07/05/2024
ফাতিমা রা. ছাড়াও আলী রা. –এর আরো ৮ জন স্ত্রী ছিলো!
আমাদের অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিশেবে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চিনি। আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হিশেবে শুধুমাত্র হাসান-হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে চিনি। অথচ আলী রা. –এর মোট ৩৩ জন সন্তান ছিলো।
🟥 আলী রা. মোট নয়টি বিয়ে করেন।
তাঁর স্ত্রীগণ হলেন- ফাতিমাতুজ জাহরা, উম্মুল বানিন, লায়লা বিনতে মাসউদ, আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবা সাহবা, উমামা বিনতে আবিল আ’স, খাওলা বিনতে জাফর, উম্মু সাঈদ বিনতে উরওয়া, মাহয়াত বিনতে ইমরাউল কায়স।
ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিয়ে করেননি। আবু জাহেলের মেয়ে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তাঁর কাছে প্রস্তাব আসে। পরবর্তীতে এই বিয়ে হয়নি।
ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি সবগুলো বিয়ে করেন।
অনেকেই অবাক হতে পারেন এই ভেবে যে, ইসলামে তো সর্বোচ্চ চারটি বিয়ের কথা বলা আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু এতোগুলো বিয়ে করলেন কীভাবে?
ইসলামে একসাথে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার বিধান। চারজনের কেউ ইন্তেকাল করলে বা কাউকে তালাক দিলে পরবর্তীতে আবার বিয়ে করা যায়।
ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর যে চারজন স্ত্রী ছিলেন, তারা হলেন- উমামা, লায়লা, উম্মুল বানিন এবং আসমা।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে ১০ জনই বহুবিবাহ করেন। এই দশজনের মধ্যে সবচেয়ে কম বিয়ে করেন আবু উবাইদাহ আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদাহ দুটো বিয়ে করেন এবং আবু বকর চারটি বিয়ে করেন।
🔴 সাহাবীদের মধ্যে অন্যতম ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ১৬টি বিয়ে করেন।
🔵 উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ১৩টি
🟤 সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ১১টি
🟣 সায়িদ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু ১০টি
🟢 তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ৯টি
🟡 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ৮টি।
🟠 যুবাইর ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু আনহু ৮টি বিয়ে করেন।
সাহাবিদের বহুবিবাহের অন্যতম উদ্দেশ্য ছিলো বিধবা, তালাকপ্রাপ্তা নারীদের দায়িত্বগ্রহণ। সেই যুগে কোনো বিধবা, তালাকপ্রাপ্তা নারীর পুনরায় বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। তাঁদেরকে বিয়ের মাধ্যমে সাহাবীরা দায়িত্ব নিতেন। স্বামী শাহাদাতবরণ করলে সেই শহীদের বিধবা স্ত্রীর জন্য অনেক বিয়ের প্রস্তাব যেতো। যার ফলে, সেই যুগে একেকজন নারীরও একাধিক বিয়ে হতো।
🔵 আতিকা বিনতে যায়িদ রাদিয়াল্লাহু আনহার ৫টি বিয়ে হয় (তাঁর ৫জন স্বামীই শাহাদাতবরণ করেন)।
🟤 জামিলা বিনতে উবাই রাদিয়াল্লাহু আনহার ৪টি বিয়ে হয়।
🟠 আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার ৩টি বিয়ে হয়।
('সাহাবিদের বহুবিবাহ' বই থেকে)সংগৃহীত