BSC Dentistry - BD

BSC Dentistry - BD Information of Dentistry

ঈদুল আজহা এবং ঈদুল ফিতর পরবর্তা মুখ ও দাঁতের যত্ন  ঈদ ও পরবর্তী কয়েক দিন চলে “দাঁত ও মুখের” ওপর একরকম অত্যাচার  🤨তাই ঈদ ...
29/03/2023

ঈদুল আজহা এবং ঈদুল ফিতর পরবর্তা মুখ ও দাঁতের যত্ন

ঈদ ও পরবর্তী কয়েক দিন চলে “দাঁত ও মুখের” ওপর একরকম অত্যাচার 🤨
তাই ঈদ পরবর্তী পরিচিত কিছু দাঁতের সমস্যা নিয়ে আজকের আলোচনা -

দাঁত ও মাড়ির ফাঁকে খাবার জমে থাকা-
খুবই কমন একটি সমস্যা ,ইদের সময় অতিরিক্ত মাংসজাতীয় খাবার বেশি খাওয়া হয়ে থাকে এবং খুব সহজেই মাংসের আঁশ দাঁত ও মাড়ির ফাঁকে ঢুকে পরে।

প্রাথমিকভাবে অস্বস্তি এবং মৃদু ব্যাথা কমাতে টুথপিক অথবা কাঠি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে অনেকে এতে মাংসের আশঁ তো বের হয় তবে পরবর্তীতে মাড়ির প্রদাহ এবং সংক্রমণ হবার ঝুঁকি থাকে, দুই দাঁতের মাঝে ফাঁকা বেড়ে যায় এমনকি দাঁতে কোন ক্যাপ অথবা ফিলিং থাকলে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।

একপর্যায়ে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পরা, মাড়ি নিচে নেমে যাওয়া,দাঁত ব্যাথা হওয়া,শিরশির করা, দাঁত নড়ে যাওয়া সহ নানা জটিলতার সৃষ্টি হয়। অনেকে আবার টুথব্রাশ করে বের করার চেষ্টা করে,যা থেকে দাঁত ও মাড়ি উল্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাধারণত টুথব্রাশ এর ব্রিসল দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ঢুকতে পারে না।পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের এবং ধূমপান যারা করেন তাদের জন্য দাঁতের যত্নের একটু অবহেলা অনেকটা ভয়াবহ হতে পারে।

দাঁতের যত্নে করণীয় -

#দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস নামক একধরনের সুতা অথবা ইন্টার ডেন্টাল ব্রাশ যা এক ধরনের ছোট ব্রাশ প্রতিবার খাবারের পর ব্যবহার করতে হবে।অবশ্যই চিকিৎসক থেকে ব্যবহারবিধি জেনে ব্যবহার করতে হবে।পাশাপাশি দু বেলা ব্রাশ তো করতেই হবে তার কোন বিকল্প নেই।

#জীবণুনাশক মাউথওয়াশ যেমন- পভিডোন আয়োডিন/ক্লোরোহেক্সিডিন/অ্যান্টিসেন্টিক মাউথওয়াশ/ লবন গরম পানি দিয়ে কুলি করতে হবে খাবারের পর।

#আক্কেল দাঁতের জটিলতা বেড়ে যেতে পারে এই সময়। দাঁত সম্পূর্ণ না উঠলে অথবা বাঁকা থাকলে দাঁতের চারপাশের মাংসে খাবার ঢুকে তীব্র ব্যাথা হতে পারে। তাই খাবারের পর নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে।

যাদের দাঁতে বড় ক্যাভিটি আছে তারা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সমাধান করে ফেলায় ভালো তা না হলে গর্তে খাবার ঢুকে ব্যাথা শুরু হতে পারে।

যাদের দাঁতের ওপরে/দাঁতের সাইডে ফিলিং করা, দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ করা হয়েছে তাদের জন্য খাবার বিশেষ করে মাংসের হাড় অনেকটা সাবধানে খেতে হবে নাহলে ফিলিং/ক্যাপ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর যাদের দাঁতে রুট ক্যানেল চিকিৎসা করা হয়েছে কিন্তু ক্যাপ করা হয় নি তাদের জন্য অনেকটা সাবধানে খেতে হবে নাহলে দাঁত ভেঙ্গে যেতে পারে।

#যারা নকল আলগা দাঁত ব্যবহার করে তাদের শক্ত হাড়ের কামড়ে প্লেট ভেঙ্গে যেতে পারে যার ফলে মাড়ি ও জিহ্বাতে ক্ষত হতে পারে তাই খাবারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে।

অবশ্যই মনে রাখতে হবে মাংস,হাড় অথবা অন্যান্য খাবার সঠিক এবং পরিপূর্ণ ভাবে চিবিয়ে খেতে হবে যা দাঁত ও মাড়ির সুস্বাস্থ্যের অত্যন্ত জরুরী। ইদে মাংস এবং মিষ্টি খাবার পরিমিত পরিমানে খেতে হবে পাশাপাশি পুষ্টিকর খাবার খেতেও ভুলে গেলে চলবে না।

সবশেষে সবার সুস্থতা কামনা করছি ♥

হবিগন্জ-সদর
যোগাযোগের জন্য: +8801821-700871

30/07/2022
06/02/2022

মেসওয়াক বা দাঁতনঃ

গবেষণায় দেখা গেছে যে ব্রাশের মতােই মেসওয়াক বা গাছের ডাল দিয়ে দাত
পরিষ্কার করলে খুবই ভালাে ফল পাওয়া যায়। অনেকেই নিমগাছের ডাল দিয়ে দাঁত
মাজেন। এ ক্ষেত্রে এসব শক্ত ডালা ব্যাবহার না করা উত্তম, মেসওয়াক হতে হবে নরম, তুল তুলে। খেজুর গাছের ডালা এ ক্ষেত্রে ভাল। ভুলভাবে ব্রাশ ব্যবহারে দাত ক্ষয়ের সম্ভাবনা থাকে। ঠিক সেরকম ভাবে মেসওয়াক ও সাবধানতার সাথে ব্যাবহার করতে হবে, না হলে দাত ক্ষয়ের সাথে সাথে মাড়ি ও ছিড়ে যেতে পারে । দাত ও মাড়ি সুস্থ রাখতে হলে দিনে অন্তত পাঁচবার মেসওয়াক
ব্যবহার করতে হবে। তাই একটু যত্ন নিলেই দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আর
থাকবে না ।

19/12/2021

অাক্কেল দাত সমস্যা---

13/12/2021

কিভাবে দাত মাজতে হয়!

অাক্কেল দাত কিভাবে তুলবেন?---
13/12/2021

অাক্কেল দাত কিভাবে তুলবেন?---

Working positions for dentist 🦷 For dentist
05/12/2021

Working positions for dentist 🦷

For dentist

সচেতনতা মূলক পোষ্টঃ-**********************দাঁতের চিকিৎসা কেনো করাবেন??? ~~~~~~~~~~~~~~~~~~~~➤ Samsung, IPhone, Huawei, O...
23/08/2021

সচেতনতা মূলক পোষ্টঃ-
**********************
দাঁতের চিকিৎসা কেনো করাবেন???
~~~~~~~~~~~~~~~~~~~~

➤ Samsung, IPhone, Huawei, Oppo ব্যন্ডের মোবাইল কিনবেন শো অফ করার জন্য।

➤ Armani, Lavi's, Kalvin Klein, Tommy Hilfiger, Diesel, Lee jeans, Guess, ব্যন্ডের প্যান্ট কিনবেন নিজেকে আরো স্মার্ট দেখানোর জন্য।

➤ Ralph Lauren, Adidas, Burberry, Armani, Tommy Hilfiger, Hugo Boss,
Guess, James p***e ব্যন্ডের সার্ট কিনবেন বন্ধুদের কে দেখানোর জন্য।

➤ Nike, New Balance, Adidas, Puma, Gucci, Reebok, Converse, Air Jordan, Vans, Under Armour ব্যন্ডের জুতা কিনবেন নিজেকে আরো সুন্দর দেখানোর জন্য।

➤ Jaeger-Le Coultre, A.Lange & Sohne,
Audemars Piguet, Piaget, Cartier, Benson, Longines, Tudor, Omega, Rolex, Harry Winston ব্যন্ডের হাত ঘড়ি কিনবেন অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য।

➤ Peter England, Jack & Jones,
Park Avenue, Allen Solly, Hidesign,
Titan, Red Tape, Cross ব্যন্ডের ব্যাল্ট কিনবেন নিজেকে সুনিপুণ ভাবে উপস্থাপন করার জন্য।

➤ Gucci, Montblanc, Luis Vuitton, Bellroy, Burberry, Bottega Veneta, Hermes, Armani, Harben - London
ব্যন্ডের মানিব্যাগ কিনবেন বিভিন্ন ব্যাংকের কার্ড রাখার জন্য

➤ Ray- Ban, Oakely, Maui Jim, American Optical, Tom Ford, Persol, Oliver Peoples, Prada ব্যন্ডের সানগ্লাস কিনবেন নিজেকে ডেশিং লুক দেয়ার জন্য।

➤ Polo Blue, Lacoste Eau De Blabc, Davidoff Cool Water,
Bvlgari Man in Black, Hugo Boss, Nautica Man Blue, Dolce & Gabana,
Jaguar Man Classic ব্যন্ডের পারফিউম কিনবেন অন্য মানুষের কাছে নিজেকে জানান দেয়ার জন্য।

এতকিছুর পরেও যখন কথা বলার সময় আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে এবং আপনার সামনে থাকা লোকগুলো নাক চেপে আপনার সাথে কথা বলবে। তখন কিন্তু আপনার সব আয়োজন ম্লান হয়ে যাবে।

তাই এহেন পরিস্থিতি এড়াতে নিয়মিত আপনার ডেন্টিস্টের কাছে দাঁতের চিকিৎসা নিন।

Address

Habigonj
Habiganj Sadar
3301

Telephone

+8801911510198

Website

Alerts

Be the first to know and let us send you an email when BSC Dentistry - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BSC Dentistry - BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram