিখতে ক্লান্ত, এবার দাওয়াতের ট্রেনিং ও মাইন্ড রিফ্রেশ করার জন্য ৪০ দিনের চিল্লায় ভোলা লালমোহন যাচ্ছি, ইনশাআল্লাহ। সবার দোয়াপ্রার্থী। দীর্ঘদীন আমারও রুহানী ক্ষুধা, উমরাতে গিয়েছি সে কবে, তাই ৪০ দিনে যাওয়া। যারা চেম্বারে এসে সাক্ষাত চেয়েছিলেন, তারা আমার বিশেষ হাকীমদের সাথে সাক্ষাত করবেন।

16/10/2025

বিয়ে করতে ভয়, আজ এক রোগী চেম্বারে এসে বললেন — “হুজুর, যত দামী ঔষধ আছে দেন , আমি সব নিতে রাজি।
কিন্তু আমি কখনো কাউকে সরাসরি বড় ফাইল দেই না।
প্রথমে ছোট স্যাম্পল দেই, যেন শরীরের কেমন কাজ করছে তা দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় আমার ঔষধ ঠিকভাবে কাজ করছে।
কারণ আমার নিয়ম — আগে যাচাই, তারপর দীর্ঘ স্থায়ী চিকিৎসা।

15/10/2025

সারাদেশে ভক্ত তৈরি হচ্ছে

15/10/2025

কয়েক দিন পরেই আমলকীর সিজন। ৪০০% লাভ পেতে আমলকী কিনে সংরক্ষণ করে রাখুন। 🌿 যদি বিশাল পর্যায়ে সরাসরি বাগান মালিকের কাছ থেকে কেনা যায়, তাহলে প্রতি ১০০ টন কিনতে আনুমানিক ১০ লাখ টাকা লাগবে। নিজ নামে কোল্ড স্টোরেজে ও আড়তে রাখবেন। এর সাথে পরিবহন খরচ মোট ২-৩ লাখ টাকা ধরলাম। আমার কাছেই বিক্রি করতে পারবেন ৫০ লাখ টাকায়! 💰 অন্য স্থানে আরো বেশি দামে বিক্রি করতে পারবেন, তবে চুক্তি অনুযায়ী আমাকেই দিবেন। সামনে 'ইমামা চবনপ্রাশ' (Chyawanprash) তৈরি করে বিশাল পর্যায়ে ব্যবসা করবো ইনশাআল্লাহ। 🚀 বিদেশে রপ্তানি ও দেশে বড় বাজার ধরবে ইনশাআল্লাহ। পাহাড়ি আমলকীর ভিটামিন সি-এর আধার হলো এই সাপ্লিমেন্ট। 💊 চট্টগ্রামের একজনকে এই ব্যবসার দায়িত্ব দিচ্ছি আমি, সাথে পার্টনার হিসেবে আছি। কোম্পানির নাম 'ইমামা প্রিমিয়াম ফুড'। 🍎

15/10/2025

কুমিল্লা জেলা চান্দিনা থানা প্রতিনিধি হাফেজ মোহাম্মদ কাউছার, 01901355137
তারিখ:১৫/১০/২০২৫

ঔষধের সেল হিসাব
৩০০ টাকার লিবারটন-১১টি
ডায়াবেটিসের ঔষধ ১টি
১৫০০ টাকার স্যাম্পল-১টি
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,,
গত শনিবার ১১ তারিখ সিঙ্গাপুর প্রবাসী জনি ভাই প্রবাস থেকে ওনার খালাম্মার জন্য লিভার টোন অর্ডার করেছিল আজকে কল করে বলতেছে ওনার খালাম্মা আজ প্রায় দশ বছর যাবৎ পেটের সমস্যা খাবার দাবার খাইতে পারেনা অনেক টাকা পয়সা খরচ করেছে আমাদের লিভারটন খাওয়ার পরে ওনার অনেক উপকার হয়েছে ওনার পেটের সমস্যা ভালো হয়েছে দশ বছর পর এখন খাবারদাবারও ভালো খেতে পারে খুব খুশি তাই আজকে আবার তিনটি লিভার টোন অর্ডার করেছে,
আলহামদুলিল্লাহ,
আমি আশা করি আমাদের এই লিভার টন একটা সময় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং জনপ্রিয় হবে ইনশাআল্লাহ অলরেডি আমি নিজেই সিঙ্গাপুর, সৌদি আরব, ওমান, দুবাই, মালয়েশিয়া পাঠিয়েছি, প্রত্যেকে ওনাদের নিজেদের লোক দিয়ে নিয়েছে

15/10/2025

ইনশাআল্লাহ , আমার মাদ্রাসার ১৫ জন আলেমকে নিয়ে আগামীপরশু ৪০ দিনের তাবলীগে যাচ্ছি, দোয়া করবেন।

15/10/2025

💖*এমন রিভিউ শুনলে কার না ভালো লাগে*,,।❤️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,,, আমি মাও:ইকবাল হোসেন
*০১৯০১৯২১৮৩২*
নারায়ণগঞ্জ,আড়াইহাজার থানা প্রতিনিধি।

একজন রোগী কল দিয়ে বললেন আমি অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি অনেক টাকা নষ্ট করেছি কিন্তু কোন উপকার পাইনি। আমি, হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের ঔষধ সম্পর্কে বিস্তারিত উনার কাছে তুলে ধরলাম, অনেকক্ষণ কথা বলার পরে তিনাকে ৮০০ টাকার একটা স্যাম্পল দিয়েছিলাম। দুইদিন পর উনি ফোন করে বলতেছেন। আলহামদুলিল্লাহ, ভাইজান আপনাদের ওষুধ দ্বারা যে উপকার পাইছি এত এত টাকা খরচ করেও কোন উপকার পাইনি,, ভাইজান,আপনার কথা কাজে মিল আছে,, আলহামদুলিল্লাহ,, আজকেও উনি এসে দেখা করে গেলেন, এবং টাকা জমিয়ে বড় ফাইল নিবেন আশ্বস্ত করেছেন।
*আলহামদুলিল্লাহ 🤲🤲*

15/10/2025

একটি বিনিয়োগের (ইনভেস্ট) অফার: একটি বিশেষ উপাদান আমি প্রতি কেজি ৮,০০০ টাকায় কিনি। ১,০০০ কেজি কিনতে প্রায় ৬০ লাখ টাকা লাগে। 💰 আমি আপনাদের থেকে সেটি ৭০ লাখ টাকায় কিনে নেব, দুই মাসের মধ্যেই। অর্থাৎ, আপনার নামে প্রতি ১ লাখ ২০ হাজার টাকায় ২০ কেজি করে কেনা হবে এবং দুই মাসের মধ্যে আপনি ২০ হাজার টাকা লাভ পাবেন। 📈
এছাড়াও আরও অনেক ঔষধি উপাদান আছে, যা একসাথে কিনলে আমার অনেক বেশি টাকা সাশ্রয় হবে। যেমন: রেউচিনি, তেউরিমূল, গুলে মুন্ডি, নীল কণ্ঠি, অপরাজিতা, নাগদানা, শিশুকাঠ, রক্তচন্দন, একাংগী, চিরতা (হিমালয়ান), চপচিনি, অনন্তমূল, ওশবা, রক্তকাঞ্চন।

একটি অফার শেষ হলে, আমরা আরেকটি অফার নিয়ে আসব। 🌿

ভবিষ্যতে আরও বিনিয়োগের অফার আসবে, যেমন: আমলকীর সিজন। 🌳 আপনি কয়েক টন আমলকী কিনে আড়তে রাখতে পারবেন। পরে ভালো লাভে আমাকে অথবা বিভিন্ন কোম্পানিকে তা বিক্রি করতে পারবেন।
সিজনের সময় কাঁচা আমলকী ৩০ টাকা এবং শুকনো আমলকী ৫০/৬০ টাকায় পাওয়া যায়, যা পরে বাড়তে বাড়তে ২০০ টাকা পর্যন্ত হয়ে যায়। 💸 ৩০ টাকার আমলকী বাগান থেকে পাইকাররা প্রায় ১০ টাকা দরে কেনে। আমরা কয়েকজন মিলে যদি কয়েকটি বাগান পুরোটা কিনে নিই এবং আপনার নিজের নামে আড়তে রাখি, তাহলে সেগুলোর কাঁচা আমলকী আমার কাছে ৫০ টাকা এবং শুকনো আমলকী সবসময় ৭০/৮০ টাকা দরে বিক্রি করতে পারবেন। 🎯

নিত্যনতুন ইনভেষ্ট অফার পেতে ইনভেষ্টর গ্রুপে যোগ দিন।

ভাই আর মাত্র ৩ বছর অপেক্ষা করেন, ঔশধ পেয়ে জাবেন। "পান থেকে চুন খসলেই আমি বাটপার"
15/10/2025

ভাই আর মাত্র ৩ বছর অপেক্ষা করেন, ঔশধ পেয়ে জাবেন।
"পান থেকে চুন খসলেই আমি বাটপার"

Address

গাজীপুর চৌরাস্তা
Gazipur
2200

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা আশরাফ আলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মাওলানা আশরাফ আলী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram