নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন

  • Home
  • Bangladesh
  • Habiganj Sadar
  • নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন

নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন, Blood bank, Habiganj, Habiganj Sadar.

06/07/2025

ইনশাআল্লাহ আগামী ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিমছায়ার নতুন জেলা,পৌর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কাজ চলছে যারা নতুন সদস্য হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন।

01608305000 হেলালুর রহমান (প্রতিষ্ঠাতা)
01727977164 জাহিদুল হাসান (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)
01766340638 মোঃ জসিম (সাংগঠনিক)

কেউ আর রইলোনা!১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রা'ফা''হ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, ...
06/04/2025

কেউ আর রইলোনা!
১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রা'ফা''হ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, আর কেউ সাহায্য চাইবেনা।

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রা''ফা''র মাটির সাথে যে র''ক্ত মিশে আছে সেই র''ক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।

আজকে রাফা'হ মানবশূন্য 🥲🥲🥲
🤲🤲🤲🤲🤲

আজ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে রক্তদান করা হয়। রক্তদান করেন সংগঠনের জেলা ক...
04/12/2024

আজ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে রক্তদান করা হয়। রক্তদান করেন সংগঠনের জেলা কমিটির সদস্য মোঃ নাহিদ। রক্তদাতা ও রোগীর সুস্থতা কামনা করছি।

সর্ব প্রথম,, # #আমাদের হবিগঞ্জ,, আমাদের এলাকা,,পৌর শহরের আনোয়ার পুর, যশোরআব্দা,দানিয়ালপুর,খাদ্য গুদাম রোড সহ আশেপাশের এল...
23/08/2024

সর্ব প্রথম,,
# #আমাদের হবিগঞ্জ,, আমাদের এলাকা,,
পৌর শহরের আনোয়ার পুর, যশোরআব্দা,দানিয়ালপুর,খাদ্য গুদাম রোড সহ আশেপাশের এলাকা এবং হবিগঞ্জ সদর উপজেলার ২ নং রিচি ইউনিয়ন এর রিচি,জালালাবাদ,নোয়াগাঁও সহ আশেপাশের এলাকায় বন্যা কবলিত বানভাসী মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।

যারা যারা শুকনো খাবার বা সাহায্য করতে ইচ্ছুক, নিন্মলিখিত নাম্বার এ যোগাযোগ করতে পারেন,,

মুফতি মামুন মিয়া
01736194522 (বিকাশ এজেন্ট )

এস এম হেলালুর রহমান
01608305000 (বিকাশ/নগদ পার্সোনাল)

মুস্তাফিজুর রহমান রাসেল
01711145024 (বিকাশ পার্সোনাল)

জাহিদুল হাসান রিয়াজ
01727977164 (বিকাশ পার্সোনাল)

সবার আন্তরিক সহযোগিতা চাই।

আলহামদুলিল্লাহ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন আয়োজিত ৬ষ্ঠতম শ্যামলী ডে- নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠ...
04/02/2024

আলহামদুলিল্লাহ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন আয়োজিত ৬ষ্ঠতম শ্যামলী ডে- নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত। এতে চ্যাম্পিয়ান হয়েছে রিচি ক্রিকেট টিম রানারআপ শ্যামলী বয়েজ।
ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার ময়মুরুব্বিগন, ছাত্র ও যুবসমাজ এবং বিভিন্ন দলের খেলোয়াড়বৃন্দ।
আশা করি মানবতার কাজের পাশাপাশি খেলাধুলা সহ সকল ধরনের ভালো কাজে সবার সহযোগিতায় এগিয়ে যাবে নিমছায়া।
সব শেষে যাদের আন্তরিক প্রচেষ্টায় ও সহযোগিতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো সবার জন্য রইলো ভালবাসা ও শুভেচ্ছা। ধন্যবাদ

আজ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে রক্তদান করা হয়, রক্তদান করেন সংগঠনের সাবেক ...
11/01/2024

আজ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে রক্তদান করা হয়,
রক্তদান করেন সংগঠনের সাবেক পৌর কমিটির যুগ্ম আহবায়ক শিশির চিশতি।
রক্তদাতা ও রোগীর সুস্থতা কামনা করছি।

নিমছায়া পরিবারের সাথে যুক্ত হয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ আবু রেজা এম. এ চৌধুরী,  চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাকিব মোঃ আতাউর উ...
23/12/2023

নিমছায়া পরিবারের সাথে যুক্ত হয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ আবু রেজা এম. এ চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাকিব মোঃ আতাউর উল্লাস এবং জেনারেল প্রেকটিশনার এন্ড সনোলজিস্ট ডাঃ ফারজানা রহমান তুষি।
নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উনাদের সম্মাননা নেইম-প্লেট উপহার দেওয়া হয়। নিমছায়ার রেফারেন্সে অসহায় রোগী এবং সদস্যদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি রাখবেন । এছাড়া সকল ভালো কাজে নিমছায়ার পাশে থাকবেন।

26/09/2023
আমরা নিমছায়া পরিবার
24/08/2023

আমরা নিমছায়া পরিবার

আজ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে রক্তদান করা হয়, সংগঠনের পক্ষে ৯ম বারের মতো ...
21/05/2023

আজ নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীকে রক্তদান করা হয়, সংগঠনের পক্ষে ৯ম বারের মতো রক্তদান করেন পৌর কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অপু।
রোগীর ও রক্তদাতার সুস্থতা কামনা করছি।

16/05/2023

নিমছায়া

Address

Habiganj
Habiganj Sadar

Telephone

+8801717686025

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিমছায়া স্বেচ্ছায় রক্তদাতা ও সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category