Raqi Sulaiman

Raqi Sulaiman তাবিজতুমার ও শিরক কুফর মুক্ত কোরআন হাদীস ভিত্তিক চিকিৎসা কেন্দ্র

07/07/2025

রুকইয়াহ সফর
শায়েস্তাগঞ্জ টু সিলেট বিশ্বনাথ
নিরাপদ সফর এবং সফলতার দোয়া চাই

আগামীকাল রুকইয়াহ নিয়ে সিলেট থাকবো ইনশাআল্লাহ। সিলেটী ভাই বোনেরা হোম সার্ভিসের জন্য শিডিউল রাখতে পারেনRaqi Sulaiman
06/07/2025

আগামীকাল রুকইয়াহ নিয়ে সিলেট থাকবো ইনশাআল্লাহ। সিলেটী ভাই বোনেরা হোম সার্ভিসের জন্য শিডিউল রাখতে পারেন

Raqi Sulaiman

বন্ধ্যাত্বের যাদু ভেঙে গর্ভধারণ – একটি হৃদয়ছোঁয়া বাস্তব কাহিনী দু’বছর ধরে সব চেষ্টা করেছেন—চিকিৎসা, পরীক্ষা, ওষুধ, দোয়া...
01/07/2025

বন্ধ্যাত্বের যাদু ভেঙে গর্ভধারণ – একটি হৃদয়ছোঁয়া বাস্তব কাহিনী

দু’বছর ধরে সব চেষ্টা করেছেন—চিকিৎসা, পরীক্ষা, ওষুধ, দোয়া…
তবুও কিছুতেই মায়ের কোলে আসেনি সেই স্বপ্নের শিশুটি।
দিন গেছে, রাত গেছে…
কান্না আর হতাশার পাহাড় জমেছে একটাই প্রশ্ন নিয়ে—
“আমি কি কোনোদিন মা হতে পারবো না?”

অবশেষে একদিন তিনি কান্নাভেজা কণ্ঠে আমার কাছে বললেন এই কথাটি।
আমি তাকে শান্ত করে রুকইয়াহ ডায়াগনোসিস করলাম।
আর তখনই প্রকাশ পেলো ভয়ংকর এক গোপন সত্য:
তিনি আশ্বিক জ্বিন এবং বন্ধ্যাত্বকরণ যাদুতে আক্রান্ত!

🔍 লক্ষণগুলো ছিল খুব স্পষ্ট:

▪️ চিকিৎসায় কোনো সমস্যা না থাকা সত্ত্বেও সন্তান না আসা
▪️ পিরিয়ডের সময় এলোমেলো হয়ে যাওয়া
▪️ স্বামীর প্রতি হঠাৎ অকারণ ঘৃণা
▪️ বারবার গর্ভপাত বা গর্ভে থাকা অবস্থায় রক্তপাত
▪️ অশ্লীল স্বপ্ন, কেউ যেন ঘুমে গায়ে চেপে বসছে
▪️ ডাক্তার বলছেন “সব ঠিক”, কিন্তু বাস্তবে কিছুই ঠিক হচ্ছে না!

আমি তাকে তিন মাসের প্রেসক্রিপশন দিয়ে শুধু একটি কথাই বলেছিলাম:
“আপনি শুধু নিয়মিত রুকইয়াহ করুন, আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন।”

⏳ ঠিক তিন মাসের মাথায়…
আলহামদুলিল্লাহ!
তিনি গর্ভধারণ করলেন!
আজ তার গর্ভে ৯ মাসের সন্তান আলহামদুলিল্লাহ।

কিছুক্ষণ আগে তিনি আমাকে একটি মেসেজ পাঠালেন,
চোখে পানি এসে গেলো...

"ভাই, আল্লাহ যদি আমার সন্তানকে হায়াত দেন, ইনশাআল্লাহ আকীকায় আপনাকে দাওয়াত দেব। আপনি আমার অনেক বড় উপকার করেছেন।"

মনে রাখুন—আমি কিছুই না, সব কৃতিত্ব শুধুমাত্র আল্লাহর।
আমি শুধুই একটি উসিলা—তাঁর রহমতের দরজা খুলে দেওয়ার একটি মাধ্যম।

👶 সন্তান আল্লাহর দান,
⚠️ কিন্তু অনেক সময় শয়তানি যাদু সেই দানের পথেই গিঁট বেঁধে রাখে।

রুকইয়াহ শুধুই ঝাড়ফুঁক নয়—
এটি সেই শক্তিশালী অস্ত্র, যা দিয়ে জ্বিন-যাদুর বাঁধা ভেঙে ফেলা যায়!

যারা বহু বছর ধরে সন্তান না পাওয়ার কষ্টে ভুগছেন—
👉 দয়া করে রুকইয়াহকে অবহেলা করবেন না।
👉 শারীরিক চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক চিকিৎসাও জরুরি।

আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে, তাওহীদের আলোয় শিফা ও সন্তানের নিআমত দান করুন।

📢 পোস্টটি শেয়ার করুন—
হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই
কোনো নিঃসন্তান মা তার জীবনের সবচেয়ে বড় দানটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ

🖋️ Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার, হবিগঞ্জ, সিলেট
যোগাযোগ: 01939-615799

💬 কমেন্টে আপনার দোয়া ও অনুভূতি জানাতে ভুলবেন না!

#বন্ধ্যাত্ব #সন্তান #জাদু #জ্বিন #আল্লাহর_শিফা #ইসলামিক_চিকিৎসা

28/06/2025

টাকা থাকলেই আমাদের চিকিৎসা পাওয়া যায় না। টাকার সাথে পেশেন্টের দ্বীনদারিতা থাকা বা দ্বীনদার হওয়ার ইচ্ছা থাকা আবশ্যক

এক সেশনেই ৮০% সুস্থ আলহামদুলিল্লাহ
22/06/2025

এক সেশনেই ৮০% সুস্থ আলহামদুলিল্লাহ

মাশাআল্লাহ! আপুটি অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন।আমার পোস্টের নিচে মাঝেমধ্যে কিছু তান্ত্রিক ও ভণ্ড কবিরাজের মন্তব্য দেখা য...
15/06/2025

মাশাআল্লাহ! আপুটি অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন।

আমার পোস্টের নিচে মাঝেমধ্যে কিছু তান্ত্রিক ও ভণ্ড কবিরাজের মন্তব্য দেখা যায়— যারা নানা প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে চায়। সাবধান! এদের কথায় বিভ্রান্ত হবেন না। কেউ প্রতারিত হলে তার দায়ভার আমাদের নয়।

ভালো করে মনে রাখুন:
সুস্থতা ও আরোগ্যের মালিক একমাত্র আল্লাহ তাআ’লা। চিকিৎসা শুধু একটি মাধ্যম বা উসিলা। যে ব্যক্তি কিংবা কবিরাজ সুস্থতার গ্যারান্টি দেয়— তাকে অবলম্বন করবেন না। এটা প্রতারকের অন্যতম চিহ্ন। যার হাতে কোনো ক্ষমতা নেই, সে সুস্থতার নিশ্চয়তা কীভাবে দিতে পারে?!

তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো— এদের চিকিৎসা পদ্ধতি প্রায় সবই কুফরি ও শিরকভিত্তিক। হয়তো এদের চিকিৎসায় বা তাবিজ কবজ দ্বারা সাময়িক কিছু আরাম পেতে পারেন, কিন্তু এতে স্থায়ী সমাধান নেই— বরং ঈমানের ভয়াবহ ক্ষতি হতে পারে। মনে রাখবেন, দুনিয়ার সব কিছু হারালেও ঈমান যেন না হারায়।

তাই সতর্ক থাকুন, তাবিজ-কবজ, এবং শিরকি-কুফরি পদ্ধতি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। একমাত্র আল্লাহর উপর ভরসা করুন, তিনিই যথেষ্ট।

Raqi Sulaiman

14/06/2025

সিহরুল মাকুল (খাওয়ানোর মাধ্যমে করা যাদু)

সিহরুল মাকুল তথা খাওয়ানোর মাধ্যমে করা যাদু হলো এমন এক মারাত্মক যাদু, যার প্রভাব শরীরে থেকে যায়, যতক্ষণ না তা পেট থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। এই যাদুর কারণে একের পর এক শারীরিক ও মানসিক রোগ সৃষ্টি হতে থাকে, যদিও মেডিকেল রিপোর্টে নানা সমস্যা ধরা পড়ে,কিন্তু প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে রোগ সারে না, কোনোই উন্নতি হয় না।কখনো কখনো মেডিকেল টেস্টেও ধরা পড়েনা।

এই রোগী প্রথম যখন আসেন, তখন তার কথা শুনে মনে হয়েছিল তিনি 'আইনুল জিন' তথা জ্বিনের বদনজরে আক্রান্ত। কিন্তু রুকইয়াহ শুরু করার পর এক ভয়ংকর সত্য উন্মোচিত হয়

রুকইয়া চলাকালীন তার চোখে স্পষ্ট ভেসে উঠে যে, তার নিজের কাজের মেয়ে এবং দুইজন নিকটাত্মীয় তাকে খাওয়ানোর মাধ্যমে যাদু করেছে, তখনই সাথে সাথে বমির মাধ্যমে আল্লাহর দয়ায় সেই যাদুর খাওয়ানো বস্তুসমূহ পেট থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ।

সিহরুল মাকুলে আক্রান্ত হলে যেসব রোগ হতে পারে:

✅ পেটে ব্যথা, গ্যাস, বুক জ্বলা, বদহজম
✅ মুখে দুর্গন্ধ থাকা
✅ খাবারে অরুচি বা অতিরিক্ত খাওয়ার প্রবণতা
✅ শরীরে দুর্বলতা, মাথা ঘোরা
✅ চুল পড়া, ত্বকের বিভিন্ন সমস্যা
✅ ওজন অস্বাভাবিক হারে কমে যাওয়া বা বেড়ে যাওয়া
✅ প্রচণ্ড ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত অলসতা
✅ মুখ, হাত বা শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যাওয়া

সিহরুল মাকুলের সাধারণ লক্ষণসমূহ:

🔹 শরীরে ভারী ভাব অনুভব করা
🔹 বেশি ঘুমানো বা অনিদ্রা
🔹 দুঃস্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখা
🔹 নামাজে মনোযোগ হারিয়ে ফেলা
🔹 বুক ধড়ফড় করা, বিনা কারণে আতঙ্ক অনুভব করা
🔹 মাথাব্যথা, যা সাধারণ চিকিৎসায় সারে না
🔹 হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মানসিক অবসাদ, কান্না বা রাগ উঠে যাওয়া
🔹 রোগ নির্ণয়ে চিকিৎসকদের ব্যর্থতা, অথচ সমস্যা থেকেই যাওয়া

করণীয়:

👉 রুকইয়াহ করা (অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে)
👉 আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা
👉 সকালে ও রাতে যিকির ও দুআ পড়া
👉 ঘর-বাড়ি পাক-পবিত্র রাখা এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করা

নোট: সিহরুল মাকুলের প্রকোপের সময় যত দ্রুত রুকইয়াহ শুরু করা যায়, তত দ্রুত আরোগ্যের সম্ভাবনা থাকে। বিলম্ব হলে জটিলতা ও রোগের গভীরতা বেড়ে চলে।

🖋️ Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা:-
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
বিশেষ দ্রষ্টব্য:-
(অনলাইন অফলাইন দুভাবেই রুকইয়াহ করা হয়)

অভিনেত্রী সুবহার মৃত্যু এবং আল্লাহর রহমতের এক অবাক করা নিদর্শন…তানিন রহমান সুবহা একজন অভিনেত্রী ছিলেন, যিনি জ্বিন, যাদু,...
12/06/2025

অভিনেত্রী সুবহার মৃত্যু এবং আল্লাহর রহমতের এক অবাক করা নিদর্শন…

তানিন রহমান সুবহা একজন অভিনেত্রী ছিলেন, যিনি জ্বিন, যাদু, বদনজর—এসব অশরীরী বিষয়কে মোটেই বিশ্বাস করতেন না। কুরআন ও হাদীসে যেগুলোর সত্যতা সুস্পষ্টভাবে প্রমাণিত, তিনি সেগুলোকে অস্বীকার করতেন। অথচ শেষ পর্যন্ত তিনিই যাদুর আঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যাদু আক্রান্ত হওয়াটাও ছিল তার প্রতি আল্লাহর এক বিশেষ দয়া। কেননা, তিনি আক্রান্ত হওয়ার পর ফেসবুকে স্বীকার করেছিলেন যে, জ্বিন-যাদু সত্য—এসবের অস্তিত্ব আছে। অর্থাৎ মৃত্যুর আগে তিনি অন্তত এই বিশ্বাস নিয়েই ইহলোক ত্যাগ করেছেন যে, জ্বিন-যাদু, বদনজর—all these are real and proven by Qur'an and Sunnah.

কিন্তু যদি তিনি আক্রান্ত না হতেন, এবং শেষ পর্যন্ত সেগুলোকে অস্বীকার করেই মারা যেতেন—তাহলে ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করতেন, যার পরিণতি হতো চিরস্থায়ী জাহান্নাম। তাই আমি মনে করি, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে তাকে যাদুর দ্বারা আক্রান্ত করেছেন, যেন তিনি ভুল থেকে ফিরে এসে অন্তত এই বিষয়ে সঠিক ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারেন।

আল্লাহ কখন, কাকে, কীভাবে দয়া করেন—তা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা খুব কঠিন। তিনি নিঃসন্দেহে পরম দয়ালু, অসীম করুণাময়।

Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
(অনলাইন অফলাইন দুভাবেই সেবা প্রদান করা হয়)

10/06/2025

মেয়ের সুস্থতায় মায়ের আনন্দ 😊
৪০দিনের চিকিৎসার মাত্র ১৫দিনেই মেয়ের পরিবর্তন দেখে মায়ের ভয়েস রিভিউ পেলাম আলহামদুলিল্লাহ

Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
(অনলাইন অফলাইন দুভাবেই সেবা প্রদান করা হয়)
এটি আমাদের অনলাইন সেবার রিভিউ আলহামদুলিল্লাহ

ঈদের আনন্দ সবার জন্য একরকম নয়রাক্বী এবং ডাক্তার—দুজনই রোগের চিকিৎসা করেন। কিন্তু তাদের দায়িত্ব এবং জীবনের ধরন একেবারেই ভ...
08/06/2025

ঈদের আনন্দ সবার জন্য একরকম নয়

রাক্বী এবং ডাক্তার—দুজনই রোগের চিকিৎসা করেন। কিন্তু তাদের দায়িত্ব এবং জীবনের ধরন একেবারেই ভিন্ন। একজন ডাক্তার হয়তো ঈদ, উৎসব কিংবা ছুটির দিন পরিবার-পরিজন নিয়ে কাটাতে পারেন। কিন্তু একজন রাক্বীর জন্য সেটা প্রায় অসম্ভব।

রোগীদের কান্না আর সাহায্যের আকুতি থেমে থাকে না ঈদের দিনেও। রাক্বীর ঈদ মানেই রোগীর কান্না শোনা, দুঃখ ভাগ করে নেওয়া, আর অদৃশ্য কষ্টের সঙ্গে লড়াই।

আমিও ভেবেছিলাম—এবার ঈদটা একটু নিজের মতো করে কাটাবো। পরিবারকে সময় দিবো, ছোটদের হাসিতে মন ভরাবো। কিন্তু ঈদের দিন সন্ধ্যা থেকেই একের পর এক রোগী দেখা শুরু হয়েছে। কারো ঘুম নেই, কেউবা আক্রান্ত জিন ও যাদুর যন্ত্রণায়।

রাক্বী আর রুগীর ঈদ যেন একসূত্রে গাঁথা—আনন্দে মিশ্রিত কষ্ট ভাগ করে নেওয়ার ঈদ।

আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তাওফীক দান করেন, আমাদের মেহনতকে কবুল করেন এবং রোগীদের শিফা দেন। সবাই আমাদেরকে দো’আয় রাখবেন।

Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট

কোরবানির দৃশ্য দেখে বা কোরবানির গরুর গোস্তো দেখলেই বা খেলেই বমি হওয়া অথবা অসুস্থ হয়ে যাওয়া হিন্দু জ্বিন এবং দাজ্জালপূজার...
07/06/2025

কোরবানির দৃশ্য দেখে বা কোরবানির গরুর গোস্তো দেখলেই বা খেলেই বমি হওয়া অথবা অসুস্থ হয়ে যাওয়া হিন্দু জ্বিন এবং দাজ্জালপূজারী জ্বিনে আক্রান্ত হওয়ার লক্ষণ

Raqi Sulaiman

জ্বিন যাদু আক্রান্তদের জন্য ঈদের দিনের বিশেষ করণীয় যাদুতে আক্রান্ত পেশেন্টদের জন্য নিজ চোখে গরুর কোরবানি দেখা অত্যন্ত উপ...
05/06/2025

জ্বিন যাদু আক্রান্তদের জন্য ঈদের দিনের বিশেষ করণীয়

যাদুতে আক্রান্ত পেশেন্টদের জন্য নিজ চোখে গরুর কোরবানি দেখা অত্যন্ত উপকারী হতে পারে। এতে জাদুর খাদেম যদি মুশরিক জ্বিন হয়, তবে আল্লাহর হুকুমে সে শাস্তির সম্মুখীন হবে, ইনশাআল্লাহ।

⚠️ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা:

১. ✅ পর্দার ব্যবস্থা নিশ্চিত করুন — পেশেন্ট যেন পর্দার আড়াল থেকে কোরবানির দৃশ্য দেখে।

২. ✅ সুরক্ষার ব্যবস্থা রাখুন — পেশেন্টকে দুইজন মাহরাম পুরুষের সহায়তায় ধরে রাখা উচিত, কারণ কোরবানির সময় জ্বিন শরীরে এক্টিভ হয়ে উঠতে পারে।

৩. ❌ শারীরিক দুর্বলতা থাকলে এড়িয়ে চলুন — যদি পেশেন্টের হৃদযন্ত্র দুর্বল হয় বা রক্ত দেখলে ভয় পায়, তবে এই পদ্ধতি প্রয়োগ না করাই শ্রেয়।

🕌 আল্লাহর সাহায্য ও হিকমতের উপর ভরসা রেখে, সাবধানতার সঙ্গে কাজটি করুন।
🤲 রোগীর জন্য দোয়া করুন—আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।

Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার

Address

Habiganj, Sylhet
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Sulaiman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Sulaiman:

Share