23/07/2025
স্যার!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন?
আমি আলহামদুল্লিহ ভালো আছি।
স্যার!আমার পরিচয় গোপন রাখিবেন।
আমি চব্বিশ বছর বয়সে বিয়ে করছি, বিয়ের বয়স মাত্র ০৫ মাস,
আমার স্ত্রী অন্য এক ছেলের সাথে রিলেশন করে,
এখন নিয়মিত তার সাথে ভিডিও কলে কথা বলে এবং তার গোপনীয় সকল কিছু ছেলেটাকে দেখায়।
আমি তার সাথে প্রথম রাতে যেদিন দেখা হয়েছিলো, সেদিন আমার মাথায় হাত রেখে কথা দিয়েছে, কোনো ছেলের সাথে রিলেশন বা কথা বলবে না,
এখন সে আমার ওয়াদা ভঙ্গ করে, ছেলেদের সাথে কথা বলে এবং তার গোপনীয় সব কিছু দেখায়।
তাকে বিয়ে কারার পরে আমার জীবন থেকে শান্তি চলে গেছে। তাকে নিয়মিত চার থেকে পাঁচ বার মিলন করতে সক্ষম আমি আছি। টানা ১৫ দিন তার সাথে ছিলাম একদিন ও মিস করেনি।
আমি বাড়ি থেকে গেলেই সে এগুলো করে.
স্যার!
দয়া করে আমাকে একটা সঠিক সমাধান দেন।🙏🙏
পরামর্শ :- ওয়াআলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি।পেইজে সমস্যা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার যে সমস্যা এটা এখন অসংখ্য পরিবারে ঘটছে। বিয়ের আগে দ্বীনদারিতাকে প্রাধান্য দেয়া এবং খোঁজখবর নিয়ে বিয়ে করাটা যে কতটা জরুরী এই একটা উদাহরণই যথেষ্ট! যুবকেরা শিক্ষা নিন।
আপনার সমস্যা পড়ে আন্দাজ করতে পারছি কতটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। এর সমাধান শক্ত হাতে,ঠান্ডা মাথায় আপনাকেই করতে হবে। আমি শুধু কিছু জিনিস ধরিয়ে দিচ্ছি।
১. আপনি কি নিশ্চিত সে এসব অবৈধ জিনিসে জড়িত? যদি কোনো সন্দেহ না থাকে তবে নিজের সাপেক্ষে জোড়ালো প্রমান জোগাড় করুন। স্ক্রিনশট, ভিডিও/অডিও কল রেকর্ড ইত্যাদি।
২. ধৈর্য ধারণ করুন। তাড়াহুড়ো, রাগারাগি বা জোর জবরদস্তি করে এগুলো সামাল দেয়ার বিষয় নয়।শেষবারের মতো বিনয়ের সাথে স্ত্রীকে বুঝান। তাকে বলুন যা হবার হয়ে গেছে সংসারের কথা চিন্তা করে সংসার টিকিয়ে রাখা জন্য তিনি যেন সকল হারাম কাজ থেকে বেরিয়ে আসেন।
৩. দুজনের মধ্যে দূরত্ব রাখবেন না, তাকে নিজের কাছে রাখার ব্যবস্থা করুন।
৪. সে যদি তার ওয়াদা ভঙ্গ করে,পূনরায় অ-বৈধ সম্পর্কে জড়ায় তাহলে উপযুক্ত প্রমাণ সহ পরিবারের লোকদের সাথে ঘটনাটি শেয়ার করুন তাদের মাধ্যমে বুঝানোর চেষ্টা করুন।
৫. এতেও আপনার স্ত্রী ভালো না হলে পুরুষের মতো করে সিদ্ধান্ত নিন। তার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তালাক দিন।
আপনি ভালোবাসা দিন,যত্ন করুন,শেষবার সুযোগ দিন। এরপর সে না শুধরালে তার থেকে দূরে সরে যাওয়া আবশ্যক। চরিত্রহীন মহিলা মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না।বরং ঘৃণা!
পরিশেষে একটাই কথা বলবো,সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।স্ত্রীর সুপথ প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দুআ করুন বেশি বেশি। নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন এবং আপনার সার্বিক বিষয় নিয়ে একজন জ্ঞানী আলেমের সাথে সরাসরি পরামর্শ নিন। আল্লাহ আপনাকে হেফাজত করুন।