05/01/2026
#জরুরী_সতর্কতা
শীতকালের এই সময়ে এত বেশি শীত যে মানুষসহ সকল প্রাণীর জন্যই এই শীত সহ্য করা কষ্টকর। আর আপনার পোষাপ্রাণীর জন্য এই সময়টা তো আর ও বেশি সতর্ক থাকা উচিত। বিড়ালের, ঠান্ডা, সর্দি কাশি তো লেগেই থাকে। ফেলাইন প্যানলিউকোপেনিয়া সহ আর ও কয়েকটি ভাইরাল রোগ এর সমন্বিত রুপ যাকে আপনারা ফ্লু হিসেবে চিনেন এই সময়ে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে যারা নিয়মিত ভ্যাক্সিন করেন নি তাদের বিড়াল ই বেশি আক্রান্ত হচ্ছে। বাচ্চা বিড়ালগুলো বেশির ভাগই চিকিৎসা করলেও মারা যাচ্ছে। এডাল্টগুলো প্রথমদিকে চিকিৎসা দিলে দুই একটা ভালো হচ্ছে কিন্তু মালিক ডাক্তার উভয়রই বেশ পরিশ্রম যাচ্ছে । খরচও ভ্যাক্সিনের চেয়ে বেশি পড়ে। তাই এখনও যারা ভ্যাক্সিন করান নি দ্রুত ভ্যাক্সিন দিন। ভ্যাক্সিন না দিয়ে মারা গেলে মায়া কান্না কদবেন না। আর নিয়মিত ডিওয়ার্মিং সহ হেল্থ চেকাপ করুন।
ধন্যবাদ।