Polli Training Institute

Polli Training Institute পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার হবিগঞ্জ । এখানে এল.এম.এ.এফ ও ডি.এম.এস ট্রেনিং করানো হয়। 2010 সাল থেকে এই প্রশিক্ষণ চলছে। বর্তমানে চলছে।

LMAF কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করা যাবে কোন প্রকার ফি লাগবে না, DMS কোর্সে ভর্তি হলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতি...
02/12/2025

LMAF কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করা যাবে কোন প্রকার ফি লাগবে না, DMS কোর্সে ভর্তি হলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিষ্ঠান রেজি. নং- C-11034545/13. ‘‘পল্লী ট্রেনিং ইনস্টিটিউট’’ কর্তৃক পরিচালিত । ভর্তি চলিতেছে সেন্টারে এসে সরাসরি শুক্রবার/শনিবার পছন্দমত সময়ে ক্লাস করা যাবে এবং অনলাইনে ক্লাস করার সুবিধা আছে।

আপনি কি র্ফামেসী ব্যবসা করতে চান ? ফার্মেসী মেডিসিন বিষয়ে অভিজ্ঞ হতে চান ? প্রশিক্ষণ নিন অভিজ্ঞতা অর্জন করুন। যা একটি ভাল মানের ফার্মেসী গঠনে সহায়ক হবে।

ভর্তির শেষ তারিখ 10/12/2025ইং বিকাল 05.00 ঘটিকা পর্যন্ত।

ভর্তির জন্য সেন্টারে সরাসরি যোগাযোগ করুন। অফিস টাইম সকাল 10.00 ঘটিকা থেকে বিকাল 05.00 ঘটিকা পর্যন্ত। ভর্তির বিষয় কোন তথ্য জানতে চাইলে কল দিন- 01712421763

অনলাইনে ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার - 01712-421763

স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য চাকরিজীবীদের জন্য শুক্রবার/শনিবারে ক্লাসের বিশেষ ব্যবস্থা । সরাসরি সেন্টারে ক্লাসে অংশগ্রহণ না করতে পারলে অনলাইনে ক্লাস করার সুবিধা আছে।

ভর্তি হতে যা যা লাগবে। পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি 4কপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি 1 কপি, ভোটার আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি 1 কপি, সঙ্গে নিয়ে এসে সরাসরি সেন্টারে ভর্তি হওয়া যাবে।

ফার্মেসী ব্যবসা করার জন্য যারা (প্রাথমিক চিকিৎসার) ঔষধ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান LMAF & DMS কোর্সের প্রশিক্ষণ নিন অভিজ্ঞতা অর্জন করুন।

অবসর সময়কে কাজে লাগানোর স্বার্থে চাকরিজীবীদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ। যারা বেকার প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে দক্ষ করে বেকারত্ব দূর করা সম্ভব। নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষাই অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই প্রশিক্ষণটি একটি ভাল মানের ফার্মেসী গঠনে সহায়ক হবে। ফার্মেসী পেশা হচ্ছে একটি সেবা মূলক ও সম্মানের পেশা। ফার্মেসী পেশায় নিজেকে দক্ষ করতে উক্ত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

* প্রতি সপ্তাহে 1 (এক) দিন ক্লাস থাকবে।
* শুক্রবার অথবা শনিবারের যে কোন একটি ব্যাচে ক্লাস টাইম নিজের পছন্দ মত সিলেক্ট করা যাবে।
* LMAF কোর্সের মেয়াদ 6 মাস এবং DMS কোর্সের মেয়াদ 1 বছর ।
* ক্লাস শুরু 01/01/2026ইং বিকাল 03.00 ঘটিকা থেকে।
* সরাসরি ক্লাসে উপস্থিত না থাকতে পারলে অনলাইনে ক্লাস করার সুবিধা আছে।
* ভর্তি বিষয় যে কোন তথ্য জানার জন্য কল দিন- 01712-421763
* উক্ত তারিখের মধ্যে 50% ছাড়ে DMS কোর্সে ভর্তি হওয়া যাবে।
* ভর্তির শেষ তারিখ 10/12/2025ইং।

LMAF & DMS কোর্স কেন প্রয়োজন ?
যারা ফার্মেসী ব্যবসা করতে চান । একটি ভাল মানের ফার্মেসী ব্যবসা পরিচালনা করার জন্য LMAF & DMS প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই কোর্সটি সম্পন্ন করলে আপনি বর্তমান (প্রাথমিক চিকিৎসার) ঔষধ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন।

বিগত 15 বছরে বিভিন্ন জেলার শতশত প্রশিক্ষণার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে ট্রেনিং সম্পন্ন করে নিজের কর্মসংস্থান তৈরী করেছে।

যোগাযোগের ঠিকানাঃ-
পল্লী ট্রেনিং ইনস্টিটিউট
(এস.টি ট্রেনিং ইনস্টিটিউট)
বেবীস্ট্যান্ড মোড়, আলিফ হোটেল এর
দক্ষিণ পাশে, 3য় তলা, হবিগঞ্জ।
01712-421763

01/12/2025
DMS Courseপল্লী-চিকিৎসক বই-1. মেডিসিন গাইড2. ফার্মাকোলজী3. এনাটমি ফিজিওলজী4. শল্য ও ধাত্রীবিদ্যা         ( লেখক:- এস.এম ...
30/11/2025

DMS Course
পল্লী-চিকিৎসক বই-

1. মেডিসিন গাইড
2. ফার্মাকোলজী
3. এনাটমি ফিজিওলজী
4. শল্য ও ধাত্রীবিদ্যা
( লেখক:- এস.এম মনিরুল আলম )

ভর্তি চলছে।
17/09/2024

ভর্তি চলছে।

Address

Fire Service Road. Babistand
Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when Polli Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Polli Training Institute:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram