16/11/2025
ট্রেনে উঠার পর দেখলাম আমার বুক দেওয়া চেয়ার নষ্ট টিটিকে ডাকলাম বসার ব্যবস্তা করে দিল। বগিতে লাইট নাই পরের স্টেশনে নামে একটা লাইটের ব্যাবস্তা করলাম।এর পর দেখলাম এসি যেভাবে চলছে এতে গরম যাচ্ছে না টিটিকে বলে সেটা মেরামত করে দিল। এবার আরাম করে বসলাম বসতে না বসতে আমার গন্তব্য স্তলে চলে আসছি। আমাদের জীবনও একই নিয়মে চলে জীবন কে সাজাতে সাজাতে মৃত্যু চলে আসে।