Al-Quran Medical Science

Al-Quran Medical Science কুরআন শ্রেষ্ঠতম মহাবিজ্ঞান। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কুরআনে কারিমে বলেন শপথ বিজ্ঞানময় কুরআনের।’

14/02/2025
➡️ বাচ্চাদের বুকে কফ জমে গেলে করনীয় কি❓🗣️ বাচ্চাদের বুকে কফ জমে গেলে তাদের আরাম দিতে এবং কফ পরিষ্কার করতে নিচের ধাপগুলো ...
09/12/2024

➡️ বাচ্চাদের বুকে কফ জমে গেলে করনীয় কি❓

🗣️ বাচ্চাদের বুকে কফ জমে গেলে তাদের আরাম দিতে এবং কফ পরিষ্কার করতে নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে:

১. গরম পানির ভাপ দেওয়া:

গরম পানির ভাপ বুকে জমে থাকা কফ পাতলা করতে সাহায্য করে।

একটি পাত্রে গরম পানি নিয়ে বাচ্চার কাছাকাছি রাখুন এবং ভাপ শ্বাস নেওয়ার সুযোগ দিন।

বাচ্চা যদি ছোট হয়, তবে গোসলের ঘরে গরম পানি ছেড়ে বাষ্প তৈরি করতে পারেন।

২. বুকে হালকা ম্যাসাজ করা:

কুসুম গরম তেল (নারকেল বা সরিষার তেল) দিয়ে বাচ্চার বুকে এবং পিঠে হালকা ম্যাসাজ করুন।

এটি রক্তসঞ্চালন বাড়িয়ে কফ নির্গমনে সাহায্য করে।

৩. গরম পানি বা হালকা তরল খাবার খাওয়ানো:

গরম পানি, মধু মেশানো গরম পানি বা আদা দেওয়া গরম চা (বয়স উপযোগী হলে) খাওয়াতে পারেন।

এগুলো গলা পরিষ্কার করে এবং শ্বাসনালীর কফ পরিষ্কার করতে সাহায্য করে।

৪. হিউমিডিফায়ার ব্যবহার করা:

শীতল বা শুষ্ক আবহাওয়ায় ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন।

এটি বাতাসে আর্দ্রতা যোগ করে শ্বাসনালী খুলতে সাহায্য করে।

৫. চিকিৎসকের পরামর্শ নেওয়া:

যদি বাচ্চা খুব বেশি কাশে বা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

বিশেষ করে ৩ মাসের কম বয়সী বাচ্চাদের কফ জমলে অবহেলা করবেন না।

যা এড়িয়ে চলবেন:

নিজে থেকে কোনো ওষুধ বা কফ সিরাপ দেওয়া থেকে বিরত থাকুন, যদি না চিকিৎসক পরামর্শ দেন।

ধুলাবালি বা ধূমপানের আশপাশে বাচ্চাকে রাখবেন না।

নিয়মিত যত্ন নিলে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের শরণাপন্ন হলে বাচ্চার আরাম দ্রুত ফিরবে।

08/06/2024

মাননীয় অভিভাবক সমীপেষু!

(কেউ চ্যালেঞ্জ করলে নিচের বাস্তবতাকে আমি হয়তো প্রমাণ করতে পারবোনা। তবে এটা জানি, ভার্সিটি পড়ুয়ারা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না)

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাস্টার প্লান"

ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমিকের সাথে রুমডেট, মেস, আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইড আউট, পার্কে যাচ্ছে। আমার নিজের শহরে এরা সংক্রামক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে।

আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে। বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকেনা। ও বলছে, বন্ধু বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট। পার নাইট ১৫০০-৫০০০/- পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী-স্ত্রীর মত। বলছে, বেশির ভাগই তো মুখে হিজাব পড়ে আসে,তারপরও যখন আমি ক্যামপাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায়। একটা হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল শহরে!

আরেকটা অংশ ভার্সিটির খরচসহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্টাক্ট করে দেয়। এরকম একজনকে চিনি, আমার কলেজের সিনিয়র যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই দু'নাম্বারি বিজনেস করেন। প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী। যেকারণে হুট করে এদের বিরুদ্ধে দাড়িয়ে টিকে থাকা কঠিন!

জি আমার প্রিয় অভিভাবকেরা এই হচ্ছে আমার বোন। অর্থাৎ আপনাদের মেয়েদের অবস্থা! পুরো রমরমা ক্যারিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে।

অনার্সের বয়সটা এমন যে, কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠাবসা করে। আর এই বয়সের ছেলেদের তেমন ভয় থাকেনা। তাই এরা নিঃসংকোচে গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী-পুরুষের সব চেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা।

এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে, এই মেয়েগুলো তো সারাজীবন আর এভাবে চলতে পারেনা। ভার্সিটি শেষে একটা পর্যায়ে এদেরই কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আসছে। এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগানুভূতি দিতে পারেনা। পারেনা সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে।

এখন অভিভাবক হিসেবে কি আপনি চান ভার্সিটি ক্যারিয়ারের নামে আপনার কলিজার টুকরো মেয়েটা এভাবে নিজের ইজ্জত বিলিয়ে দিক? অনেকে বলছে বিকল্প অপশন কি?

বিকল্প অনেক আছে, কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায়না, দেখিয়ে দিলেও মানতে পারেনা। কারণ আপনার চাহিদা বস্ত্রহীন, লজ্জাহীন, ইজ্জতহীন রং মাখানো ক্যারিয়ার।

~একরামুল হক আবির
ঈষৎ পরিমার্জিত।

খিলগাঁও ও আশপাশের ভাই-বেরাদরদের দৃষ্টি আকর্ষণ করছি।মুরুব্বি উলামায়ে কেরাম বলেন, মাদরাসার পাশাপাশি এখন আমাদের দরকার ইসলাম...
14/04/2024

খিলগাঁও ও আশপাশের ভাই-বেরাদরদের দৃষ্টি আকর্ষণ করছি।

মুরুব্বি উলামায়ে কেরাম বলেন, মাদরাসার পাশাপাশি এখন আমাদের দরকার ইসলামী স্কুল।

নানামুখী সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে প্রচুর পরিমাণে ইসলামী স্কুল করতে হবে। ড. প্রফেসর মুনির স্যার মুরুব্বি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে খিলগাঁও তালতলায় একটি আদর্শ স্কুল করেছেন। আগামীকাল এখানে একটি মসলিস আয়োজন করা হয়েছে। সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি। উনাদের পক্ষ থেকে দাওয়াতনামা নিম্নরূপ।
-------

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

মুহতারাম,
আপনি জেনে খুশি হবেন যে, আগামী ১৪ এপ্রিল, রবিবার, বাদ আসর থেকে এশা পর্যন্ত আইকন ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে "ইসলামিক স্কুল, মাকতাব ও মাসজিদ ভিত্তিক শিক্ষা ও সামাজসেবামূলক কার্যক্রম" সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনি বিশেষভাবে আমন্ত্রিত!

# প্রধান আলোচক:
ভারতের শীর্ষ আলেম মুফতি সাবিল আহমাদ
খলিফা, ফকিহুল উম্মত মুফতি মাহমূদ হাসান গাঙ্গুহী রহ.
সভাপতি, জমিয়ত ওলামায়ে হিন্দ, তামিলনাড়ু
শুরা সদস্য, মাজাহিরুল উলূম, সাহারানপুর

# প্রধান অতিথি:
মুফতি মাহফুজুল হক
মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া

নিবেদক
ডা. মাহবুবুল হাসান মুনির
অধ্যাপক, বারডেম হাসপাতাল

# ঠিকানা: ৫৯৬/১ রোড: ২ ব্লক: সি, খিলগাঁও
# লোকেশন: খিলগাঁও জাগরণী খেলার মাঠের পাশে

গুগল লোকেশন:

★★★★★ · School

07/02/2024

কাফের কাফের
কাদিয়ানীরা কাফের

কাদিয়ানীদের আস্তানা
গাজীপুরে থাকবে না।

কাদিয়ানীদের আস্তানা
বাংলাদেশে থাকবে না।

দলে দলে যোগ দান করুন।

স্থান: চৌরাস্তা ঈদগাহ মাঠ।

জেনে নিন মেনে নিন
09/01/2024

জেনে নিন
মেনে নিন

23/12/2023

আল্লাহ তোমাকে ভয় করে যারা পর্দা করে তাদেরকে তুমি দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান করুন। আর যারা আপনার ভয়ে দুনিয়ার ভয়ে পর্দা করে আল্লাহ তুমি তাদের কে আপনার ভয়ে পর্দা করার তৌফিক ও হেদায়েত দিয়ে দিন।

#আল্লাহর_সন্তুষ্টি

02/12/2023

ভূমিকম্প

14/11/2023

"হে আল্লাহ্‌ যারা নতুন বিয়ে করেছেন তাদেরকে জমজ সন্তান দান করেন, আমরা তো সিজার কারনে বেশি সন্তান আশা করতে পারছি না, হে আল্লাহ্‌ তুমি তো সব কিছুর মালিক তুমি তো পারো না এমন কিছুই নাই, তুমি তো আর রহমানুর রহিম।

12/11/2023

আমাদের বাড়িঘরের ৫টি স্থানে শয়তান অনেক সময় ‘বসত’ গাড়ে। এসব স্থান সম্পর্কে সতর্ক থাকা জরুরী। ঘরে ঘরে নানাবিধ সমস্যা এবং বিশেষ করে ঘরে ছোট সন্তান থাকলে তাদের উপর ক্ষতিকর প্রভাব দূর করতে সতর্ক থাকা আরো জরুরী।
১) দীর্ঘদিন যাবত যে বিছানায় কেউ শোয়নি।
শয়তান এমন বিছানা দখল করে বসে। নবীজি (ﷺ) বলেছেন, পুরুষের জন্য একখানা চাদর, তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য। আর চতুর্থটি শয়তানের জন্য (মুসলিমঃ ২০৮৪)।
▪️বাসীরাহঃ এজন্য অব্যবহৃত বিছানা ভাঁজ করে রাখা নিরাপদ। ভাঁজ না করতে পারলে নিয়মিত বিছানা ঝাড়া উচিত। অথবা আয়াতুল কুরসি ও রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেয়া পানি ছিটানো উচিত। দুই বা তিনদিন পরপরই এমনটি করা উচিত।(লম্বা সময়ের জন্য বাড়ি বন্ধ রেখে সফরে গেলে উপরের চাদর ভাঁজ করে বা গুটিয়ে রেখে যাওয়া উচিৎ)
২) হাম্মাম (বাথরুম)।
এটা সবার জানা আছে। হাম্মামে সবচেয়ে দুষ্ট আর খবিস প্রকৃতির শয়তানরাই থাকে। জ্বিন শয়তানও থাকে। এজন্য হাম্মামে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরী। নবীজি (ﷺ) বলেছেন, এসব পায়খানার স্থান হচ্ছে (জ্বিন ও শয়তানের) উপস্থিতির স্থান। সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এ দোয়া পড়েঃ
‎أعوذُ باللهِ مِن الخُبُثِ والخبائثِ
অর্থাৎ- আমি নাপাক নর-নারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই (আবু দাউদঃ ০২)।
▪️বাসীরাহ: বের হওয়ার পরে "গুফরানাক" পড়ুন। যাদের এটাষ্ট বাথরুম তারা সদা দরজা বন্ধ রাখার অভ্যাস করুন। সন্ধ্যার আগে টয়লেটের ছোট জানালা পারলে বন্ধ করুন। প্রয়োজনে সন্ধ্যার পরে আবার খুলুন।
৩) দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা অব্যবহৃত, অধোয়া জামাকাপড়।
আলমারি ওয়ার্ড্রবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পোশাকাশাকও এই ঝুঁকির আওতামুক্ত নয়। নবীজি (ﷺ) বলেছেন, তোমাদের জামাকাপড় ভাঁজ করে রাখো। কারণ, এসব জামাকাপড়ের কাছে দুষ্টজ্বিনেরা ফিরে ফিরে আসে। আর শয়তান ভাঁজ করা জামাকাপড় পড়েনা। মেলে দেয়া পোশাক পেলে পড়ে। (সিলসিলাহ যয়ীফাঃ ২৮০১)।
▪️বসীরাহঃ আমরা অনেকেই জামাকাপড় ঝুলিয়ে রাখি। হাতের নাগালে রেখে, যখন ইচ্ছা পরার সুবিধার্থে আমরা সাধারণত জামাকাপড় লটকে রাখি। দীর্ঘ সময় ব্যাপি ঝুলে থাকা কাপড় পড়ার সময় যে কোনো ক্ষতি-অনিষ্ট থেকে বাঁচতে হলে, এসব পোশাকে কুরআন পড়া /ফাতিহা পড়া পানি ছিটিয়ে দেয়া নিরাপদ। মাঝেমধ্যে আলমারি, ওয়ার্ড্রব খুলে জামাকাপড়ে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিতে পারি। পোশাক পরিধানের দূয়া আমাদের জন্য নিরাপত্তা কবচ। মাগরিবের আগেই বাহিরে মেলে দেয়া কাপড় শুকিয়ে গেলে উঠিয়ে নেয়া উত্তম।
৪) প্রাণী বা মানুষের মূর্তি ও পুতুল।
এসব পুতুল-মূর্তি ঘরে থাকলে, ঘরে রহমতের ফেরেশতা প্রবেশের জন্য বাধা স্বরুপ। ফেরেশতার আগমন বন্ধ হয়ে যাওয়ার কারণে, এসব পুতুল-মূর্তির আড়ালে শয়তান (দুষ্ট জ্বিন) আশ্রয় গ্রহণ করে। নবীজি (ﷺ) বলেছেন, যে ঘরে কুকুর ও মূর্তি-ভাস্কর্য থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না (মুসলিমঃ ২১০৬)।
▪️বসীরাহঃ আরেক বর্ণনায় আছে, ঘরে অংকিত বা লটকানো ‘ছবি’ থাকলেও ফেরেশতা প্রবেশ করে না। বাথরুমের শ্যাম্পু, টুথপেষ্ট এর গায়ে বিজ্ঞাপনের মডেলের ছবি মুছে ফেলা, দেয়ালের ক্যালেন্ডারে কি আছে খেয়াল করা জরুরী।
৫) আগুন জ্বালানোর স্থান।
উনুন-চুলা।এসব স্থান জ্বিন-শয়তানের খুবই প্রিয় জায়গা। কারণ তারা আগুনেরই সৃষ্টি। এজন্য যখনই আগুনের কাছে যাবো, রান্নাবান্নার কাজে চুলার কাছে যাবো, মুখে মনে আল্লাহর যিকির করার অভ্যেস গড়ে তুলব। ইন শা আল্লাহ।
▪️বাসীরাহ: চুলা জালাবার পূর্বে বিসমিল্লাহ বলা এবং মাঝে মাঝে সূরা ফাতিহা লবন মিশ্রিত পানিতে ফুঁকে ঘর-দোর মোছা উত্তম অভ্যাস।
নাউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম। ইয়া আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তান-সন্ততিকে জ্বিন-শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমীন।
মূল লিখা- শায়েখ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ।
ইষ্যত পরিমার্জিত ও সম্পাদিত- সাইফুল্লাহ।

Abdul Hi Muhammad Saifullah

28/10/2023

হেফাজত ইসলামে মহাসচিব এবং উন্মুক্ত শিক্ষা ফাউন্ডেশন এর পরিচালক হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দাঃ বাঃ ।

Address

Gazipur
1712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Quran Medical Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share