হৃদয়ের কথা

হৃদয়ের কথা শূন্যতার মাঝে কিছুটা শিক্ষা কিছুটা ব?

23/12/2017

আমারও ইচ্ছে করে ঝড়ের সন্ধায়
অন্য কোনো তরুনীর হাত ধ’রে সুদূরে হারাই
বৃষ্টি ও বাতাসে মেলি
যুগল ডানার স্বপ্ন।
আমারও ইচ্ছে করে ফুটে থাকি অসংখ্য শিমুল।
দুপুরের রোদে পোড়া চিবুকের উদাসিন তিল
ছুঁয়ে দিতে ইচ্ছে করে ভালোবাসা, নীল চোখ,
চাঁদের শরীর-
আমারও ইচ্ছে করে আঙুল জড়াই মিহি স্মৃতি
স্বপ্নের কপাল থেকে
ঝ’রে পড়া চুলগুলো আলতো সরাই
আমারও ইচ্ছে করে নগরের নিয়ন্ত্রিত পথে
সমস্ত নিষেধ মানা ছুঁড়ে ফেলে দিয়ে
উড়িয়ে চুলের মেঘ দুইজন
সড়কের মাঝখান বেয়ে হেঁটে যাই-
আমারও ইচ্ছে হয় কাঁদি।
আমারও ইচ্ছে করে খুলে দিই হাতকড়া-বাঁধা হাত
চত্রুান্তের খল বুকে কামড় বসাই।
আমারও ইচ্ছে করে
টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর।।
-শোধবোধ

20/11/2017
"প্রিয় হবু ♡স্ত্রী–আমি কখনো কোনদিন জানতে চাইবো না, ''তোমার অতীতে কে ছিল ??'' ওসবে আমার মাথা ব্যাথা নেই...তোমার কুমারীত্ব...
17/01/2017

"প্রিয় হবু ♡স্ত্রী–
আমি কখনো কোনদিন জানতে চাইবো না, ''তোমার অতীতে কে ছিল ??'' ওসবে আমার মাথা ব্যাথা নেই...তোমার কুমারীত্ব
পরীক্ষা করার জন্য আমি বসে নেই, তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে কিনা, সেটা শুঁকে দেখারও আগ্রহ নেই !!
আমি শুধু বলবো–আমার ভাঙ্গা বুকে তুমি শুয়ে থাকো...আর কখনো কাঁদতে ইচ্ছে হলে আমার শার্ট ভিজিয়েই কাঁদো, শুনো–আমাকে ভালো টালো না বাসলেও চলবে, শুধু তুমি ভালো থেকো...তোমার
অভিমানের পালা শেষ হয়ে গেলে, কখনো খুব ঘুম পেলে আমার পাশেই ঘুমিয়ে যেও...বেশী কিছু চাই না, মাঝরাতে চোখটা খুলেই যাতে তোমার মায়াবী মুখটা দেখতে পাই...বেশী কিছু না, এভাবেই শুধু পাশের বালিশে একটু জায়গা দিও !!"

শেষ মানে সমাপ্ত নয়,শুণ্য থেকেই শুরু হয়।মরীচিকা পড়া বদ্ধ তালা মানে অবসান নয়,সেখান থেকেও অঙ্গীকারের অঙ্কুর উদ্গম হয়।নিরব আ...
12/01/2017

শেষ মানে সমাপ্ত নয়,
শুণ্য থেকেই শুরু হয়।
মরীচিকা পড়া বদ্ধ তালা মানে অবসান নয়,
সেখান থেকেও অঙ্গীকারের অঙ্কুর উদ্গম হয়।
নিরব আছি তাই বলে ভেবোনা হেরে গেছি.....।।

মহানবী (সাঃ) থেকে বর্ণিত, আমরা ঘুমালে আমাদের আত্মা কী করে ?রাসুল সা: এর জলিলুল কদর সাহবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) ...
08/12/2016

মহানবী (সাঃ) থেকে বর্ণিত, আমরা ঘুমালে আমাদের আত্মা কী করে ?
রাসুল সা: এর জলিলুল কদর সাহবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুল সা: বলেছেন, মানুষ যখন ঘুমায়, তখন তার আত্মা ঊর্ধ্ব আকাশে চলে যায়। অতঃপর তাকে মাহান আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা করে। আর যে ব্যক্তি অপবিত্র অবস্থায় ঘুমায়, তার আত্মা আরশ থেকে দূরে সিজদা করে। (বায়হাকী, হাদিসটিিইমাম বুখারী তাঁর আত- তারীখুল কাবীর’ গ্রন্থে উল্লেখ করেছেন)।
মহানবী (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজনফেরেশতা রাতযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফেরেশতা বলতে থাকে, “হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। কেননা সে পবিত্র অবস্থায় রাতযাপন করছে। (তাবরানী ও বায়হাকী।)

হায়রে মানবতা!! মুসলমান বলেই কি নিরবতা!!!
06/12/2016

হায়রে মানবতা!! মুসলমান বলেই কি নিরবতা!!!

উন্নয়নের জোয়ারে কাঁপছে বাংলাদেশ, রডের বদলে বাঁশএখন দেখি ডিজিটাল খাম্বা, আস্ত নারকেল গাছ!!- সাবাস বাংলাদেশ!!
06/12/2016

উন্নয়নের জোয়ারে কাঁপছে বাংলাদেশ, রডের বদলে বাঁশ
এখন দেখি ডিজিটাল খাম্বা, আস্ত নারকেল গাছ!!
- সাবাস বাংলাদেশ!!

03/12/2016

একজন সফল দলনেতা আরো অনেকগুলো দলনেতা তৈরি করে। আর একজন ব্যর্থ দলনেতা শুধু একদল অনুসরণকারী রেখে যায়।
-
- রালফ নাডের

গর্ভবতী মায়েদের করনীয়:এই পোষ্টটি গর্ভবতী মহিলাদের জন্য:সন্তান গর্ভে ধারণের ১ম, ২য় ও ৩য় মাসে গর্ভবতী মহিলা সূরা লোকমান ও ...
27/11/2016

গর্ভবতী মায়েদের করনীয়:

এই পোষ্টটি গর্ভবতী মহিলাদের জন্য:
সন্তান গর্ভে ধারণের ১ম, ২য় ও ৩য় মাসে গর্ভবতী মহিলা সূরা লোকমান ও সূরা ইনশিক্বাক পড়ুন। ৪র্থ , ৫ম ও ৬ষ্ঠ মাসে সূরা ইউসুফ ও আল ইমরান পড়ুন। আর ৭ম, ৮ম ও ৯ম মাসে সূরা মারইয়াম ও সূরা মুহাম্মাদ পড়ুন।

সূরা লোকমান পড়লে গর্ভের সন্তান জ্ঞানী, তীক্ষ্ণ বুদ্ধি ও হেকমত ওয়ালা হয়।

সূরা ইনশিক্বাক পড়লে গর্ভের সন্তান সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদ থাকে।

সূরা ইউসুফ পড়লে গর্ভের সন্তানের রুহানী ও জিসমানী উভয় দিক সুন্দর হয়।

সূরা আল ইমরান পড়লে গর্ভের সন্তান দ্বীনের পথে আহবানকারী হয়।

সূরা মারইয়াম পড়লে গর্ভের সন্তান পরহেজগার ও আল্লাহ ভীরু হয়।

সূরা মুহাম্মাদ পড়লে গর্ভের সন্তান সুন্দর চরিত্রের অধিকারী হয়।

এছাড়াও সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের উচিত বেশী বেশী কোরআনুল কারীম তিলাওয়াত করা, নিয়মিত নামায আদায় করা ও ধর্মীয় বই পড়া। কারণ, এসময়ে মায়েরা যে কাজ গুলো করে থাকেন, সন্তানের আচরণের উপর তার প্রভাব পড়ে। এ সময়ে পরনিন্দা-পরচর্চা করা, ঝগড়া করা, গালা-গালি করা ও অন্যান্য মন্দ কাজ থেকে বিরত থাকা বাঞ্চনীয়।

একাকীত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকীত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার ...
27/11/2016

একাকীত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকীত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই

সংগৃহীত - ভাসমান ছায়া

Address

Gazipur
1346

Telephone

01725799399

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হৃদয়ের কথা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram