Elite Pharma

Elite Pharma বিশ্বাসের সাথে ১০০% আসল ঔষধ, স্বাস্থ্য সেবা ও পরামর্শ এখন আপনার হাতের মুঠোয়।
এলিট ফার্মা, তিস্তা গেইট, টঙ্গী-তে আপনাদের বিশ্বস্ত ফার্মেসি।

02/06/2025

ভাবনা ও পানি সবসময় পরিষ্কার থাকা দরকার! কারণ খারাপ পানি স্বাস্থ্য নষ্ট করে,
আর খারাপ ভাবনা জীবন।

Top  Molecules in Bangladesh; IQVIA Q1 2025
01/06/2025

Top Molecules in Bangladesh; IQVIA Q1 2025

28/05/2025

World Digestive Health Day – ২৯ মে ২০২৫
🌿 আপনার হজমের সুস্থতা, আপনার সার্বিক সুস্থতার চাবিকাঠি

🧠 “Your Digestive Health: Nourish to Flourish”
আজকের দিনে আসুন জেনে নেই, হজম প্রক্রিয়া আমাদের জীবনের মান উন্নয়নে কীভাবে সাহায্য করে:

✅ পুষ্টি শোষণে সহায়তা
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
✅ শরীর ও মনের শক্তি ও ভালো থাকার অনুভূতি
✅ হজমজনিত সমস্যার প্রতিরোধ
✅ শরীর থেকে টক্সিন দূরীকরণ
✅ হৃদপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতা সমর্থন

🩺 আপনার হজম সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে আসুন Elite Pharma-তে। আমরা আছি আপনার সুস্থ জীবনের পাশে!

📍 এলিট ফার্মা, তিস্তা গেইট, টঙ্গী, গাজীপুর

27/05/2025

একজন কাস্টমারই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে দামী সম্পদ!
তাই, কাস্টমারদের সমস্যাকে সম্মান করি,
ভালোবাসা দেই পরিবারের মতো,
সেবা করি সন্তানের মতো যত্নে।
ELITE fashion Elite Pharma আমরা কাস্টমার সার্ভিসকে নিছক দায়িত্ব নয়, ভালোবাসার কাজ হিসেবে দেখি।

24/05/2025

وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُ

"আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।"

— সূরা আত-তালাক

23/05/2025

এলিট ফার্মা – আপনার স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা!

তিস্তা গেইট, টঙ্গী, গাজীপুরে অবস্থিত Elite Pharma-তে আমরা দিচ্ছি:

✅ আসল ও মানসম্মত ওষুধ
✅ অভিজ্ঞ ফার্মাসিস্ট দ্বারা ওষুধের পরামর্শ
✅ বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা
✅ bKash, Nagad ও Rocket এর মাধ্যমে সহজ পেমেন্ট সুবিধা
✅ SMC Blue Star সার্ভিস – এক ছাতার নিচে সব সেবা!

আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আজই আসুন Elite Pharma-তে।
বিশ্বাস, সেবা, মানসিক শান্তি – সব একসাথে, এক ঠিকানায়।

Elite Pharma – স্বাস্থ্য হোক সবার আগে!

ঠিকানা: তিস্তা গেইট, টঙ্গী, গাজীপুর

02/05/2025

"আলহামদুলিল্লাহ... আজ থেকে নতুন দোকানে ফার্মেসি ব্যবসার যাত্রা শুরু করলাম। সবার দোয়া ও ভালোবাসা কাম্য। সবটুকু আল্লাহর ইচ্ছায়, ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে।"

28/04/2025

জীবন আমাকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে —
১. নিজেকে নিয়ে খুশি থাকা।
২. আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা।

আলহামদুলিল্লাহ, যখন নিজের ভেতর সুখ খুঁজে নিই এবং সব ভরসা একমাত্র আল্লাহর উপর রাখি, তখন জীবন সহজ হয়, শান্তি আসে।
সবসময় মনে রাখি, মানুষ সীমিত, কিন্তু আল্লাহর রহমত অসীম।

28/04/2025

রিজিকের স্তর: আল্লাহর অপার অনুগ্রহ

আল্লাহ তাআলা আমাদের জীবনে রিজিক দান করেন নানাভাবে।
রিজিক মানে শুধু টাকা-পয়সা নয়—এর রয়েছে গভীর ও বিস্তৃত স্তর।
চলুন, জেনে নিই রিজিকের চারটি স্তর:

১. সর্বনিম্ন স্তর:

টাকা-পয়সা, অর্থ ও সম্পদ।
এই স্তরটি আমাদের সবচেয়ে পরিচিত, তবে এটি রিজিকের মূল বা প্রাথমিক স্তর মাত্র।
আল্লাহ বলেন—

> “আর তিনি তোমাদেরকে সব কিছু দিয়েছেন যা তোমরা তাঁর কাছে চেয়েছ।
যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করো, তা গুনে শেষ করতে পারবে না।”
(সূরা ইবরাহিম ১৪:৩৪)

২. সর্বোচ্চ স্তর:

শারীরিক ও মানসিক সুস্থতা।
অর্থ-বিত্ত থেকেও দামী হলো সুস্থতা।
হাদীসে এসেছে—

> “যে ব্যক্তি সুস্থতা লাভ করল, নিরাপদ হলো এবং তার কাছে দিনের আহারও রয়েছে—সে যেন সমগ্র দুনিয়া পেয়ে গেল।”
(তিরমিযী)

৩. সর্বোত্তম স্তর:

পুণ্যবান জীবনসঙ্গী ও নেক সন্তান।
সৎ পরিবার ও সদাচরণকারী সন্তানই প্রকৃত শান্তির উৎস।
আল্লাহ বলেন—

> “ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা।”
(সূরা কাহফ ১৮:৪৬)

৪. পরিপূর্ণ স্তর:

মহান রবের সন্তুষ্টি।
এই স্তরই রিজিকের চূড়ান্ত ও সর্বোচ্চ রূপ।
আল্লাহ বলেন—

> “নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম।”
(সূরা আলে ইমরান ৩:১৯)

---

অন্তরের প্রার্থনা:

> “হে আল্লাহ! আমাদেরকে উত্তম রিজিক দান করুন, শারীরিক ও মানসিক সুস্থতা দিন,
পুণ্যবান জীবনসঙ্গী ও নেক সন্তান দান করুন,
এবং সর্বোপরি আপনার সন্তুষ্টি অর্জনের তাওফিক দিন।
আমীন।”

28/04/2025

রোজ লেবু-পানি পান করা উচিত কেন জেনে নিন।
শুধু এক গ্লাস হালকা উষ্ণ পানি আর অর্ধেক লেবুর রস নিয়মিত পান করলে দেখবেন ফার্মেসীর ঠিকানা ভুলে গেছেন।
লেবু পানি পান করা শুরু করলে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না, সেই সঙ্গে মেলে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা।
০১. লিভারের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে:- লেবু পানি পান করলে লিভারের ক্ষতিকর টক্সিক উপাদানেরা বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। ফলে লিভারের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে।
০২. পুষ্টির ঘাটতি দূর হয়:- লেবু পানিতে যে কেবল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মজুত থাকে, তা নয়, সেই সঙ্গে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং আরও কত কী, যা দেহে পুষ্টির ঘাটতি দূর করে শরীরকে শক্তপোক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
০৩. দেহের পি এইচ লেভেল ঠিক থাকে:- ঘুম থেকে উঠে খালি পেটে লেবু পানি পান করলে দেহের পি এইচ লেভেলের ভারসাম্য ঠিক থাকে। ফলে ভেতর এবং বাইরে থেকে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে দেহের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না।
০৪. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে:- প্রতিদিন লেবু পানি পান করা শুরু করলে দেহে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এত মাত্রায় শক্তিশালী হয়ে ওঠে যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।
০৫. ত্বকের সৌন্দর্য বাড়ে:- হাজারো বিউটি প্রডাক্ট যা করে উঠতে পারেনি, তা লেবুর পানি নিমেষে করে ফেলতে পারে। এই পানীয়তে বেশ কিছু উপাদান ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। সেই সঙ্গে ত্বকের বয়স কমানোর পাশাপাশি ব্ল্যাক হেডস এবং বলিরেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। গরমকালে ত্বককে ঠাণ্ডা এবং ঘামমুক্ত রাখতে লেবুর জল দিয়ে বারে বারে মুখটা ধুতে পারেন, দেখবেন উপকার পাবেন।
০৬. ওজন হ্রাস পায়:- নিয়মিত লেবু পানি পান করলে শরীরে জমে থাকা অতিরিক্তি মেদ ঝরে যেতে একেবারেই সময় লাগে না। কারণ লেবুতে পেকটিন নামক একটি উপাদান, শরীরে প্রবেশ করার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। ফলে বারে বারে খাবার খাওয়ার ইচ্ছা চলে যায়। কম মাত্রায় খাবার খেলে স্বাভাবিকভাবেই শরীরে কম মাত্রায় ক্য়ালরির প্রবেশ ঘটে। ফলে ওজন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনও সুযোগই পায় না।
০৭. এনার্জির ঘাটতি দূর হয়:- ঘুম থেকে উঠে চা বা কফি না খেয়ে প্রতিদিন এক গ্লাস করে লেবুর পানি পান।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elite Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram