Just a Learner

Just a Learner Health I like to travel and read medical books.

"আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সমাধান করে আসছি। সঠিক রোগ নির্ণয়, মানসিক সহায়তা ও নিরাপদ চিকিৎসা প্রদান আমার প্রধান লক্ষ্য।"

ট্রেনে উঠার পর দেখলাম আমার বুক দেওয়া চেয়ার নষ্ট  টিটিকে ডাকলাম বসার ব্যবস্তা করে দিল। বগিতে লাইট নাই পরের স্টেশনে নামে এ...
16/11/2025

ট্রেনে উঠার পর দেখলাম আমার বুক দেওয়া চেয়ার নষ্ট টিটিকে ডাকলাম বসার ব্যবস্তা করে দিল। বগিতে লাইট নাই পরের স্টেশনে নামে একটা লাইটের ব্যাবস্তা করলাম।এর পর দেখলাম এসি যেভাবে চলছে এতে গরম যাচ্ছে না টিটিকে বলে সেটা মেরামত করে দিল। এবার আরাম করে বসলাম বসতে না বসতে আমার গন্তব্য স্তলে চলে আসছি। আমাদের জীবনও একই নিয়মে চলে জীবন কে সাজাতে সাজাতে মৃত্যু চলে আসে।

বনে আগুন লাগছে পাশে এক জন দেখছিলো একটা সাপ বেরোতে পারছিলো না। সেটা দেখে পাশে থাকা লোক সাপ টাকে বাঁচাতে যায় সেই সাপ তাকে ...
16/11/2025

বনে আগুন লাগছে পাশে এক জন দেখছিলো একটা সাপ বেরোতে পারছিলো না। সেটা দেখে পাশে থাকা লোক সাপ টাকে বাঁচাতে যায় সেই সাপ তাকে কামড় মাড়ে। সেই সময় আরেক জন এসে হাজির হয় সে বল্ল তুমি যে সাপটাকে বাঁচাতে গেলে বিনিময়ে কামড় দিয়েছে। উত্তরে সে বল্ল সাপের কাজ হলো কামড় দেওয়া আর মানুষের কাজ হলো রক্ষা করা।আমাদের সমাজের ক্ষেএেও তাই ইতিহাস সাক্ষী আদি কাল থেকে হয়ে আসছে এই গল্পের মত।

জীবন যেন বিটিভি চ্যালেনের মত সাদা কালো হয়ে যাচ্ছে!
08/11/2025

জীবন যেন বিটিভি চ্যালেনের মত সাদা কালো হয়ে যাচ্ছে!

26/10/2025

03/10/2025
 #ক্যাপসিক্যাম
29/09/2025

#ক্যাপসিক্যাম

মানবজন্মের শুরুটা আসলে এক অসাধারণ প্রতিযোগিতা।ডিম্বাণু (O**m) আর শুক্রাণুর (S***m) মিলন যে সহজ ঘটনা নয়, বরং কোটি কোটি প্...
22/09/2025

মানবজন্মের শুরুটা আসলে এক অসাধারণ প্রতিযোগিতা।
ডিম্বাণু (O**m) আর শুক্রাণুর (S***m) মিলন যে সহজ ঘটনা নয়, বরং কোটি কোটি প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক বিজয়ীর গল্প। নিচে ধাপে ধাপে সেই রোমাঞ্চকর যাত্রাটা সাজানো হলো—

---

🥚 ১. ডিম্বাণুর প্রস্তুতি

ডিম্বস্ফোটন (Ovulation): প্রতি মাসে নারীর ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু বের হয়।

এটি ফ্যালোপিয়ান টিউব দিয়ে ধীরে ধীরে জরায়ুর দিকে এগোয়।

ডিম্বাণু বেঁচে থাকতে পারে মাত্র ১২–২৪ ঘন্টা, তাই সময়টাই আসল চ্যালেঞ্জ।

---

🏊‍♂️ ২. শুক্রাণুর মহাযাত্রা

একবার স্খলনের সময় ২০০–৩০০ মিলিয়ন শুক্রাণু বের হয়।

গন্তব্য: নারীর যোনিপথ থেকে জরায়ু হয়ে ফ্যালোপিয়ান টিউব।

কিন্তু পথে আছে নানা বাধা—

যোনির অ্যাসিডিক পরিবেশ

সারভিক্সের শ্লেষ্মা (mucus)

ইমিউন সিস্টেমের প্রতিরোধ

এই বাধা পেরিয়ে শেষ পর্যন্ত মাত্র কয়েকশো শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে।

---

⚡ ৩. প্রতিযোগিতার আসল মুহূর্ত

ডিম্বাণুর চারপাশে থাকে শক্ত zona pellucida নামের আবরণ।

শুক্রাণুদের এই দেয়াল ভেদ করার জন্য তাদের মাথার সামনের অংশে থাকা acrosome enzyme ব্যবহার করতে হয়।

অসংখ্য শুক্রাণু চেষ্টা করে, কিন্তু একজনই শেষ পর্যন্ত সফল হয়।

---

🌟 ৪. বিজয়ের মুহূর্ত – নিষেক (Fertilization)

কোনো এক সবচেয়ে দ্রুত ও শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।

সঙ্গে সঙ্গে ডিম্বাণু বিশেষ রাসায়নিক সংকেত দেয় যাতে আর কোনো শুক্রাণু প্রবেশ করতে না পারে (Polyspermy Block)।

শুক্রাণুর নিউক্লিয়াস ও ডিম্বাণুর নিউক্লিয়াস একীভূত হয়ে তৈরি হয় জাইগোট—যা ভবিষ্যতের নতুন জীবনের প্রথম কোষ।

---

🌱 ৫. প্রতিযোগিতার শিক্ষা

এই প্রাকৃতিক প্রতিযোগিতা শুধু জন্মের সূচনাই নয়,
বরং জীবনের মূল বার্তাও দেয়—
বেঁচে থাকা মানেই লড়াই, আর সঠিক সময় ও শক্তিই ঠিক করে বিজয়ীকে।
#জন্মের_গল্প #জীবনের_শুরু #প্রকৃতির_অদ্ভুততা #ডিম্বাণু #শুক্রাণু #প্রতিযোগিতা

🌸 গল্প: "মায়ের হাতের ভাত"একটি ছোট্ট গ্রামে থাকে রুহি। বয়স মাত্র দশ বছর, কিন্তু সংসারের কষ্ট সে বুঝতে শুরু করেছে। বাবা রো...
19/09/2025

🌸 গল্প: "মায়ের হাতের ভাত"

একটি ছোট্ট গ্রামে থাকে রুহি। বয়স মাত্র দশ বছর, কিন্তু সংসারের কষ্ট সে বুঝতে শুরু করেছে। বাবা রোজ মজুরির কাজে যায়, অনেক সময় খালি হাতে ফিরে আসে। সেদিনও তাই হলো—চুলায় কিছু নেই, হাঁড়ি খালি পড়ে আছে।

রুহি চুপচাপ বসে ছিল, কিন্তু তার মায়ের মুখে হাসি লেগে আছে। মা বলল,
—"চিন্তা করিস না, আমি কিছু একটা করবো।"

মা পাশের বাড়ির বুড়ি খালার কাছে গিয়ে এক মুঠো চাল আর একটু ডাল চেয়ে আনলো। নিজের আত্মসম্মান একটু আহত হলেও মেয়ের ক্ষুধার কথা ভেবে সব ভুলে গেল।

সন্ধ্যায় মা যখন সেই সামান্য চাল দিয়ে পাতলা ভাত রান্না করল, রুহির চোখ জ্বলে উঠলো আনন্দে। মনে হলো যেন রাজাদের ভোজ তার সামনে সাজানো।

ভাত মুখে দিয়ে রুহি বলল—
—"মা, তোর হাতের ভাতটাই সবচেয়ে মিষ্টি।"

মা হেসে শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। চোখের কোণ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়লো, কিন্তু মেয়ে যেন তা দেখতে না পায়—এই চেষ্টা করল।

বৃষ্টির দিনে মাছ ধরার মজায় আলাদা!
16/09/2025

বৃষ্টির দিনে মাছ ধরার মজায় আলাদা!

পর্ব -২শান্তনায় উপশম  কোমল, ভালোবাসাপূর্ণ, স্নেহভরা কথা শুনলেই মানসিক যন্ত্রণা কমে যায়।
05/08/2025

পর্ব -২
শান্তনায় উপশম কোমল, ভালোবাসাপূর্ণ, স্নেহভরা কথা শুনলেই মানসিক যন্ত্রণা কমে যায়।

পর্ব -১বাচ্চা অনেক কান্না করছে কিছুতেই থামছে  না, অনেক  কিছু করার পর যখন তার চোখ মুছে দিচ্ছে সেই সময়ে কান্না থেমে গেল।
04/08/2025

পর্ব -১
বাচ্চা অনেক কান্না করছে কিছুতেই থামছে না, অনেক
কিছু করার পর যখন তার চোখ মুছে দিচ্ছে সেই সময়ে কান্না থেমে গেল।

07/10/2023

আধুনিক যুগ উপযোগী এবং
অধিক কার্যকরী চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে।
আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সেবা করার উদ্দেশ্যে খুব শীঘ্রই আপনাদের পাশে দাড়াতে চায় তবে আল্লাহ যদি সহায় হয়।

Address

Naogaon Sador Naogaon
Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just a Learner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category