Dr Jim Khan's Homeopathy

Dr Jim Khan's Homeopathy হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন

27/01/2024

হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ঘাড়ের লিম্ফনোডটি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেল।
সম্পূর্ণ শুনুন রোগীর মুখ থেকেই

শরীরের যেকোন টিউমার আঁচিল কিংবা এক্সটার্নাল যে কোন গ্রোথের জন্য অপারেশনের বিকল্প হিসেবে দারুন ভাবে কার্যকরী।

তাই এবার নাকের পলিপাসের মেডিসিনের জন্য এসেছেন।

নাকের পলিপাস এসিড জাতীয় বস্তুর ব্যবহার পরবর্তীতে ক্যান্সারের কারণ হতে পারে।

18/01/2024

Breast Toumour / Lymph nodes /স্তনে টিউমার

বর্তমান সময়ে আমাদের মায়েদের/ মেয়েদের মধ্যে এ ধরনের সমস্যাটি দিন দিন বেড়েই চলছে। হোমিওপ্যাথিতে এই ধরনের কেসগুলো কোন ধরনের অপারেশন ছাড়াই খুব সহজেই নির্মূল করা সম্ভব। তার একটি উদাহরণ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি।

রোগী প্রায় ৩/ ৪ মাস যাবত সমস্যাটি নিয়ে ভুগছিলেন এবং প্রথমেই আমার কাছে চিকিৎসার জন্যে আসেন। আজকে ৪৫ দিন হলো আমি হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছি ।

ওনার টিউমারটি প্রায় চার ভাগের তিন ভাগ কমে গিয়েছে।

খুব দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।

এখন থেকে চেষ্টা করবো সামনের দিনগুলোতে রোগী লিপি সহ বিস্তারিত আলোচনা তুলে ধরতে। উপকৃত হবেন।
Dr Billal Khan Jim
Rajendrapur, Gazipur.
01403-91 68 18

20/07/2023

পাইলসের রোগীর শারীরিক অবস্থা যতটাই জটিল হোক না কেন হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভাবে নিরাময় সম্ভব তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটি।

রোগীর মলদ্বারে জ্বালাপোড়া ও প্রচন্ড ব্যথা ছিল।মলদ্বারের ফোলার কারণে তিনি যখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না এবং বসে থাকতেন তখনও প্রচন্ড ব্যথা অনুভব করতেন। রোগীর ভাষায় সবসময় টনটন করে ব্যথা করত। মলদ্বার সবসময় ভেজা থাকতো রক্ত যেতো এবং কিছুটা পিচ্ছিল মিউকাস সব সময় বের হতো।রোগীর মনে হতো তার মলদ্বারটি সংকুচিত হয়ে গিয়েছে তাই পায়খানা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না। এনাল ফিসার মানে মলদ্বার ফেটে গিয়েছিল।

মাত্র এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে রোগীর এই সবগুলো সমস্যাটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই সমস্ত লক্ষণে সাধারণত রোগীদেরকে অপারেশনের জন্য পাঠানো হয় কিন্তু হোমিওপ্যাথিতে শুধুমাত্র খাবার মেডিসিনের মাধ্যমে রোগীকে সম্পূর্ণভাবে সুস্থতা দেয়া সম্ভব।

বি. দ্র:

১/অনেকেই বলতে পারেন আমি দীর্ঘদিন আমার বিভিন্ন রোগের জন্য জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি কিন্তু কোন কাজ হয়নি। সেক্ষেত্রে আমি বলব যদি হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন ভুল হয় তাহলে কাজ না হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আপনার যে কোন রোগের ক্ষেত্রে। হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই দ্রুত কার্যকরী।

২/রোগীর মুখচ্ছবি প্রকাশ করা হচ্ছে না সঙ্গত কারণে।

বিস্তারিত দেখুন ভিডিওতে -

#পাইলস
,
#পাইলস_হলে_করণীয়,
#পাইলসের_হোমিওপ্যাথিক_চিকিৎসা
#অপারেশন_ছাড়া_পাইলসের_চিকিৎসা
#পাইলস_অপারেশন


15/07/2023

হোমিওপ্যাথিতে টিউমার থেকে সু্স্থ হওয়া 14 জন রোগীর কেস এখানে শেয়ার করা হলো।

15/07/2023

টিউমার হোমিওপ্যাথিক চিকিৎসা
Billal Khan Jim

03/06/2023

এলোপ্যাথিক মেডিসিন খাওয়া অবস্থাতেও আমার প্রেসার নিয়ন্ত্রণ থাকত না বেড়ে যেত। কিন্তু হোমিওপ্যাথিতে আমার প্রেসার নিয়ন্ত্রণে এসেছে।

আমি তিন বছর যাবত তাহলে এলোপ্যাথিক মেডিসিন খেয়েছি। হোমিওপ্যাথি খেলাম মাত্র ০২ মাস।

03/06/2023

মাত্র আট দিনের ওষুধেই দুই মাসের টিউমারটি কমে গেল।

The boy had a tumor in the corner of his eye for two months.At first the tumor was palpable and palpable, but now the tumor is not palpable at all.The tumor was there for two months but it vanished after just seven days of medication.

Medicine here was Thuja.

29/04/2023

In sexual weakness Homeopathy is the solution.

29/04/2023

সেক্সুয়াল দুবলতায় হোমিওপ্যাথিই একমাত্র সমাধান।

19/04/2023

নবজাতকের বয়স ১৬ দিন। বাচ্চাটির পাতলা পায়খানা হচ্ছিল সাথে রক্ত যেত। সারাদিন অল্প অল্প করে বারবার মিউকাস যুক্ত পায়খানা হত।

হোমিওপ্যাথিক মেডিসিন মাত্র ৫ দিন কন্টিনিউ করার পর শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ।

আমাদের মধ্যে অনেকের ধারণা হোমিওপ্যাথিক মেডিসিন ধীরে ধীরে কাজ করে। সেই ধারণাটি সম্পূর্ণ ভুল। নবজাতক, নারী, পুরুষ,সকলের ক্ষেত্রেই হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত দ্রুত কার্যকরী।

বিশেষ করে নবজাতকের রোগে হোমিওপ্যাথিক মেডিসিন এর কাজ অন্য যেকোনো মেডিসিনের তুলনায় দ্রুত হয়ে থাকে। এবং তা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এতে করে শিশুদের অন্য কোনো ক্ষতি হবার ঝুঁকি থাকে না।

10/04/2023

হাতের কড়া

কখনো মাছের কাটা বা অন্য যে কোন কাটা বা কোন কিছুর আঘাত লেগে হাতে-পায়ে এক ধরনের করার মত দেখা যায়। যা ধীরে ধীরে শক্ত হয়ে এবং আঁচিলের মত হয়। পরবর্তীতে এটি প্রচুর ব্যথা করে।

মাত্র 15 দিন হলে হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার মাধ্যমে থেকে বড় কড়াটি রুট লেভেল থেকে বের হয়ে গেছে। ছোটগুলো এখনো আছে। আশা করা যায় খুব দ্রুত এগুলো পড়ে যাবে।

#কড়া

Address

Gazipur
1742

Telephone

+8801403916818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Jim Khan's Homeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Jim Khan's Homeopathy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category