Abeda Memorial Hospital - pvt Limited

Abeda Memorial Hospital - pvt Limited We started our journey to serve people of every stairs of the society in the year 2003.with experinc

স্বাস্থ্য সতর্কতাঃইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র‍্যাশ হওয়া রোগটা চিকেন পক্স নয়, এর নাম হ...
28/10/2021

স্বাস্থ্য সতর্কতাঃ

ইদানিং হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বরের সাথে হাতে পায়ে ফোস্কার মতো র‍্যাশ হওয়া রোগটা চিকেন পক্স নয়, এর নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ( HFMD), কক্সাকি বা এন্টারো ভাইরাস দিয়ে সংক্রমিত হয়ে থাকে।

কাদের হয়?

সাধারণত ছোঁয়াচে এই রোগটা ৫ বছরের নিচে বাচ্চাদের হয়ে থাকে তবে অনেক সময় ১০ এর নিচে বা বড়দেরও হতে পারে।

কি হয়?

এই ভাইরাসের সংস্পর্শে আসার ৩-৬ দিনের মধ্যে জ্বর দেখা দেয় এবং ৬/৭ দিন লাগে ভালো হতে । জ্বরের ১ বা ২দিন পর মুখের ভিতর ঘা, হাতে ও পায়ে তালুসহ নিতম্বেও ফোস্কার মতো র‍্যাশ দেখা যায়। চুলকানি হয় না, তবে ব্যথার জন্য খাবার গিলতে কষ্ট হওয়ার, অরুচি, অস্থিরতা দেখা যায়। ৭দিন পর এমনিতেই ঠিক হয়ে যায়।

ক্ষতিকর দিকঃ

এটা তেমন মারাত্মক ইনফেকশন নয় তবে এর ফলে পানি শূন্যতা হতে পারে ভয়ের কারণ। এছাড়া ছোঁয়াচে হওয়ায় সহজেই স্পর্শ, হাঁচি কাশির মাধ্যমে রোগ ছড়ায়। খুবই কম সম্ভাবণা, খিচুনি বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

প্রতিকারের উপায়ঃ

এই রোগের কোনো পরীক্ষা বা নির্দিষ্ট চিকিৎসা নাই। জ্বরের চিকিৎসার পাশাপাশি, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রচুর পানি ও তরল খাবার খাওয়ানো, গোসল দেয়া, উপসর্গ অনুযায়ী ঔষধ দেয়াই এর চিকিৎসা। বলা হয়, বার বার হাত ধোয়া ও জীবাণুনাশক ব্যবহার করলে এই রোগের প্রকোপ থেকে বাঁচা যায়।

ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
ঢাকা শিশু হাসপাতাল
শ্যামলি।

16/10/2021

সিজনাল ফ্লু এখন ঘরে ঘরেঃ

সব বাবা মায়ের একই অভিযোগ, জ্বর কেনো কমছে না, কাশি কেনো কমছে না, বাচ্চা কিছু খাচ্ছে না, ওজন কমে যাচ্ছে। একই কথা জনে জনে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি। তাই ভাবলাম নিজের ওয়ালে শেয়ার করি এবং দাম জানতে চাইলে যেমন অনলাইনে বলে, চেক ইনবক্স। তেমনি এরপর আমিও বলবো, চেক টাইমলাইন।

সিজনাল ভাইরাস জ্বর বা ফ্লুঃ

কি কি হয়?

★টানা জ্বর ৩ থেকে ৫দিন থাকবে

★সহজে কমবে না

★ঔষধ দিলে সাময়িক কমে আবার বেড়ে যাবে

★বেশী জ্বরে বমি হতে পারে।

★কাশি সহজে কমবে না

★ নাক দিয়ে ক্রমাগত পানি পড়া বা নাক বন্ধ থাকা

★বুকে ঘরঘর শব্দ হওয়া বা কাশতে কাশতে বমি করা

★ খেতে না পারা বা ওজন কমে যাওয়া।

কি কি করবেন?

ঘরোয়া চিকিৎসাঃ

★বাচ্চার গা মুছে দিবেন, ঘাম জমতে দিবেন না, গোসল দিবেন।

★ঘরে পর্যাপ্ত আলো বাতাস যেনো থাকে, ঘর ভ্যাপসা গরম হয়ে যেনো না থাকে।

★প্রচুর পানি, তরল, স্যুপ জাউ শরবত ডাবের পানি খাওয়াবেন।

★নাক পরিস্কার রাখবেন এবং নাকের ড্রপ দিয়ে নাক খোলা রাখার চেষ্টা করবেন

★আদা লেবু চা, মধু, মশলা চা, তুলসী পাতার রস বয়স অনুযায়ী খাওয়াবেন।

★একটু বড় বাচ্চাদের বালিশে হেলান দিয়ে বসিয়ে জোরে জোরে শ্বাস নিতে বলবেন যেন শ্বাসকষ্ট কমে

★বাচ্চার আশেপাশে কেউ ধূমপান করবেন না। চুলার ধূয়া, কয়েলের ধূয়া, ধূলাবালি, গোসলের পানি ঘাটা বন্ধ করতে হবে।

★হঠাৎ করে গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা এসি থেকে বাইরের গরমে যাওয়া যাবে না। হুট করে আইসক্রিম, ফ্রিজের পানি, ঠান্ডা খাবার খাওয়াবেন না।

★যা খাচ্ছে তাই বমি করা, পেট ব্যথা, তীব্র মাথা ও চোখ ব্যথা, দাঁতের মাড়ি, হাত পায়ের তালু লাল হয়ে যাওয়া, পায়খানা পেশাব বমির সাথে রক্ত যাওয়া ডেঙ্গুর লক্ষণ। এমন হলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন।

ঔষধপত্রঃ

★অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

★জ্বর ১০০ বা এর বেশী হলে জ্বরের সিরাপ ৬ ঘন্টা পর পর খাওয়াবেন। ১০২ বা বেশী হলে, পায়খানার রাস্তায় সাপোসিটারী দিবেন, একটা দেয়ার ৮ ঘন্টার আগে আরেকটা দিতে পারবেন না তবে ৪ ঘন্টা পর সিরাপ খাওয়াতে পারবেন।

★নাকের ড্রপ দিয়ে নাক পরিস্কার রাখবেন।

★বেশী শ্বাসকষ্ট বা কাশি হলে নেবুলাইজ করবেন।

★ মুখে খেতে না পারলে, পেশাব কমে গেলে, নিঃশ্বাস ঘনঘন নিলে , শ্বাসকষ্ট হলে,খিচুনি হলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন।

#শিশুর_যত্নে_মায়ের_জিজ্ঞাসা

ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
ঢাকা শিশু হাসপাতাল
শ্যামলি।

শোক সংবাদ   শোক সংবাদ    শোক সংবাদ   -----------------------------------------------------------------------------------...
11/10/2021

শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ
------------------------------------------------------------------------------------
অত্যন্ত দুঃখ বেদনার সাথে জানানো যাচ্ছে যে আবেদা মেমোরিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর , গাইনী ও অবস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা:শারমিন জাহান উর্মী ম্যাডামের মা সানজেদা আরা বেগম আজ মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন …..
মরহুমা মৃত্যুতে আবেদা মেমোরিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এবং সকল কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোকাহত। আমরা পরম করুণাময়ের নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে মরহুমের পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ সুবাহানাতালা শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য্যধারন করার তৌফিক দান করুন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন ,আমিন ।

করোনার নতুন ভেরিয়েন্ট নাম ‘মিউ’। এখনই করোনার এই ধরন নিয়ে ‘দুশ্চিন্তার’ কারণ না থাকলেও নতুন স্ট্রেইনটিকে ‘ভেরিয়েন্ট অব ইন...
02/09/2021

করোনার নতুন ভেরিয়েন্ট নাম ‘মিউ’। এখনই করোনার এই ধরন নিয়ে ‘দুশ্চিন্তার’ কারণ না থাকলেও নতুন স্ট্রেইনটিকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ তালিকায় যুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

মিউ প্রথম শনাক্ত হয়েছিল চলতি বছর জানুয়ারি মাসে কলোম্বিয়ায়। এর বৈজ্ঞানিক নাম ‘বি.১.৬২১’। এখনও করোনার এই ভেরিয়েন্টের ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে একটি বৈশিষ্ট দেখে কপালে ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভেরিয়েন্টে এমন কিছু মিউটেশন ঘটেছে, যাতে দেখা যাচ্ছে, এটি হয়তো প্রচলিত ভ্যাকসিনগুলোকে উতরে যেতে সক্ষম। মিউ সম্পর্কে বিস্তারিত জানতে আরও গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।

বুধবার (১ সেপ্টেম্বর) হু-র প্রকাশিত মহামারি বুলেটিনে এই ভেরিয়েন্ট বিষয়ে বলেছে, মিউ এর অসংখ্য মিউটেশন ঘটেছে। এতে সন্দেহ জেগেছে, হয়তো ভ্যাকসিনের ক্ষমতাকেও উতরে যাওয়ার কৌশল আয়ত্ত করে ফেলেছে মিউ।

এ পর্যন্ত মিউটেশন ঘটে সার্স-কোভ-২-র অসংখ্য ভেরিয়েন্ট তৈরি হয়েছে, হওয়াটাই স্বাভাবিক।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অধিকাংশ মিউট্যান্ট তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না। অল্প কিছু সংখ্যক ধরন মারাত্মক হয়ে ওঠে। হু’র তালিকায় ডেল্টা, আলফাসহ চারটি ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ রয়েছে। ১৯৩টি দেশে ছড়িয়েছে আলফা। ডেল্টা ছড়িয়েছে ১৭০টি দেশে।

বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, এ রকম আরও তৈরি হবে। মূলত, যত বেশি সংক্রমণ ঘটবে, তত নতুন ভেরিয়েন্ট তৈরি হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন করে সংক্রমণ বাড়ছে সারা বিশ্বে। ফলে আরও নতুন ধরন তৈরি হতে পারে। যে সব অঞ্চলে টিকাকরণ কম হয়েছে বা একেবারেই হয়নি, কিংবা যেখানে করোনাবিধি ঠিকঠাক পালন করা হচ্ছে না, সেখানে তাণ্ডব চালাচ্ছে ডেল্টা। কলোম্বিয়ার পরে মিউ’র চিহ্ন মিলেছে দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশে এবং ইউরোপে।

করোনা প্রতিরোধে বিশ্ব জুড়ে একাধিক ভ্যাকসিন তৈরি হয়েছে। কিন্তু কোনও টিকাই ১০০ শতাংশ কার্যকারিতা প্রমাণ করতে পারেনি। বরং নতুন দুশ্চিন্তা হলো, প্রচলিত টিকার যে ক্ষমতা রয়েছে তাও যে কোনও সময়ে অতিক্রম করতে পারে করোনা ভাইরাস।

এমন পরিস্থিতিতে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক দাবি করেছেন, সাপের বিষে তারা এমন একটি অণু খুঁজে পেয়েছেন, যা রুখে দিতে পারে করোনাভাইরাসকে। ‘মলিকিউল’ নামক একটি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। বানরের শরীরে পরীক্ষা করে সাফল্য মিলেছে বলে দাবি করছেন তারা।

গবেষণার সাথে যুক্ত বিজ্ঞানী রাফায়েল গুইডো বলেন, করোনা ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে নিষ্ক্রিয় করে দিয়েছে পিট ভাইপারের বিষ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

হাসপাতালে সুদীর্ঘ সময় পর নির্ভুলভাবে রোগ নির্নয়ে পুনরায় চালু  হলো ও রোগ নির্ণয়ে সফলতার মানদণ্ড BRIVO 380 16 SLICE CT SCA...
29/08/2021

হাসপাতালে সুদীর্ঘ সময় পর নির্ভুলভাবে রোগ নির্নয়ে

পুনরায় চালু হলো ও রোগ নির্ণয়ে সফলতার মানদণ্ড

BRIVO 380 16 SLICE CT SCAN.

আপনারা সকলে আমাদের অত্যাধুনিক ও সুলভ সেবা নেয়ার জন্য আমন্ত্রিত।

আবেদা মেমোরিয়াল হাসপাতাল  প্রাইভেট লিমিটেডেরে  ব্যবস্থাপনা পরিচালক ডা. ইফতেখার সিরাজীর বাবা ও হাসপাতালের  সাবেক চেয়ারম্...
04/08/2021

আবেদা মেমোরিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক ডা. ইফতেখার সিরাজীর বাবা ও হাসপাতালের সাবেক চেয়ারম্যন ডাঃ ইসমাইল হোসেন সিরাজী করোনা আক্রান্ত হয়ে কুয়েত মৈএী হসপিটালে চিকিৎসাধীন আছেন।
সবাই ওনার এর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
আল্লাহ ওনাকে কে দ্রুত সুস্থতা দান করুন আমিন।

:আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিমি, আঁইয়্যাশফিয়াক’।

অর্থ: ‘আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি’

16/07/2021

জ্বর এসেছে?
১. RT PCR / Rapid Antigen Test
২. CBC, NS1Ag.
ফ্যাক্টঃ কোভিড/ডেংগু
নিশ্চিত হতে টেষ্টগুলো অনতিবিলম্বে করে নিন।

 #বাংলাদেশে  ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত  হওয়ার খবরঃ-------------------------করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে...
25/05/2021

#বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার খবরঃ
-------------------------
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশে এমন অন্তত দুজনের শরীরে ‘ #ব্ল্যাকফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত এই রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে দুজন আক্রান্ত হওয়ার কথা জানা গেল।
চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল থেকে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
এ বিষয়ে বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ বলেন, ‘আমাদের ল্যাবে দুজনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’
বারডেম হাসপাতালের ল্যাবরেটরিতে কোভিড-১৯ রোগীর শরীরে এবারই প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার কথা জানান তিনি।
‘আমরা সতর্কভাবে তাদের পর্যবেক্ষণ করছি’ উল্লেখ করে ডা. লাভলি বাড়ৈ বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অবস্থা গুরুতর হতে পারে। তাই, তাদের সতর্কভাবে চিকিৎসা দিতে হয়।’
তিনি আরও জানান, করোনা আক্রান্ত রোগীকে মাত্রা না বুঝে স্টেরয়েড দিলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, যার ফলে রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, মিউকরমাইসিটিস ছত্রাক থেকে মিউকরমাইকোসিস হয়ে থাকে। এটি বাতাসের চেয়ে মাটিতে এবং শীত ও বসন্তকালের চেয়ে গ্রীষ্ম ও শরৎকালে বেশি দেখা যায়। বেশিরভাগ মানুষই প্রতিদিন এই আণুবীক্ষণিক ছত্রাকের স্পোরের সংস্পর্শে আসে। সুতরাং এই মিউকরমাইসিটিসের সংস্পর্শ এড়িয়ে চলা প্রায় অসম্ভব।
তবে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ছত্রাক ক্ষতিকর নয়। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাদের শরীরে মিউকরমাইসিটিসের স্পোর প্রবেশ করলে ফুসফুস ও সাইনাস আক্রান্ত হতে পারে। যা পরে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।
সিডিসি’র মতে, এই বিরল ছত্রাকে আক্রান্তদের মৃত্যুহার ৫০ শতাংশ। তবে, ৯২৯টি ঘটনা নিয়ে করা ২০০৫ সালের একটি গবেষণায় দেখা গেছে মৃত্যুহার ৫৪ শতাংশ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব বয়সী মানুষের এই ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি না থাকায় এ নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই।
তারা আরও জানান, কোভিড-১৯ ও ডায়াবেটিস আক্রান্ত রোগী, যারা স্টেরয়েড নিচ্ছেন, ক্যান্সার আক্রান্ত অথবা যারা অঙ্গ প্রতিস্থাপন করেছেন, তারা সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
বিশেষজ্ঞরা আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই নয়, কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কারণেও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
ডা. লাভলি বাড়ৈ বলেন, ‘যখন একজন বয়স্ক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন যথেচ্ছভাবে স্টেরয়েডের ব্যবহারের কারণেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন।’
ব্ল্যাক ফাঙ্গাস ভারতের স্বাস্থ্যখাতে নতুন হুমকি হিসেবে আবির্ভূত হওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা গত রোববার জানান, ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধ ও চিকিৎসায় তারা খুব শিগগিরই একটি নীতিমালা তৈরি করবেন।
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি কিছু সুপারিশ তৈরি করছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের স্বাস্থ্যসেবা উপদেষ্টা কমিটিও এই রোগ প্রতিরোধে কিছু বিধিবিধান তৈরি করছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের চিকিৎসায় এগুলো খুব শিগগিরই প্রকাশ করা হবে।’
ডা. নাজমুল আরও জানান, এখন পর্যন্ত বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসের কোনো অস্বাভাবিক সংক্রমণ শনাক্ত হয়নি।
তবে, ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ২০০ জনের শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যেসব কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে।
ভারতের তামিলনাড়ু, গুজরাট, ওডিশা, রাজস্থান ও তেলেঙ্গানা- এই পাঁচ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীরা সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।’
তিনি আরও বলেন, ‘দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার রোগীরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে তাদের অবস্থা গুরুতর হতে পারে। তাই, তাদের সতর্কভাবে চিকিৎসা দেওয়া উচিত।’
সিডিসি’র গাইডলাইন বলছে, অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ব্যবহার করে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসা করা হয়। এসব ওষুধের বেশিরভাগই শিরা পথে দেওয়া হয়। ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় সবচেয়ে প্রচলিত ওষুধের মধ্যে আছে অ্যাম্ফোটেরিসিন বি। এই ওষুধটি সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।
সেরে উঠতে রোগীকে ছয় সপ্তাহ পর্যন্ত এই ওষুধ দিতে হতে পারে। তবে, কত তাড়াতাড়ি রোগ শনাক্ত ও চিকিৎসা আরম্ভ করা হয়েছে তার ওপরও এটা নির্ভর করে।
সম্প্রতিকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ক্ষেত্রেই অস্ত্রোপচার করে রোগীর ছত্রাক আক্রান্ত কোষ ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে। এতে কিছু রোগী তাদের ওপরের চোয়াল ও চোখ হারিয়ে থাকেন।
Source : The Daily Star

30/04/2021

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আবেদা মেমোরিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে সকল শ্রমিক ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,মে দিবস সফল হোক সার্থক, দুনিয়ার মজনু এক হও

22/04/2021

Assalamu Alaikum.
Corona update: 22-04-2021
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। এর আগে গতকাল ৯৫ ও গত পরশু ৯১ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন।

New Positive cases: 81
Kaliganj: 11
Kaliakoir: 12
Kapasia: 03
Sreepur: 03
Gazipur Sadar: 52

Total positive cases: 9727
Kaliganj: 765
Kaliakoir: 1008
Kapasia: 640
Sreepur: 936
Gazipur Sadar: 6378

Total recovered: 7990
Total death: 173

Total samples sent: 72795
Samples sent in last 24 hours: 482

20/04/2021

২০/০৪/২০২১)৪০৯তম দিন
গত ২৪ ঘন্টায় বাংলাদেশের করোনা পরিস্থিতিঃ
নমুনা সংগ্রহঃ
নমুনা পরীক্ষাঃ২৭,০৫৬
মোট পরীক্ষাঃ৫২,২১,২৭৪
আজকের শনাক্তঃ৪,৫৫৯
মোট শনাক্তঃ৭,২৮৪৮০
আজকের মৃত্যুঃ৯১
পুরুষঃ
নারীঃ
মোট মৃত্যুঃ১০,৫৮৮
আজকের সুস্থঃ৬৮১১
মোট সুস্থঃ৬,২৮,১১১
শনাক্তের হার --১৬.৮৫%

সূত্র: জাগো নিউজ, করোনা ইনফো,আইইডিসিআর।

Address

তছর আলী ম্যানশন, মেডিকেল গেইট, স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর. / ENGLISH: Tasar Ali Mansion, Medical Gate,staion Road,tongi
Gazipur
1710

Telephone

029810082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abeda Memorial Hospital - pvt Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram