ন্যাচারাল রিকোভার

ন্যাচারাল রিকোভার Dr Abdullah Al Mamun.BUMS(HUB),MPH(BOU)
Internship Birdem Hospital,Dhaka
Consultant Herbal Medicine.

🥰🥰🥰 শীত আসছে, আপনি কি প্রস্তুত????????🥰🥰🥰🥰শীতের শুরুতে আবহাওয়া ঠান্ডা, শুষ্ক ও আর্দ্রতা কমে যাওয়ার কারণে শরীরের রোগ প্রত...
14/10/2025

🥰🥰🥰 শীত আসছে, আপনি কি প্রস্তুত????????🥰🥰🥰🥰

শীতের শুরুতে আবহাওয়া ঠান্ডা, শুষ্ক ও আর্দ্রতা কমে যাওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফলে এসময় কিছু রোগের প্রকোপ বা প্রাদুর্ভাব সাধারণত বেশি দেখা দেয়। নিচে গুরুত্বপূর্ণ কিছু রোগের তালিকা ও কারণ দেওয়া হলো 👇

🌬️ ১. সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা (Flu)

ভাইরাসজনিত সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়।

হঠাৎ ঠান্ডা লাগা, গলা ব্যথা, কাশি, জ্বর, মাথা ব্যথা দেখা দেয়।

ঠান্ডা বাতাসে ঘন ঘন আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।

🤧 ২. নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস

ঠান্ডা আবহাওয়ায় শ্বাসনালীর সংক্রমণ বেড়ে যায়।

শ্বাসকষ্ট, কফসহ কাশি, বুক ব্যথা, জ্বর থাকে।

শিশু, বয়স্ক ও দুর্বল ইমিউন সিস্টেমের লোকদের মধ্যে বেশি দেখা যায়।

🌡️ ৩. অ্যাজমা বা হাঁপানি

ঠান্ডা বাতাস ও ধুলাবালির সংস্পর্শে অ্যাজমা রোগীদের সমস্যা বেড়ে যায়।

শ্বাস নিতে কষ্ট, সাঁ সাঁ শব্দ, বুক চাপে।

🧴 ৪. ত্বকের সমস্যা (Skin diseases)

শুষ্ক ত্বক, চুলকানি, একজিমা, ঠোঁট ফাটা, হাত-পা ফাটা দেখা যায়।

আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক শুকিয়ে যায়।

😣 ৫. আর্থ্রাইটিস ও বাত ব্যথা

ঠান্ডায় জয়েন্ট বা হাড়ের ব্যথা বেড়ে যায়।

অনেকের পুরনো বাত রোগ আবারও তীব্র হয়।

🍲 ৬. ডায়রিয়া ও পেটের সমস্যা

পানি কম পান করার কারণে এবং অনিয়মিত খাদ্যাভ্যাসে পেটের সমস্যা দেখা দেয়।

কখনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণেও ডায়রিয়া হতে পারে।

👁️ ৭. চোখ ও কানের সংক্রমণ

ঠান্ডা বাতাস ও ধুলাবালিতে conjunctivitis (চোখ ওঠা) বা ear infection হতে পারে।

🦠 ৮. করোনাভাইরাস ও অন্যান্য ভাইরাল সংক্রমণ

শীতকাল ভাইরাসের বংশবৃদ্ধির উপযোগী সময়।

সর্দি-কাশির সাথে মিল থাকা বিভিন্ন ভাইরাসের সংক্রমণ দেখা যায়।

✅ প্রতিরোধের উপায়

পর্যাপ্ত পানি পান ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ

হাত-মুখ পরিষ্কার রাখা

গরম কাপড় ব্যবহার

ভিড় এড়িয়ে চলা

শরীর গরম ও ইউমিনিটি ঠিক রাখার মতো খাবার (আদা, তুলসী, মধু, কালোজিরা, রসুন ইত্যাদি) গ্রহন।
এছাড়াও কালোমেঘ এবং চিরতা ভিজানো পানি হতে পারে শতভাগ নিরাপদ ভাইরাসের বীরুদ্বে কার্যকর একটি ভেষজ সমাধান। ❤️❤️❤️❤️
আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার হতে পারে আমার লেখার অনুপ্রেরনা।

ডা: আব্দুল্লাহ আল মামুন।
বিইউএমএস, এম পি এইচ।
এক্সপার্ট ইন পাবলিক হেলথ এন্ড ন্যাচারাল মেডিসিন।

10/10/2025

🌿 পেইন কেয়ার 🌿
একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক ও নিরাপদ ব্যথানাশক ফুড সাপ্লিমেন্ট 💊

👉 মাত্র ৭ থেকে ১০ দিনে মুক্তি পান শরীরের সব ধরনের ব্যথা থেকে —
হোক তা হাটু ব্যথা, রিউমেটিক আর্থ্রাইটিস, বাত ব্যথা, হাত-পা ঝিমঝিম বা অবশভাব।

যারা নামাজ পড়তে কষ্ট পান ব্যথার কারণে,
তাদের জন্য এটি হতে পারে একটি আশার প্রাকৃতিক সমাধান 🌸

💚 পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত | প্রাকৃতিক উপাদানে তৈরি | পরীক্ষিত ফলাফল।
#ব্যথামুক্তজীবন

06/10/2025

যাদুর কোটা ( ট্যাবলেট পেইন কেয়ার) খেয়ে সবাই যখন ব্যাথামুক্ত, আপনি নয় কেনো???
শুনুন আমাদের সন্মানিত রোগীর মূখে। ❤️❤️❤️❤️❤️❤️❤️
🇧🥰🥰 সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট, যা তৈরি হয়েছে অনেক গুলো মূল্যবান শোধিত ভেষজ দিয়ে🥰🥰🥰।

আদা আমাদের ঘরে থাকা খুবই উপকারী একটি ভেষজ। এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং স্বাস্থ্য রক্ষায়ও দারুণ কার্যকর। নিচে...
03/10/2025

আদা আমাদের ঘরে থাকা খুবই উপকারী একটি ভেষজ। এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং স্বাস্থ্য রক্ষায়ও দারুণ কার্যকর। নিচে আদার কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা দেওয়া হলোঃ

✅ আদার স্বাস্থ্য উপকারিতা

1. হজম শক্তি বৃদ্ধি করে

আদা হজমে সাহায্য করে, খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে এবং গ্যাস ও পেট ফাঁপা কমায়।

2. বমি বমি ভাব দূর করে

গাড়ি বা নৌকায় ভ্রমণে বমি বমি ভাব, গর্ভাবস্থার মর্নিং সিকনেস ও কেমোথেরাপির কারণে হওয়া বমি উপশমে আদা কার্যকর।

3. প্রদাহ ও ব্যথা কমায়

আদার মধ্যে থাকা জিঞ্জারল যৌগ অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে।

4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদা শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ঠান্ডা-কাশি দ্রুত সারাতে সাহায্য করে।

5. রক্ত সঞ্চালন উন্নত করে

নিয়মিত আদা খেলে রক্ত সঞ্চালন ভালো হয়, হৃদরোগের ঝুঁকি কমে।

6. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদা উপকারী ভূমিকা রাখতে পারে।

7. শরীরকে উষ্ণ রাখে

শীতকালে শরীর গরম রাখতে আদা খুব কার্যকর, তাই আদা চা জনপ্রিয়।

8. অ্যান্টি-অক্সিডেন্টের উৎস

আদা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং কোষকে সুরক্ষা দেয়।

👉 সাধারণত আদা চা, কাঁচা আদা, রান্নায় ব্যবহার বা মধু ও লেবুর সঙ্গে খেলে এর উপকারিতা পাওয়া যায়।

30/09/2025

✅ পেইন কেয়ার ট্যাবলেট
ব্যথা মুক্ত হওয়ার এক অনন্য প্রাকৃতিক চ্যালেঞ্জ মাত্র ৭-১০ দিন। ✨

💊 কেমিক্যাল নয়, ভেষজ উপাদানের নিরাপদ শক্তি।
🕊️ জয়েন্ট পেইন, মাংসপেশীর ব্যথা কিংবা স্নায়ুর ঝিমঝিম ভাব থেকে প্রাকৃতিক মুক্তি।
🙏 যারা হাঁটতে-বসতে কষ্ট পান, তাদের জন্য এটি হতে পারে আশার আলো।

👉 আসুন, ব্যথামুক্ত জীবনের পথে আমরা নেই প্রাকৃতিক চ্যালেঞ্জ – পেইন কেয়ার ট্যাবলেট 🌿

29/09/2025

থাকবে না, থাকবে না ,,, বাংলাদেশে আর কোন ব্যাথায় কষ্ট পাওয়া রোগী থাকবেনা। শুনুন আমাদের সন্মানিত রোগীর মূখে। ❤️❤️ পেইন কেয়ার ট্যাবলেট❤️❤️ সম্পূর্ণ নিরাপদ।

বিনা অপারেশনে নেজাল পলিপ থেকে মাত্র ৩-৭ দিনেই মুক্তি।
23/09/2025

বিনা অপারেশনে নেজাল পলিপ থেকে মাত্র ৩-৭ দিনেই মুক্তি।

✨ ডিভাইস খতনা – আধুনিক ও নিরাপদ সমাধান ✨🔹 রক্তপাত নেই প্রায় – সেলাই ছাড়াই হয়ে যায় খতনা।🔹 সময় লাগে মাত্র কয়েক মিনিট – বাচ...
23/09/2025

✨ ডিভাইস খতনা – আধুনিক ও নিরাপদ সমাধান ✨

🔹 রক্তপাত নেই প্রায় – সেলাই ছাড়াই হয়ে যায় খতনা।
🔹 সময় লাগে মাত্র কয়েক মিনিট – বাচ্চা কাঁদতে না কাঁদতেই কাজ শেষ।
🔹 কম ব্যথা, দ্রুত আরোগ্য – খতনার পর স্বাভাবিক জীবনে ফেরা সহজ।
🔹 আধুনিক যন্ত্রের ব্যবহার – সংক্রমণের ভয় নেই, নিরাপদ ও নির্ভরযোগ্য।
🔹 শিশুর জন্য একদমই ঝুঁকিহীন – ডাক্তারি তত্ত্বাবধানে ১০০% সুরক্ষিত।
🔹 দেখতে পরিচ্ছন্ন ও সুন্দর – কাটার পর গঠন হয় সমান ও নিখুঁত।

👉 আর দেরি কেন? আপনার সোনামনির খতনা হোক আধুনিক ডিভাইস পদ্ধতিতে—
দ্রুত, নিরাপদ, আরামদায়ক!
#খতনা #নিরাপদ #ফলোয়ার

হিজামা (Cupping therapy) প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যা নবীজী ﷺ এর সুন্নাহ হিসেবেও পরিচিত। এতে শরীর থেকে অল্প পরিমাণ অশ...
22/09/2025

হিজামা (Cupping therapy) প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, যা নবীজী ﷺ এর সুন্নাহ হিসেবেও পরিচিত। এতে শরীর থেকে অল্প পরিমাণ অশুদ্ধ/বিষাক্ত রক্ত বের করে দেওয়া হয়। অনেক গবেষণা এবং অভিজ্ঞতার ভিত্তিতে হিজামার উপকারিতা পাওয়া যায়।

হিজামার উপকারিতা

1. রক্ত সঞ্চালন বৃদ্ধি করে – দেহে রক্ত চলাচল ঠিক রাখে, ফলে অক্সিজেন ও পুষ্টি টিস্যুতে ভালোভাবে পৌঁছায়।

2. বিষাক্ত পদার্থ অপসারণে সহায়ক – শরীর থেকে টক্সিন, জমে থাকা অশুদ্ধ রক্ত ও বর্জ্য বের করে দেয়।

3. ব্যথা কমায় – বিশেষ করে মাথাব্যথা, মাইগ্রেন, ঘাড় ও কোমরের ব্যথা, জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস ইত্যাদিতে কার্যকর।

4. স্নায়ু ও মাংসপেশী শিথিল করে – টান টান ভাব, অবশভাব বা ঝিমঝিম ভাব কমাতে সাহায্য করে।

5. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে – ইমিউন সিস্টেমকে সক্রিয় করে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

6. হরমোন ব্যালেন্সে সহায়ক – মহিলাদের অনিয়মিত মাসিক, হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্বে সহায়তা করতে পারে।

7. মানসিক চাপ ও অনিদ্রা কমায় – টেনশন, উদ্বেগ, ঘুমের সমস্যা ও ডিপ্রেশনে ভালো কাজ করে।

8. চামড়া ও সৌন্দর্য উন্নত করে – ব্রণ, একজিমা ও অন্যান্য ত্বকের সমস্যায় সহায়ক।

9. হজম শক্তি উন্নত করে – গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও পেটের অন্যান্য সমস্যায় সহায়ক।

10. ডিটক্স ও এনার্জি বৃদ্ধি করে – শরীরকে হালকা ও সতেজ রাখে।

🔹 তবে, হিজামা অবশ্যই বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা করানো উচিত। কিছু রোগ (যেমন: রক্তস্বল্পতা, অতিরিক্ত দুর্বলতা, গর্ভাবস্থা, বা রক্তপাতজনিত সমস্যা) থাকলে আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

30/06/2025

09/04/2025

তরমুজের উপকারিতা :-
১. হাত-পা জ্বালাপোড়া এবং শরীরের জ্বালাপোড়া কমায়।
২ .রক্তস্বল্পতা দূর করে।
৩. জ্বরের প্রকোপ কমিয়ে দেয়।
৪. প্রস্রাবের জ্বালাপোড়া কমায় এবং মূত্রথলির পাথুরি রোগ ভালো করে।
৫. অতিরিক্ত পিপাসা দূর করে।
এছাড়াও রয়েছে তরমুজের নানাবিদ স্বাস্থ্য উপকারিতা।
আসুন সবাই তরমুজ খাই, নীরোগ থাকি। জনস্বার্থে পোষ্টটি অবশ্যই শেয়ার করবেন।

Address

Shaheber Bazar, Cantonment, Cumilla
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ন্যাচারাল রিকোভার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ন্যাচারাল রিকোভার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram