EPR Center - ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র

  • Home
  • EPR Center - ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র

EPR Center - ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র গোপালগঞ্জ শহরের প্রান কেন্দ্রে অবস্থিত। ইপিআরসি, সেরা ও আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।
(1)

কোমর ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার সময়কাল রোগীর অবস্থার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে সাধারণত ফিজিওথেরাপি চি...
07/07/2024

কোমর ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার সময়কাল রোগীর অবস্থার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে সাধারণত ফিজিওথেরাপি চিকিৎসার একটি সাধারণ নির্দেশিকা হলো:

প্রাথমিক পর্যায়ঃ

প্রথম কয়েক সপ্তাহে (প্রায় ৪-৬ সপ্তাহ) ফিজিওথেরাপি নিয়মিত করা হয়, যাতে ব্যথা কমে এবং পেশীর শক্তি ও স্থিতিস্থাপকতা বাড়ে। সপ্তাহে ২-৩ বার বা প্রতিদিন একবার করে ফিজিওথেরাপির সেশন হতে পারে।

মাধ্যমিক পর্যায়ঃ

যদি প্রথম ৪-৬ সপ্তাহের পরেও উল্লেখযোগ্য উন্নতি না হয়, তবে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কিছু সপ্তাহ ফিজিওথেরাপি চালিয়ে যেতে হতে পারে। এই পর্যায়ে সাধারণত ফিজিওথেরাপির সংখ্যা এবং সময়কাল রোগীর উন্নতির ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়।

দীর্ঘমেয়াদি ব্যথার ক্ষেত্রে করনীয়ঃ

যদি ব্যথা দীর্ঘমেয়াদি হয় (মাসাধিক বা বছরাধিক কাল ধরে), তবে ফিজিওথেরাপি চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে। এই পর্যায়ে সপ্তাহে একবার বা মাসে কয়েকবার ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।

ফিজিওথেরাপি সাধারণত ব্যথা কমানোর পাশাপাশি পেশীর শক্তি বাড়াতে, স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং দৈনন্দিন কার্যকলাপ সহজ করতে সাহায্য করে।

ফিজিওথেরাপি কতদিন পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত তা নির্ধারণ করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হবে:

১. ব্যথার তীব্রতা এবং এর উন্নতি
২. ফিজিওথেরাপির মাধ্যমে পাওয়া উপকার এর মাত্রা

প্রতিটি রোগীর জন্য চিকিৎসা পরিকল্পনা ভিন্ন হতে পারে, তাই ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত।











01/07/2024
"ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প"১৬ ই ডিসেম্বর, ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে " #ইভেনচুয়াল_ফিজিওথেরাপি_সেন্টার" ( #ইপিআরসি) ...
14/12/2023

"ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প"
১৬ ই ডিসেম্বর, ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে
" #ইভেনচুয়াল_ফিজিওথেরাপি_সেন্টার" ( #ইপিআরসি) এর উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

এখানে দীর্ঘদিন এর বাত-ব্যথা, ঘাড়, কোমর, হাটু ব্যথা, মেরুদণ্ড ও দেহের বিভিন্ন জয়েন্টের ব্যাথা, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, একদিকে মুখ বেকে যাওয়া, খেলাধূলায় আঘাতজনিত ব্যথার রোগীর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।

আপনারা সবাই আমন্ত্রিত। আধুনিক #ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শ নিন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর থেকে।

ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে-
১৬ ই ডিসেম্বর, ২০২৩, রোজ শনিবার, সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
স্থান: ২৪৭, শুভ ভবন, সদর হাসপাতালের পাশে, গোপালগঞ্জ।
যোগাযোগ- ০১৬০৮-১৭৫৪২১

13/10/2023

মাত্র ৬ দিনের #ফিজিওথেরাপি চিকিৎসায় ৩৫ বছরের ব্যথা কমার অনুভূতি। দীর্ঘমেয়াদি ব্যথার চিকিৎসায় আধুনিক #ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখে। ঔষধ খেতে খেতে বিরক্ত বোধ করলে কিংবা ব্যথা না কমলে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

Address

H#247, Nobinbag, (Beside Sadar Hospital)

8100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when EPR Center - ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram