01/04/2022
ছবিটি দেখে মনে হতেই পারে,, হয়তো কোনো পাহাড়,, সুড়ঙ্গ,, অথবা কোনো গুহা।।
তাই না ??
মোটেও এটা তেমন কিছুই না।। এটি হলো আপনার আমার শরীরে ইঞ্জেকশন সূঁচের ক্ষত,, ইংরেজীতে এটাকে Needle Puncture বলা হয়ে থাকে।।
এক্ষেত্রে ইলেকট্রনিক টেলিস্কোপের সাহায্যে,,ছবিটি কয়েক লক্ষ গুন ZOOM করে,, Highly Magnified প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে।।
ছবিতে দেখা যাচ্ছে,, আপনার আমার চামড়া,, ঠিক যেনো মাটির কোনো এবড়ো-থেবড়ো দেওয়াল,, আর,, নিডল পাংচার ঠিক যেনো সেই দেওয়ালে অবস্থিত একটি গুহার মতো।।
ছবিটি ইন্টারনেটে দেখলাম।। সঙ্গে সঙ্গে সূরা হিজর এর ২৬ নাম্বার আয়াত মনে পড়ে গেলো -- "ওয়ালাকাদ খালাকনাল ইনসা-না মিন সালসা-লিম মিন হামাইম মাসনূন।।"
(★ আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি দ্বারা।।)
সংগ্রহীত