রক্ত দিন, জীবন বাঁচান

রক্ত দিন, জীবন বাঁচান রক্ত দিন জীবন বাঁচান

 #শেয়ার_করে_রেখে_দিতে_পারেন... দেখে নিন বিকল্প হিসেবে কোন গ্ৰুপের রক্ত কোন কোন গ্ৰুপকে দেওয়া যাবে...গাজীপুর ব্লাড ব্যা...
26/01/2019

#শেয়ার_করে_রেখে_দিতে_পারেন...
দেখে নিন বিকল্প হিসেবে কোন গ্ৰুপের রক্ত কোন কোন গ্ৰুপকে দেওয়া যাবে...
গাজীপুর ব্লাড ব্যাংক is at আমাদের কালিয়াকৈর -।।- গাজীপুর.
#রক্ত_দিন_জীবন_বাঁচান
#সুস্থ_থাকুন
#মানুষ_মানুষের_জন্য_জীবন_জীবনের_জন্য_একটুকু_সহানুভূতি_কি_মানুষ_পেতে_পারে_না???

01/12/2018

রক্ত দিন, জীবন বাঁচান
জরুরী ভিত্তিতে A+ পজিটিভ রক্তের প্রয়োজন।
কাল সকাল ৭টার সময় এ।
মির্জাপুর হসপিটালে
যোগাযোগ : 01883955447

12/07/2018

13/07/18.. জরুরী ভিত্তিতে B+ রক্ত প্রয়োজন ।
B+ডোনার রা plz এগিয়ে এসো।
Kaliakoir National hospital a
Phn number :Rakib..01626207562

23/06/2018

Emergency B+ positive blood প্রয়োজন

02/04/2018

জরুরী ভিত্তিতে A- রক্ত প্রয়োজন
A- ডোনার রা plz এগিয়ে এসো।
Phn number :01753676795

02/04/2018

আপনার blood Group কী?
Cmt a janan plz
সাথে আপনার ফোন নাম্বার টা দিবেন plz
আপনার একটু সাহায্যের কারনে অন্য একজন মানুষের জীবন বাঁচতে পারে ।

31/03/2018

জরুরী ভিত্তিতে B+ positive blood প্রয়োজন ।
রামপুরা Delta health care এ
Phn number : 01626958849

29/03/2018

আমরা আপনাদের ভালোর জন্য একটা Post group চালু করেছি ।
আশা করি সবাই রক্ত দিন, জীবন বাঁচান Post group a Add হবেন এবং আপনার বন্ধুদের Add করবেন ।

আপনাদের জন্যেই আমরা আছি

আপনার blood Group কী?Cmt a janan plz
15/03/2018

আপনার blood Group কী?
Cmt a janan plz

10/03/2018

জরুরী ভিত্তিতে A+ পজিটিভ রক্তের প্রয়োজন
কাল সকাল ৭টার সময় ।
মির্জাপুর হসপিটালে
যোগাযোগ :Mithun vi 01685173025

দেখে নিন আপনি কোন কোন গ্রুপ কে  blood দিতে পারবেন,/আর নিতে পারবেন ।
06/03/2018

দেখে নিন আপনি কোন কোন গ্রুপ কে blood দিতে পারবেন,/আর নিতে পারবেন ।

‘রক্ত দিন, জীবন বাঁচান’ এ আহ্বানটি অতি পরিচিত হলেও এতে সাড়া দেয়ার লোকের এখনো অভাব আছে। তাইতো রক্তের অভাবে এখনো অনেক মূল্...
04/03/2018

‘রক্ত দিন, জীবন বাঁচান’ এ আহ্বানটি অতি পরিচিত হলেও এতে সাড়া দেয়ার লোকের এখনো অভাব আছে। তাইতো রক্তের অভাবে এখনো অনেক মূল্যবান জীবন অকালে ঝরে যাচ্ছে। আপনার স্বেচ্ছায় রক্তদান এ সব মূল্যবান জীবন রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে। এ দান যদিও নিঃস্বার্থ, তবুও এ দানের মাধ্যমে আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। রক্তদানের উপকারিতা নিয়ে লিখেছেন ঢাকা আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. বৃন্দাবন বিশ্বাস।

* আপনি রক্তদানের অভিজ্ঞতা অর্জন করবেন, এতে আপনার রক্তদান ভীতি দূর হবে এবং এ দান পরবর্তীতে আপনাকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসতে সাহায্য করবে।

* ‘আমার রক্তে একজন মুমুর্ষূ রোগীর জীবন বাঁচবে’ এ ধারণা থেকে অন্তরে সুখ অনুভব করবেন।

* ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এ বাণীর যথার্থতা অনুভব করবেন।

* রক্তদাতা হিসেবে সামাজিক স্বীকৃতি পাবেন এবং রোগী ও তার স্বজনদের কৃতজ্ঞতায় সিক্ত হবেন।

* অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য পেতে পারেন স্রষ্টার অনুগ্রহ ও ভালোবাসা।
* নিজের রক্তের গ্রুপ জানতে পারবেন এবং পূর্বে জানা গ্রুপ ঠিক কি ভুল তার নিশ্চয়তা পাবেন।

* বিনা খরচে আপনার রক্তে এইডস, হেপাটাইটিস বি ও সি, সিফিলিসসহ কমপক্ষে পাঁচটি মারাত্মক রক্তবাহিত রোগ আছে কি না জানতে পারবেন।

* ডোনার কার্ড পাবেন এবং পরবর্তীতে নিজের প্রয়োজনে যত রক্ত লাগুক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে তার নিশ্চয়তা পাবেন। কার্ডের বিনিময়ে অন্যকে রক্ত জোগাড় করে দিতে পারবেন।

* আপনার রক্ত তৈরির অস্থিমজ্জা সক্রিয় হবে যা ভবিষ্যৎ রক্তক্ষরণ মোকাবিলায় তৈরি থাকবে।

* নিয়মিত রক্তদানে রক্তের কোলেস্টেরল কম থাকবে এবং এতে হৃদরোগের ঝুঁকি কমবে এবং দীর্ঘ জীবন লাভ করার সুযোগ থাকবে।

আপনার বয়স যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হয়, এবং আপনি যদি নিজেকে সুস্থ মনে করেন তাহলেই আপনি একজন সক্ষম রক্তদাতা। নিজের ক্ষতি না করে রক্তদানে যদি উপজাত হিসেবে এতগুলো উপকার পাওয়া যায়, তাহলে আপনি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। তাই রক্তদানের নতুন স্লোগান হোক ’রক্ত দিন, জীবন বাঁচান এবং নিজে বাঁচুন’।

‌পোষ্ট‌টি পড়ার জন্য ধন্যবাদ।
আমা‌দের সা‌থে থাকুন।
Thanks for reading this post & still stay with us.

"রক্ত দিন জীবন বাঁচান"___________♥️_________আপনার এক ব্যাগ রক্তের বিনিময়ে একজন মুমূর্ষু ব্যক্তি ফিরে পেতে পারে তার নতুন ...
02/03/2018

"রক্ত দিন জীবন বাঁচান"
___________♥️_________
আপনার এক ব্যাগ রক্তের বিনিময়ে একজন মুমূর্ষু ব্যক্তি ফিরে পেতে পারে তার নতুন জীবন।
নিজে দিন অন্য কে ও রক্ত দিতে উৎসাহিত করুন।
মনে রাখবেন রক্ত দিলে আপনার শারীরিক কোন ক্ষতি হয় না,
শরীরে নতুন রক্ত তৈরি হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

সবাই জেনে নিন   ..
01/03/2018

সবাই জেনে নিন ..

এক ব্যাগ রক্ত  একটি জীবনএক ঝাঁক নিবেদিত  প্রাণ একটি বাঁধন জীবন আর বাঁধন যেন একই মুদ্রার এপিট ওপিট"।
24/02/2018

এক ব্যাগ রক্ত একটি জীবন
এক ঝাঁক নিবেদিত প্রাণ একটি বাঁধন
জীবন আর বাঁধন যেন একই মুদ্রার এপিট ওপিট"।

Address

Kaliakair Gazipur
Gazipur
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত দিন, জীবন বাঁচান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram