23/11/2025
আসসালামু আলাইকুম
এই প্রথম শাহজিবাজার ,ওয়াপদায় বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার করবেন।
ডা: রামেশ্বর পাল
এমবিবিএস (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। বি সি এস (স্বাস্থ্য) এম.ডি (বক্ষব্যাধি)
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
চিকিৎসা সমূহ :
১. স্ট্রোক, প্যারালাইসিস, ঘুমের সমস্যা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া,
২.চর্মরোগ, অ্যালার্জি, একজিমা, ব্রণ (Acne),সোরিয়াসিস, রিংওয়ার্ম বা ফাঙ্গাল সংক্রমণ,
৩.অ্যাজমা,হাঁপানি,ব্রংকাইটিস, দীর্ঘদিনের কাশি এবং কাশির সাথে রক্ত আসা, যক্ষা, নিউমোনিয়া, বুকে ব্যথা,দীর্ঘদিনের সর্দি,নাকে মাংস বৃদ্ধি হয়ে শ্বাসকষ্ট,
৪. বারবার জ্বর হওয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, শরীর কাঁপুনি দিয়ে জ্বর হওয়া,
৫. মাথা ঘুরানো, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, সব সময় লো প্রেসার হয়ে থাকা,শারীরিক দুর্বলতা।
৬. থাইরয়েড (হরমোন), ডায়াবেটিক,চুল পড়ে যাওয়া,
৭. বাত ব্যথা, শরীর ও হাত পা জ্বালাপোড়া, ঘিরা ফুলে যাওয়া,
৮. লিভারের সমস্যা, কিডনি সমস্যা, জন্ডিস, খাবারের অরুচি, বমি, পেট ফুলে থাকা, গ্যাস্ট্রিকে সমস্যা, পেট জ্বালাপোড়া ও ব্যথা।