ডাক্তার বাড়ী হোমিও হল

ডাক্তার বাড়ী হোমিও হল Health Services

বনশ্রী,  খিলগাঁও এলাকায়   বাড়ছে চিকেন পক্স। বহু মানুষ আক্রান্ত। একমাত্র  হোমিওপ্যাথিক প্রতিষেধক   ওষুধেই আটকে যাবে ভয়ংক...
27/03/2025

বনশ্রী, খিলগাঁও এলাকায় বাড়ছে চিকেন পক্স। বহু মানুষ আক্রান্ত।
একমাত্র হোমিওপ্যাথিক প্রতিষেধক ওষুধেই আটকে যাবে ভয়ংকর চিকেন পক্স।
ইনশাআল্লাহ।

25/03/2025
ছলি বা ছউদ বা মেছতা।। একক লক্ষন সদৃশ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা।।নিম্ন লিখিত কারণে ছলি বা মেছতা পরিলক্ষিত  হলে হোমিওপ্যাথিক...
10/09/2024

ছলি বা ছউদ বা মেছতা।। একক লক্ষন সদৃশ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা।।
নিম্ন লিখিত কারণে ছলি বা মেছতা পরিলক্ষিত হলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, ভাল থাকুন, সুস্ত থাকুন।
১. ছলি গ্রীষ্মকালে বৃদ্ধি পায় আর শীতকালে আপনা আপনি আরোগ্য হয়।
২.যুবতীদের মুখে ছলি/ কালো দাগ/ মেছতা।
৩. মাসিক বা জরায়ু রোগগ্রস্ত রমণীদের মেছতা।
৪. কোষ্ঠবদ্ধতায় কোঁথ দিতে দিতে ঘাম বেরিয়ে যায় এমন ধাতের রোগীর ছলি/ মেছতা।
৫. অপরিষ্কার, নোংরাদের নাকের উপর হলুদ বর্ণের ছলি।
৬. ঠোঁটের কোণ সাদা এমন ব্যক্তিদের ছলিতে।
৭. নাকে বা মুখের উপর হলুদ রঙের আড়াআড়ি দাগ।
৮.কালো রঙের মেছতায়।
৯.মুখে তাম্রবর্ণের অনেক দাগ।
১০. রজপীড়াগ্রস্ত বালিকাদের রজকালে ছলি প্রকাশ পায়।
১১. তলপেটে ও বক্ষস্থলে হলুদ মলিন দাগযুক্ত শীর্ণ শীতকাতর লম্বাটে ব্যক্তিদের মেছতায়।
১২. কেরোসিন বা পেট্রলের কাজ করে হাতের কব্জিতে ধূসর বর্ণের দাগ।
১৩. অত্যধিক রোদের বা আগুনের উত্তাপে কাজ করে মেছতা।
১৪. মুখমন্ডলে ফুস্কুড়ি ও দাগ একই সঙ্গে বা পর্যায়ক্রমে প্রকাশ পায়।
১৫. মুখে মাকড়সার জাল জড়িয়ে আছে বোধগম্য কোষ্ঠকাঠিন্যের ধাত সম্পন্ন ব্যক্তির মেছতা।
১৬. পাকস্থলীর গোলযোগের সাথে মেছতায়।
১৭. বগলের পাশে বাদামী বা সাদা রঙের লম্বা লম্বা দাগ, অন্যত্রও হয়, তবে এতে কোন অসুবিধা হয় না।
১৮.মুখমন্ডলে ও নাসিকার বামদিকে বৃদ্ধি বাদামী রঙের ছাল।
১৯.মুখমন্ডলে সাদা রঙের ছলি।
২০. গালে গোল গোল দাগ।
২১. গালে লাল চাকা চাকা দাগ।
২২. ছলি শীতকালে শুরু গ্রীষ্মকালে আরোগ্য হয়।
এই রোগ নিরাময়ে উপরোক্ত কারণ ভিত্তিক গুরুত্ব আরোপের ভিত্তিতে হোমিওপ্যাথিক চিকিৎসা নিন স্থায়ীভাবে ভালো থাকুন সুস্থ থাকুন।
হোমিওপ্যাথির মূলনীতিঃ
"রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়" Treat The Patient Not The Disease.
চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

মানুষের সেবায় অল্প খরচে সকল রোগের চিকিৎসা করে থাকি।

অনলাইনে রোগী দেখে চিকিৎসা প্রদান করা হয়। এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ঔষধ পাঠানো হয়।
WhatsApps -01738909009
চেম্বারঃ ডাক্তার বাড়ী হোমিও হল
(১০ তলা মার্কেটের পিছনে)
দক্ষিণ বনশ্রী. ঢাকা

15/05/2024

আসসালামু আলাইকুম,
২৫/০৩/২৩ ইং তারিখে, তালহা নামের ৪ বছরের একটি শিশুকে ঘাড়ের একটি টিউমারের চিকিৎসার জন্য, ডাক্তার বাড়ী হোমিও হলে নিয়ে আসলেন। শিশুর গ্রামের বাড়ী চাঁদপুর।
কেস রেকর্ড ও পর্যবেক্ষণ করে পেলাম, বাচ্চার ডান পাশের অন্ডকোষ নেই, মানে দেহাভ্যন্তরে থেকে যায়।
আমি এক নগন্য রুগ্ন, আর্তমানবতার সেবক
মেডিসিন দিয়ে বললাম, ১ মাস পরে দেখা করার জন্য। ১৮/০৪/২৩ ইং তারিখে এসে বললেন মেডিসিন সেবন করার ১৫ দিনের মধ্যে দুটি অন্ডকোষের উপস্থিতি দেখতে পান, বাম পাশের অন্ডকোষ সাভাবিক, ডান পাশের অন্ডকোষ আকারে অনেকটা ছোট বলে আমাকে জানালেন। আমি বললাম দুটি অন্ডকোষ সাভাবিক হয় যাবে। ইনশাআল্লাহ। টিউমার আকারে ছোট হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে, এই বলে ধন্যবাদ জানান যে,আসলাম টিউমারের চিকিৎসার জন্য, চিকিৎসা করলেন অন্ডকোষের। একসাথে দুটো সমস্যা সমাধান হয়ে গেল। আমি বললাম ---
এটাই হোমিওপ্যাথি!
প্রয়োজনে : imo & WhatsApps
📳 01738909009
ডাঃ মোহাম্মদ মাসুক উদ্দিন
ডি.এইচ.এম.এস.(ঢাকা)
🏘️ চেম্বার - ডাক্তার বাড়ী হোমিও হল
(১০ তলা মার্কেটের পিছনে)
দক্ষিণ বনশ্রী. ঢাকা।
👍 ভালো লাগলে শেয়ার করুন, প্লিজ।

19/02/2024

ব্রেন টিউমারের চিকিৎসায় হোমিওপ্যাথি!

ব্রেন টিউমার (Brain tumor) বিভিন্ন ধরনের হয়ে থাকে। ক্যানসার মুক্ত (বিনাইন) হতে পারে, আবার কিছু ব্রেন টিউমার ক্যান্সার প্রবণ (ম্যালিগন্যান্ট) হতে পারে।

ব্রেন টিউমার আপনার মস্তিষ্কে (প্রাথমিক ব্রেন টিউমার) হতে পারে, বা ক্যান্সার আপনার শরীরের অন্য অঙ্গে শুরু হতে পারে এবং আপনার মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে।

ব্রেন টিউমারের লক্ষণ:

১. মাথা ব্যথা :
২. বমি বমি ভাব এবং বমি
৩. অনিদ্রা বা ঘুম না হওয়া
৪. দেখতে, শুনতে এবং কথা বলতে সমস্যা
৫. ব্যক্তিত্ব পরিবর্তন
৬. ভারসাম্যের সমস্যা
৭. খিঁচুনি
৮. মস্তিষ্কের আকার বৃদ্ধি

চিকিৎসা:
অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ গ্রহন ও নিয়মিত জার্মানি হোমিও ঔষধ সেবনে সম্পূর্ণ আরোগ্য সম্ভব।

ডাক্তার বাড়ী হোমিও হল
দক্ষিণ বনশ্রী, ঢাকা।
০১৭৩৮-৯০৯০০৯

Address

Goran

Opening Hours

Monday 08:00 - 22:30
Tuesday 08:00 - 22:30
Wednesday 08:00 - 22:30
Thursday 17:00 - 22:30
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 22:30

Telephone

+8801738909009

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তার বাড়ী হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram