Bangladesh Homoeo Hall :: বাংলাদেশ হোমিও হল

Bangladesh Homoeo Hall :: বাংলাদেশ হোমিও হল Bangladesh Homoeo Hall is established by Dr. Md. Ashraf Ali & Dr. Tamzid Hossen.

অ্যাজমা বা হাঁপানি রোগ:ফুসফুসের রোগগুলোর মধ্যে অনেক দেখা যায় এমন একটি রোগ হল অ্যাজমা বা হাঁপানি রোগ। যেকোনো বয়সের মানুষই...
29/06/2025

অ্যাজমা বা হাঁপানি রোগ:
ফুসফুসের রোগগুলোর মধ্যে অনেক দেখা যায় এমন একটি রোগ হল অ্যাজমা বা হাঁপানি রোগ। যেকোনো বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে। হাঁপানি সাধারণত ছোটবেলা থেকে শুরু হয়, তবে প্রাপ্তবয়স্ক হবার পরেও অনেকের ক্ষেত্রে প্রথমবারের মত হাঁপানি শুরু হতে পারে।

অ্যাজমা বা হাঁপানি রোগের লক্ষণগুলো কী কী?
🟥শ্বাসকষ্ট
🟥শ্বাসপ্রশ্বাসের সময় শিস্ দেওয়ার মত শোঁ শোঁ শব্দ হওয়া
🟥বুকে চাপ লাগা – মনে হতে পারে যেন কোন বেল্ট বুকের চারপাশে আঁটসাঁট হয়ে আছে
🟥কাশি

হাঁপানি রোগের কারণসমূহ কী কী?
ফুসফুসে বাতাস আনা নেওয়া করে যে শ্বাসনালীগুলো, সেগুলোর (প্রদাহের কারণে) ফুলে ওঠার কারণে হাঁপানি হয়। শ্বাসনালীগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে পরে এবং সাময়িকভাবে সরু হয়ে যায়।

কিছু কিছু জিনিস হাঁপানি উদ্রেক করতে পারে। সচরাচর দেখা যায় এমন কিছু কারণ হল:
🟥অ্যালার্জি। যেমন পশুর লোম, ফুলের রেণু, ধূলিকণার পোকা ইত্যাদির প্রতি অ্যালার্জি
🟥ধোঁয়া বা পরিবেশ দূষণ
🟥ঠাণ্ডা হাওয়া
🟥শারীরিক ব্যায়াম
🟥সর্দিকাশির মতো অসুস্থতা বা ভাইরাস সংক্রমণ
হাঁপানি উদ্রেকের এই কারণগুলোকে চিহ্নিত করে সেগুলো এড়িয়ে চললে লক্ষণগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই রোগের জটিলতাগুলো কী কী?
যদিও হাঁপানি সাধারণত নিয়ন্ত্রণ এর মধ্যে রাখা যায়, তবুও মনে রাখতে হবে এটি একটি জটিল রোগ যা নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

এজন্য নিচের দুটি কাজ করা জরুরি:
1. নিয়মমাফিক চিকিৎসা পদ্ধতি মেনে চলা।
2. লক্ষণগুলো খারাপ হতে থাকলে সেগুলো কোনোভাবেই উপেক্ষা না করা।

অনিয়ন্ত্রিত হাঁপানি রোগ বেশ কিছু সমস্যা করতে পারে। যেমন:
🟥সবসময় ক্লান্ত লাগা
🟥মানসিক চাপ, উদ্বেগ ও বিষন্নতা
🟥ফুসফুসের সংক্রমণ (নিউমোনিয়া)
🟥বাচ্চাদের বেড়ে ওঠা বা বয়ঃসন্ধিতে দেরি হওয়া
🟥কর্মক্ষেত্র বা স্কুলে অনুপস্থিতি বা আগের চেয়ে কর্মক্ষমতা কমে যাওয়া
🟥হঠাৎ করে হাসপাতাল বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ায় 🟥দৈনন্দিন কাজ ও অবসর ব্যহত হওয়া

কিছু ক্ষেত্রে মারাত্মক অ্যাজমা অ্যাটাকের ঝুঁকি থাকে, যা প্রাণঘাতীও হতে পারে।

ইউরিন ইনফেকশন কী?ইউরিন ইনফেকশন হলো একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন যা সাধারণত মূত্রতন্ত্রে ঘটে। মূত্রতন্ত্রের চারটি প্রধান অংশ...
28/06/2025

ইউরিন ইনফেকশন কী?
ইউরিন ইনফেকশন হলো একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন যা সাধারণত মূত্রতন্ত্রে ঘটে। মূত্রতন্ত্রের চারটি প্রধান অংশ আছে – কিডনি, মূত্রাশয়, মূত্রনালী ও মূত্রনালিকা। যখন ব্যাকটেরিয়া মূত্রনালির মাধ্যমে মূত্রাশয়ে পৌঁছায় এবং সংক্রমণ সৃষ্টি করে, তখন এটি ইউরিন ইনফেকশন হিসেবে পরিচিত।

🔶 ইউরিন ইনফেকশনের ধরন:
১. সিস্টাইটিস : এটি মূত্রাশয়ের সংক্রমণ, যার ফলে প্রস্রাব করতে গেলে ব্যথা এবং জ্বালা হতে পারে।
২. ইউরেথ্রাইটিস : এটি মূত্রনালির সংক্রমণ।
৩. পাইলোনেফ্রাইটিস : এটি কিডনির সংক্রমণ যা অত্যন্ত গুরুতর এবং সাধারণত জ্বর, পিঠে ব্যথা, বমি ভাব ইত্যাদি উপসর্গ তৈরি করে।

🔶 ইউরিন ইনফেকশনের উপসর্গ:
১. প্রস্রাবে জ্বালা এবং ব্যথা হওয়া
২. ঘন ঘন প্রস্রাবের অনুভূতি হওয়া।
৩. প্রস্রাবের রঙ পরিবর্তন (ঘন, দুধের মতো বা লালচে) হওয়া।
৪. প্রস্রাবে দুর্গন্ধ হওয়া।
৫. উচ্চ তাপমাত্রা ও ঠাণ্ডা লাগা (কিডনি সংক্রমণের ক্ষেত্রে)।

🔶 ইউরিন ইনফেকশনের ঝুঁকি ও কারণ:
১. নারীদের ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেশি : নারীদের মূত্রনালি ছোট হওয়ায় সহজেই ব্যাকটেরিয়া মূত্রাশয়ে পৌঁছাতে পারে।
২. হরমোনাল পরিবর্তন : গর্ভাবস্থা, মেনোপজ এবং কিছু ঔষধের প্রভাবে হয়ে থাকে।

🔶 প্রতিরোধের উপায়:
১. প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করা।
২. প্রস্রাব আটকিয়ে না রাখা।
৩. যৌনমিলনের পর প্রস্রাব করা।
৪. টয়লেটের পর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।

🔴 সংক্রমণের জটিলতা:
সংক্রমণ মারাত্মক হলে তা কিডনিতে ছড়িয়ে পড়তে পারে। এটি দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা এবং রক্তে সংক্রমণ সৃষ্টি করতে পারে।

Address

হক টাওয়ার, ডিগ্রি কলেজ রোড় (গোল্ডেন হাসপাতালের নিচতলা), হাজীগঞ্জ মধ্য বাজার, হাজীগঞ্জ।
Hajiganj
3600

Opening Hours

Monday 09:00 - 10:00
14:00 - 20:00
Tuesday 09:00 - 10:00
14:00 - 20:00
Wednesday 09:00 - 10:00
14:00 - 20:00
Thursday 09:00 - 10:00
14:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 10:00
14:00 - 20:00
Sunday 09:00 - 10:00
14:00 - 20:00

Telephone

01714990001

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Homoeo Hall :: বাংলাদেশ হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Homoeo Hall :: বাংলাদেশ হোমিও হল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram