23/10/2024
শোক সংবাদ!!!
চৈতনকান্দা (দক্ষিণপাড়া) নিবাসী ডাঃ কামিজ উদ্দিন (আল-ইমরান পারভেজের আব্বা) ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” আমরা সকলে (ফ্যামিলি কেয়ার ডায়াঃ সেঃ মালিকগণ) শোকাহত পরিবারকে এবং মৃত ব্যাক্তি আত্মার রুহের মাগফেরাত কামনা করছি। আমিন।
জানাজার নামাজ আজ (বুধবার) সকাল 10.00টায় চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।