Glow & Diet

Glow & Diet Fitness is your strength, Beauty is your happiness. So we want to make you happy and stronger.

09/03/2024

💢কাঠের ঘানিতে ভাংগানো নতুন সরিষা দানার খাঁটি সরিষার তেল। সদ্য সরিষার বাগান থেকে তুলে আপনাদের জন্য ভাঙ্গানো হচ্ছে। তাই আর দেরি কেন এখনই অর্ডার করুন। নূন্যতম অর্ডার ৫ লিটার।

বিঃদ্রঃ 💥পাইকারী নিতে চাইলেও দেয়া যাবে।💥

রান্নায়, ভর্তায় কিংবা বিভিন্ন আচারে দীর্ঘকাল থেকে সরিষার তেল ব্যবহৃত হচ্ছে। শুধু ঝাঁজেই নয়, মুখের রসনা বাড়াতে খাবারের স্বাদ রাঙাতে, ত্বকের যত্নে, এমনকি গাঁটের ব্যথা কমাতে সরিষার তেলের তুলনা নেই। এই তেলের রয়েছে অনেক উপকারী দিক।

এটি সাধারণত ভালো চর্বি হিসাবেই পরিচিত। যার মধ্যে ৫৯ শতাংশ মনোআনস্যাচুরেটেড ফ্যাট, ২১ শতাংশ পলিআনস্যাচুরেটেড ফ্যাট ও ১১ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এবং এর হাই স্মোক পয়েন্ট 480°F, যার ফলে এটি উচ্চতাপেও রান্না করার জন্য কার্যকরী একটি তেল।

চিকিৎসা বিজ্ঞান বলে, সরিষার তেল মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে অবসাদ কাটাতে, স্মৃতিশক্তি আর মনঃসংযোগ বাড়াতে এ তেল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরিষা তেল ক্যানসার প্রতিরোধ করতেও সাহায্য করে। এ তেলে বিদ্যমান মনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা হার্টের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

👉৫ লিটার - ১৪০০ টাকা

👉ডেলিভারি চার্জ প্রযোজ্য। ঢাকার ভিতরে 130 টাকা, ঢাকার বাহিরে সারাদেশ 170 টাকা। ওজনের উপর হিসেব করে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে।

নোটঃ ইনবক্সে আপনার নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন। ধন্যবাদ😊

31/12/2023

১। 💦হারবাল জিনসেং হানি
ডেইলি ফেসওয়াশ

উপকারিতাঃ
১। সপূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরী তাই কোণ ক্ষতিকর সাইড ইফেক্ট নাই।
২। অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
৩। ত্বককে নরম, কোমল ও মসৃন রাখে।
৪। বলি রেখা ও কালচে ভাব দূর করে।
৫। এ ছাড়াও ব্রনের জীবানু ধ্বংস করতে এই ফেসওয়াশ বেশ কার্যকর।

মূল্যঃ ১৬০ টকা

২। 💝Rupkotha Beauty Cream💝
🚩একের ভিতরে ছয় গুন..🚩
💖অনেকই ত্বকের যত্নে ভালো ক্রিম খুঁজে থাকেন এবং বিভিন্ন ধরণের ক্রিম ব্যাবহার করে থাকেন। এতে ত্বকের অনেক সময় ক্ষতি হতে পারে আর কাংখিত রেজাল্ট নাও পেতে পারেন তাদের জন্যে "রুপকথা বিউটি ক্রিম" হতে পারে একটি আদর্শ ক্রিম। নিচে এর গুণাগুণ বর্ণনা করা হলোঃ

👉মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
👉মুখের ব্রন দূর করে।
👉মুখের যে কোন কালো দাগ দূর করে।
👉চোখের নিচের কালো দাগও দূর করে।
👉ফ্রিকলেস বা আচিল দূর করে।
👉সব স্কিনে ব্যাবহার করা যায়।
♦️মূল্যঃ ৪৯৯ টাকা

৩. 💦টার্মারিক ও অরেঞ্জ সোপ💦
ক্যামিকেল মুক্ত হেন্ড মেইড সোপ

উপকারিতাঃ
১। ৩ দিনে চর্মরোগ দূর করে।
২। ত্বককে মসৃন রাখে।
৩। টার্মারিক বা হলুদ জীবাণু নাশক ও অরেঞ্জ এ ভিটামিন সি যা আমাদের ত্বকের তিনটি স্তরকে যে কোন জীবানু থেকে সুরক্ষীত রাখে।

মুল্যঃ ১৫০ টাকা

পণ্যটি কিনতে মেসেজ করুন অথবা কল করুন ০১৯১১১৮৮৫৮৯ এই নাম্বারে।

হারবাল জিনসেং হানি ডেইলি ফেসওয়াশউপকারিতাঃ১। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরী তাই কোণ ক্ষতিকর সাইড ইফেক্ট নাই।২। অল্প সময়ে...
30/12/2023

হারবাল জিনসেং
হানি ডেইলি ফেসওয়াশ
উপকারিতাঃ
১। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরী তাই কোণ ক্ষতিকর সাইড ইফেক্ট নাই।
২। অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
৩। ত্বককে নরম, কোমল ও মসৃন রাখে।
৪। বলি রেখা ও কালচে ভাব দূর করে।
৫। এ ছাড়াও ব্রনের জীবানু ধ্বংস করতে এই ফেসওয়াশ বেশ কার্যকর।

মূল্যঃ ১৬০ টকা

পণ্যটি কিনতে মেসেজ করুন অথবা কল করুন ০১৯১১১৮৮৫৮৯ এই নাম্বারে।

💝💝Rupkotha Beauty Cream💝💝        🚩একের ভিতরে ছয় গুন..🚩💖অনেকই ত্বকের যত্নে ভালো ক্রিম খুঁজে থাকেন এবং বিভিন্ন ধরণের ক্রিম...
30/12/2023

💝💝Rupkotha Beauty Cream💝💝
🚩একের ভিতরে ছয় গুন..🚩

💖অনেকই ত্বকের যত্নে ভালো ক্রিম খুঁজে থাকেন এবং বিভিন্ন ধরণের ক্রিম ব্যাবহার করে থাকেন। এতে ত্বকের অনেক সময় ক্ষতি হতে পারে আর কাংখিত রেজাল্ট নাও পেতে পারেন তাদের জন্যে "রুপকথা বিউটি ক্রিম" হতে পারে একটি আদর্শ ক্রিম। নিচে এর গুণাগুণ বর্ণনা করা হলোঃ

👉মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
👉মুখের ব্রন দূর করে।
👉মুখের যে কোন কালো দাগ দূর করে।
👉চোখের নিচের কালো দাগও দূর করে।
👉ফ্রিকলেস বা আচিল দূর করে।
👉সব স্কিনে ব্যাবহার করা যায়।

♦️মূল্যঃ ৫৯৯ টাকা

♣️পণ্যটি পেতে ইনবক্স করুণ অথবা কল করুন আমাদের নাম্বারে। মোবাইলঃ ০১৯১১১৮৮৫৮৯

Banana Lip Balm 1pcযে সব আপুরা লিপস্টিক ব্যবহার করতে চান না, কিন্তু চান ঠোঁটে একটা ন্যাচারাল গোলাপি আভা থাকুক। সেই সব আপ...
17/12/2023

Banana Lip Balm 1pc

যে সব আপুরা লিপস্টিক ব্যবহার করতে চান না, কিন্তু চান ঠোঁটে একটা ন্যাচারাল গোলাপি আভা থাকুক। সেই সব আপুদের জন্য আনা হয়েছে "Banana lip balm"

অনেক আপু বানানা ফ্লেভার পছন্দ করে না, সেইসব আপুদের বলছি এটা মোটেও বানানা ফ্লেভার না। অনেক টা ভ্যানিলা ফ্লেভারের মতো।

উপকারীতাঃ
• ঠোঁট ইন্সট্যান্ট গোলাপি করবে।
•সফট করবে।
•কোনো side effect নেই।
• ইউজের সাথে সাথেই চেইন্জিং দেখা যায়।
• এতে ঠোটের dead cells দূর করে ঠোট অনেক বেশি soft রাখে।
• এটি ব্যবহারে লিপ pink হবে।
• লিপ সফট হবে, গ্লোয়িং হবে।

কেউ যদি নিতে চান তাইলে inbox করেন।

যেসব কারনে শীতে বাড়ে বাতের ব্যথা, জেনে নিন প্রতিকার..!বাতের ব্যথার সমস্যায় এখন শুধু বয়স্করা নন, অনেক কমবয়সীরাও ভোগেন। বর...
02/12/2023

যেসব কারনে শীতে বাড়ে বাতের ব্যথা, জেনে নিন প্রতিকার..!

বাতের ব্যথার সমস্যায় এখন শুধু বয়স্করা নন, অনেক কমবয়সীরাও ভোগেন। বর্তমানে আধুনিক জীবনযাপন, শরীরচর্চার অনীহার কারণে কম বয়সীদের মধ্যেও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিচ্ছে।

এর কোনো স্থায়ী চিকিৎসা নেই। তবে শীতকালে বাতের ব্যথা বাড়তে থাকে। ওষুধ দিয়ে ব্যথা কমানো কঠিন পড়ে। এই অবস্থায় কেউ গরম সেঁক নেন, আবার কেউ ভরসা রাখেন শরীরচর্চার উপর।

তবে চাইলে এক উপাদানের সাহায্যেই কিন্তু বাতে ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কী করবেন জেনে নিন-

ওই এক উপাদান হলো রসুন। এর ওষুধি গুণ একাধিক রোগের হাত থেকে রক্ষা করে। শীতকালে বরং বিশেষ সুবিধা প্রদান করে রসুন।

দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে রসুন। একইভাবে শীতকালে যদি বাতের ব্যথা কমাতে চান, তাহলে ভরসা রাখুন রসুনের উপর। গবেষণা দেখা গেছে, বাতের ব্যথার উপর রসুনের বাটার প্রলেপ লাগালে আরাম পাওয়া যায়।

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড সিদ্ধা (সিসিআরএএস) অনুসারে, পাঁচ গ্রাম রসুনের পেস্টের সঙ্গে মধু মিশিয়ে যদি দিনে দু’বার খাওয়া যায়, আপনি বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন।

আয়ুর্বেদের মতে, বাতের ব্যথা, পেশিতে যন্ত্রণা, জয়েন্টের ব্যথা ও ফোলাভাবের সমস্যা প্রধানত রক্তে বিষাক্ত বর্জ্যের উপস্থিতির কারণে ঘটে।

মূলত হজম ঠিকমতো না হলে, এর দ্বারা সৃষ্ট বিষাক্ত জয়েন্টে ও পেশিতে জমা হয়। এর ফলে হাঁটু, গোড়ালি, কনুই, আঙুল ও কব্জির অবস্থা খারাপ হতে থাকে।

জয়েন্টের আশপাশের টিস্যুগুলো ফুলে হয়ে যায় ও হাত-পা নাড়াচাড়া করা কঠিন হয়ে যায়। আর এটি অত্যন্ত বেদনাদায়ক অবস্থা। এখন থেকে বাতের ব্যথা থেকে রক্ষা পেতে উপরোক্ত উপায় অনুসরণ করে সহজেই মুক্তি পেতে পারেন। (Collected)

ORGANIC HAIRFALL OILমাত্র দুটি বোতলে  চুলের সব সমস্যার সমাধান  করবে স্বায়ীভাবে।✅ ❤️যদি কেউ প্রমাণ করতে পারেন কাজ হয় নি ...
25/11/2023

ORGANIC HAIRFALL OIL

মাত্র দুটি বোতলে চুলের সব সমস্যার সমাধান করবে স্বায়ীভাবে।✅

❤️যদি কেউ প্রমাণ করতে পারেন কাজ হয় নি ক্যাশ ব্যাক করা হবে। ❤️
🤚

এখনো কেও বলতে পারেনি কাজ হয়নি আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করেছে সবাই ভালো রেজাল্ট পেয়েছে ।

উপকারিতা :
🌺চুল পড়া বন্ধ করে
🌺নতুন চুল বৃদ্ধি করে
🌺চুল দ্রুত লম্বা করে,
🌺চুল আগাফাটা রোধ করে,
🌺চুল খুসকি ও উকুন মুক্ত রাখে,
🌺চুল ঘন,কালো ও সিল্কি করে,
🌺চুলকে স্বাস্থ্যোজ্জল ও আকর্ষণীয় করে তোলে।

🌺 পুরুষের টাক মাথায় নতুন চুল গজায়,
🌺 পুরুষের পাতলা চুল ঘন করে,
🌺 পুরুষের পাকা চুল কালো করে,
🌺 পুরুষের চুলের খুশকি দূর করে,
🌺 পুরুষের চুলের যেকোনো সমস্যার সমাধান করে ও চুলের স্বাস্থউজ্জল করে।

❤️এই তেলে কোন সাইড ইফেক্ট নাই,এলার্জিতে কোন সমস্যা হয় না

Price: 699tk

23/11/2023

কোন ধরনের খাবার মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী??
কমেন্টে উত্তর চাই🥰

💥ফুলকপি💥ভারতীয় উপমহাদেশের একটি সবজি।💞ফুলকপি ব্রাসিকেসি পরিবারভুক্ত ব্রাসিকা অলেরাসিয়া (Brassica oleracea) প্রজাতির সবজ...
23/11/2023

💥ফুলকপি
💥ভারতীয় উপমহাদেশের একটি সবজি।

💞ফুলকপি ব্রাসিকেসি পরিবারভুক্ত ব্রাসিকা অলেরাসিয়া (Brassica oleracea) প্রজাতির সবজিগুলোর একটি। এটি একটি বার্ষিক ফসল যা বীজের মাধ্যমে বংশবিস্তার করে। সাধারণতঃ ফুলকপির পুষ্পাক্ষ অর্থাৎ সাদা অংশটুকুই খাওয়া হয় আর সাদা অংশের চারপাশে ঘিরে থাকা ডাঁট এবং পুরু, সবুজ পাতা দিয়ে স্যুপ রান্না করা হয় অথবা ফেলে দেওয়া হয়। ফুলকপি খুবই পুষ্টিকর একটি সবজি; এটি রান্না বা কাঁচা যে কোন প্রকারে খাওয়া যায়, আবার এটি দিয়ে আচারও তৈরি করা যায়।

💫ফুলকপি💫

💢পাতা দিয়ে ঘিরে থাকা সাদা অংশটুকু দেখতে ফুলের মতো বলেই ফুলকপির এমন নামকরণ। [১] এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলিরাসিয়া (Brassica oleracea), যার মধ্যে বাঁধাকপি, ব্রকলি ইত্যাদিও পড়ে, অবশ্য এরা ভিন্ন চাষ গোত্রভুক্ত। ১৮২২ সালে ব্রিটিশরা ভারতে ফুলকপি প্রবর্তন করেছিল।[২]

💯%পুষ্টিগুনঃ💯%

ফুলকপির কমলা এবং বেগুনি হাইব্রিড
ফুলকপিতে রয়েছে ভিটামিন ‘বি’, ‘সি’, ‘কে’, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও জিংক।[৩] একটি মাঝারি আকারের ফুলকপিতে রয়েছে শক্তি-২৫ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট-৪.৯৭ গ্রাম , প্রোটিন-১.৯২ গ্রাম , ফ্যাট-০.২৮ , আঁশ-২ গ্রাম, ফোলেট-০.৫৭ মাইক্রোগ্রাম, নিয়াসিন-০.৫০ মাইক্রোগ্রাম, থায়ামিন-০.০৫ , প্যানথানিক এসিড-০.৬৬৭ মাইকোগ্রাম।[৪] ফুলকপি পুষ্টিসমৃদ্ধ সবজি।এর পাতার উপরিভাগে ক্যানসার নিরোধক উপাদান পেয়েছেন বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বাল্টিমোর জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা ফুলকপির পাতায় আইসো থায়োসায়ানেটস নামক রাসায়নিক পদার্থ পেয়েছেন। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, মলাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেক কমাতে হলে সপ্তাহে প্রায় দুই পাউন্ড ফুলকপি এবং এ জাতীয় শাকসবজি খেতে হবে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ফুলকপির কচি পাতা সপ্তাহে এক আউন্সের কিছু বেশি খেলে তার দেহে ক্যানসারের ঝুঁকি অর্ধেক কমতে পারে। আরেক গবেষণায় দেখা গেছে, ফুলকপির কচি পাতা থেকে সংগৃহীত আইসো থায়োসায়ানেটস নির্যাস প্রয়োগে ওদের বুকের টিউমারের আকার ও সংখ্যা হ্রাস পেয়েছে, যা ক্যানসারে রূপ নেওয়ার আশঙ্কা ছিল।ফুলকপির পাতায় প্রচুর ভিটামিন ‘এ’ ক্যালসিয়াম, খাদ্যশক্তি ও আয়রন আছে। এতে ক্যালসিয়ামের পরিমাণ কালো কচুশাকের চেয়ে প্রায় দেড়গুণ, সবুজ কচুশাকের চেয়ে প্রায় ৩ গুণ, লালশাকের চেয়ে দ্বিগুণ, কলমিশাকের চেয়ে ৬ গুণ, পুঁই ও পাটশাকের চেয়ে ৭ গুণ, পালং ও ডাঁটা শাকের চেয়ে ৮ গুণ, মুলাশাকের চেয়ে ২৫ গুণ ও গরুর দুধের চেয়ে ৫ গুণ বেশি আছে। ফুলকপির কচি পাতায় প্রায় সব খাদ্যের চেয়ে অনেক বেশি আয়রন আছে। যেমন-সবুজ কচুশাকের চেয়ে ৪ গুণ, ডাঁটা শাকের চেয়ে দেড় গুণ, কলমিশাকের চেয়ে ১০ গুণ, মুলাশাকের চেয়ে ১২ গুণ ও পালংশাকের ৫ গুণ বেশি আয়রন আছে। খাদ্যশক্তিও প্রায় সব শাকসবজির চেয়ে অনেক বেশি আছে। প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ আছে। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রাম ফুলকপির পাতায় ক্যালসিয়াম ৬২৬ মিলিগ্রাম ও আয়রন ৪০ মিলিগ্রাম থাকে। ফুলকপিতে আয়রনের পরিমাণ আলু, মুলা, মিষ্টিকুমড়া, বেগুন, টমেটো, চিচিঙ্গা ও ঝিঙ্গার চেয়ে বেশি। তবে এই পুষ্টিমান ফুলকপির জাত ও উত্পাদনের স্থানের ওপর নির্ভরশীল। (সংগ্রহীত)

বেশি বেশি শাকসবজি খান,সুস্থ থাকুন, ইয়াং থাকুন।

23/11/2023

সৌন্দর্য ধরে রাখার সহজ চিপস কে দিতে পারবেন?? 🥰

16/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Aman Shuyaib, Golam Nazrul, Shajedul Haque Shohag, Kazi Omar Faruk, Golam Azizur Rahman

🎁অসাধারণ Papaya Face and body whitening Soap+Lotion+ milk soothing gel Combo👉Papaya  Body whitening combo এটি অত্যন্ত কা...
16/11/2023

🎁অসাধারণ Papaya Face and body whitening
Soap+Lotion+ milk soothing gel Combo

👉Papaya Body whitening combo এটি অত্যন্ত কার্যকর।

চোখের নিচে কালোদাগ, ঘাড়, গলা,চেহারা,হাত,পা,এবং সমস্ত শরির পারমানেন্টলি ফর্সা করবে।যেকোনো কালো দাগ দূর করতে সাহায্য করে।প্রথম বার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ব্রাইট হয়েছে।ফেস এর ডেড সেলস, অয়েল & ডার্ট পরিস্কার করে তুলে আনে।

👉উপকারিতাঃ
ডীপ ক্লিঞ্জিং করে, ফেস একেবারে ফ্রেশ করে দেয়।
বডিতে ইউজ করলে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে দেয়।অনেকের মুখের চেয়ে বডির রং কম।তারা এটা ইউজে বডির জমে থাকা ময়লা বের করে আনবে ফলে ব্রাইট দেখাবে।
এটা ব্রনের দাগ মুছে ফ্লুলেস একটা স্কিন আনে।
পিম্পল রিমুভ করে দাগ দূর করে।
স্কিন ব্রাইট & গ্লো করে।
মুখের ব্রন দূর করবে।
মুখ উজ্জ্বল ও ফর্সা করবে।
ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।

⛔⛔Milk 99% White Soothing Gel
ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন।

Milk 99% White Soothing Gel

স্কিনটা নরম এবং গ্লো করার জন্য স্কিনকে অনেক ফসা করে 🥰
👉কাজঃ
১.স্কিন নরম এবং উজ্জ্বল করবে।
২.প্রাকৃতিক ব্লিচের কাজ করে।
৩. রোদে পোড়া ভাব দূর করে।
৪. পোরস সংকীর্ণ করতে সাহায্য করে।
৫. ত্বক রাখবে সতেজ এবং কোমল।
৬. ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে।
৭. পিম্পেল দূর করে।

✅ব্যবহারের নিয়মঃ
যেকোন সময়ে Soothing Gel মুখে দিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে । আর ভালো রেজাল্ট পেতে গোসলের আগে অথবা বাহিরে থাকে এসে মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে । দিনে দুই বার‌ Soothing Gel লাগালে বেশি ভালো। রেজাল্ট পাওয়া যায় ‌। দিনে দুই বার করে Use করুন ⛔

Price: 1200/-

🔶🔷Chaoba Hair Treatment Conditioner🔷🔶✅ 500gm✅100% Orginal🟡যাদের চুলে প্রচণ্ড জট পাকিয়ে যায় এবং কোঁকড়ানো, তাদের জন্য এ...
13/11/2023

🔶🔷Chaoba Hair Treatment Conditioner🔷🔶

✅ 500gm
✅100% Orginal

🟡যাদের চুলে প্রচণ্ড জট পাকিয়ে যায় এবং কোঁকড়ানো, তাদের জন্য এটি বিশেষ উপকারী। যেকোনও চুলের জন্যেই কেরাটিন ট্রিটমেন্ট আদর্শ l কেরাটিন অ্যাপ্লাই করার পর সহজেই চুলে জট পড়বে না বা ঘন ঘন চুলের ডগাও ফাটবে না, চুল পড়ার সমস্যাও একেবারেই কমে যাবে। এটা চুলকে সিল্কি সাইনি করে, চুল পড়া বন্ধ করে এবং চুল nourishing করে। 😍 😍

✅ রিবন্ডিং করা চুলের জন্য এটা বিশেষ উপকারী,
এটা এন্টি কন্ডিশনিং ।

⚜️⚜️Chaoba hair treatment cream
✅চু ভেঙে পরা বন্ধ করে
✅চুলকে করবে ঝলমলে
✅চুলের শুস্কভাব দূর করে
✅চুল সমান করে
✅চুল সিল্কি আর শাইনি করে

♻️ব্যবহার_বিধিঃ
শ্যাম্পু করার পর চুলের গোড়া থেকে চুলের নিচ পর্যন্ত “Chaoba Hair Treatment Cream” টি ভালোভাবে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা ম্যাসেজ করে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে ৩-৪ দিন ব্যবহারে আপনি পাবেন ঘন, সফ্ট, সিল্কি এবং শাইনি হেয়ার।

Contact or Send Message..??

Price: £££

💊CAPSUL LIPSTICK💄                       16 ps Lipstick 💊 ঠোঁট কালো হয়না..💊 দেওয়ার পর মনেই হয়না কিছু দিয়েছি..💊 অনেক স...
13/11/2023

💊CAPSUL LIPSTICK💄
16 ps Lipstick

💊 ঠোঁট কালো হয়না..
💊 দেওয়ার পর মনেই হয়না কিছু দিয়েছি..
💊 অনেক সফট লাগে..
💊 ভেসলিনের কাজ করে..
💊 Matte না,তাই ঠোঁটে dry ফিল হয়না..
💊 স্মেল খুবই সুন্দর..
💊 একদম ছোট আর চাইলে পুরো বক্সই easily carry করা যাবে,একদম ট্রাভেল ফ্রেন্ডলী..
💊 লালচে, গোলাপী, কফি কালার, নুড কালার সব টাইপের কালারের কম্বিনেশনে একটা ম্যাজিক বক্স এটা..
💊 মুছে ফেলার পরও ঠোঁটে হালকা shade থেকে যায়,জোস এক একটা ক্যাপসুল..
💊 সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, জোরে rub করে না মুছলে এটা মুছে না বা ছড়ায় না..
💊 ওয়াটার প্রুফ কিনা দেখতে পানি দিয়েছিলাম,hmmm এটা একদমই ওয়াটার প্রুফ..
💊 ভেলভেট টাইপ feel হয় ঠোঁটে দেওয়ার পর..
💊 দেখতে খুবই কিউট😘
🔥Inbox for order🔥
Price: £££

🌺পেঁপে ভেষজ সাবান। 🍁ঔষধি বৈশিষ্ট্য: 🍁প্রাকৃতিক ভিটামিন E, A, C এবং AHA সমৃদ্ধ, যা ব্রণ এবং প্রদাহ-বিরোধী, ফুসকুড়ি, গাঢ়...
13/11/2023

🌺পেঁপে ভেষজ সাবান।

🍁ঔষধি বৈশিষ্ট্য:

🍁প্রাকৃতিক ভিটামিন E, A, C এবং AHA সমৃদ্ধ, যা ব্রণ এবং প্রদাহ-বিরোধী, ফুসকুড়ি, গাঢ় দাগ যা গভীরভাবে খোসা ছাড়িয়ে যায় তা কমাতে সহায়তা করে।
🌱নতুন ত্বকের কোষের উৎপাদনকে উদ্দীপিত করুন এবং মেরামত করুন, ব্যাকটেরিয়া, ছত্রাক, রিংওয়ার্ম, টিনিয়া থেকে ত্বককে রক্ষা করুন, শরীরের গন্ধ বন্ধ করতে সাহায্য করুন।
🌱ছিদ্র, অন্ধকার বৃত্ত কমায় ত্বক আর্দ্র, মসৃণ, নরম, করে পুরো মুখ উজ্জ্বল করে।

ইনবক্সে অর্ডার করুন অথবা কল করুন: 01911188589
💰 720 tk

💥💥Dior Perfume Set💥💥👉5 ml each❤️প্রিয় জনকে বিশেষ দিন উপলক্ষে উপহার দিতে চান?কিন্তু পছন্দ মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না...
13/11/2023

💥💥Dior Perfume Set💥💥

👉5 ml each

❤️প্রিয় জনকে বিশেষ দিন উপলক্ষে উপহার দিতে চান?কিন্তু পছন্দ মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না? গিফ্টের জন্য বেস্ট একটা আইটেম 🎉🎉

🔶এত্তো কিউট দেখতে আর স্মেল গুলা জাস্ট জোশ। যে একবার ব্যবহার করবে স্মেল গুলোর প্রেমে পড়ে যাবে।।😍😍😍

Most popular Dior perfume
5 Pieces In 1 Set

🔷প্রিয়জনকে উপহার দেয়ার জন্য বেস্ট একটা পারফিউম। ৫ টি বোতলে পাচ্ছেন ৫ টি অন্যরকম ঘ্রাণ।

💰Price: 1100 tk

♦️টিপসঃ  💯সুষম খাদ্য:💯একটি সুষম খাদ্যের মধ্যে সমস্ত খাদ্য সমূহের বিভিন্ন ধরণের খাবার অন্তর্ভুক্ত থাকে।প্রচুর পরিমাণে ফলম...
10/11/2023

♦️টিপসঃ 💯সুষম খাদ্য:💯

একটি সুষম খাদ্যের মধ্যে সমস্ত খাদ্য সমূহের বিভিন্ন ধরণের খাবার অন্তর্ভুক্ত থাকে।

প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি এবং সমগ্র শস্য খাওয়া গুরুত্বপূর্ণ।

প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত পানীয় এবং অস্বাস্থ্যকর চর্বি সীমিত করাও গুরুত্বপূর্ণ।

একটি ন্যায্য এবং সুষম খাদ্য তালিকা তৈরি করার জন্য এখানে কিছু টিপস রয়েছেঃ

আগে থেকেই আপনার খাবারের পরিকল্পনা করুন যাতে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি বিভিন্ন ধরনের খাবার পাচ্ছেন।

কৃষকের বাজার বা মুদি দোকানে কেনাকাটা করুন যা বিভিন্ন ধরণের ফ্রেশ পণ্য সরবরাহ করে।

বাড়িতে আরও খাবার রান্না করুন যাতে আপনি উপাদানগুলি নিয়ন্ত্রণ করতে পারেন।

আপনার প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত পানীয় এবং অস্বাস্থ্যকর চর্বি খাওয়া সীমিত করুন।

নিশ্চিত করুন যে আপনার পরিবারের প্রত্যেকের একটি স্বাস্থ্যকর খাদ্যের অ্যাক্সেস আছে।

এই টিপসগুলি অনুসরণ করা আপনাকে নিজের এবং আপনার পরিবারের জন্য একটি ন্যায্য এবং সুষম খাদ্য তৈরি করতে সহায়তা করতে পারে।

🚩Balanced diet:

A balanced diet includes a variety of foods from all food groups.
It is important to eat plenty of fruits, vegetables, and whole grains.
It is also important to limit processed foods, sugary drinks, and unhealthy fats.
Here are some tips for creating a fair and balanced diet:

Plan your meals ahead of time so you can make sure you are getting a variety of foods.
Shop at farmers markets or grocery stores that offer a wide variety of fresh produce.
Cook more meals at home so you can control the ingredients.

Limit your intake of processed foods, sugary drinks, and unhealthy fats.
Make sure everyone in your household has access to a healthy diet.

Following these tips can help you create a fair and balanced diet for yourself and your family.

Address

Joydebpur Road
Gazipur
1702

Telephone

+8801911188589

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glow & Diet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Glow & Diet:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram