Dr. Md. Emran Hossain

Dr. Md. Emran Hossain For Health and Health related tips, information and consultancy....

Dr. Md.

Emran Hossain
FCPS - Medicine(Final Part)
MD- Cardiology (Resident)
National Institute of Cardiovascular Disease, Dhaka.

❤️
28/10/2025

❤️

10/10/2025
🦟ডেঙ্গু জ্বরের কিছু তথ্য:✅ডেংগু জ্বরের লক্ষণগুলো সাধারণত ভাইরাস সংক্রমণের ৪-১০ দিনের মধ্যে প্রকাশ পায়। নিচে প্রধান লক্ষ...
07/10/2025

🦟ডেঙ্গু জ্বরের কিছু তথ্য:

✅ডেংগু জ্বরের লক্ষণগুলো সাধারণত ভাইরাস সংক্রমণের ৪-১০ দিনের মধ্যে প্রকাশ পায়। নিচে প্রধান লক্ষণগুলো দেওয়া হলো:
*উচ্চ মাত্রার জ্বর: হঠাৎ করে ১০৪°F (৪০°C) পর্যন্ত জ্বর, যা ২-৭ দিন স্থায়ী হতে পারে।
*তীব্র মাথাব্যথা: বিশেষ করে কপালে বা চোখের পিছনে।
*মাংসপেশি ও জয়েন্টে ব্যথা: তীব্র ব্যথা, যাকে "হাড় ভাঙা জ্বর"ও বলা হয়।
*শরীরে র‍্যাশ: জ্বর শুরু হওয়ার ৩-৪ দিন পর ত্বকে লালচে ফুসকুড়ি বা র‍্যাশ দেখা দিতে পারে।
*বমি বমি ভাব বা বমি: পেটে অস্বস্তি বা বমি হওয়া।
*চোখের পিছনে ব্যথা: চোখ ঘোরালে বা চাপ দিলে ব্যথা অনুভূত হতে পারে।
*ক্লান্তি ও দুর্বলতা: শরীরে তীব্র দুর্বলতা বা ক্লান্তি।
*গলা ব্যথা বা খাওয়ার অসুবিধা: কখনো কখনো গলায় ব্যথা বা খাবার গিলতে সমস্যা হতে পারে।

⚠️নিম্নে ডেঙ্গু জ্বরের সতর্কতার(Warning Signs)
লক্ষণ:
* খুব পেটে ব্যথা
* ঘন ঘন বমি (দিনে৩ বারের বেশী)
* ঘন ঘন পাতলা পায়খানা (দিনে৩ বারের বেশী)
* শরীরে পানি জমা হওয়া বিশেষ করে ফুসফুস ও পেটে
* শরীরে রক্তক্ষরণ
* অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা
* লিভার বড় হওয়া—দুই সেন্টিমিটারের বেশি
* ল্যাব পরীক্ষায়—রক্তে হিমাটোক্রিটের(HCT) মান বৃদ্ধি ও অণুচক্রিকা(Platelets) দ্রুত কমতে থাকা ইত্যাদি।
↪️এই ধরণের রোগীদের মনিটরিং করতে হবে এবং হাসপাতালে ভর্তি হতে হবে।

🚫মারাত্মক ডেঙ্গু জ্বরের (Severe Dengue) লক্ষণ সমূহ:
* অতিরিক্ত রক্তক্ষরণ
* রক্তচাপ অনেক কমে যাওয়া(হঠাৎ করে উপরের রক্তচাপ ৮০-৯০মিমি পারদের কম) সাথে শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বিরক্তি ও অস্থিরতা, নাড়ীর গতি ও শ্বাস বৃদ্ধি, প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি হলো Dengue Shock Syndrome এর লক্ষণ
* খুব শ্বাশকষ্ট ও ফুসফুসে পানি জমা হওয়া

⛔Expanded Dengue Syndrome:
* জন্ডিস ও লিভারের অন্য সমস্যা
* মস্তিষ্কের সমস্যা(বিশেষ করে জ্ঞান লোপ পাওয়া)
* কিডনীর সমস্যা
* হার্টের সমস্যা(বুকে ব্যথা,শ্বাসকষ্ট,বুক ধড়ফড় ইত্যাদি)
➡️➡️উপরের লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিতে হবে। হাতুরের পরামর্শে/ নিজের খেয়াল খুশিমতো ব্যথানাশক, এন্টিবায়োটিক সেবনে বিরত থাকুন।
শেয়ার দিয়ে টাইমলাইন এ রাখুন।

এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার ক...
06/10/2025

এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পেলেন।

নোবেল কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, মানবদেহের শক্তিশালী রোগপ্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে এটি শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ওপর আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানীর আবিষ্কার দেখায়, কীভাবে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায়, যেন এটি শরীরের নিজস্ব কোষ বা অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করতে না পারে। তারা এমন কোষ খুঁজে বের করেছেন, যাকে 'রেগুলেটরি টি সেল' বলা হয়, যা দেহের নিজস্ব কোষে রোগপ্রতিরোধ ব্যবস্থার আক্রমণ রোধ করে।

নোবেল কমিটির চেয়ারম্যান ওলে ক্যাম্পে বলেন, 'তাদের এই আবিষ্কার আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে কাজ করে এবং কেন আমরা সবাই গুরুতর অটোইমিউন রোগে (স্বপ্রতিরক্ষী রোগ) আক্রান্ত হই না, তা বোঝার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'

অটোইমিউন হলো এমন একটি অবস্থা যেখানে দেহের নিজস্ব রোগপ্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) ভুলবশত নিজের কোষ বা অঙ্গপ্রত্যঙ্গের ওপর আক্রমণ করে।

শিমন সাকাগুচি ১৯৯৫ সালে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছিলেন। তখন অনেক গবেষক বিশ্বাস করতেন, ইমিউন সহনশীলতা শুধু তখনই গড়ে ওঠে, যখন কেন্দ্রীয়ভাবে ক্ষতিকর ইমিউন কোষগুলো থাইমাসে ধ্বংস হয়, যাকে বলা হয় সেন্ট্রাল টলারেন্স।

কিন্তু সাকাগুচি দেখিয়েছেন, ইমিউন সিস্টেম অনেক বেশি জটিল এবং তিনি এমন এক অজানা ধরনের ইমিউন কোষ আবিষ্কার করেন, যা অটোইমিউন রোগ থেকে শরীরকে রক্ষা করে।

মেরি ব্রানকো ও ফ্রেড র‍্যামসডেল ২০০১ সালে অন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। তারা ব্যাখ্যা দেন, কেন একটি বিশেষ ইঁদুর প্রজাতি অটোইমিউন রোগের প্রতি বিশেষভাবে সংবেদনশীল।

তারা দেখতে পান, সেই ইঁদুরদের একটি জিনে মিউটেশন আছে, যাকে তারা 'ফক্সপি৩' নাম দেন। তারা আরও দেখান যে মানুষের সমতুল্য জিনে মিউটেশন ঘটলে আইপিইএক্স নামে একটি গুরুতর অটোইমিউন রোগ সৃষ্টি হয়।

এর দুই বছর পর শিমন সাকাগুচি এই আবিষ্কারগুলোকে সংযুক্ত করতে সক্ষম হন। তিনি প্রমাণ করেন যে, ফক্সপি৩ জিন সেই কোষগুলোর বর্ধন নিয়ন্ত্রণ করে, যা তিনি ১৯৯৫ সালে চিহ্নিত করেছিলেন। এই কোষগুলো এখন 'রেগুলেটরি টি সেল' নামে পরিচিত। এরা অন্যান্য ইমিউন কোষ পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত করে যেন মানবদেহের কোনো টিস্যু আক্রান্ত না হয়।

তাদের আবিষ্কার রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসার উন্নয়নে উৎসাহ যুগিয়েছে। এই গবেষণার ভিত্তিতে আরও সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হতে পারে। বর্তমানে এসব চিকিৎসার অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
© সংগৃহীত

শিক্ষকরা হলেন সমাজের প্রকৃত নির্মাতা। আপনাদের হাত ধরে আমরা শিখেছি স্বপ্ন দেখতে, লড়াই করতে এবং জয়ী হতে। এই বিশেষ দিনে স...
05/10/2025

শিক্ষকরা হলেন সমাজের প্রকৃত নির্মাতা। আপনাদের হাত ধরে আমরা শিখেছি স্বপ্ন দেখতে, লড়াই করতে এবং জয়ী হতে। এই বিশেষ দিনে সকল শিক্ষককে জানাই অশেষ কৃতজ্ঞতা ও সালাম।

শিক্ষক দিবসে আমাদের দীক্ষাগুরু ইলশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 'দেওয়ান মনোয়ার' স্যার এবং The unsung hero 'আকবর আলী' স্যারের আত্মার মাগফেরাত কামনা করি। সহস্র শিক্ষার্থীর হৃদয়ে তাঁরাই প্রকৃত শিক্ষক ❤️

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫©️
05/10/2025

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
©️

03/10/2025

"হুয়ানারপো মাচো"

৩৬ বছর বয়সী একজন মহিলা রোগী, Type-1 ডায়বেটিস রোগ এর সাথে আছেন প্রায় ৬ বছর। হাইপোথাইরয়েড অনেক আগে থেকেই।

কয়েকমাস হল নতুন লক্ষন দেখা দিয়েছে,
পা ফোলা
চোখে ঝাপসা দেখা
স্মৃতি শক্তি কমে যাওয়া
মাঝে মাঝে অজ্ঞান হওয়া
পায়ে আলসার/ক্ষত
হাত পায়ে জ্বালাপোড়া
উচ্চরক্তচাপ
প্রস্রাব কমে যাওয়া
নিদ্রাহীনতা ইত্যাদি।
হিস্ট্রি নিয়ে জানা গেল তিনি নিয়মিত ইনসুলিন নিতেন না। ফলে অনিয়ন্ত্রিত ডায়বেটিস এর যেসকল জটিলতা হয়ত ১০-১৫ বছর পরে দেখা দিত সেগুলো আগেই এসেছে।
ইন্টারেসটিং বিষয় হল, মাঝখানে ২ বছর "বাবা" র কাছে চিকিৎসা নিয়েছেন, সেখানে তিনি লাইফস্টাইল এর উপর কোর্স করেছেন: খেয়েছেন নারিকেল তেল, অতিরিক্ত ভার্জিন অলিভ ওয়েল, হিমালয়ের পিংক লবণ, বেকিং সোডা পানিতে গুলিয়ে, সহ অনেক ঘাস লতাপাতা।
এর মধ্যে একটা আইটেমে চোখ আটকে গেল,
হুয়ানারপো মাচো.....
হুয়ানারপো কে ভাবছিলাম হালার*ো,
মাচো এর পুর্নরূপ জানি না....... 🙄

বি.দ্র. লাইফস্টাইল মেইনটেইন , স্বাস্থ্যকর খাবার অবস্যই চিকিৎসার অংশ। রোগের প্রতিরোধমুলক এবং কিছু কিছু রোগের প্রাথমিক পর্যায়ে উপযোগী।

BMU/ PG হাসপাতালের কিছু ইনভেস্টিগেশন/ টেস্ট এর মুল্যতালিকা......©️ ডা.আল আমিন
02/10/2025

BMU/ PG হাসপাতালের কিছু ইনভেস্টিগেশন/ টেস্ট এর মুল্যতালিকা......
©️ ডা.আল আমিন

World Heart Day....
29/09/2025

World Heart Day....

11/09/2025

আলহামদুলিল্লাহ....
৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারি সার্জন পদে সুপারিশপ্রাপ্ত।

🍒 অতিরিক্ত লিচু খাওয়ার ফলে:রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে (বিশেষ করে খালি পেটে খেলে)শিশুদের ক্ষেত্রে হাইপোগ্লাই...
03/07/2025

🍒 অতিরিক্ত লিচু খাওয়ার ফলে:

রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে (বিশেষ করে খালি পেটে খেলে)

শিশুদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া বা অচেতন হওয়ার ঝুঁকি বাড়ে

মস্তিষ্কের রোগ ‘চোখা রোগ’ (Acute Encephalopathy) হতে পারে

🧪 লিচুতে থাকা মিথাইলেন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন (MCPG):

লিভারের কার্যকারিতা হ্রাস করে
খালি পেটে খেলে শরীরে গ্লুকোজ তৈরি বাধাগ্রস্ত হয়
অপুষ্ট শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়ায়

⚠️ কাঁচা বা আধাপাকা লিচুর ঝুঁকি:
বিষক্রিয়া বেশি
পেট ব্যথা, বমি, দুর্বলতা দেখা দিতে পারে

✅ সতর্কতা:

খালি পেটে লিচু খাবেন না
শিশুদের লিচু খাওয়ানোর আগে অন্যান্য খাবার দিন
প্রতিদিন সীমিত পরিমাণে খান

📢 সতর্ক থাকুন, সচেতন হোন — স্বাস্থ্যই সম্পদ!

25/06/2025

Address

Hat Naogaon
6500

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Emran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Emran Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category