07/05/2022
ায়_হোমিওপ্যাথি_ঔষধ:~~~
্ব
📚 ৫১।রোগী একটুতেই কাঁদিয়া ফেলেঃ- Pulsatilla
📚৫২।রোগী ভাবী অমঙ্গলের আশঙ্কা করেঃ- Graphities
📚৫৩।অর্থ শূন্য কথা কহে, অত্যন্ত জোরে হাসেঃ- Hyociamus
📚৫৪।গায়ে কিছুতেই কাপড় চাপা রাখেনা, উলঙ্গ থাকে, অশ্রাব্য গান গায়ঃ- Hyociamus
📚৫৫।গুহ্যস্থানের কাপড় খুলিয়া ফেলে, অনবরত লিঙ্গে হাত দেয়ঃ- Hyociamus
📚৫৬।কি বলিতে যাইতেছিল ভুলিয়া যায়ঃ- Hypericum
📚৫৭।প্রেমে নিরাশ হেতু কষ্ট ও পীড়াঃ- Ignetia
📚৫৮।শোক দুঃখ জনিত কোনও তরুণ পীড়া- Ignetia
📚৫৯।শোক দুঃখ জনিত কোনও পুরাতন পীড়াঃ- Acid Phos
📚৬০।লোক ভালবাসেনা, তাচ্ছিল্যভাবঃ- Kali B**h
📚৬১। একলা থাকিতে চায়না, নিয়ত সঙ্গী চায়ঃ- Kali Carb
📚৬২।ছেলে রাগী খিঁটখিটে, কেহ তাকাইলে বা গায়ে হাত দিলে কাঁদেঃ- Antim Crud
📚৬৩।মনমরা, দুঃখিত, কথায় কথায় কান্নাঃ- Antim Crud
📚৬৪। সামান্য বিষয়ে শিশুর মত চীৎকার করিয়া কাঁদেঃ- Causticum
📚৬৫।অত্যন্ত ভুল করে, কোনও দ্রব্য ক্রয় করিয়া দোকানে ফেলিয়া আসেঃ- Lac. Caninum
📚৬৬। অহংকারী, একটুতে মেজাজ গরম করেঃ- Platinam
📚৬৭। জিনিষ কাটিতে ছিঁড়িতে চায়, কুকথা বলে, প্রেম, ধর্ম বিষয়ে বকেঃ- Veretrum Alb
📚৬৮।কল্পনায় অসংখ্য ছারপোকা ও পোকা দেখিতে পায়ঃ- Cocane
📚৬৯।আত্মহত্যার ইচ্ছা, বিষাদিত, প্রশ্নের পর প্রশ্নঃ- Arum Met
📚৭০। হাঁটিবার সময় মনে করে, যেন কেহ পশ্চাতে আসিতেছেঃ- Anacardium Ori
📚৭১।কোন স্থান কেটে গেলে রক্তপাত বন্ধ করতে এবং চামড়া জোড়া লাগাতে Calendula Officinalis(শক্তি Q) ঔষধটি
তুলায় লাগিয়ে আক্রান্ত স্থানে প্রয়োগ করুন।
📚৭২।কেটে যাওয়া স্থানে পুজ হওয়ার সম্ভাবনা থাকেলে Hepar Sulph (শক্তি ২০০)তিন বেলা যত দিন ক্ষত না শুখায়।
📚৭৩।ধারাল আস্ত্রের আঘাতে গভির এবং মস্রিন ভাবে কেতে গেলে staphisagria ঔষধটি তিন বেলা করে কিছুদিন প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি সেরে যাবে।
📚৭৪।হটাত কোন আনন্দ বিশ্বয় বা ভাবা বেগের কারনে কোন রোগ দেখা দিলে Coffia Cruda এক মাত্রা।
📚৭৫।হঠাৎ কোন কারনে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হলে অত্যাধিক বুক ধরপড়ানি শুরু হলে Camphora পাঁচ মিনিট পর পর ভাল ফল দেয়।
📚৭৬।হটাত হার্ট ফেল করার উপক্রম হলে বা হার্ট ফেল করলে Crataegus Oxyacntha বা Arnica Montana চমৎকার।
📚৭৭।কোন স্থান আগুনে পোড়ার সাথে সাথে Urtica Urens অথবা Picric Acide রোজ চার বেলা করে খেতে থাকুন। পাশা পাশি পানির সাথে মিশিয়ে পোড়া স্থানে লাগান।
📚৭৮।আগুনে পোড়ার পর অত্যাধিক অস্থিরতা দেখা দিলে বা ফোস্কা পড়ে গেলে Costicum রোজ চার বেলা ফলপ্রসু।
📚৭৯।পোড়া এবং ফোস্কার সাথে অনেক জ্বালা যন্ত্রণা থাকলে Cantharis ঘন ঘন প্রয়োগ দ্রুত আরোগ্য হয়।
📚৮০।হঠাৎ কোন কারনে শরীর ঠান্ডা হয়ে ভয়ানক অবস্থা হলে camphora অথবা Carbo vege ঘন ঘন প্রয়োগে চমৎকার কাজ করে ।
📚৮১।শরীরের কোন স্থানে আঘাত লেগে থেতলে গেলে , বা কোন পেশিতে টান পরলে Arnica montana দুই ঘন্টা পর পর ভাল।
📚৮২।প্রচন্ড গরমের সময় বা ঘামান শরিরে ঠান্ডা কোন খাবার খেয়ে যে কোন রোগই হোক না কেন Bellis perennis ভাল।
📚৮৩।শরীরের কোন স্থানে আঘাত লেগে কালশিরা পড়ে গেলে arnica montana অথবা Ledum palustra তিনবেলা প্রয়োগে দ্রুত আরোগ্য করে।
📚৮৪।শিশুরা সাবান চুন খেয়ে মুখ পুড়িয়ে ফেললে অথবা চোখে চুন সোডা জাতীয় কিছু পরলে costicum ১ ঘন্টা পর পর প্রয়োগ করলে ভাল ফল দেয়।
📚৮৫।কেউ বৈদ্যতিক শক খেলে phosphoras দশ মিনিট পর পর প্রয়োগ ভাল।
📚৮৬।গলায় মাছের কাতা ফুটে গেলে silicea তিন বেলা করে দিলে চমৎকার কাজ করে। শরীরের কোথাও কিছু ফুটে থেকে গেলে সেখানে চামড়ার নিচে শক্ত হলে Silicea ঔষধটি প্রয়োগে দ্রুত আরোগ্য সম্ভব।
📚৮৭।কানে ঝি ঝি , শো শো শব্দ হয়- Baryta Mur
📚 ৮৮।কানে কামানের গর্জনের মত শোনা যায়, মানুষের আওয়াজ কম শুনে কিন্তু অন্য শব্দ ভাল শুনে- Chenopodium.
📚৮৯।কানে টং টং শব্দ হয়- kali iod, Thiosinaminum.
📚 ৯০।মাসিকের পূর্বে ও ঋতুর সময় কানে কম শুনে, ভার বোধ, অথবা শুনেনা,- kreosote.
📚 ৯১।কানে বিভিন্নশব্দ হয়। অন্য সময় কম শুনে কিন্তু গাড়ির আওয়াজের মধ্য ভাল শুনে- Graphitise
📚৯২। কানে যেন পানি ফুটতেছে- Valeriana.
📚 ৯৩।চলার সময় জয়েন্টে সাথে কানের মধ্যে কিংবা খাওয়ার সময় কানে খট খট শব্দ হয়- Acid nit , Medo
📚 ৯৪।হাঁচি, কাশি, নাক ঝাড়ার সময় কানে কট কট শব্দ হয়- Kali Mur.
📚৯৫।উচ্চ রক্তচাপ বা স্নায়ু বিধানের উপদাহিতা হেতু অনিদ্রায় রাওলফিয়া সাপেনটিনা Q ১০ ফোটা।
📚৯৬।মানসিক পরিশ্রম অথবা দুশ্চিন্তাজনিত অনিদ্রায় প্যাসিফ্লোরা ইনকারনেটা Q ৫/৭ ফোটা গরম জলের সাথে ১ ঘন্টান্তর ২/৩ ডোজ।
📚৯৭।বিষয়কর্মের অত্যধিক চিন্তার জন্য অনিদ্রা হলে কফিয়া ২০০, দিনে ১ বার।
📚 ৯৮।কেলিফস ৬x ২টি করে বড়িা সন্ধ্যায় ও শয়নের পূর্বে সেবনে সুনিদ্রা হয়।
📚৯৯।ক্ষুধা,রাক্ষুসে ক্ষুধা,নাক, মুখ কড়মড় করা-সিনা
📚১০০।উৎকন্ঠার সাথে অনিদ্রা, অতিরিক্ত অধ্যায়ন বা শুক্রক্ষয়জনিত অসুস্থতায়-ককুলাস ইন্ডিকাস
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নোট:~সর্বপ্রথম রোগীর লক্ষণ পর্যবেক্ষণ করবেন এবং লক্ষণ অনিযায়ী প্রয়োগ করবেন, এটি প্রাথমিক ধারনা মাত্র।
dr m bokhtier Rahman
Principal: Bengal Homoeo Medical collage