
09/05/2025
শারীরিক মিলনে বেশির ছেলেরাই তাড়াহুড়ো করে শুধু পেনিট্রেশন নিয়ে পড়ে থাকে।
একটা সুস্থ এবং আনন্দদায়ক মিলনের জন্য ফোর প্লে খুব ইমপ্যাক্ট রাখে। এক্ষেত্রে ততোক্ষণ ভিতরে দিবেন না, যতোক্ষণ না তার ভ্যাজাইনা তে ফ্লুইড না আসে। কারো ক্ষেত্রে দ্রুত আসে আবার কারো ক্ষেত্রে সময় লাগে। ধৈর্য সহকারে তাকে কামুক করে তুলুন। বেশিরভাগ ক্ষেত্রে যারা নতুন তাদের ভ্যাজাইনাল ফ্লুইড দ্রুত আসে, আর এক্সপার্ট দের ক্ষেত্রে একটু দেরীতে আসে। তবে সেটা সম্পূর্ণই নারীর মানসিক অবস্থার ওপর ডিপেন্ডেবল। সিকিউরড প্লেসে নারীরা বেশি কমফোর্ট ফিল করে।
বেশি এনজয় করতে চাইলে, নারীর ভ্যাজাইনাল ফ্লুইড আসা পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে নারী ব্যাথা না, আনন্দ পাবে।
আর ছেলেদের ক্ষেত্রে যারা লম্বা সময় টিকে থাকতে পারেন না, তারা একটু পর পর পজিশন পরিবর্তন করুন। সময় চলে আসছে মনে হলে বের করে ৩০-৫০ সেকেন্ড স্টপ রাখুন এরপর আবার ভিন্ন পজিশনে শুরু করুন। মানসিক ভাবে নিজেকে শক্ত ফিল করুন। দেখবেন লম্বা সময় মিলন চালিয়ে যেতে পারবেন।
(কপি)