Gonoshasthaya Kendra, Panishail, Gazipur

Gonoshasthaya Kendra, Panishail, Gazipur দেশের স্বাস্থ্যের জন্যে গণস্বাস্থ্য কেন্দ্র।
একটি সেবামূলক প্রতিষ্ঠান।
Mother Accounts Profile
https://www.facebook.com/gksavar/

জরুরি নোটিশ! এতদ্বারা গাজীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দাদের জানানো যাচ্ছে যে- প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার পানিশাইল গণস্বাস্...
30/04/2025

জরুরি নোটিশ!

এতদ্বারা গাজীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দাদের জানানো যাচ্ছে যে- প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে সরকারি টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু আগামীকাল (বৃহস্পতিবার) ১লা মে, ২০২৫ইং তারিখ সরকারি বন্ধ থাকায় প্রোগ্রামটি স্থগিত করা হয়ছে। তাই এই টিকা কার্যক্রম আগামী ০৮/০৫/২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার যথা সময়ে অনুষ্ঠিত হইবে। উক্ত তারিখে যথাসময়ে উপস্থিত হয়ে আপনার সন্তানকে ও গর্ভবতী মায়েদের টিকা নিশ্চিত করুণ।

ধন্যবাদান্তে-
মোঃ ফেরদাউছ সিকদার
ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত)
পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র
দক্ষিণ পানিশাইল, কাশিমপুর
১নং ওয়ার্ড, গাজীপুর।
মোবাইলঃ ০১৯১১৪৫৩০৭২

বিশেষ ঘোষণা! ১৫ মার্চ, ২০২৫ইং শনিবার, সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে আপনার এলাকার নিকটত...
14/03/2025

বিশেষ ঘোষণা!

১৫ মার্চ, ২০২৫ইং শনিবার, সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে আপনার এলাকার নিকটতম স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান। পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

যোগাযোগ করুন -
জিনিয়াস ফেরদাউছ
মোঃ ফেরদাউছ সিকদার
ম্যানেজার
পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র
মোবাইল : ০১৯১১৪৫৩০৭২

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা! আজ ২৬/১২/২০২৪ইং তারিখে রাত ৪.২২ এর সময়ে পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ম...
26/12/2024

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা!

আজ ২৬/১২/২০২৪ইং তারিখে রাত ৪.২২ এর সময়ে পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ ফেরদাউছ সিকদারকে কবিরপুর এলাকা থেকে ফোন করে গর্ভবতী মায়ের প্রসব বেদনার কথা জানালে তাৎক্ষণিক তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পানিশাইলে এনে ভোর ৫.১৭ এর সময়ে সফলভাবে নরমাল ডেলিভারি করানো হয়েছে। এতে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। বাচ্চার ওজন হয়েছে ৩ কেজি ৫০০ গ্রাম। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন। ডেলিভারি করিয়েছেন মোসাঃ সেলিনা আক্তার। এসময় তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন বন্যা চৌধুরী, সার্বিকভাবে সহযোগিতা করেন পরিচ্ছন্ন কর্মী মোসাঃ ছালেহা খাতুন ও নিরাপত্তা প্রহরী মন্নাছ ফকির। সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশাকরি সামনে এই ডেলিভারির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আপনাদের যেকোনো স্বাস্থ্যসেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

শুভেচ্ছান্তে-
মোঃ ফেরদাউছ সিকদার
ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত)
গণস্বাস্থ্য কেন্দ্র, পানিশাইল
১নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর।
মোবাইল : ০১৯১১৪৫৩০৭২

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡আজ ভোর ৪ টার দিকে জিরানী থেকে একজন আর চক্রবর্তী থেকে একজন সকাল ৯ টার সময...
23/12/2024

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡

আজ ভোর ৪ টার দিকে জিরানী থেকে একজন আর চক্রবর্তী থেকে একজন সকাল ৯ টার সময় মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কে ডেলিভারী রোগীরা লেবার পেইন নিয়ে ফোন কর করে হাসপাতালে আসে । পরে ইন্টার্ন (গাইনী) ডাঃ কানিজ ফাতেমা আপুর অবজারভেশনে রেখে রাত ৮.০৮ এর সময়ে একজনের সফলভাবে নরমাল ডেলিভারি করানো হয়েছে। পরবর্তীতে ৯:৪২ এ আরেকজনের নরমাল ডেলিভারী করানো হয় এতে দুই জনের দুইটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম গর্ভবতী। বাচ্চার ওজন হয়েছে ৩ কেজি ২০০ গ্রাম ও ৩ কেজি ৮০০ গ্রাম ডেলিভারি করিয়েছেন মোসাঃ সেলিনা আক্তার। এসময় তার সাথে ছিলেন - ম্যামোরী আক্তার মায়া, আরজুমা আক্তার জান্নাত মুন্নি ও জেনী আকন্দ। সার্বিকভাবে সহযোগিতা করেন হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ছালেহা খাতুন। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন। সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

উল্লেখ্য - গত দুই মাসে মোট - ৯টি নরমাল ডেলিভারি সফলভাবে করানো হয়েছে।

আপনার যেকোন স্বাস্থ্যসেবা পেতে আমাদের পেইজে ফলো দিয়ে সাথে থাকুন - Gonoshasthaya Kendra, Panishail, Gazipur

গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মানিত ট্রাস্টি ও ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মীনি শিরিন পারভীন হক ‘’বেগম রোকেয়া পদক-২০২৪’’ ভূষি...
09/12/2024

গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মানিত ট্রাস্টি ও ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মীনি শিরিন পারভীন হক ‘’বেগম রোকেয়া পদক-২০২৪’’ ভূষিত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র, পানিশাইল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন!

আজ গাজীপুর সিভিল সার্জন অফিসে, মাসিক সমন্বয় সভায়। Gonoshasthaya Kendra, Panishail, Gazipur এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহন ...
26/11/2024

আজ গাজীপুর সিভিল সার্জন অফিসে, মাসিক সমন্বয় সভায়। Gonoshasthaya Kendra, Panishail, Gazipur এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেন প্রকল্প ম্যানেজার মোঃ ফেরদাউছ সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদা আক্তার, সিভিল সার্জন, গাজীপুর।

আপনাদের যেকোনো স্বাস্থ্যসেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন - ০১৯১১৪৫৩০৭২

আমরা ২৪ ঘন্টা আপনার সেবায়, আপনার দরজায়।

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡আজ সকাল ৮টার দিকে মোল্লাপাড়া গ্রাম থেকে মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থাপক (...
23/11/2024

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡

আজ সকাল ৮টার দিকে মোল্লাপাড়া গ্রাম থেকে মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কে একজন ডেলিভারী রোগী লেবার পেইন নিয়ে ফোন করে হাসপাতালে ভর্তি হয়। পরে মেডিকেল অফিসার (গাইনী) ডাঃ নুরতামাম শান্ত আপুর অবজারভেশনে রেখে ১০: ৫০ মিনিট এর সময়ে সফলভাবে নরমাল ডেলিভারি করানো হয়েছে। এতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম গর্ভবতী। বাচ্চার ওজন হয়েছে ৩ কেজি। ডেলিভারি করিয়েছেন মোসাঃ সেলিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ নুরতামাম শান্ত। এসময় তার সাথে ছিলেন - মোসা: মেশকাতুন জান্নাত ও রত্না খাতুন এবং সার্বিকভাবে সহযোগিতা করেন হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ছালেহা খাতুন। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন। সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

উল্লেখ্য - গত মাসে ও চলতি মাসে মোট - ৬টি নরমাল ডেলিভারি সফলভাবে করানো হয়েছে।

আপনার যেকোন স্বাস্থ্যসেবা পেতে আমাদের পেইজে ফলো দিয়ে সাথে থাকুন - Gonoshasthaya Kendra, Panishail, Gazipur

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡আজ সকাল ৮টার দিকে মোল্লাপাড়া গ্রাম থেকে মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থাপক (...
23/11/2024

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡

আজ সকাল ৮টার দিকে মোল্লাপাড়া গ্রাম থেকে মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কে একজন ডেলিভারী রোগী লেবার পেইন নিয়ে ফোন করে হাসপাতালে ভর্তি হয়। পরে মেডিকেল অফিসার (গাইনী) ডাঃ নুরতামাম শান্ত আপুর অবজারভেশনে রেখে ১০: ৫০ মিনিট এর সময়ে সফলভাবে নরমাল ডেলিভারি করানো হয়েছে। এতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম গর্ভবতী। বাচ্চার ওজন হয়েছে ৩ কেজি। ডেলিভারি করিয়েছেন মোসাঃ সেলিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ নুরতামাম শান্ত। এসময় তার সাথে ছিলেন - মোসা: মেশকাতুন জান্নাত ও রত্না খাতুন এবং সার্বিকভাবে সহযোগিতা করেন হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ছালেহা খাতুন। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন। সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

উল্লেখ্য - গত মাসে ও চলতি মাসে মোট - ৬টি নরমাল ডেলিভারি সফলভাবে করানো হয়েছে।

আপনার যেকোন স্বাস্থ্যসেবা পেতে আমাদের পেইজে ফলো দিয়ে সাথে থাকুন - Gonoshasthaya Kendra, Panishail, Gazipur

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡আজ দুপুর ১টা ২০ এর দিকে লস্করচালা গ্রাম থেকে মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থ...
22/11/2024

পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের অভিনন্দন বার্তা 🪡

আজ দুপুর ১টা ২০ এর দিকে লস্করচালা গ্রাম থেকে মোঃ ফেরদাউছ সিকদার, ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কে একজন ডেলিভারী রোগী লেবার পেইন নিয়ে ফোন করিলে জুমার নামাজ শেষ করে ২টার দিকে রোগীর বাসা থেকে অটোরিকশার মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মেডিকেল অফিসার (গাইনী) ডাঃ নুরতামাম শান্ত ম্যাডামের দীর্ঘ ৮ ঘন্টা অবজারভেশনে রেখে রাত ৯.২০ এর সময়ে সফলভাবে নরমাল ডেলিভারি করানো হয়েছে। এতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম গর্ভবতী। বাচ্চার ওজন হয়েছে ২ কেজি ৩০০ গ্রাম। ডেলিভারি করিয়েছেন মোসাঃ সেলিনা আক্তার। এসময় তার সাথে ছিলেন - ম্যামোরী আক্তার মায়া, আরজুমা আক্তার ও জেনী আকন্দ। সার্বিকভাবে সহযোগিতা করেন হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী ছালেহা খাতুন। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন।

উল্লেখ্য - গত দুই মাসে মোট - ৫টি নরমাল ডেলিভারি সফলভাবে করানো হয়েছে।

আপনার যেকোন স্বাস্থ্যসেবা পেতে আমাদের পেইজে ফলো দিয়ে সাথে থাকুন - Gonoshasthaya Kendra, Panishail, Gazipur

#নরমাল #ডেলিভারী #গর্ভবতী

শোক সংবাদ - গণস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার অনিল কুমার ভৌমিক। আজ ১৬ই নভেম্বর, ২০২৪ইং তারিখ, রোজ...
16/11/2024

শোক সংবাদ -

গণস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার অনিল কুমার ভৌমিক। আজ ১৬ই নভেম্বর, ২০২৪ইং তারিখ, রোজঃ শনিবার, সকালে ইন্তেকাল করেন।

আমরা গভীরভাবে শোকাহত
গণস্বাস্থ্য কেন্দ্র, পানিশাইল পরিবার

প্রিয় কাশিমপুর থানাবাসী। আসসালামু আলাইকুম? আপনাদের কাশিমপুর থানার ১নং ওয়ার্ডে অবস্থিত পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে এখন ...
15/11/2024

প্রিয় কাশিমপুর থানাবাসী। আসসালামু আলাইকুম? আপনাদের কাশিমপুর থানার ১নং ওয়ার্ডে অবস্থিত পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রে এখন থেকে প্রতি সপ্তাহের ৬দিন গাইনী ডাক্তার চেম্বার করবেন। তার সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

একদম স্বল্প টাকায় গাইনী ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন।

এছাড়াও আরও থাকছে-
১। কালার ৪-ডি আল্ট্রাসাউন্ড
২। প্রেগন্যান্সি প্রোফাইল
৩। পিটি টেস্ট
৪। নিরাপদ নরমাল ডেলিভারি
৫। আয়রন
৬। ক্যালসিয়াম
৭। ভিটামিন বি-কমপ্লেক্স
৮। গর্ভবতী মিনাভিট

যোগাযোগ করুন
মোঃ ফেরদাউছ সিকদার
ম্যানেজার (ভারপ্রাপ্ত)
গণস্বাস্থ্য কেন্দ্র, পানিশাইল
১নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর।
মোবাইল - ০১৯১১৪৫৩০৭২

Address

South Panishail, 1No Word, Kashimpur, Gazipur Sadar, Gazipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Gonoshasthaya Kendra, Panishail, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gonoshasthaya Kendra, Panishail, Gazipur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category