21/08/2024
অন্য সেক্টরের লোক এই সেক্টর টা বেদখল করে রেখেছে।
১। বিসিএস(খাদ্য)-কোড-১১১- সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদকে টেকনিক্যাল ক্যাডারে রূপান্তরিক করা এবং উক্ত পড়ে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত বিষয়ে স্নাতক সম্পূর্ণ করা শিক্ষার্থীদের নিয়োগ প্রদান।
২।বিসিএস(খাদ্য) - কোড-৩৬০- সহকারী রক্ষণ প্রকৌশলী পদে ফুড প্রসেসিং/ফুড ইঞ্জিনিয়ারিং/ফুড টেকনোলজি/খাদ্য ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কিত বিষয় থেকে স্নাতক সম্পূর্ণ করা শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করা।
৩।উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে ফুড প্রসেসিং/ফুড ইঞ্জিনিয়ারিং/ফুড টেকনোলজি/খাদ্য ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কিত বিষয় থেকে স্নাতক সম্পূর্ণ করা শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করা।
৪।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ফুড প্রসেসিং/ফুড ইঞ্জিনিয়ারিং/ফুড টেকনোলজি/খাদ্য ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কিত বিষয় থেকে স্নাতক সম্পূর্ণ করা শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করা।
৫। প্রতিটি সরকারি হাসপাতালে কমপক্ষে ১জন পুষ্টিবিদ নিয়োগ দেওয়া।আসন সাপেক্ষে একাধিক পুষ্টিবিদ নিয়োগ দিতে হবে। প্রতিটি বেসরকারি হসপিটালে বাধ্যতামূলক পুষ্টিবিদ রাখা। প্রতিটি হসপিটালে পুষ্টি বিজ্ঞানের আলাদা ডিপার্টমেন্ট থাকবে।
৬। পুষ্টি বিষয়ক অধিদপ্তর তৈরি করা, উক্ত অধিদপ্তর থেকে নিবন্ধনের ভিত্তিতে পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান হিসেবে সেবা প্রদানের অনুমতি পাবে।
৭.ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ এন্ড নিউট্রিশন এবং বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলে খাদ্যবিদ পুষ্টিবিদদের পদ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা এন্ড ট্রেনিং ইন্সটিটিউটে পুষ্টিবিদদের প্রাধান্য দিতে হবে।
প্রচারে:
খাদ্য - পুষ্টির শিক্ষার্থীবৃন্
সংগ্রহঃ আবীর হোসেন স্যার💓
#আমাদের_কর্ম_ক্ষেত্রে_আমরাই_থাকব
আপনাদের টাইমলাইনে শেয়ার করুন
ডিপার্টমেন্টের গ্রুপে শেয়ার করুন,
খাদ্য-পুষ্টি রিলেটেড গ্রুপে শেয়ার করুন