TIENS @[987540098057929:]
@[+8801720583516]
TIENS
GROUP
@ tiens .habiganj

23/10/2018

Hi all kmon achen sobai

21/05/2018

একা বারো ঘন্টা কাজ করলেও বারোর বেশি হবেনা, কিন্তু আপনার টিমে এক হাজার লোকে মাত্র এক ঘন্টা করে কাজ করলেও আপনার কাজ হয়ে যায় এক হাজার ঘন্টা।

27/04/2018
10/01/2018

The TIENS Blood Circulative Massager is a device that integrates the principles of biotechnology, electronics and mechanics, and adopts them to be utilized in different health applications like acupuncture, stimulation of key points of the body, and massage of reflex areas in palms and feet.
By using the device in different positions, such as standing, sitting, kneeling, leaning, lying on your stomach or back, you will get a massage of your spinal cord, muscles, and energy paths and massage points. By massaging the foot reflex area, we improve the functions of the viscera and acupuncture points and smooth the meridians to improve blood circulation. At the same time, the device can balance blood circulation and improve metabolism.
We have an amazing offer for this month “Buy one get one FREE” Call our Customer service team on 0802 200 7788 to place your order today or go online. The offer ends on 26th January. Don’t miss out on this opportunity.

31/03/2017

AbU MahmuD TalukdeR KawsaR

29/03/2017

আমার প্রিয় ভাই ও বোনেরা এবং বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম।
আমি আগামি ১বছরের মধ্যে ১লক্ষ বেকার লোকের কর্মসংস্থান করব ইনশাআল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য।

18/12/2016
14/12/2016

এক ইংরেজ ভদ্রলোক পিঠা
বিক্রেতাকে প্রশ্ন করছে|
ইংরেজ ভদ্রলোক:হোয়াট ইজ দিজ?? পিঠা বিক্রেতা:ইট ইজ চিতল
পিঠা| ইংরেজ ভদ্রলোক:হোয়াট ইজ চিতল
পিঠা?? পিঠা বিক্রেতা: . . . . ওয়ান সাইড ফুটা ফুটা আন্ডার
সাইড mota
এন্ড is কল্ড "চিতল পিঠা"|

13/12/2016

আপনি কি জানেন...?
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অধিকাংশই উচ্চ
বিদ্যালয় ও কলেজে ঝরে পড়া ছিল
#নষ্ট_ছাত্র

13/12/2016

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ !!
((((((( TIENS কোড )))))))
বেঁচে থাকার সংগ্রাম'ই হল জীবন, এবং জীবনটাকে
অনুভব করার অর্থই হল বেঁচে থাকা।
প্রত্যেকেরই বেঁচে থাকার সময় গুলোতে অপ্রত্যাশিত
সংকট দেখা দেয়, আর সে জন্যই আমরা আমাদের জীবনে
অসহায়ত্বের মুখোমুখী হ'ই।
জন্ম থেকেই মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে সব
ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে।
বর্তমানে আধুনিক শিল্প সভ্যতা বিকাশের ভারে মানুষ
অনেক ভাবেই সমস্যায় পতিত হচ্ছে।
শিল্পায়নের দূষণ ও অতি নগরায়নের ফলে আমাদের
স্বাস্থ্য লুণ্ঠিত হচ্ছে, স্বাস্থ্য আজ ঝুঁকির মধ্যে।
নানান রোগের উপদ্রব আমাদের ভেঙ্গে দিচ্ছে, আর
আমাদের জীবন প্রতি মুহুর্তে অনেক পরিক্ষার মুখোমুখী
হচ্ছে। অ-স্বাভাবি আর্থিক সংকটের ঝাপটায় পৃথিবীর
অধিক দরিদ্রতায় পড়ছে ও অনেক-কেই নিশ্ব করছে।
স্বাস্থ্য আমাদেরকে মরুময় করে তুলছে এবং আমাদের
নাগালের বাইরে চলে যাচ্ছে। সম্পদও ইতিমধ্যেই
হারিয়েছি, সুখী এবং প্রাচূর্য্যময় জীবন আমাদের থেকে
দূরে চলে যাচ্ছে, এবং প্রতিদিন'ই বাসযোগ্য স্থান
ক্ষুদ্রতর হচ্ছে।
আমাদের এখন কি করা উচিৎ ???
যতদূর আপনি আপনার মনের চোখ খুলতে সচেষ্ট থাকবেন,
সেখানে সব সময় অন্ধকার শেষে উজ্জ্বল আলো
আপনাকে সুখের পথ নির্দেশ করবে আর আপনাকে স্বাস্থ্য
ও সম্পদের দিগন্তে নিয়ে যাবে।
!! এটা আশার আলো !!
যা তিয়ানশীর মাধ্যমেই আপনি পাবেন।
এখানে আপনি পরিশ্রম ও চেষ্টা দিয়ে স্বপ্ন সাজাতে
পারবেন। যখন স্বাস্ব্যের সন্ধান পাবেন এবং সম্পদ ফিরে
পাবেন, প্রতিকূল পরিবেশ ও কোন্ কোন্ যাদু শক্তি
তিয়ানশী কে সমৃদ্ধ করেছে সফল হওয়ার জন্য আসুন জানা
যাক এই গোপনীয়তা - যে কিভাবে তিয়ানশি স্বাস্থ্য ও
সম্পদ অর্জন করছে ?
!! তিয়ানশি পাসওয়ার্ড !!
পাসওয়ার্ডঃ ০১
!! সুস্থ জীবন চীনের স্বাস্থ্য সুরক্ষা'র দীর্ঘ্য অভিজ্ঞতা
থেকে প্রাপ্ত !!
প্রজন্মের পর প্রজন্ম ধরে চীনের প্রধান ঐতিহ্য স্বাস্থ্য
সু-রক্ষার মন্ত্র মানুষের কাছে সু-গ্রহনযোগ্য।
চীনের সনাতন চিকিৎসা তত্বের মূল ভিত্তি গড়ে উঠেছে
প্রাচীন চীনের স্বাস্থ্য সু-রক্ষার সংস্কৃতি থেকে।
স্বাস্থ্য সু-রক্ষার প্রত্যেক প্রজন্মের বিশেষজ্ঞ
চিকিৎসক - এর সমন্বিত অভিজ্ঞতা ও অর্জন সমূহ থেকে,
এবং যা পৃথিবীর বৃহৎ জনগোষ্ঠীদের জয় করেছে ও
প্রসংশা লাভ করেছে। আধুনিক হাইটেক বায়োলজি'র
ব্যাবহার করে টিয়েন্স প্রধান চার শ্রেনীর স্বাস্থ্য
উন্নয়ণ ঘটিয়েছেঃ
★ পরিস্কারকরণ,
★ নিয়ন্ত্রীতকরণ,
★ পুষ্টিকরসমৃদ্ধ, ও
★ প্রতিরোধক শ্রেণীর যেগুলো,
তিয়ানশির পুষ্টি সমৃদ্ধ, স্বাস্থ্য সু-রক্ষার খাদ্য, ও
স্বাস্থ্য সু-রক্ষার পণ্য, এবং আপনার গৃহ সু-রক্ষার পণ্য
সমূহঃ
তিয়ানশির পণ্য প্রস্তুতে কঠোর মান উন্নয়ণ নিশ্চিত করা
হয় সর্বোচ্চ্য নিরাপত্তার জন্য।
পাসওয়ার্ডঃ ০২
!! অসাধারণ পুরস্কার পরিকল্পনার মাধ্যমে নিরাপদ
সঞ্চিত সম্পদ !!
তিয়ানশির সঙ্গে কাজের মূল্যায়ন হয় সঞ্চিত ভাবে,
পূণরায় নতুনভাবে শুরু করার মাধ্যমে নয়, পরিস্কার, এবং
একেবারেই উন্মোক্ত, এখানে সত্যিকার ভাবেই
প্রতিফলন হয় যত কাজ তত লাভ মূলনীতি, এবং সম্পদ
আহোরণ হয় পরিশ্রম দিয়ে, যেখানে সুযোগ আছে বিপুল
পরিমানের লাভের সুবিধা।
তিয়ানশির সঙ্গে থেকে আর্থিকভাবে অনেক পুরস্কার
পেতে পারবেন, সারা পৃথিবীর সব শ্রেণীর মানুষের মতই
সমভাবে। অনেক লাভজনক আয়, যে অর্থ আপনি দ্রুততার
সাথে এবং সত্যিকার অর্থেই আপনার সোনালী স্বপ্ন-কে
অনুভব করতে পারবেন। পৃথিবীর যে কোন দেশের
তিয়ানশিতে আপনি যুক্ত হতে পারেন। তিয়ানশি
আপনাকে পুরস্কৃত করবে পৃথিবী ব্যাপি বৃহৎ পরিসরের
বাজার দিয়ে। তিয়ানশির শাখা অফিস সমূহঃ আপনার
ভাল ক্যারিয়ার গঠনে সহযোগীতা করছে।
তিয়ানশি যা এমন এক ঠিকানা, আপনার পর প্রজন্ম
কর্য্যক্রম চালিয়ে যেতে পারবে। আপনার শিশুদের জন্য
ভবিষ্যৎ রচিত হবে, তাদেরকে আর উদ্বিগ্ন হয়ে অন্য
কোথাও যেতে হবে না।
!! পাসওয়ার্ডঃ ০৩ !!
!! চমকপ্রদ কর্পোরেট কালচার যা আপনাকে উজ্জ্বল
ভবিষ্যৎ-এর দিকে নিয়ে যাবে !!
পাঁচ হাজার বছর এর সভ্যতার মাটিতে জন্ম নিয়ে
তিয়ানশি চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির বার্তা সারা
পৃথিবীতে পৌছে দিচ্ছে, আধুনিক বায়োটেকনোলজি
ব্যাবহার করে তিয়ানশি সারা পৃথিবীর ব্যাবসা
পরিচালনা করছে। পুরাতন জ্ঞ্যান ও নতুন ধারনার
সংমিশ্রণে তিয়ানশি একটি মতবাদ কে তুলে ধরে
যেখানে সারা পৃথিবী একটি বাড়ী, সেখানে মিলিয়ন
পরিবার এক'ই শক্তিতে মিলিত হয়। তিয়ানশির
ডিসট্রিবিউটরগণ তাদের সৃজনশীলতা -কে সঙ্গে নিয়ে
ভেতরের শক্তি ও সাহস দিয়ে একটি ভাল টিম গঠণ করে।
দূর্গম সমুদ্র পথের জাহাজের কান্ডারীর মত তিয়ানশির
প্রতিষ্ঠাতা - ডঃ মিঃ লিঃ জিন ইউয়ান, তার বলিষ্ঠতা
ও আত্বনির্ভরশীলতা এবং ভালবাসা ও বিশ্বত্বতা দিয়ে
তিয়ানশির সু-নাম অনেক উচ্চতায় পৌছে দিয়েছেন। তাঁর
দূরদৃষ্টি ও সফল নেতৃত্ব পৃথিবীর মানুষের স্বাস্থ্য ও
সম্পদের বার্তা পৌছে দিচ্ছেন।
!! পাসওয়ার্ডঃ ০৪ !!
!! প্রচন্ড রকমের নমনীয় ও কঠোর সামর্থ্যই তিয়ানশির
ব্যাবসায়িক শক্তি !!
তিয়ানশির ব্যাবসা সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে
পৃথিবীর ১১০ টি দেশ ও অঞ্চলে শাখা অফিস প্রতিষ্ঠিত
হয়েছে। ১৯০ টিরও বেশী দেশে ব্যাবসায়ীক
কার্য্যক্রমের আলো ছড়িয়েছে।
২০ মিলিয়নেরও বেশী পরিবার তিয়ানশি পণ্যের নিয়মিত
ভোক্তা। বৃহৎ স্বাস্থ্য নীতির উন্নয়নে টিয়েন্স
আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প পার্ক ও আন্তর্জাতিক
বিশ্ববিদ্যালয় ৪.২ বর্গকিলোমিটার এলাকায় ব্যাপৃত
এবং ১৭ বিলিয়ন (আর এম বি) সেখানে বিনিয়োগ করা
হয়েছে।
সমন্বিত পণ্য গবেষণা, হোটেল, বিনোদন কেন্দ্র ও
প্রদর্শনী, এই সমস্ত উপকরণ দিয়েই তিয়ানশি
আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্পপার্ক ক্রমান্বয়ে একটি
