Online Pharmacy Gopalgonj

Online Pharmacy Gopalgonj আপনার প্রয়োজনীয় ঔষধ সেবায় নিয়োজিত

ভিটামিন ই ক্যপের উপকারীতা সমুহ👇👇১. ভিটামিন ই ক্যাপ বার্ধক্যের প্রভাব কমায়। ২. হাড়ের সমস্যা রোধ করে। এমনকী বন্ধ্যত্বের স...
25/09/2024

ভিটামিন ই ক্যপের উপকারীতা সমুহ👇👇

১. ভিটামিন ই ক্যাপ বার্ধক্যের প্রভাব কমায়।

২. হাড়ের সমস্যা রোধ করে। এমনকী বন্ধ্যত্বের সমস্যাও রোধ করে।

৩. নখের সঠিক যত্ন নেয়া খুব জরুরি। নইলে নখের ক্ষতি হতে পারে। ভেঙেও যেতে পারে। ভিটামিন ই ক্যাপসুল এর জন্য আদর্শ ভূমিকা পালন করে। ক্যাপসুল খুলে ভেতরের তরল পদার্থটি নখ ও এর চারপাশে ভালোভাবে লাগাতে হবে। রাতে লাগালে বেশি ভালো। এতে সারারাত নখ ‘ময়েশ্চার’ থাকবে।

৪. ভিটামিন ই ক্যাপসুল রাতের ক্রিমেরও কাজ করে। এখন একটু শীত শীত বিরাজ করছে প্রকৃতিতে। এই সময়ে ই ক্যাপ সারা রাত মুখের ত্বকে লাগিয়ে রাখলে ত্বক ময়েশ্চার হবে।

৫. ই ক্যাপ এর ভেতরের তেলটি সিরাম হিসেবে কাজ করে।

৬. ভিটামিন ই ক্যাপ চুল পড়া দূর করে। নতুন চুল গজাতেও এর জুড়ি নেই। বাড়িতে আপনি যে তেল ব্যবহার করছেন তার সঙ্গে মিশিয়ে নিলেও এটি ভালো কাজ দেয়।

৭. ত্বকের বিভিন্ন বলিরেখা, টান পড়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও এটি অনেক উপকারী।

৮. ই ক্যাপ সানবার্ন থেকেও রক্ষা করে। সমুদ্রে বেড়াতে যাওয়ার আগে ই ক্যাপ আপনাকে রোদে পোড়া থেকে বাঁচাবে।

ঘরে বসে আপনার প্রয়োজনীয় ঔষধ পেতে SEND MASSAGE    বাটনে ক্লিক করুন 👇👇👇👇
25/09/2024

ঘরে বসে আপনার প্রয়োজনীয় ঔষধ পেতে
SEND MASSAGE বাটনে ক্লিক করুন 👇👇👇👇

আপনার শরীরে পানিশূন্যতা ও লবনের ঘাটতি হয় যখন আপনার পাতলা পায়খানা ও বমি হতে থাকে তখন সেই ঘাটতি পূরন করতে ওরস্যালাইন কার...
01/03/2024

আপনার শরীরে পানিশূন্যতা ও লবনের ঘাটতি হয় যখন আপনার পাতলা পায়খানা ও বমি হতে থাকে তখন সেই ঘাটতি পূরন করতে ওরস্যালাইন কার্যকারী একটি চিকিৎসা। ব্লাডপ্রেশার সাময়িকভাবে কমে গেলেও ওরস্যালাইন দিয়ে কিছুটা বাড়ানো যায়। এছাড়া আর কোন উপকার নেই। মনে রাখতে হবে এটা কোন পানীয় নয়, একটি ওষুধ তাই প্রয়োজন ছাড়া পান করতে নেই।

Ace XR একটি ওষুধ যা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয়। এটি মাথাব্যথা, শরীরের ব্যথা, দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ড...
29/02/2024

Ace XR একটি ওষুধ যা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয়। এটি মাথাব্যথা, শরীরের ব্যথা, দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ডার মতো অনেক অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। Ace XR একা বা অন্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এটি গ্রহণ করা উচিত। এটি সাধারণত খাবারের সাথে নেওয়া ভাল অন্যথায় এটি আপনার পেট খারাপ করতে পারে। বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না। যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল তবে এই ওষুধটি কিছু লোকের পেটে ব্যথা, বমি বমি ভাব এবং বমি হতে পারে। যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই ওষুধটি ব্যাপকভাবে নির্ধারিত এবং নিরাপদ বলে বিবেচিত কিন্তু সবার জন্য উপযুক্ত নয়। এটি গ্রহণ করার আগে, আপনার লিভার বা কিডনির সমস্যা আছে বা রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানান। এটি এই ওষুধের ডোজ বা উপযুক্ততাকে প্রভাবিত করতে পারে। আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকে জানান কারণ তারা এই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে৷

হেক্সিসল ৫০ মিলি এবং ২৫০ মিলি হ্যান্ডরাবএ সি আই কোম্পানি,লাগলে ইনবক্স করুন..
21/05/2023

হেক্সিসল ৫০ মিলি এবং ২৫০ মিলি হ্যান্ডরাব
এ সি আই কোম্পানি,
লাগলে ইনবক্স করুন..

Address

Gopalganj

Opening Hours

Monday 21:00 - 09:00
Tuesday 21:00 - 09:00
Wednesday 21:00 - 09:00
Thursday 21:00 - 09:00
Friday 21:00 - 09:00
Saturday 21:00 - 09:00
Sunday 21:00 - 09:00

Telephone

+8801402276635

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Pharmacy Gopalgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Online Pharmacy Gopalgonj:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram