Dr M bokhtier rahman

Dr M bokhtier rahman Dr M bokhtier rahman

অনলাইনে নিয়মিত রোগি দেখছেনঃ- ডা. এম. বখতিয়ার রহমান ডিএইচএমএস, বিএইচবি, ঢাকা। বিএসসি (অনার্স) ঢা.বি. বি এ (ফাজিল) আ.বি. প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল- কালিয়াকৈর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্র.) গাজিপুর। ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ্স :- https://play.google.com/store/apps/details?id=com.jir.hello.homoeo.pathy.app&hl=en&gl=US ভিজিট করুন আমাদের ওয়েবসাইট :- www.Hellohomoeopathy.com/ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:- https://youtube.com/channel/UCIrxFzj0eE48I4_C28h7_tg

সীতাকুণ্ড দুর্ঘটনায় সকল ভাইবোন কে এগিয়ে আসা উচিৎ। যে যার অবস্থান থেকে সাহায্য করুন
05/06/2022

সীতাকুণ্ড দুর্ঘটনায় সকল ভাইবোন কে এগিয়ে আসা উচিৎ। যে যার অবস্থান থেকে সাহায্য করুন

04/06/2022

আপনার দাম্প♥ত্য জীবন সুখী-ময় করতে♥অর্ডার করতে 'Message' বাটনে ক্লিক করুন অথবা যে কোন প্রয়োজনে কল করুন (WhatsApp) 01866888111

02/06/2022

পৃথিবীতে কেউ স্থায়ী হয়না। হোক না। অসাধারণ একটি নাশিদ। মন জুরিয়ে যাওয়া নাশিদ। ডা. এম বখতিয়ার রহমান

28/05/2022

বীর্য ঘন করার সহজ উপায় | বীর্য ঘন করার সহজ উপায় ঔষধ | বীর্য ঘন করার সহজ উপায় খাবার | homeopathy

25/05/2022

আপনার দাম্প♥ত্য জীবন সুখী-ময় করতে♥অর্ডার করতে 'Message' বাটনে ক্লিক করুন অথবা যে কোন প্রয়োজনে কল করুন (WhatsApp) 01866888111

🔷আমার ব্যাক্তিগত পেইজে আপনাকে স্বাগতম। আমি ডা. এম বখতিয়ার রহমান (হোমিওপ্যাথ)। ➡️দেশে যখন চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা, ক...
25/05/2022

🔷আমার ব্যাক্তিগত পেইজে আপনাকে স্বাগতম। আমি ডা. এম বখতিয়ার রহমান (হোমিওপ্যাথ)।

➡️দেশে যখন চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা, কুচিকিৎসা, অমানবিক চিকিৎসা বানিজ্য।
আর তাই আমরা আস্থা, বিশ্বাস ও সঠিক চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে আমার এই পথচলা।

↔️আমার উদ্দেশ্যঃ
➡️চিকিৎসা সেবা সহজীকরন।
➡️সঠিক ও মানসম্মত চিকিৎসা।
➡️হোমিওপ্যাথিকে দেশের প্রতিটি মানুষের দায়গোড়ায় পৌঁছায়।
➡️হোমিও মেডিসিন এর প্রচার ও প্রসার করা।
➡️হোমিওপ্যাথিক শিক্ষার প্রচার ও প্রসার।

🔷আমার লক্ষ্যঃ
➡️একজন রোগীকে সঠিক ভাবে কম সময়ে সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য।
➡️হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অসুস্থ মানুষের সেবার মাধ্যমে যেন আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি।

🔷আমার বৈশিষ্ট্যঃ-

➡️আন্তরিকতার সাথে একজন রোগীকে উপযুক্ত সময় নিয়ে ভালো ভাবে পর্যবেক্ষন করে, সঠিক রোগ নির্নয় করার পরে, সঠিক মেডিসিন সিলেক্ট করে একজন রোগীকে পুনরায় সম্পুর্নভাবে সুস্থ করে তোলা।

➡️ একজন রোগীকে স্বল্প খরচে, কম সময়ে সুস্থ করে তোলা।

➡️ সাধ্যের মাঝে অর্জিনাল ও বিশুদ্ধ প্রত্যকটি ঔষধের মুল্য সহজলভ্য করা। যেন আগ্রহী সকলে চিকিৎসা গ্রহন করতে পারে।

➡️ডেলিভারির জন্য আমরা অগ্রীম ঔষধের দাম নেই না। শুধু কুরিয়ার বিল টুকুই নিয়ে থাকি। এবং ঔষধের দাম ক্যাশ অন ডেলিভারি।

➡️ঔষধের মান যেন অর্জিনাল ও বিশুদ্ধ হয় সে জন্য ইম্পোর্টার/সরাসরি কোম্পানি থেকে সংগ্রহ করে থাকি।

➡️অরিজিনাল জার্মানি ঔষধের মাধ্যমে রোগিদের চিকিৎসা দিয়ে থাকি।

➡️আমি অত্যন্ত বিনয়ের সাথে গরীব, অভাবী, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে ব্যাবস্থাপত্র দিয়ে থাকেন। এবং আরো বেশি অসহায় হলে তাকে বিনামুল্যে চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া হাফেজ ও তালেবে ইল্মদের জন্য স্পেশাল অফারে চিকিৎসা দেওয়া হয়।

🔷উপসংহারঃ ইনকাম নয় একজন রোগীর সুস্থতাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা আল্লাহকে ভয় পাই। আমরা বিশ্বাস করি আমাদেরকে একদিন প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
তাই সততা ও অন্যের হকের বিষয়ে আমরা অনেক সতর্ক থাকি। এরপরও আমাদের কোন ভুল ত্রুটি পেলে অবশ্যই মুসলিম ভাই হিসেবে ধরিয়ে দিবেন।
আমরা অবশ্যই নিজেদেরকে সংশোধন করে নিবো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাকে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফল করেন।
আমিন ইয়া রাব্বাল আলামিন।

🔷ধন্যবাদান্তে-
ডা. এম বখতিয়ার রহমান
ডি এইচ এম এস ঢাকা, বি এস সি অনার্স, বি এ ফাজিল।
সি ই ওঃ হ্যালো হোমিওপ্যাথি/Hello Homoeopathy.
Email: brahmannajmul@gmail.com

25/05/2022

মেয়েদের হস্তমৈথুন করলে শরীরের যেসব ক্ষতি হয় | meyeder hostomoithun korle ki problem | hostomoithun

22/05/2022

সহবাসের সময় জ্বালাপোড়া ও ব্যাথা কারন ও প্রতিকার | সহবাসে কষ্ট হলে করোনিয় কি | স্ত্রী সহবাসে ব্যাথা

 ায়_হোমিওপ্যাথি_ঔষধ:~~~ ্ব📚 ৫১।রোগী একটুতেই কাঁদিয়া ফেলেঃ- Pulsatilla📚৫২।রোগী ভাবী অমঙ্গলের আশঙ্কা করেঃ- Graphities📚৫৩।অ...
07/05/2022

ায়_হোমিওপ্যাথি_ঔষধ:~~~
্ব

📚 ৫১।রোগী একটুতেই কাঁদিয়া ফেলেঃ- Pulsatilla
📚৫২।রোগী ভাবী অমঙ্গলের আশঙ্কা করেঃ- Graphities
📚৫৩।অর্থ শূন্য কথা কহে, অত্যন্ত জোরে হাসেঃ- Hyociamus
📚৫৪।গায়ে কিছুতেই কাপড় চাপা রাখেনা, উলঙ্গ থাকে, অশ্রাব্য গান গায়ঃ- Hyociamus
📚৫৫।গুহ্যস্থানের কাপড় খুলিয়া ফেলে, অনবরত লিঙ্গে হাত দেয়ঃ- Hyociamus
📚৫৬।কি বলিতে যাইতেছিল ভুলিয়া যায়ঃ- Hypericum
📚৫৭।প্রেমে নিরাশ হেতু কষ্ট ও পীড়াঃ- Ignetia
📚৫৮।শোক দুঃখ জনিত কোনও তরুণ পীড়া- Ignetia
📚৫৯।শোক দুঃখ জনিত কোনও পুরাতন পীড়াঃ- Acid Phos
📚৬০।লোক ভালবাসেনা, তাচ্ছিল্যভাবঃ- Kali B**h
📚৬১। একলা থাকিতে চায়না, নিয়ত সঙ্গী চায়ঃ- Kali Carb
📚৬২।ছেলে রাগী খিঁটখিটে, কেহ তাকাইলে বা গায়ে হাত দিলে কাঁদেঃ- Antim Crud
📚৬৩।মনমরা, দুঃখিত, কথায় কথায় কান্নাঃ- Antim Crud
📚৬৪। সামান্য বিষয়ে শিশুর মত চীৎকার করিয়া কাঁদেঃ- Causticum
📚৬৫।অত্যন্ত ভুল করে, কোনও দ্রব্য ক্রয় করিয়া দোকানে ফেলিয়া আসেঃ- Lac. Caninum
📚৬৬। অহংকারী, একটুতে মেজাজ গরম করেঃ- Platinam
📚৬৭। জিনিষ কাটিতে ছিঁড়িতে চায়, কুকথা বলে, প্রেম, ধর্ম বিষয়ে বকেঃ- Veretrum Alb
📚৬৮।কল্পনায় অসংখ্য ছারপোকা ও পোকা দেখিতে পায়ঃ- Cocane
📚৬৯।আত্মহত্যার ইচ্ছা, বিষাদিত, প্রশ্নের পর প্রশ্নঃ- Arum Met
📚৭০। হাঁটিবার সময় মনে করে, যেন কেহ পশ্চাতে আসিতেছেঃ- Anacardium Ori
📚৭১।কোন স্থান কেটে গেলে রক্তপাত বন্ধ করতে এবং চামড়া জোড়া লাগাতে Calendula Officinalis(শক্তি Q) ঔষধটি
তুলায় লাগিয়ে আক্রান্ত স্থানে প্রয়োগ করুন।
📚৭২।কেটে যাওয়া স্থানে পুজ হওয়ার সম্ভাবনা থাকেলে Hepar Sulph (শক্তি ২০০)তিন বেলা যত দিন ক্ষত না শুখায়।
📚৭৩।ধারাল আস্ত্রের আঘাতে গভির এবং মস্রিন ভাবে কেতে গেলে staphisagria ঔষধটি তিন বেলা করে কিছুদিন প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি সেরে যাবে।
📚৭৪।হটাত কোন আনন্দ বিশ্বয় বা ভাবা বেগের কারনে কোন রোগ দেখা দিলে Coffia Cruda এক মাত্রা।
📚৭৫।হঠাৎ কোন কারনে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হলে অত্যাধিক বুক ধরপড়ানি শুরু হলে Camphora পাঁচ মিনিট পর পর ভাল ফল দেয়।
📚৭৬।হটাত হার্ট ফেল করার উপক্রম হলে বা হার্ট ফেল করলে Crataegus Oxyacntha বা Arnica Montana চমৎকার।
📚৭৭।কোন স্থান আগুনে পোড়ার সাথে সাথে Urtica Urens অথবা Picric Acide রোজ চার বেলা করে খেতে থাকুন। পাশা পাশি পানির সাথে মিশিয়ে পোড়া স্থানে লাগান।
📚৭৮।আগুনে পোড়ার পর অত্যাধিক অস্থিরতা দেখা দিলে বা ফোস্কা পড়ে গেলে Costicum রোজ চার বেলা ফলপ্রসু।
📚৭৯।পোড়া এবং ফোস্কার সাথে অনেক জ্বালা যন্ত্রণা থাকলে Cantharis ঘন ঘন প্রয়োগ দ্রুত আরোগ্য হয়।
📚৮০।হঠাৎ কোন কারনে শরীর ঠান্ডা হয়ে ভয়ানক অবস্থা হলে camphora অথবা Carbo vege ঘন ঘন প্রয়োগে চমৎকার কাজ করে ।
📚৮১।শরীরের কোন স্থানে আঘাত লেগে থেতলে গেলে , বা কোন পেশিতে টান পরলে Arnica montana দুই ঘন্টা পর পর ভাল।
📚৮২।প্রচন্ড গরমের সময় বা ঘামান শরিরে ঠান্ডা কোন খাবার খেয়ে যে কোন রোগই হোক না কেন Bellis perennis ভাল।
📚৮৩।শরীরের কোন স্থানে আঘাত লেগে কালশিরা পড়ে গেলে arnica montana অথবা Ledum palustra তিনবেলা প্রয়োগে দ্রুত আরোগ্য করে।
📚৮৪।শিশুরা সাবান চুন খেয়ে মুখ পুড়িয়ে ফেললে অথবা চোখে চুন সোডা জাতীয় কিছু পরলে costicum ১ ঘন্টা পর পর প্রয়োগ করলে ভাল ফল দেয়।
📚৮৫।কেউ বৈদ্যতিক শক খেলে phosphoras দশ মিনিট পর পর প্রয়োগ ভাল।
📚৮৬।গলায় মাছের কাতা ফুটে গেলে silicea তিন বেলা করে দিলে চমৎকার কাজ করে। শরীরের কোথাও কিছু ফুটে থেকে গেলে সেখানে চামড়ার নিচে শক্ত হলে Silicea ঔষধটি প্রয়োগে দ্রুত আরোগ্য সম্ভব।
📚৮৭।কানে ঝি ঝি , শো শো শব্দ হয়- Baryta Mur
📚 ৮৮।কানে কামানের গর্জনের মত শোনা যায়, মানুষের আওয়াজ কম শুনে কিন্তু অন্য শব্দ ভাল শুনে- Chenopodium.
📚৮৯।কানে টং টং শব্দ হয়- kali iod, Thiosinaminum.
📚 ৯০।মাসিকের পূর্বে ও ঋতুর সময় কানে কম শুনে, ভার বোধ, অথবা শুনেনা,- kreosote.
📚 ৯১।কানে বিভিন্নশব্দ হয়। অন্য সময় কম শুনে কিন্তু গাড়ির আওয়াজের মধ্য ভাল শুনে- Graphitise
📚৯২। কানে যেন পানি ফুটতেছে- Valeriana.
📚 ৯৩।চলার সময় জয়েন্টে সাথে কানের মধ্যে কিংবা খাওয়ার সময় কানে খট খট শব্দ হয়- Acid nit , Medo
📚 ৯৪।হাঁচি, কাশি, নাক ঝাড়ার সময় কানে কট কট শব্দ হয়- Kali Mur.
📚৯৫।উচ্চ রক্তচাপ বা স্নায়ু বিধানের উপদাহিতা হেতু অনিদ্রায় রাওলফিয়া সাপেনটিনা Q ১০ ফোটা।
📚৯৬।মানসিক পরিশ্রম অথবা দুশ্চিন্তাজনিত অনিদ্রায় প্যাসিফ্লোরা ইনকারনেটা Q ৫/৭ ফোটা গরম জলের সাথে ১ ঘন্টান্তর ২/৩ ডোজ।
📚৯৭।বিষয়কর্মের অত্যধিক চিন্তার জন্য অনিদ্রা হলে কফিয়া ২০০, দিনে ১ বার।
📚 ৯৮।কেলিফস ৬x ২টি করে বড়িা সন্ধ্যায় ও শয়নের পূর্বে সেবনে সুনিদ্রা হয়।
📚৯৯।ক্ষুধা,রাক্ষুসে ক্ষুধা,নাক, মুখ কড়মড় করা-সিনা
📚১০০।উৎকন্ঠার সাথে অনিদ্রা, অতিরিক্ত অধ্যায়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতায়-ককুলাস ইন্ডিকাস
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নোট:~সর্বপ্রথম রোগীর লক্ষণ পর্যবেক্ষণ করবেন এবং লক্ষণ অনিযায়ী প্রয়োগ করবেন, এটি প্রাথমিক ধারনা মাত্র।

dr m bokhtier Rahman
Principal: Bengal Homoeo Medical collage

এক মাসের জন্য হস্তমৈথুন ছেড়ে দিলে কেমন অনুভূতি হতে পারে?এক মাসের জন্য হস্তমৈথুন ছেড়ে দিলে একমাস পর যা যা হতে পারেঃ-আপনি ...
27/04/2022

এক মাসের জন্য হস্তমৈথুন ছেড়ে দিলে কেমন অনুভূতি হতে পারে?

এক মাসের জন্য হস্তমৈথুন ছেড়ে দিলে একমাস পর যা যা হতে পারেঃ-

আপনি অনুভব করবেব, আরেহ বাইরের পৃথীবি এত সুন্দর। আমি তো ভুলতেই বসেছিলাম এই সুন্দর পৃথীবিকে।

দেখবেন আপনি আগের মতো আর বদমেজাজী নেই।

হুট করে স্মৃতিশক্তি বেড়ে যাবে।

সোসাল ওয়ার্ক এর জন্য মন টানবে।বাস্তব দুনিয়া চিনবেন।হস্তমৈথুনের কালো ছায়ায় পড়ে বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আফসোস হবে প্রচুর।

একমাস আগের সেই লুজার টা এখন আর নেই।উইনারে পরিনত হচ্ছে সে।

শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবেন। কথার কথায় যাকে বলে শক্তি শক্তি লাগবে বা অনুভব হবে।

মূলকথা এক মাস হস্তমৈথুনের থেকে দূরে থাকলে নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন।নিজেই বুঝতে পারবেন আপনি মাটি থেকে স্বর্গে এসে গেছেন।এখন সুন্দরভাবে বাচার পালা।

ডা. এম বখতিয়ার রহমান
প্রিন্সিপালঃ বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

আমাদের আনন্দ ও সফলতা তখনই " যখন অনেক কষ্ট করে রোগী দেখার পরে,  রোগী সুস্থ হয়ে/রোগের কষ্ট লাঘব পেয়ে"  রোগী মন থেকে বলে"""...
09/04/2022

আমাদের আনন্দ ও সফলতা তখনই " যখন অনেক কষ্ট করে রোগী দেখার পরে, রোগী সুস্থ হয়ে/রোগের কষ্ট লাঘব পেয়ে" রোগী মন থেকে বলে"""

❤️❤️স্যার আপনার প্রতি অনেক ভালোবাসা ❤️❤️❤️❤️

সত্যি তখন মন টা খুশিতে ভরে যায়।
খুশিতে আমাদের মস্তক আল্লাহর সামনে সিজদাহ্ বনত হয়।৷
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ

08/04/2022

পর্নোগ্রাফি থেকে কিভাবে মুক্তি লাভ করবে | পর্ন আসক্তি থেকে বাঁচার উপায় | পর্ন দেখলে কি ক্ষতি হয়।

Address

Sultan Market, Kashimpur
Gazipur
1400

Alerts

Be the first to know and let us send you an email when Dr M bokhtier rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr M bokhtier rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category