গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, গাজীপুর।

  • Home
  • গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, গাজীপুর।

গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব,  গাজীপুর। Golden Verse Specialised Hospital & Digital Diagnostic Lab. is a private hospital in Sadar Gazipur.

13/08/2025
📢 দারুণ খবর, গাজীপুরবাসী!সুখবর! সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই!আমরা, গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাত...
11/08/2025

📢 দারুণ খবর, গাজীপুরবাসী!
সুখবর! সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই!

আমরা, গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুযোগ! শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই আমাদের এই নতুন হাসপাতালটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

আমরা বুঝি স্বাস্থ্যসেবার খরচ নিয়ে আপনাদের উদ্বেগ, তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি বিশেষ কিছু প্যাকেজ!

আমাদের বিশেষ অপারেশন প্যাকেজসমূহ (৩ দিনের):
🔸নন-এসি ডাবল বেড কেবিন (অ্যাটাচ বাথরুম) প্যাকেজ - মাত্র ১৬,০০০ টাকা!
- সিজারিয়ান সেকশন
- টনসিল
- ডিএনএস
- অ্যাপেন্ডিসাইটিস (প্রাপ্তবয়স্ক)
- হার্নিয়া (প্রাপ্তবয়স্ক)
- হাইড্রোসিল
- পাইলস
- ফিস্টুলা

🔹 এই প্যাকেজে ঔষধের খরচ অন্তর্ভুক্ত! আপনাকে হাসপাতাল থেকে কোনো ঔষধ কিনতে হবে না, শুধু বাসায় গিয়ে নির্দেশিত ঔষধ সেবন করবেন।

🔸 ভিআইপি এসি কেবিন প্যাকেজ - মাত্র ২০,০০০ টাকা!

- উপরোক্ত অপারেশনগুলো এই প্যাকেজেও অন্তর্ভুক্ত।
- একইভাবে ৩ দিনের প্যাকেজ এবং ঔষধের খরচ অন্তর্ভুক্ত।

- এছাড়াও অন্যান্য অপারেশন আলোচনা সাপেক্ষে কম খরচে।

আমাদের হাসপাতালের পরিবেশ এবং রুম/বেড উন্নত মানের এবং পরিচ্ছন্ন।

🔸 বিশেষ ছাড়: সকল ইনভেস্টিগেশনে পাচ্ছেন ৩০% ছাড়! (ইনভেস্টিগেশন এবং রক্তের খরচ প্যাকেজের বাইরে।)

আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং আপনার সুস্থ জীবন নিশ্চিত করুন!

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৩০-৩৭৩৭-৯৬৩
আমাদের ঠিকানা: গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এর পাশে, গাজীপুর।

https://www.facebook.com/share/1DD5LDXieV/
11/08/2025

https://www.facebook.com/share/1DD5LDXieV/

সময় গেলে সাধন হবে না

স্যার আমার অপারেশন করে দেন
স্যার আমাকে বাঁচান
চেম্বারে ঢুকেই এসব কথা বলতে ছিলো বারবার।
আমি ওনাকে বললাম আমি একজন চিকিৎসক হিসাবে আপনার চিকিৎসা করতে পারি মাত্র বাঁচানো হ্মমতা তো আমার নাই। বাঁচা মরা সৃষ্টি কর্তার হাতে
এসব কথা বলতে বলতে তার কাগজপত্র দেখছিলাম এবং কথা বলছিলাম।

ভদ্রলোক পায়ুপথে রক্ত যাওয়া সমস্যা নিয়ে আসেন। ৫ মাস আগে উনি আমার কাছে এসেছিলেন ।পায়ুপথ পরীক্ষা করেই বুঝতে পারি উনি রেক্টাল ক্যান্সার এ আক্রান্ত।ওনাকে বললাম আপনার খারাপ টিউমার / ক্যান্সার মনে হচ্ছে। এগুলো পরীক্ষা করে আমরা পুরোপুরি কনফার্ম হয়ে পরবর্তী চিকিৎসা করবো।এরপর উনি আর আমার সাথে যোগাযোগ করেননি। কিছু দিন পর সমস্যা বাড়লে উনি অন্য একজন সার্জন এর সরনাপন্ন হন। তখন কোলোনোস্কপি করে কনফার্ম হওয়ার পর। পূনরায় কোনো চিকিৎসা গ্রহন করেননি। এর কিছুদিন পর সমস্যা আরো প্রকট আকার ধারণ করলে অনকোলজিস্ট এর সরনাপন্ন হন। কিন্তু ততক্ষণে ক্যান্সারটি পুরো লিভার এ ছড়িয়ে পড়ে। উনি ৩ টি কেমোথেরাপি দেন।কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় পূনরায় আমার সাথে যোগাযোগ করেন। ক্যান্সারটি লিভারে ছড়িয়ে পরা মানে হচ্ছে স্টেজ ৪। অর্থাৎ ক্যান্সার এর সফল চিকিৎসা আর করা সম্ভব নয়। অথচ প্রাথমিক পর্যায়ে সফল সার্জারীর মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার সম্পূর্ণভাবে আরোগ্যলাভ করা যায়। উনি এখন শারীরিক ও মানষিক ভাবে বিপর্যস্ত। কিন্ত প্রথম যখন এসেছিলেন তখন উনি বিষয়টি কোনো গুরুত্ব দেননি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে দীর্ঘায়ু করতে সাহায্য করবে। মহান সৃষ্টি কর্তা সবাইকে সুস্থতা দান করুণ।

সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায়

ডা. এম এ বি সিদ্দিক
কোলোরেক্টাল, ব্রেস্ট,এন্ডোল্যাপারোস্কপিক ও ক্যান্সার সার্জন

এমবিবিএস(এসএসএমসি)বিসিএস(স্বাস্থ্য)এফসিপিএস
(সার্জারী)এমএস(জেনারেল সার্জারী)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

এসিসটেন্ট প্রফেসর(সার্জারী)
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ।

চেম্বারঃ
ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) উত্তরা, ইউনিট ১
বাড়ী নং ৮, রোড ১২, সেক্টর ৬
প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা (মঙ্গলবার ও শুক্রবার বন্ধ)

চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
গাজীপুর শাখা ইউনিট - ১, শিববাড়ি মোড়, জয়দেবপুর, গাজীপুর।
রোগী দেখার সময়ঃ শনি থেকে বৃহস্পতিবার ২ঃ৩০ থেকে ৫ঃ০০.

সিরিয়ালের জন্যঃ ০১৭১০১৩১১৬১

09/08/2025
মধু বা পানি নয়। শুধু শাল দুধ ই হোক শিশুর প্রথম খাবার।
06/08/2025

মধু বা পানি নয়। শুধু শাল দুধ ই হোক শিশুর প্রথম খাবার।

05/08/2025

একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ (যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন) খোলাখুলি বলেছিলেন যে, পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোন ধর্মে নেই।
পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের (Albert Einstein Institution) সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ, ইহুদি পেশাদার রবার্ট, তাঁর ইসলাম গ্রহণের ঘোষণা দেন। যার একমাত্র কারণ ছিল, কুরআনে উল্লেখিত তালাক প্রাপ্তা নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি।

আল্লাহ তায়ালা কোনো তালাক প্রাপ্তা নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন। তিনি পবিত্র কুরআনে এরশাদ করেন,
وَٱلْمُطَلَّقَٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٍۚ
অর্থাৎ 'তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে' (সূরা আল-বাকারাহ ২২৮:২)
এই আয়াতটি একটি আধুনিক বিজ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের শুক্রাণুতে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে ৬২% পৃথক ও ভিন্ন থাকে।
আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মত। যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে।
অতএব, বিবাহ বিচ্ছেদের পরপরই, যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার শরীরে বিভিন্ন ধরণের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়।

বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে, প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে ৩২% থেকে ৩৫% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে ৬৭ থেকে ৭২% ডিএনএ ধ্বংস হয়ে যায়। এবং তৃতীয় মাসিকের পর ৯৯.৯% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পন্নরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে।
একজন গণিকা অনেক পুরুষের সাথে সঙ্গম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরণের ডিএনএ তার মধ্যে জমা হয়ে সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে।

বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, তার ইদ্দত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি অর্থাৎ ৪ মাস ১০ দিন।
এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এ জন্য মহিলাদের ইদ্দত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًاۖ
অর্থাৎ 'তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে।' (আল-বাকারাহ, ২৩৪)

এই সত্যের মুখোমুখি হয়ে, একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন।
এক. আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন, সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে।
দুই. অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন, তাদের ভ্রূণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিন জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ ​​পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে, তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে। যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবল মাত্র একজন ছিল তার নিজ সন্তান, বাকিরা ছিল অন্য পুরুষ থেকে।

ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয়। এবং এই বিষয়েও নিশ্চিত হন যে, একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সতী।
والله ورسوله اعلم عزوجل وصل الله عليه وسلم
ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন!
অবশেষে বিজ্ঞানও আল কুরআনের বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হলো।

সুখবর!!!
03/08/2025

সুখবর!!!

📢 দারুণ খবর, গাজীপুরবাসী!সুখবর! সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই!আমরা, গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাত...
25/07/2025

📢 দারুণ খবর, গাজীপুরবাসী!
সুখবর! সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছেই!

আমরা, গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুযোগ! শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই আমাদের এই নতুন হাসপাতালটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

আমরা বুঝি স্বাস্থ্যসেবার খরচ নিয়ে আপনাদের উদ্বেগ, তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি বিশেষ কিছু প্যাকেজ!

আমাদের বিশেষ অপারেশন প্যাকেজসমূহ (৩ দিনের):
🔸নন-এসি ডাবল বেড কেবিন (অ্যাটাচ বাথরুম) প্যাকেজ - মাত্র ১৬,০০০ টাকা!
- সিজারিয়ান সেকশন
- টনসিল
- ডিএনএস
- অ্যাপেন্ডিসাইটিস (প্রাপ্তবয়স্ক)
- হার্নিয়া (প্রাপ্তবয়স্ক)
- হাইড্রোসিল
- পাইলস
- ফিস্টুলা

🔹 এই প্যাকেজে ঔষধের খরচ অন্তর্ভুক্ত! আপনাকে হাসপাতাল থেকে কোনো ঔষধ কিনতে হবে না, শুধু বাসায় গিয়ে নির্দেশিত ঔষধ সেবন করবেন।

🔸 ভিআইপি এসি কেবিন প্যাকেজ - মাত্র ২০,০০০ টাকা!

- উপরোক্ত অপারেশনগুলো এই প্যাকেজেও অন্তর্ভুক্ত।
- একইভাবে ৩ দিনের প্যাকেজ এবং ঔষধের খরচ অন্তর্ভুক্ত।

আমাদের হাসপাতালের পরিবেশ এবং রুম/বেড উন্নত মানের এবং পরিচ্ছন্ন।

🔸 বিশেষ ছাড়: সকল ইনভেস্টিগেশনে পাচ্ছেন ৩০% ছাড়! (ইনভেস্টিগেশন এবং রক্তের খরচ প্যাকেজের বাইরে।)

আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং আপনার সুস্থ জীবন নিশ্চিত করুন!

📞 বিস্তারিত জানতে কল করুন: ০১৩০-৩৭৩৭-৯৬৩
আমাদের ঠিকানা: গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এর পাশে, গাজীপুর।

25/07/2025

কে হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদ প্রায় ১৯ হাজার কোটি ডলার। গত বছর এলন মাস্কের সম্পদ এক সময় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছিল। কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়া এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার কোম্পানি টেসলার শেয়ারে ধস নামে, ফলে কমে যায় তার সম্পদের পরিমাণ।

অনেকেই মনে করেন, এলন মাস্কই হতে যাচ্ছেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার—অর্থাৎ ১ লাখ কোটি ডলারের মালিক। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হয়তো হবেন না এলন মাস্ক কিংবা জেফ বেজোস! বরং হবেন এমন একজন মানুষ, যার নাম অনেকেই শোনেননি।

তার নাম সাতোশি নাকামোতো। তিনি বিটকয়েনের স্রষ্টা। সাতোশি নিজের জন্য ১ মিলিয়ন বিটকয়েন সংরক্ষণ করে রেখেছেন একটি ওয়ালেটে—যা একেবারেই প্রকাশ্য, যে কেউ দেখতে পারে। তবে সেটি স্পর্শ করতে পারে না কেউই।

বর্তমানে একটি বিটকয়েনের দাম পৌঁছেছে ১ লক্ষ ১৮ হাজার মার্কিন ডলার-এ। ক্রিপ্টোবিশ্বের বিশ্লেষকদের মতে, যেভাবে এই দাম বেড়েই চলেছে, শিগগিরই বিটকয়েনের মূল্য ১ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেদিনই সাতোশি নাকামোতোর সম্পদের পরিমাণ দাঁড়াবে ১ ট্রিলিয়ন ডলার—সম্পূর্ণ লিকুইড এবং কোনো শেয়ারের কল্পিত মূল্য নয়, বরং বাস্তব ডিজিটাল সম্পদ।

সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো—এই সাতোশি নাকামোতো কে, তা আজও কেউ জানে না। তিনি কি একক ব্যক্তি, নাকি একটি দল—সেই প্রশ্নের উত্তর আজও অজানা। সম্ভবত, তিনি যখন ট্রিলিয়ন ডলারের মালিক হবেন, তখনই প্রকাশ্যে আসবেন। তবে বর্তমান মূল্য অনুযায়ী, তিনি ইতিমধ্যেই বিশ্বের ১২তম সর্বোচ্চ ধনী ব্যক্তি।

সুতরাং, হয়তো ইতিহাসে প্রথম ট্রিলিয়ন ডলার আয়কারী ব্যক্তি হবেন না কোনো মাল্টি ট্রিলিয়ন ডলার কোম্পানির সিইও, বরং হবেন এক রহস্যময় নাম—সাতোশি নাকামোতো। নামটা কিন্তু মনে রাখবেন!

Address


Telephone

+8801303737963

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, গাজীপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গোল্ডেন ভার্স স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, গাজীপুর।:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram