11/08/2025
গর্ভের ভেতরে ৪-৯ মাসে ভ্রূণের চমকপ্রদ পরিবর্তন চলেন জেনে নেই:
👉৪র্থ মাস (১৩-১৬ সপ্তাহ)
১.হাত-পা নড়াচড়া শুরু হয়, তবে মা তখনও খুব টের পান না।
২.মুখমণ্ডলের গঠন স্পষ্ট হতে শুরু করে, চোখ ও কান তাদের সঠিক অবস্থানে চলে আসে।
৩..ল্যানুগো (নরম লোম) শরীরে গজাতে শুরু করে।
👉৫ম মাস (১৭-২০ সপ্তাহ)
১.প্রথম লাথি (Quickening) মা অনুভব করেন।
২.মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম দ্রুত বিকশিত হয়।
৩.শিশুর লিঙ্গ আল্ট্রাসাউন্ডে স্পষ্ট বোঝা যায়।
৪.ভ্রূণ কান দিয়ে শব্দ শোনে, বিশেষ করে মায়ের হৃদস্পন্দন ও কণ্ঠস্বর।
👉৬ষ্ঠ মাস (২১-২৪ সপ্তাহ)
১.চোখ খোলা-বন্ধ শুরু হয়, আলো বুঝতে পারে।
২.ফুসফুসে “Surfactant” নামের পদার্থ তৈরি শুরু হয়, যা জন্মের পর শ্বাস নিতে সাহায্য করবে।
৩.ত্বক লালচে ও কুঁচকানো থাকে, ভের্নিক্স নামে সাদা স্তর তৈরি হয়।
৪.আওয়াজ, গান বা কথা শোনার প্রতি সাড়া দেয়।
👉৭ম মাস (২৫-২৮ সপ্তাহ)
১.স্বপ্ন দেখা শুরু করে (REM Sleep) – গবেষণায় প্রমাণিত।
২.চর্বি জমতে শুরু করে, ফলে ওজন বাড়ে।
৩.হাড় আরও শক্ত হয়।
অর্থী হেলথ কেয়ার সেন্টারে
❤️ ডাক্তার বসেন :
প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবার
⏰ বিকেল ৫টা – রাত ৮টা
🧡 সেন্টার খোলা থাকে:
সপ্তাহে ৬ দিন (রবিবার বন্ধ)
✅ প্রতিদিন ফ্রি প্রেসার ও ওজন মাপার সুবিধা
🖤 স্টুডেন্ট ও গার্মেন্টস কর্মীদের জন্য রয়েছে বিশেষ ছাড়
(আইডি কার্ড আনতে হবে)
📞 সিরিয়াল নিশ্চিত করতে এখনই কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন:
📱 01908-002535
Location: বি আই ডি সি রোড,ডুয়েট, গাজীপুর
(সোনারতরী কমিউনিটি সেন্টার সংলগ্ন)
https://maps.app.goo.gl/B6rex5MJjNUZfGEh9