Buri Tista

Buri Tista Shopping E-book, Medicine, Grocery, Food, Clothing, Makeup, Electronic, Mobile & Computer at www.buritista.com

28/10/2024

বাঙালি এমন জাতি যারা কি-না সামনে দিয়ে তিল যেতে দেয় না কিন্তু পিছন দিয়ে বাশঁ গেলেও সমস্যা নেই। যে পাতা কপি, ফুল কপি, মুলা, বেগুন উত্তরবঙ্গে চাষ হয় গরুকে খাওয়ানোর জন্য সেই গুলোর দাম আজ প্রতি কেজি ৭০/৮০৳।

২০১০ সালে চালের দাম ১৯৳ প্রতি কেজি আজ সে চালের দাম ৭৫৳ টাকা কেজি কেন? ২ মন ধানের দাম ২২০০৳+মিল ৬০৳+বস্তা ৪০৳+বহন ৩০০৳= ৫০ কেজি চালের মুল্য ২৬০০৳ অর্থাৎ প্রতি কেজি চালের মুল্য ৫২৳! কিন্তু বিক্রি হচ্ছে ৩৮০০-৪২০০৳ প্রতি বস্তা অর্থাৎ ৫০কেজি। অতিরিক্ত মুল্য না কৃষক পায় না ক্রেতার সঞ্চয় হয়!

অন্যদিকে চাষাবাদের জমিতে আবাসিক প্রকল্প, রিসোর্ট, পার্ক, বড় বড় দালান এবং পশু খামারের নামে দখল করেছে। চিন্তা করা যায় কৃষি দিবানিশি প্রচার করলো ১২০০ গরুর জন্য ১২০০ বিঘা জমি দখল করে রেখেছে! ১ টি গরুর জন্য এ বিঘা, অথচ রাস্তায় এখনো হাজার মানুষের বসবাস!!

এসব দেখবে কে সরকার? বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০২৩-২৪ পালানোর আগে ১ম বার ভারত সফরে গিয়ে ফেরার পর দেশে পোশাকের স্বাধীনতা চেয়ে আন্দোলন! ২য় বারে কুমিল্লার মন্দিরে কোরআন শরিফ! ৩য় বার গেলে ফ্রান্সের প্রেসিডেন্টকে সাথে নিয়ে আসে! কোন ফ্রান্স যে ফ্রান্স নবীকে অপমান করলো! ৪র্থ বারে গিয়ে আডানির সাথে ২৫ বছরের জন্য ৩০ হাজার কোটি টাকার বৈদ্যুতিক চুক্তি করে এসেছে। অথচ এই টাকা ডেসকো, পল্লী বিদ্যুৎ ইনভেস্টমেন্ট হিসেবে পায় তাহলে বিদ্যুৎ উৎপাদনের জন্য মেশিন, পরিচালনার জন্য টিম অর্থাৎ কর্মসংস্থান বাড়ে!

এ দেশের প্রধানমন্ত্রী নিজে চায় তার দেশে অশান্তি লেগে থাকুক, দেশের মানুষ কাচাঁবাজারের দামের মায়াজালে আটকে থাকুক, এরপরেও যদি কারো মাইন্ড ওয়াসের প্রয়োজন হয় তাহলে মায়ানমারের সাথে যুদ্ধ লাগলো মন্ত্র তো আছেই!

আর নিজের রক্ষার জন্য সকল বাহিনীকে কাছে এনে রেখেছে! বনানী-কাকলীতে কোন সমুদ্র সৈকত রয়েছে যে নৌ-বাহিনীর সদরদপ্তর এখানে? বিমান বন্দর কই আর বাহিনী কই?

এদেশের রাস্তা জ্যামের প্রধান কারণ সরকারি সকল কর্মকর্তা যারা জনগণের সেবার দায়িত্ব নিয়ে জনগণকেই হয়রানি করছে!

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, রিক্সাচালক, দিনমুজুর, গরীরদের সন্তানদের পড়াশোনার জন্য নিদ্রিষ্ট স্কুল, কলেজ, খেলার জন্য মাঠ, শপিং করার জন্য মল, থাকার জন্য গোটা আবাসিক এলাকা, আনন্দ ফুর্তির জন্য ক্লাব নেই যা এসকল বাহিনীর সন্তানদের জন্য রয়েছে! সরকারি ফ্যাসিলিটি যা আছে তা তো আছেই এসব তাদের ব্যাক্তি মালিকানাধীন। নিম্ন র‍্যাংকের সৈনিকদের জন্য এসবের সুযোগ নেই রেশন নিয়ে খুঁশি থাকো! কয়েক'শ প্রজেক্ট রয়েছে দেশে।

এ দেশের নামধারী আলেমরাও জনগণেরর সাথে ব্যাবসাই করছে, তাদের মাদ্রাসা বাড়ছে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ভুকিল, বিজ্ঞানী, গবেষকের কোনো সংখ্যা নেই! রয়েছে তো চামড়ার টাকা তোলার জন্য স্পেশাল ফোর্স! আর যারা মাদ্রাসা ব্যাবসায় ব্যার্থ তাদের বিজনেজ মডেল হচ্ছে ভারতের আক্রুড, কাঠ বাদাম, চুনা বাদাম দিয়ে প্রিমিয়াম হানিনাট!

তবে যে যাই করুক কাস্টমার নিজেদের ভক্ত! পীরদের ও টাকার অভাব, মাজার আছে, মাদ্রাসা আছে, নিজেস্ব ব্রান্ড আছে সাথে ২ কোটি ভক্তও আছে।

দেশে ২০ লক্ষ ফ্রিল্যান্সার আছে কিন্তু দেশের জন্য কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নেই, ফ্রিল্যান্সারা গত ১০ বছর যাবত আপ ওয়ার্ক ডট কম, ফাইবার ডট কম, ফ্রিল্যান্সার ডট কম সহ অনেক প্লাটফর্মে কাজ করে আসছে। অন্যের জন্য ওয়েবসাইট বানাচ্ছে কিন্তু নিজের দেশের কথাই ভুলে গেছে!

দেশের অলিতে-গলিতে ব্যাংকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু দেশে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নেই।

দেশে ৫৫০০ হাজার আর এম জি কারখানা, কয়েক হাজার বেকার এম বি এ এবং কয়েক হাজার ফ্যাশন ডিজাইনার উত্তরার ড্রেনে পরে রয়েছে কিন্তু দেশের কোনো ইন্টারন্যাশনাল ক্লোথিং ব্রান্ড নেই।

সুতা চায়না থেকে আনে, মেশিন চায়না নয়তো জাপান, আর শ্রমিক বাংঙালি! হয়ে গেছে মেড ইন বাংলাদেশ। অথচ বাংলাদেশ সুতার জন্যই বিখ্যাত ছিল কিন্তু আফসোস আজ ভারত, পাকিস্তান, চায়না থেকে প্রতি বছর বিলিয়ন ডলারের সুতা কিনতে হয়!

গোটা বইটি মিলে লেখক একটি সুন্দর নোবেল উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছি পড়া শেষে আপনাদের ভালো লাগবে ইন-শাহ্-আল্লাহ। তাই বইটি পড়তে Order Now তে ক্লিক করুন।

21/10/2024

বইয়ের নামঃ চিঠি
ট্যাগ লাইনঃ বাস্তবে ফিরে আসুন!
লেখকঃ শাহ্‌ নিয়ামত উল্লাহ্‌
বইয়ের ধরনঃ বাংলা নোবেল (মুসলিম ইতিহাস অর্থাৎ সৃষ্টি হতে আজ পর্যন্ত),
বইয়ের আই এস বি এন নম্বরঃ ৯৭৮-৯৮৪-৩৬-০২৪৯-৭
বইয়ের মোট পৃষ্ঠাঃ ৫১৪টি,
প্রাকাশনীঃ বুড়ি তিস্তা

বইটি কেন পড়বেন?
√ খাস, আবেদ, ওলী, সালেহ, আজাজিল থেকে ইবলিশ হয়ে উঠা এবং আদম সৃষ্টির প্রকৃত ইতিহাস জানতে বইটি পড়ুন।
√ ২৫ জন নবী ও রাসুলের জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুদাইবিয়া সন্ধি, খায়বারের যুদ্ধ, মুতাহ্ র যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ সহ ইয়ামামার যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ মেরাজ সফর সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ খেলাফতে রাশেদ্বীন সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ মুয়াবিয়ার বাটপারি এবং ইয়াজিদের গাদ্দারী সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ হোসাইন (রাঃ)এর জিদ অর্থাৎ কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ উমাইয়া খেলাফত ও আব্বাসী খেলাফত সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ দ্বিতীয় উমর সম্পর্কে জানতে বইটি পড়ুন।
√ অটোমান সাম্রাজ্যের উত্থান-পতন সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ সুলতান মাহমুদের ১৮ বার ভারত আক্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ মুঘলদের ভারত শাসন সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ বাংলার সঠিক ইতিহাস এবং বাংলায় নবাব শাসন সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ এশিয়ার রাজনৈতিক দলের উত্থান সম্পর্কে জানতে বইটি পড়ুন।
√ বাংলা ভাগের সঠিক ইতিহাস জানতে বইটি পড়ুন।
√ বাংলার ইতিহাসে প্রথম নারী যে লিভিং রিলেশনে ছিল এবং যার জন্য বাংলার আজ এই অবস্থা অর্থাৎ ঘশিটি বেগম সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ হযরত শাহজালাল এবং ইতিহাসের সবচেয়ে বড় কালা যাদুর রাজা গৌড় গোবিন্দ সম্পর্কে জানতে বইটি পড়ুন।
√ হিন্দুদের ভগবান পশু রামের ধোলাই অর্থাৎ মহাস্তানগড় সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ হিন্দুদের ভগবান এবং ইতিহাসের সবচেয়ে বড় বর্গী ডাকাত শিবাজি সম্পর্কে জানতে বইটি পড়ুন।
√ দেলোয়ার হোসেন সাঈদীকে কেন বাংলার ২ কোটি মানুষ রাজাকার বলে এবং কেন সাইদীকে আটরশীর পীর অভিশপ্ত করেছেন বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ ধর্ম ব্যাবসায়ী নামধারী আলেমদের সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।
√ রাজনীতি না খেলাফত সঠিক সিদ্ধান্ত নিতে বইটি পড়ুন।

বইটি পড়তে আলাদা কোনো ডিভাইস বা সফটওয়্যারের প্রয়োজন নেই।
নিচের লিংকটি ক্লিক করে ফর্ম টি পুরন করে এবং পেমেন্ট করে বইটি পড়তে পারবেন।
রয়েছে এস এস এল এর মাল্টি পেমেন্ট গেটওয়ে তাই পেমেন্ট নিয়ে চিন্তা নেই।
নগত, বিকাশ, রকেট সহ ৩৪ টি পেমেন্ট মেথড রয়েছে।
বইটির মুল্য ২২৪৯৳ কিন্তু সাময়িক সময়ের জন্য মাত্র ২৪৯৳ টাকা।
বইটি পড়ে আপনি যদি মনে করেন ফিজিক্যাল কপি প্রয়োজন তাহলে তার ব্যাবস্থা রয়েছে। তাই দেরি না বইটি কিনতে ভিজিট করুন
https://buritista.com/campaign/cithi-bastbe-fire-asun

আপনি কি একজন ক্রিয়েটিভ রাইটার? আপনি কি চাচ্ছেন আপনার লেখনীর বার্তা এবং ই-বই গুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে? আপনার কথা মাথায় ...
19/10/2024

আপনি কি একজন ক্রিয়েটিভ রাইটার? আপনি কি চাচ্ছেন আপনার লেখনীর বার্তা এবং ই-বই গুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে?
আপনার কথা মাথায় রেখেই আমরা বুড়িতিস্তা নিয়ে এসেছি ই-বুক প্রকাশনী প্যাকেজ । বাংলাদেশে বর্তমানে ই-বুক রিডারের সংখ্যা দিনদিন বেড়েই চলছে । পরিসংখ্যান মতে, কাগজে মুদ্রিত বইয়ের পাঠকের চেয়ে ই-বুক পাঠকের সংখ্যা বিগত বছরগুলোতে কয়েকগুণ বেড়েছে এবং আগামীতেও এই সংখ্যা বাড়বে।

ই-বুকের সুবিধাসমূহঃ
🎯 হাজার হাজার বই, একটা ডিভাইসে!: আর কোনো ভারী বই বহন করার ঝামেলা নেই। আপনার ই-রিডারে হাজার হাজার বই রাখতে পারেন, যেগুলো আপনি যেখানেই থাকুন, সাথে নিতে পারেন।
🎯পকেটের বন্ধু, বাজেটের সাথী : ঐতিহ্যবাহী বইয়ের তুলনায় ই-বুক সহজলভ্য হওয়ায়, বিশেষ করে নিয়মিত বিক্রয় এবং প্রচার হয় কয়েকগুন বেশি।
🎯পরিবেশের জন্য ভাল, সাথে আপনার জন্যও: কাগজের ব্যবহার কমিয়ে ই-বুক পরিবেশ রক্ষায় সাহায্য করে। কাগজ উৎপাদন ও পরিবহনের ফলে কার্বন নিঃসরণও কমায়।
🎯স্মার্ট রিডিং, আরামদায়ক অভিজ্ঞতা: ফন্টের আকার, লাইটের পরিমাণ ইচ্ছেমতো ঠিক করে আরামদায়কভাবে পড়া যায়। শব্দার্থ খোঁজা, নোট নেয়া, এমনকি টেক্সট-টু-স্পিচ ফিচার ব্যবহার করে শোনা যায় - সবই এক জায়গায়!

👉 আপনার সৃষ্টিশীল অধ্যায়ের যাত্রা শুরু হোক আমাদের সাথে। প্রথম ১০ জন লেখক পাবেন কোন শর্ত ছাড়াই বিনামূল্যে বই প্রকাশের সুযোগ সহ আরো অনেক কিছু। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। 😊

19/10/2024

বই পাঠকদের জন্য সুখবর!
বুড়ি তিস্তা নিয়ে এসেছে আপনার জন্য ৫০১ পেজের একটি নোবেল।
শাহ্‌ নিয়ামত উল্লাহ্‌র চিঠি, বাস্তবে ফিরে আসুন!
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত জানা অজানা অনেক ইতিহাস বইটিতে তুলে ধরা হয়েছে। বইটির মূল্য ২২৪৯ টাকা কিন্তু সাময়িক সময়ের জন্য মাত্র ২৪৯ টাকা। ডেলিভারির কোনো ঝামেলা নেই পেমেন্ট করে বইটি পড়তে পারবেন, আলাদা কোনো ডিভাইস বা সফটওয়ারের প্রয়োজন নেই। তাই দেরি না করে কপি শেষ হওয়ার আগে আপনার কপিটি সংগ্রহ করুন।
https://buritista.com/campaign/cithi-bastbe-fire-asun

19/10/2024

দেশে এতো প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দিয়ে লাভ কি? যদি চাইনিজরা পদ্মা সেতু নির্মাণ করে! বাঙালি যোগালি কাজে বিশ্ব সেরা!
বর্তমান পৃথিবীতে ৫৭টি দেশের নেটিভ ভাষা আরবি, এদিকে বাংলাদেশে ২ কোটি মাদ্রাসা শিক্ষার্থী যাদের মধ্যে অনেকে আরবিতে কথা বলতে পারে, লিখতে পারে, আরবি কথাও বুঝতে পারে! চাইলেই এদের মধ্যে যারা উত্তম তাদের উন্নত ট্রেনিং দিয়ে এই ৫৭ টি মুসলিম দেশের দাপ্তরিক, সামরিক, বেসামরিক কাজের জন্য পাঠাতে পারে। এতে যে কাজ পাবে সাথে সম্নান জনক বেতনও পাবে, তা দিয়ে সে তার স্ত্রীকে নিয়ে বাহিরে সুন্দর ভাবে থাকতে পারবে এবং তাদের সন্তান একটি সুন্দর পরিবেশ পাবে! কিন্তু কে করবে?

নামধারী আলেমগণ ভক্তদের ওয়াজ নছিওত করে হাদিয়া নেয়! সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসার শিক্ষার্থী ভক্তদের সন্তান। মাদ্রাসায় ভর্তি ফি, ডে কেয়ার, নাইট কেয়ার, আবাসিক, খাওয়ার ফি সহ বিভিন্ন ফি দিতে হয়। এতে মাদ্রাসা ব্যাবসায়ীদের উন্নয়ন আকাশ ছোঁয়া, তাদের মাদ্রাসা একটা হতে দুইটা, তিনটা এভাবে অগণিত মাদ্রাসার মালিক হয় তারা কিন্তু মাদ্রাসার ছাত্রদের কোনো উন্নতি নেই! আপনি খুঁজেও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ভুকিল পাবেন না, অথচ রাস্তার ধারে ফিতরার টাকা তোলার জন্য ২/৪ ডজন খুঁজে পাবেন। এছাড়াও চামড়ার টাকা তোলার জন্য তো স্পেশাল ফোর্স তো রয়েছে।

বাংলাদেশে ২০ লক্ষ ফ্রিল্যান্সার কিন্তু দেশের নিজেস্ব কোনো ওয়েবসাইট নেই, এখনো তারা ফ্রিল্যান্সার ডটকম, আপ ওয়ার্ক ডটকম, ফাইভারের মতো প্লাটফর্মে কাজ করে! অন্যের জন্য ওয়েবসাইট বানায় কিন্তু নিজেরটার খবর নেই। কয়েক লক্ষ ব্যাংকার কিন্তু ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে নেই! ৫৫০০ আর এম জি কারখানা এবং কয়েক লক্ষ এম বি এ বেকার কিন্তু নিজেদের কোনো ব্রান্ড নেই। আলেম রাস্তা ঘাটে পায়ে পায়ে উষ্টা খেয়ে পরে রয়েছে কিন্তু খেলাফতের খবর নেই।

বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার এটি সকলের জানা, বর্তমান কিছু দ্বীপ জেগে উঠায় আয়তন আরো কিছু বেড়েছে। বাড়তি আয়তনের কথা আপাতত বাদ দিলাম কিন্তু বাকি ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার কথা সকলের জানা।
বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ে এই ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ কিলোমিটার তথ্য রয়েছে যে এর মধ্যে বন, জঙ্গল, নদী, নালা, খালা, বিল, আবাদি, অনাবাদি, বাসস্থান সহ কোথায় বা কোন অঞ্চলে কতটুকু জমি রয়েছে। বাংলাদেশের কৃষি মন্ত্রাণালয়ে এই তথ্য রয়েছে যে কোন অঞ্চলে কোন ফসল ভালো হয় বা কোন অঞ্চল কোন ফসলের জন্য উত্তম এবং বিঘা বা একর প্রতি কোন ফসল কত পরিমাণে হয়। ধান বিঘা প্রতি কত হয়, আলু, মরিচ, পিয়াজ সহ দেশের সকল ফসলের একটা উপস্থিত তথ্য কৃষি মন্ত্রাণালয়ে রয়েছে।

বাংলাদেশের বানিজ্য মন্ত্রাণালয় সকল মন্ত্রাণালয়ের তথ্য বিশ্লেষণ করে বাজেট নিয়ে কথা বলে, যে আমাদের পেয়াজ প্রয়োজন এতো কেজি, উৎপাদন এতো কেজি, ঘাটতি এতো কেজি যা উৎপাদন বাড়াতে হবে নাহলে বাহিরের দেশ থেকে আনতে হবে। মজার বিষয় বাংলাদেশের উৎপাদন না বাড়িয়ে ভারত থেকে কেনা হয়। যে পেয়াজ আপনি চাইলে নিজের জমিতে উৎপাদন (চাষাবাদ) করতে পারেন তা আপনাকে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আনতে হয়।

প্রধানমন্ত্রী কখনোই ভূমি, কৃষি এবং বানিজ্য মন্ত্রীর গলায় পারা দিয়ে এটা জিজ্ঞেস করেনি যে দেশে এতো জমি খালি থাকতে কেন মরিচ, পিয়াজ, চাল, ডাল, আক্রুড, কাঠ বাদাম, মসলা, সুতা সহ কয়েক হাজার পন্য কিনে আনতে হয়? বরং প্রধানমন্ত্রীর কাছে দেশে ঘাটতি থাকলেই ভালো, কেননা বাহিরে থেকে কেনা মানেই কমিশন। অথচ আব্দুল্লাহপুর হতে ময়মনসিংহ ব্রিজ পর্যন্ত ডানে বামে অনেক জমি খালি পরে রয়েছে, নারায়ণগঞ্জে জমি খালি, আশুলিয়া সাভার অঞ্চলে জমি খালি, এছাড়াও দেশের কয়েক লক্ষ একর খাস জমি তো রয়েছেই। এমন হাজারো সমস্যার সমাধান রয়েছে এই বইটিতে।

বইটির মুল্য ২২৪৯৳ কিন্তু সাময়িক সময়ের জন্য মাত্র ২৪৯৳। ডেলিভারির কোনো ঝামেলা নেই। তাই দেরি না করে এখনি নিচের লিংক টি ভিজিট করুন
https://buritista.com/campaign/cithi-bastbe-fire-asun

বইটি ৩ বছর গবেষণা করে লেখা হয়েছে এবং সত্য তুলে ধরা হয়েছে। ২৫ জন নবী ও রাসূলের জীবনী জানতে আপনাকে ২৫ টি বই পড়ার দরকার নেই...
19/10/2024

বইটি ৩ বছর গবেষণা করে লেখা হয়েছে এবং সত্য তুলে ধরা হয়েছে।
২৫ জন নবী ও রাসূলের জীবনী জানতে আপনাকে ২৫ টি বই পড়ার দরকার নেই! এই একটি বইতে ২৫ জন নবী ও রাসূলের জীবনী, খেলাফত, অটোমান সম্রাজ্য, ভারত ভাগ, উগ্রপন্থী হিন্দু জাত, গান্ধীর বাটপারি, ইতিহাসের সবচেয়ে বড় ডাকাত শিবাজী, বর্তমান সমাজের নামধারী মুসলিমদের ভন্ডামি সম্পর্কে তুলে ধরা হয়েছে।
বইটি কিনতে https://buritista.com/campaign/cithi-bastbe-fire-asun ভিজিট করুন।

Address

217, Badsha Miah School, National University
Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when Buri Tista posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Buri Tista:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram