18/11/2024
⭕দাঁত অপারেশন করলে কি চোখের ক্ষতি হয়❓
আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত অপারেশন করে ফেলে দিলে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা।
দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে, কানে ও মাথায়। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে। আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে।
এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।
☝️
মনে রাখতে হবে, এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল।
কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।
☝️☝️
চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা।
☝️☝️☝️
অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয়া হলো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।
সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই।
✅ শাহ্জালাল ডেন্টাল কেয়ার শুধুমাত্র রেজিষ্টার্ড বিডিএস ডাক্তার দ্বারা পরিচালিত । শাহজালাল ডেন্টাল কেয়ার এর অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনার দাঁত চেকআপ করান এবং পরামর্শ নিন। 😊
🕐 রোগী দেখার সময়ঃ 🕐
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা।
বিকাল ৫টা থেকে রাত ১০ টা।
🦷 Shahjalal Dental Care 🦷
আজিজ মার্কেট ( ২য় তলা)
ঘাটিয়া বাজার, হবিগঞ্জ সদর।
✅ সিরিয়ালের জন্য যোগাযোগঃ ☎ +8801601454918
✅ আপনার দাঁত ও মুখের যে কোন সমস্যার সমাধানে "শাহজালাল ডেন্টাল কেয়ার" আপনার সেবায় নিবেদিত।
_____________