16/11/2025
কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে পল্লীচিকিৎসকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে পল্লীচিকিৎসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল আহাদ, এমবিবিএস, এমএস (নিউরোসার্জারি), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. ইমদাদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, অ্যাডমিন ম্যানেজার মো. ইমারত হোসেন এবং বিভিন্ন এলাকার সম্মানিত পল্লীচিকিৎসকবৃন্দ।
আলোচনা সভায় পল্লী পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, রোগী ব্যবস্থাপনা, জরুরি সেবার প্রসার এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে পল্লীচিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার পথ উন্মুক্ত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।