Mawna Diabetic Assocoiation

Mawna Diabetic Assocoiation MDA is a non-profit, social-services, charitable, non-government healthcare organisation for treating mainly opd patients with diabetes and it’s complications.

16/09/2024

আসসালামু আলাইকুম
"ডায়াবেটিস শিক্ষা মূলক আলোচনা "

পর্ব-৪ (১৬/০৯/২৪ খ্রি. সোমবার)

কাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি? :

বর্তমানে বিশ্বে ডায়াবেটিসকে মহামারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা দুটি বিষয়ের উপর জোর দিয়েছেন। তা হচ্ছে, দৈনন্দিন জীবনে আমাদের শারীরিক সক্রিয়তা কম এবং স্বাস্থ্য সম্মত খাদ্য গ্রহণ না করা।

বংশগত কারণ ছাড়াও দ্রুত নগরায়ন ও পরিবর্তীত জীবন ধারনের কারণেই ডায়াবেটিস রোগীর সংখ্যা সারা বিশ্বেই দিন দিন বেড়েই চলেছে।

বৃদ্ধির এই হার উন্নতদেশের তুলনায় বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে অনেক বেশি।
এডিএ গাইডলাইন অনুযায়ী ৪০ বছর বা তদুর্ধ বয়সের পুরুষ মানুষ যাহারা শারীরিক ভাবে কম পরিশ্রমী ও বেশি মোটা বা অতি ওজনি বা সেন্ট্রাল অবেসিটি মানুষ এবং যাদের বংশে কারো ডায়াবেটিস আছে বা ছিল, নিজের অতীত ইতিহাসে হাইপ্রেসার, হাইকোলেস্টেরল, প্রি-ডায়াবেটিস বা জিডিএম ছিলো তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেশি।

কোন কোন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে বিশেষ বিশেষ কারণ খুঁজে পাওয়া যায়। যেমন বন্ধ্যাত্ব বা পিসিও সমস্যা, ক্রোনিক প্যানক্রিয়েটাইটিস, একান্থোসিস নিগ্রিক্যানস, জ্যান্থালএজমা বা মেটাবলিক সিন্ড্রোম, বিভিন্ন হরমোনাল বা অটোইমিউন ডিজিজ, দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ঔষধ গ্রহণ ইত্যাদি।

তাছাড়াও অতিমাত্রার ফাস্টফুড খাওয়া ও কোমল পানীয় পান করা, অতিরিক্ত মানসিক চাপে থাকা, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী।

ডায়াবেটিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমরা (এমডিএ) বিনামূল্যে ও বিনা পরীক্ষায় এডিএ টাইপ -২ ডায়াবেটিস রিস্ক স্কোরিং স্টাডি করি। এই হিসেবে যদি কারো সর্বমোট স্কোর ৫ বা এর বেশি হয় তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং ডায়াবেটিস প্রতিরোধে আপনার সদিচ্ছাই যথেষ্ট। বছরে এক অথবা দুইবার কেন্দ্রে এসে ডায়াবেটিস রিস্ক স্কোরিং স্টাডি বা ডায়াবেটিস কনফার্মেটরি পরীক্ষা করে প্রি-ডায়াবেটিস অবস্থা শনাক্তের মাধ্যমে প্রতিরোধ দূর্গ গড়ে তোলা সম্ভব।

-----শুভেচ্ছা ও ধন্যবাদ -----

(ধারাবাহিক পর্ব: প্রতি সোমবার)

11/09/2024

যদিও যেকোনো বয়সে হতে পারে তথাপি টাইপ ১ ডায়াবেটিস বিশেষ করে শিশু-কিশোরদের (৪-৭ বা ১০-১৪ বছর বয়সে আধিক্য) মধ্যে বেশি দেখা যায় । একারণে টাইপ ১ ডায়াবেটিসকে পূর্বে ‘জুভেনাইল ডায়াবেটিস’ বা কৈশোরকালীন ডায়াবেটিস বলা হতো। ইহাকে ইনসুলিন নির্ভর ডায়াবেটিসও বলা হয়। শতকরা প্রায় ৫০ ভাগ দায়ী থাকায় এটিকে অটোইমিউন বা জেনেটিক বা ফ্যামিলি ডায়াবেটিস রোগও বলা যেতে পারে।

এই গ্রুপের রোগটি খুবই দুর্লভ (গড়ে সকল ডায়াবেটিকের ৫-১০%)। সারা বিশ্বে ২০২১ সনে সংখ্যায় মোট ৮.৪ মিলিয়ন ছিল যাহা ২০৪০ সনে দ্বিগুণ হয়ে যেতে পারে।

অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ড, সুইডেন, ইটালি, কুয়েত, কাতার এইসব দেশে এই টাইপ ১ ডায়াবেটিস রোগের ইনসিডেন্স বা নতুন আক্রান্তের হার বেশি পরিলক্ষিত হয়।

এখনো পর্যন্ত টাইপ ১ ডায়াবেটিস প্রতিরোধের কোনো উপায় আবিষ্কৃত হয়নি। তবে রক্তের সুগার নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত ডাক্তারের চেকআপের মাধ্যমে সহজেই রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই মেয়েটির নাম সামিয়া আক্তার, বয়স ১২ বছর, পজিটিভ পারিবারিক ইতিহাস এবং সে ডা: বসাক স্যারের তত্ত্বাবধানে টাইপ ওয়ান ডায়াবেটিক হিসেবে লেভেলিং হয়ে চিকিৎসাধীন আছেন। তার ও মায়ের সম্মতিতে ইভা ম্যাডামের সঙ্গে বর্তমানে তার কিছু অনুভবের কথা আপনাদেরকে শেয়ার করিলাম.......। ধন্যবাদ।

09/09/2024

আসসালামু আলাইকুম।
"ডায়াবেটিস শিক্ষা মূলক আলোচনা"

পর্ব -৩ (০৯/০৯/২০২৪ খ্রি. সোমবার):

ডায়াবেটিসের প্রকার :

ডায়াবেটিসকে ব্যাপকভাবে ৪টি ভাগে ভাগ করা যায়।

এর মধ্যে শতকরা ৫-১০ ভাগ ডায়াবেটিক মানুষ (ক) টাইপ-১ গ্রুপের হয়ে থাকে। তাহারা কম বয়স্ক (বেশির ভাগই ১০ বছরের আশেপাশে), রোগা বা পাতলা দেহের অধিকারী এবং খুব তাড়াতাড়ি (প্রায় সপ্তাহ খানেকের মধ্যে) ডায়াবেটিসের সকল টিপিক্যাল লক্ষণ গুলো দেখা যায় তাদের দেহে।

শতকরা ৯০-৯৫ ভাগই হলো (খ) টাইপ-২ ডায়াবেটিক রোগী যাহারা সাধারণত ৪০ বছরের বেশি, মোটা বা অতি ওজনযুক্ত ও কর্ম অক্ষম বা কম পরিশ্রমী হয়। টাইপ-২ রোগীদের মধ্যে লক্ষণ সমূহ অনেক দেরীতে পরিলক্ষিত হয় বা কখনোই কোন লক্ষ্মণ দেখা যায়না বরং অন্য রোগের জন্য পরীক্ষা করতে ডায়াবেটিস রোগ নির্ণয় হয়। গর্ভবতী মহিলাদের শতকরা ৭ থেকে ১৫ ভাগ বা প্রতি ১৫ জনে ১জন গর্ভবতী মহিলার (গ) গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম হতে পারে।
তাছাড়াও খুবই সামান্য পারসেন্টেজে (ঘ) নির্দিষ্ট কারণ ভিত্তিক ডায়াবেটিস দেখা যায় একদল মানুষের মধ্যে।
------শুভেচ্ছা ও ধন্যবাদ -------
(ধারাবাহিক পর্ব :প্রতি সোমবার......)

02/09/2024

Mawna Diabetic Assocoiation এর দন্ত বিভাগে ডা: উম্মে সালমা নিসা ম্যাডাম (শুক্রবার) এর পাশাপাশি প্রতি শনি, সোম ও বুধবার হিসেবে নিয়মিত চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন আমাদের বিডিএস ডেন্টাল সার্জন ডাঃ রিয়াজ রায়হান বিপুল স্যার। নিয়মিত সেবা নিন সুস্থ ও সুন্দর জীবন যাপন করুন। ধন্যবাদ।

ঠিকানা : মাওনা ফ্লাইওভার এর নিচে থেকে ৪০০ গজ পশ্চিমে কার পার্কিং এরিয়া সংলগ্ন ওয়াল্টন গলিতে (দক্ষিণ পাশে) অবস্থিত।
মোবাইল : 01762-388424

02/09/2024

আসসালামু আলাইকুম।

"ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনা"

পর্ব - ২ (০২/০৯/২০২৪ খ্রি, সোমবার) :

রোগ বিস্তার তথ্য বা ইপিডেমিওলজী :

ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন বা আইডিএফ তথ্য হিসেবে ২০১৯ সনে সারা বিশ্বে ৪৬৩ মিলিয়ন বা ৯.৩% বা প্রতি ১১ জনে ১ জন প্রাপ্ত বয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিল যাহা ২০৩০ সনে ৫৭৮ মিলিয়ন বা ১০.২% এবং ২০৪৫ সনে ৭০০ মিলিয়ন বা ১০.৯% এ উন্নীত হতে পারে।

প্রি-ডায়াবেটিক রোগীর সংখ্যা সারা বিশ্বে ২০১৯ সনে ছিল ৩৭৪ মিলিয়ন বা ৭.৫% যাহা ২০৩০ সনে হতে পারে ৪৫৩ মিলিয়ন বা ৮% এবং ২০৪৫ সনে ৫৪৮ মিলিয়ন বা ৮.৬% হবে ৷

বাংলাদেশে ২০১৯ সালে ৮.৪ মিলিয়ন বা প্রায় ১৩% প্রাপ্ত বয়স্ক মানুষের ডায়াবেটিস এবং ৩.৮ মিলিয়ন প্রি-ডায়াবেটিস রোগী ছিল যাহা ২০৪৫ এ গিয়ে প্রায় দ্বিগুণ হতে পারে ।

সারা বিশ্বে প্রতি ২জন প্রাপ্ত বয়স্কের মধ্যে ১জন বা ৫০% বা ২৩২ মিলিয়ন মানুষ জানেনই না যে তার ডায়াবেটিস আছে বা হয়েছে ।

প্রতি ৪জনে ৩জন ডায়াবেটিক রোগী মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত দেশে বাস করে । গরীবের (৪%) তুলনায় ধনীদের (১০.৪%) এবং গ্রামের (৭.২%) তুলনায় শহরের (১০.৮%) লোকের ডায়াবেটিস বেশি হয় । প্রতি ৫জন ডায়াবেটিক রোগীর মধ্যে ১জনের বয়স ৬৫ বছরের উপরে । পুরুষদের ডায়াবেটিস আক্রান্তের হার মহিলাদের তুলনায় প্রায় দ্বিগুণ ।

গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের প্রায় অর্ধেক পরবর্তীতে ডায়াবেটিসে আক্রান্ত হয় ।

বাংলাদেশে একটি গবেষণা তথ্যমতে ২০২০ সালে স্বাস্থ্য খাতে বছরে প্রতিজনে প্রায় ৪৫৭৮ টাকা ব্যয় হয় এবং তার ৬ গুণ অর্থাৎ ২৫৪৭৩ টাকা খরচ হয় ডায়াবেটিস চিকিৎসায় যা অনেকের জন্যই খুবই কষ্ট সাধ্য বিষয় । ২০১৯ সনে বিশ্বে ৪.২ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল ডায়াবেটিস জনিত কারণে । আমাদের দেশে বছরে মোট মৃত্যুর শতকরা ৩ থেকে ৫ ভাগ মারা যায় ডায়াবেটিস জনিত জটিলতার কারণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সাম্প্রতিক তথ্যমতে, পৃথিবীতে প্রতি ২০ সেকেন্ডে একজন রোগীর মৃত্যু হয় এবং দুইজন ডায়াবেটিস রোগী সনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মতে মানুষের মৃত্যুর প্রথম ১০ টি কারণের মধ্যে ৯তম স্থানে আছে ডায়াবেটিস জনিত জটিলতা আর প্রথম স্থানে আছে সিভিডি বা একিউট হার্ট এটাক ও স্ট্রোক, ২য় স্থানে -ক্যান্সার,৩য় স্থানে সিপিওপিডি বা ফুসফুস জনিত রোগ। ইত্যাদি। (ধারাবাহিক পর্ব :প্রতি সোমবার.......)
------শুভেচ্ছা ও ধন্যবাদ -------

যত্নের ছোয়াঁয় নির্ভুল রোগ নির্ণয়ে আমরা Mawna Diabetic Assocoiation  বদ্ধ পরিকর। ★পারস্পরিক সাহায্য  সহযোগিতাই পারবে আমাদ...
30/08/2024

যত্নের ছোয়াঁয় নির্ভুল রোগ নির্ণয়ে আমরা Mawna Diabetic Assocoiation বদ্ধ পরিকর।
★পারস্পরিক সাহায্য সহযোগিতাই পারবে আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে।
★ বন্যা দুর্গত এলাকা থেকে যে কোনো ধরনের সহায়তা পেতে কল করুন প্রদত্ত হেল্পলাইন নম্বরগুলোতে

26/08/2024

আসসালামু আলাইকুম।
Mawna Diabetic Association এর পক্ষ হতে ডায়াবেটিক হেলথ এডুকেশন এবং কাউন্সেলিং বিষয়ে আপনাদেরকে ধারাবাহিক ভাবে কিছু কথা বলতে বা জানাতে চাই।
মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ অরুন চন্দ্র বসাক স্যারের পক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে আমি মোঃ মেহেদী আপনাদের সাথে আছি।
তাতে আপনাদের মূল্যবান সময় কিছুটা নষ্ট হবে। ধৈর্য্য সহকারে পড়ার জন্য অনুরোধ রাখছি।
পর্ব ১:
ভূমিকা: প্রথমেই বলে নেই, ডায়াবেটিস হয়েছে জেনে দুশ্চিন্তার কোন কারণ নেই। ইহা এনসিডি বা অসংক্রামক বা ছোঁয়াচে নয় এমন একটি গ্রুপের রোগ যাহা সারাজীবনের রোগ হওয়া সত্ত্বেও শৃঙ্খলাময় জীবন ধারায় পরিবর্তন ও চলনের মাধ্যমে শতকরা ৫০ থেকে ৭৫ ভাগ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কি যাদের এখনো ডায়াবেটিস হয়নি তাদেরও নিয়ম কানুনের মাধ্যমে শত ভাগ রোগ প্রতিরোধ করতে পারাটা অসম্ভবের নয়।
সুতরাং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ডায়াবেটিস বা বহুমূত্র বা মধুমেহ রোগটির ক্ষতিকর দিক গুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।
ডায়াবেটিস রোগটি কি প্রকার রোগ এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, ডায়াবেটিস হলো বহুমুখী ও বহু অংগ আক্রমণকারী একটি হরমোন জনিত ও বিপাকীয় ব্যাধি। এই ক্ষেত্রে ইনসুলিন নামক হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতি অথবা অকার্যকর হওয়ায় বিপাক জনিত গোলযোগ সৃষ্টির মাধ্যমে রক্তের সুগার বা চিনি স্বাভাবিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হয় না।
ফলে রক্তের গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়ে প্রস্রাবের সঙ্গে বের হতে থাকে এবং শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অংগের মধ্যে নিরবে নতুন নতুন রোগের জন্ম দিতে থাকে যদি না শুরুতেই রোগটিকে নির্ণয় করা যায় এবং নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। -----শুভেচ্ছা ও ধন্যবাদ----।

26/08/2024

আসসালামু আলাইকুম।
Mawna Diabetic Assocoiation এর পক্ষ হতে ডায়াবেটিক হেলথ এডুকেশন এবং কাউন্সেলিং বিষয়ে আপনাদেরকে ধারাবাহিক ভাবে কিছু কথা বলতে বা জানাতে চাই।
মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ অরুন চন্দ্র বসাক স্যারের পক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে আমি মোঃ মেহেদী আপনাদের সাথে আছি।
তাতে আপনাদের মূল্যবান সময় কিছুটা নষ্ট হবে। ধৈর্য্য সহকারে পড়ার জন্য অনুরোধ রাখছি।

পর্ব ১:

ভূমিকা: প্রথমেই বলে নেই, ডায়াবেটিস হয়েছে জেনে দুশ্চিন্তার কোন কারণ নেই। ইহা এনসিডি বা অসংক্রামক বা ছোঁয়াচে নয় এমন একটি গ্রুপের রোগ যাহা সারাজীবনের রোগ হওয়া সত্ত্বেও শৃঙ্খলাময় জীবন ধারায় পরিবর্তন ও চলনের মাধ্যমে শতকরা ৫০ থেকে ৭৫ ভাগ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কি যাদের এখনো ডায়াবেটিস হয়নি তাদেরও নিয়ম কানুনের মাধ্যমে শত ভাগ রোগ প্রতিরোধ করতে পারাটা অসম্ভবের নয়।

সুতরাং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ডায়াবেটিস বা বহুমূত্র বা মধুমেহ রোগটির ক্ষতিকর দিক গুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

ডায়াবেটিস রোগটি কি প্রকার রোগ এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, ডায়াবেটিস হলো বহুমুখী ও বহু অংগ আক্রমণকারী একটি হরমোন জনিত ও বিপাকীয় ব্যাধি। এই ক্ষেত্রে ইনসুলিন নামক হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতি অথবা অকার্যকর হওয়ায় বিপাক জনিত গোলযোগ সৃষ্টির মাধ্যমে রক্তের সুগার বা চিনি স্বাভাবিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হয় না।
ফলে রক্তের গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকের চেয়ে বেড়ে গিয়ে প্রস্রাবের সঙ্গে বের হতে থাকে এবং শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অংগের মধ্যে নিরবে নতুন নতুন রোগের জন্ম দিতে থাকে যদি না শুরুতেই রোগটিকে নির্ণয় করা যায় এবং নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। -----শুভেচ্ছা ও ধন্যবাদ----।

24/08/2024

সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসুন জেনে নেয়া যাক ডায়াবেটিস আসলে কি..??
ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে (কার্যকরভাবে) ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়।
ইনসুলিন মানুষের শরীরের কোষগুলি তে শর্করা প্রবেশ নিয়ন্ত্রন করে। অর্থাৎ একটি "চাবি" হিসাবে কাজ করে। এর দ্বারা আমাদের খাবার থেকে যে চিনি বা শর্করা (গ্লুকোজ) পাওয়া যায়, তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর, কোষ শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য সেই গ্লুকোজ ব্যবহার করে।

সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।   আসুন জেনে নেয়া যাক ডায়াবেটিস আসলে কি..??ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস...
21/08/2024

সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসুন জেনে নেয়া যাক ডায়াবেটিস আসলে কি..??

ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে (কার্যকরভাবে) ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়।

ইনসুলিন মানুষের শরীরের কোষগুলি তে শর্করা প্রবেশ নিয়ন্ত্রন করে। অর্থাৎ একটি "চাবি" হিসাবে কাজ করে। এর দ্বারা আমাদের খাবার থেকে যে চিনি বা শর্করা (গ্লুকোজ) পাওয়া যায়, তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর, কোষ শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য সেই গ্লুকোজ ব্যবহার করে।

ইনসুলিন হরমোনটি তৈরি হয় অগ্ন্যাশয়ের বিশেষ কোষ দ্বারা যার নাম হলো বিটা সেল অব আইলেটস বা আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটে। ফলে শরীরে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা দেয়।

আজ এই পর্যন্তই। ধৈর্য্য সহকারে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ রইলো। শুভেচ্ছা।

ডায়াবেটিস রোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে Mawna Diabetic Assocoiation  এর পক্ষ থেকে আজ...
15/08/2024

ডায়াবেটিস রোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে Mawna Diabetic Assocoiation এর পক্ষ থেকে আজ ১২ই আগস্ট রোজ সোমবার বিভিন্ন গ্রাম এর সকল স্তরের ব্যক্তিবর্গের সাথে আমরা ক'জন মত বিনিময় করি।

ADAB (Association of Development Agencies in Bangladesh)  হলো আমাদের দেশের কিছু সংখক  নিবন্ধিত এনজিও প্রতিষ্ঠান নিয়ে গঠি...
01/07/2024

ADAB (Association of Development Agencies in Bangladesh) হলো আমাদের দেশের কিছু সংখক নিবন্ধিত এনজিও প্রতিষ্ঠান নিয়ে গঠিত একটি সংস্থা।

তাদের সাথে সংযুক্ত হয়ে সমাজসেবামূলক কাজগুলো যেন আরো বেশি করে ও সহজে করা সম্ভব হয় তাই মাওনা ডায়াবেটিক সমিতি ইতিমধ্যেই এডাব এর প্রাথমিক সদস্যভুক্তি হন।

পরিপূর্নভাবে সদস্য পদ প্রাপ্তির লক্ষ্যে আজকের এই সভায় উপস্থিত থাকেন মাওনা ডায়াবেটিক সমিতি পক্ষে ম্যানেজার মিসেস মাহমুদা আক্তার ইভা এবং সহকারি ম্যানেজার মি জুরান সরকার। আমরা সকলের দোয়া প্রত্যাশী।

Address

Easy Life Bhaban, Mawna Bazar Road, Mawna Chowrasta, Sreepur
Gazipur
1740

Opening Hours

Monday 07:00 - 19:00
Tuesday 07:00 - 18:30
Wednesday 07:00 - 18:30
Thursday 07:00 - 18:30
Friday 07:00 - 19:00
Saturday 07:00 - 19:00
Sunday 07:00 - 18:30

Telephone

+8801762388424

Alerts

Be the first to know and let us send you an email when Mawna Diabetic Assocoiation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mawna Diabetic Assocoiation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram