14/06/2025
সিহরুল মাকুল (খাওয়ানোর মাধ্যমে করা যাদু)
সিহরুল মাকুল তথা খাওয়ানোর মাধ্যমে করা যাদু হলো এমন এক মারাত্মক যাদু, যার প্রভাব শরীরে থেকে যায়, যতক্ষণ না তা পেট থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। এই যাদুর কারণে একের পর এক শারীরিক ও মানসিক রোগ সৃষ্টি হতে থাকে, যদিও মেডিকেল রিপোর্টে নানা সমস্যা ধরা পড়ে,কিন্তু প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে রোগ সারে না, কোনোই উন্নতি হয় না।কখনো কখনো মেডিকেল টেস্টেও ধরা পড়েনা।
এই রোগী প্রথম যখন আসেন, তখন তার কথা শুনে মনে হয়েছিল তিনি 'আইনুল জিন' তথা জ্বিনের বদনজরে আক্রান্ত। কিন্তু রুকইয়াহ শুরু করার পর এক ভয়ংকর সত্য উন্মোচিত হয়
রুকইয়া চলাকালীন তার চোখে স্পষ্ট ভেসে উঠে যে, তার নিজের কাজের মেয়ে এবং দুইজন নিকটাত্মীয় তাকে খাওয়ানোর মাধ্যমে যাদু করেছে, তখনই সাথে সাথে বমির মাধ্যমে আল্লাহর দয়ায় সেই যাদুর খাওয়ানো বস্তুসমূহ পেট থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ।
সিহরুল মাকুলে আক্রান্ত হলে যেসব রোগ হতে পারে:
✅ পেটে ব্যথা, গ্যাস, বুক জ্বলা, বদহজম
✅ মুখে দুর্গন্ধ থাকা
✅ খাবারে অরুচি বা অতিরিক্ত খাওয়ার প্রবণতা
✅ শরীরে দুর্বলতা, মাথা ঘোরা
✅ চুল পড়া, ত্বকের বিভিন্ন সমস্যা
✅ ওজন অস্বাভাবিক হারে কমে যাওয়া বা বেড়ে যাওয়া
✅ প্রচণ্ড ঘুম ঘুম ভাব বা অতিরিক্ত অলসতা
✅ মুখ, হাত বা শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যাওয়া
সিহরুল মাকুলের সাধারণ লক্ষণসমূহ:
🔹 শরীরে ভারী ভাব অনুভব করা
🔹 বেশি ঘুমানো বা অনিদ্রা
🔹 দুঃস্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখা
🔹 নামাজে মনোযোগ হারিয়ে ফেলা
🔹 বুক ধড়ফড় করা, বিনা কারণে আতঙ্ক অনুভব করা
🔹 মাথাব্যথা, যা সাধারণ চিকিৎসায় সারে না
🔹 হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মানসিক অবসাদ, কান্না বা রাগ উঠে যাওয়া
🔹 রোগ নির্ণয়ে চিকিৎসকদের ব্যর্থতা, অথচ সমস্যা থেকেই যাওয়া
করণীয়:
👉 রুকইয়াহ করা (অভিজ্ঞ রাক্বীর তত্ত্বাবধানে)
👉 আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা
👉 সকালে ও রাতে যিকির ও দুআ পড়া
👉 ঘর-বাড়ি পাক-পবিত্র রাখা এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করা
নোট: সিহরুল মাকুলের প্রকোপের সময় যত দ্রুত রুকইয়াহ শুরু করা যায়, তত দ্রুত আরোগ্যের সম্ভাবনা থাকে। বিলম্ব হলে জটিলতা ও রোগের গভীরতা বেড়ে চলে।
🖋️ Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
ঠিকানা:-
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
বিশেষ দ্রষ্টব্য:-
(অনলাইন অফলাইন দুভাবেই রুকইয়াহ করা হয়)