
08/03/2025
কবিতা- প্রতিবাদের আত্ম প্রথা
লেখক-ডা:সুমি আক্তার
উন্মুক্ত রাস্তায় সিগারেট মুখে নারীর সম অধিকার।
ওড়না পড়া, না পড়া প্রতিবাদের জমকালো ধিক্কার।
নারীবাদী তুমি কি শুনেছো?
ধর্ষিত ঐ শিশুর হাহাকার।
মৌলবাদী তুমি কি দেখেছো?
ঝোপে পড়ে থাকা সেই অজ্ঞাত নারীর
অগোছালো কাপড়ের বীভৎস ব্যভিচার।
কথিত সেই অগ্নিবাদী
তোমরাই পারো জম কালো তালিতে
নগ্ন নারীকে সম্মানে ভূষিতে।
আবার কখনোবা মেতে ওঠো
আত্মবিলাসে আইন হঁটিয়ে,
কংক্রিটের সেই রাস্তা কাঁপাতে।
তোমরা আত্মকেন্দ্রিক,
বিলাস কোঠার নারী বলে কথা।
নারীবাদী শুধুই একটা
তোমাদের বানানো প্রথা।
কেউবা আবার অজ্ঞতার বেড়াজালে,
ধর্ম নিয়ে খেলে।
মৌলবাদী তোমার ধর্মের ঢোল কি -
ওই অগ্নি বাদী নারীদের টুকরো কাপড়ে ঠেকে?
যার দরুন কারো গলায় মালা ঝুলে।
কই কখনো তো দেখিনি
বলাৎকারের বিচারে কন্ঠ দিতে
আবার নিষ্পাপ নিশ্চুপ সেই আড়ালে থাকা
নারীর বস্ত্রে ঢাকা অঙ্গ হননকারী,
লোলুপ শিকারীর গলায় ফাঁসি ঝুলাতে।
হে নারীবাদী, ওহে মৌলবাদী শোন
তোমাদের বজ্র কন্ঠ শুধু
তোমাদেরই আঁকা বৃত্তের কোঠায়।
তোমাদের দৃষ্টিনন্দন শুধুই
নগ্নতা আর অজ্ঞতার প্রকাশ ঘটায়।
বন্ধ কর এই নাটকীয়তা
সঠিক জায়গায় সঠিক ন্যায়ে
দেখাও তোমাদের ঐ সক্রিয়তা।