পরিপূর্ণ শিল্পে পরিনত হচ্ছে।
এখানে মানব সম্পদ সর্বরাহ মূলধন প্রবাহ, ও তথ্য প্রবাহ
নিয়ে মানুষের ত্রুটি সত্যিকার অর্থেই বৃহৎ শিল্পাঞ্চল
গড়ে উঠেছে। পর্যাপ্ত সহযোগীতা ও সর্বরাহের জন্য
ব্যাবসায়িক সহযোগীদের সবকিছু নিজে করতে হয় না।
আধুনিক ইলেকট্রনিক্স হিসাব গণনা পদ্ধতিতে বিশ্বের
ব্যাবসায়িক সমন্বা হয়। আপনি আপনার সক্ষমতাকে
বাড়িয়ে নিতে পারেন ও ব্যাবসায়িক ঝুঁকি কমাতে
পারেন।
আন্তর্জাতিক স্বাস্থ্য শিল্প পার্কে, স্বাস্থ্য শিল্পে
উদ্ভাবনি ক্ষমতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে, তাই-
জিসান স্বাস্থ্য ব্যাবস্থাপনা কেন্দ্র এবং সমন্বিত
স্বাস্থ্য বাবস্থাপনা ফ্রানচাইজ, পণ্য ও সেবা, পর্যটন।
তিয়ানশি শুধুমাত্র চীনের স্বাস্থ্য শিল্প ক্ষেত্রে
অভাবনীয় অগ্রগণ্য অবস্থাকেই গুরুত্ব দেবেনা, আরো
তুলে ধরবে যোগাযোগ, নতুন আবিষ্কার, ও উন্নয়নের
মাধ্যমে সারা বিশ্বের অগ্রগতিকে সাথে নিয়ে বৃহৎ
স্বাস্থ্য শিল্প হিসেবে আরো বিপ্লব ঘটাবে দৃড় প্রত্যয়ে।
তিয়ানশি পণ্যের মানের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমানে
দ্বায়িত্বশীল। সারা বিশ্বের ভোক্তাদের শিক্ষা ও
প্রশিক্ষণ ও সীমাহীন সুযোগ দানেও বদ্ধ পরিকর।
বিভিন্ন রকম অত্যাধুনিক তত্ব যেমনঃ নিউ সোয়াপ-আই
এন্ড অলটারনেটিভ থিওরী, ওয়েল্থ, এবং কনজামশন, মোর
ওয়েল্থ ফর কনজামশন অপারেশন এর উপর ভিত্তী করে
নীতি প্রনিত হয়েছে। পরিচালনার মতবাদ, পরিসুদ্ধ সেবা
ব্যাবস্থাপনা, ও পরিসুদ্ধ সেবা ব্যাতিক্রম এর ফলেই
অসাধারণ পদ্ধতি নিশ্চিত করছে টিয়েন্স।
★★★ টিয়েন্স পাসওয়ার্ড গুলো বিভিন্ন রকম পরিক্ষা
ও সংকটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আপনাকে অপরিসীম
সুযোগ করে দেয়।
যদিও মানব জীবনে শতশত বছর ধরে সংকট অতঃপ্রত-ভাবে
জড়িয়ে আছে, তথাপী আশা কখনো নিশ্বেঃষ হয়না।
তিয়ানশির পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সংকটের
সমাধান খুঁজে পাবেন, এবং স্বাস্থ্য ও সম্পদের দরজা
উন্মুক্ত হবে।
★ তিয়ানশি-কে বেছে নিন সু-স্বাস্থের জন্য !
★ তিয়ানশি-কে বেছে নিন সম্পদ অর্জনের জন্য !
★ তিয়ানশি-কে বেছে নিন আপনার ভবিষ্যৎ সাজানোর
জন্য !
!! আপনার সামনেই পাসওয়ার্ড আছে, আপনি কিসের জন্য
অপেক্ষা করছেন ??? !!
★★★ আসুন একসাথে স্বপ্ন-কে জয় করি
ইনশাআল্লাহ আসুন একসাথে সফলতা'র পথে এগিয়ে যাই,।
শিল্পীর গানের ভাষায়ঃ
আমি এক ফেরিওয়ালা ভাই
স্বপ্ন ফেরি করে বেড়াই
হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংম্বা নিরাশার
জন্ম ভূমি মুক্ত করার কিংম্বা প্রিয় প্রেমিকার
আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চায় !!
ঘুমিয়ে মানুষ যা দেখে তা দুঃস্বপ্ন ! ( সপ্ন নই )
পক্ষান্তরে - মানুষ স্বপ্ন দেখে নির্ঘুম অবস্হায় !
যে স্বপ্ন দেখে সে ঘুমাতে পারে না,
কারণ স্বপ্ন মানুষকে তাড়া করে ফেরে,
- এই উদ্দেশ্যে যে, তার বাস্তবায়ন এর জন্য !!
সময় তার নিজস্ব গতিতে চলমান, তাই
আসুন ! আর বৃথা সময় সময় নষ্ট না করে
এগিয়ে যায় সামনের দিকে !!
স্বপ্বের সিঁড়ি বেড়ে সফলতার পথে।
আসুন ! একসাথে সপথ করি - আমাদের ভাল কর্মের
মাধ্যমে দুনিয়া এবং আখেরাত এর সফলতাকে জয় করে
আনবই আনবো ইনশাআল্লাহ।
এবং সেই অনুযায়ী প্রতিনিয়ত কাজ করে যাব।
আল্লাহ তুমি আমাকে ও আমাদের তাওফীক দান করুন-
আমিন।
আল্লাহ তুমি আমাদের কবুল করুন-আমিন।
জীবনে পরাজিত হওয়া নিয়ে কখনো মন খারাপ করবেন
না।
এবং খুব বেশি ভাববেন ও না।
ভেবে নিন প্রত্যেক টা পরাজয় আপনার পরবর্তিতে জয়ের
প্রেরণা !
ভাবুন সেই সময়টা নিয়ে যখন সুযোগ এসেছিলো কিন্তুু
আপনি বে খেয়াল ছিলেন তাই তা দুই হাতে গ্রহণ করতে
পারেন নি।
( যেমনঃ একটা গানে বলা হয়েছে - প্রেম একবার
এসেছিল নিরবে, এখানে আমরা ধরে নিতে সুযোগ একবার
এসেছিল নিরবে, আমার'ই এ দুয়ারও প্রান্তে, সেতো হায়
মৃদু পায় এসেছিলো পারিনিতো জানতে ) এটা বে-খেয়াল
থাকার জন্য।
এমন ভাবনাই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার রসদ
যোগাবে।
পক্ষান্তরে - ব্যর্থতা নিয়ে ভাবতে ভাবতে আপনি
নিজেই বিলীন হয়ে যাবেন একসময়।
তাই জীবন আপনার সিদ্ধান্তও আপনার।
এখনই সময় পরিবর্তনের ও সিদ্ধান্ত নেয়ার,
এখন'ই সিদ্ধান্ত নিন এভাবে
ব্যর্থ হয়ে জীবন কাটাবেন ?
নাকি ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবেন সফলতার
পথে।
((( দৃষ্টিভঙ্গী বদলান, জীবন বদলে যাবে। )))
ATTITUDE :
A = 1
T = 20
T = 20
I = 9
T = 20
U = 21
D = 4
E = 5
--------------
= 100 %
Positive Think To Make Your Successful Life.
!!" Change Your Attitude,
Will Change Your Life "!!
((( Lat's Fly Together )))
Join My Group
And
Change Your Life
SAJEED
What'sApp/Imo/Viber & Mobile :
CALL : +88 01720583516
Alternative : +88 01720583516
E-mail : kawsarenterprise18@gmail.com

13/12/2016

টিয়েন্সি পণ্য কিনে হোন ধণ্য

12/12/2016

I.C.T তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি গুরুত্বপূর্ণ
প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার আজীবন কাজে
লাগবে..
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান
সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার
মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
★ ভালো লাগলে শুধু একটা
# Thanks জানাবেন...

12/12/2016

শত বছর পর একবার উদিত হয়,
সেই রকম চাঁদ দেখা যাবে।
আজ রাতে, সব থেকে বড় এবং
আলোকিত চাঁদ দেখা যাবে।
সবার জীবনে একবার দেখার সুযোগ রয়েছে,
কেউ মিস করবেননা সবাই উপভোগ করুন।

Address

Habiganj Sadar

Telephone

1720583516

Website

Alerts

Be the first to know and let us send you an email when TIENS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram