Sanjida Alam

Sanjida Alam Assalamu alaikum❤️
I'm a community paramedic also a Mother and child health care specialist🌻

Bet CG cream.Betamethasone, Clotrimazole & Gentamicin — এই তিনটি উপাদানে তৈরি যৌগিক (combination) ক্রিম একটি বহুল ব্যবহৃ...
25/07/2025

Bet CG cream.
Betamethasone, Clotrimazole & Gentamicin — এই তিনটি উপাদানে তৈরি যৌগিক (combination) ক্রিম একটি বহুল ব্যবহৃত মিশ্র (triple action) চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি বাংলাদেশে ও অনেক দেশে বিভিন্ন ব্র্যান্ড নামে (যেমন: Betnovate-GM, Cloben-G, Betaclo-G, ইত্যাদি) বাজারে পাওয়া যায়।

---

🧪 উপাদানগুলোর কাজ:

1. Betamethasone (বেটামেথাসন) –

একটি শক্তিশালী স্টেরয়েড (corticosteroid)
👉 কাজঃ

প্রদাহ কমায় (anti-inflammatory)

চুলকানি, লালভাব, ফোলা ও অ্যালার্জির প্রতিক্রিয়া কমায়

2. Clotrimazole (ক্লোট্রিমাজল) –

একটি অ্যান্টিফাঙ্গাল (ছত্রাকনাশক)
👉 কাজঃ

দাদ, ছুলি, রিংওয়ার্ম, candidiasis ইত্যাদি ফাঙ্গাল সংক্রমণ দূর করে

3. Gentamicin (জেন্টামাইসিন) –

একটি অ্যান্টিবায়োটিক
👉 কাজঃ

ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ (যেমন: ঘা, ইনফেকশন, ফোঁড়া) প্রতিরোধ ও চিকিৎসা করে

---

🧴 ক্রিমের ব্যবহারঃ

✅ ব্যবহার হয় সাধারণতঃ

দাদ বা ছুলি যেটা ইনফেকশনে গন্ধ করে ও চুলকায়

চুলকানি ও ইনফেকশন সহ একজিমা

ঘামাচির মতো চুলকানির জায়গায় যদি ইনফেকশন হয়

ব্যাকটেরিয়া + ফাঙ্গাস মিশ্র সংক্রমণ

গোপনাঙ্গের চুলকানিতে (ডাক্তারের পরামর্শ ছাড়া নয়)

---

📌 ব্যবহারবিধি:

1. আক্রান্ত স্থানটি পরিষ্কার ও শুকনো করুন।

2. দিনে ২ বার পাতলা করে লাগান।

3. ব্যবহার শেষে হাত ধুয়ে ফেলুন।

4. সাধারণত ৫–৭ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় (স্টেরয়েড থাকার কারণে)।

---

⚠️ সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া:

✔️ সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াঃ

হালকা জ্বালাপোড়া বা চুলকানি

ত্বক পাতলা হয়ে যাওয়া (দীর্ঘদিন ব্যবহারে)

দাগ হয়ে যাওয়া

❌ বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়াঃ (দীর্ঘ ব্যবহার করলে)

স্টেরয়েড সংক্রান্ত ক্ষতি: ত্বকে পাতলা ভাব, সাদা দাগ, চিরস্থায়ী দাগ

ফাঙ্গাস ছড়ানো: স্টেরয়েডের কারণে ছত্রাক ত্বকের গভীরে ঢুকে পড়ে এবং পরে বারবার ফিরে আসে

বাচ্চাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে (adrenal suppression হতে পারে)

---

🚫 কখন ব্যবহার করবেন না:

শুধুমাত্র ফাঙ্গাসের ইনফেকশনে (ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড ব্যবহার ঝুঁকিপূর্ণ)

মুখে ব্রণের জন্য

চোখের চারপাশে

বেশি সময় ধরে/একটানা মাসের পর মাস

---

❗বিশেষ সতর্কতা:

> অনেকেই বাজার থেকে এই ক্রিম কিনে "ম্যাজিক ক্রিম" হিসেবে যেকোনো চুলকানিতে লাগান — যা ক্ষতিকর হতে পারে। কারণ এতে স্টেরয়েড থাকে, যা লুকানো ফাঙ্গাস তৈরি করে, পরবর্তীতে যা আরও জটিল করে তোলে।

---

🔄 বাজারে প্রচলিত ব্র্যান্ড:

Bet CG
Betnovate-GM

Cloben-G

Betaclo-G

Betasalic-GM (যেখানে স্যালিসাইলিক এসিডও যুক্ত থাকে)

---

📝 উপসংহার:

এই ধরনের কম্বিনেশন ক্রিম ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদে ব্যবহার করা উচিত নয়।

মেয়েটা ছেলেটার পায়ের কাছে গিয়ে বসে পড়লো! আরেকটু হলেই পা টাও ধরে ফেলতো! ছেলেটা সে সুযোগ দিলো না! মেয়েটা উঠে দাঁড়ালো, নিজে...
21/05/2025

মেয়েটা ছেলেটার পায়ের কাছে গিয়ে বসে পড়লো! আরেকটু হলেই পা টাও ধরে ফেলতো! ছেলেটা সে সুযোগ দিলো না! মেয়েটা উঠে দাঁড়ালো, নিজের চোখ মুছলো!
ভিডিও টা দূর থেকে করা তাই আসল কারন বোঝা গেলো না, তবে একটা জিনিস আবার একবার টের পাওয়া গেলো! 'মন থেকে উঠে গেলে কারো চোখের পানিও আর সেই মানুষ টা কে মনে জায়গা করে দিতে পারেনা!'

অনেক সময় এমন হয়না? মানুষ টার 'অবহেলা' আপনি নিতে পারতেছেন না, আপনি তার কাছে ভালোবাসা ভিক্ষা চান! তার কাছে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করেন যাতে আপনাকে ভালোবাসে!

সেই মানুষ টার আপনার কান্না দেখেও কোনো ফিল আসেনা কারন সে আপনাকে ভালোবাসে না! আপনি তার মনে আর নাই!

এইসব মানুষ দের জন্য আমার খারাপ ই লাগে, এরা বেশি কিছু চায় না। একটু ভালোবাসা ই চায় আর কিচ্ছু না!
কিন্তু দীর্ঘনিঃশ্বাস! তারা সেটাও পায়না!
দুনিয়া টাই এমন, যে অল্প চায়, তার জন্য সেই অল্প টাও থাকেনা!!!

21/05/2025

কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুঁজে দেনা পরিশোধ করুন!
এটাই উত্তম ইবাদত।

19/05/2025

খোঁজ নিলে হয়তো দেখবেন আপনি কারো কাছেই 'অতো স্পেশাল' না!

12/04/2025

আপনি হয়তো জেনেও না জানার ভান ধরে বসে আছেন যে আপনাকে কখনো ম-র-তে হবে না🙂 অথচ ক্ষমতার দাপট টাকার অহংকার রুপের বড়াই সবকিছুর এখানেই শেষ🥲

মহিমা তোমার কতই খোদা তিলাওয়াতে ফীলইসরায়েলের আসমানে পাঠাও তুমি আবাবিল!
18/03/2025

মহিমা তোমার কতই খোদা তিলাওয়াতে ফীল
ইসরায়েলের আসমানে পাঠাও তুমি আবাবিল!

শুনছো আমি তোমাদের আছিয়া বলছি: মৃত্যুর দুয়ার থেকে জানাই সবাইকে নারী দিবসের শুভেচ্ছা! 💔
08/03/2025

শুনছো আমি তোমাদের আছিয়া বলছি: মৃত্যুর দুয়ার থেকে জানাই সবাইকে নারী দিবসের শুভেচ্ছা! 💔

28/02/2025

Ramadan is coming, In Sha Allah! 🌙✨

A month of blessings, warm iftars with loved ones, sincere du'as, and the most beautiful sunrises and sunsets. During this time, hearts are filled with peace, and souls with light.

May this Ramadan bring you joy, tranquility, and spiritual renewal! ❤️

27/02/2025

মেয়ে মানুষের আলাদা করে কিছু চাইতে নেই,জীবনে যা পাবে তাই তাদের অর্জন।
মেয়ে মানুষ খুব করে যা চায় তা পায়না।

26/02/2025

হলুদ শুধুই ভেষজ নয়, প্রাকৃতিক এন্টিবায়োটিক!

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram