The Naogaon Homoeo Clinic

The Naogaon Homoeo Clinic Treat The Patient Not The Diseases
রোগীর জিহবা দেখে ঔষধ নির্বাচন এবং আরগ্যের নিশ্চয়তা ।

হোমিও জগতে আলোড়ন সৃষ্টিকারী ডাক্তার গোলাম ইয়াজদানী লেখক, গবেষক এবং মেডিসিন প্রভার ৪৭ বছরের অভিজ্ঞতার আলোকে উনার গবেষনার ফসল রোগীর জিহবা দেখে ঔষধ নির্বাচন এবং আরগ্যের নিশ্চয়তা ।

জিহবা দিয়ে আমরা ভাল ভাল খাবারের স্বাদ পাই ,আবার এই জিহবা দিয়ে অনেক সত্য মিথ্যা কথা বলে থাকি , কিন্তু দেহে যখন রোগ বাসা বাধে তখন জিহবায় ঔষধের পূর্ণ চিত্র পাওয়া যায় । এই চিত্রটি মিথ্যা নয় , মোট কথা জিহবা দেহের আয়না । এই জিহব

াতেই ঔষধের আলট্রাসোনগ্রাম করা হয় ।

এই জিহবা চিত্রের আবিষ্কার ডাক্তার ইয়াজদানীর মেডিসিন প্রভিং-এর চমক । আজ হ্যানিম্যান জিবিত থাকলে উনি নির্দ্বিধায় ইহা গ্রহন করতেন।

জিহবা চিত্রের আলোকে সেবা সমূহ ঃ
হে-ফিভার ,অতিরিক্ত হাঁচিসহ শ্বাসকষ্ট ,ডাস্ট এলার্জি,মায়োপ্যাথি, থ্যালাসেমিয়া ,হিমোলাইটিক এনিমিয়া , লিউকেমিয়া ,এ্যাপ্লাসটিক এনিমিয়া, হাইপোপ্লাসটিক এনিমিয়া , ব্রেন টিউমার , স্তন টিউমার, ক্যানসার , অভারি টিউমার ,জরায়ু টিউমার, বাধক বেদনাসহ অনিমিত ঋতু , সাদা স্রাব ,মৃগী , সাইনাস , মাইগ্রেন , নাকের পলিপ , ভোকাল কর্ড এর পলিপ ,থ্যাইরয়েড , টনসিলাইটিস ,গিরাই গিরাই ব্যাথা , হাড়ের বৃদ্ধি ও ক্ষয় , সোরিয়াসিস , পিত্তপাথুরী, মুত্রপাথুরী কিডনী পাথরসহ কিডনী সমস্যা প্রভৃতি রোগের সুচিকিৎসা দেওয়া হয় ।

ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
রেজি – ৭৩৮ , কোলকাতা ।
চেম্বার ঠিকানা –
Holding no : 1798, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।

মোবাইল ঃ ০১৭১৬-৬০৮৫৯৮

নওগাঁ শহর বাসীর জন্য সুখবর
ডাঃ সাহেবের নিজ বাসভবনে প্রতিদিন বৈকাল ৫ টা হইতে রাত্রি ৮ টা পর্যন্ত ফি ছাড়া প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সহ সকল প্রকার জটিল রোগের সুচিকিৎসা দেওয়া হয় ।
মহিলাদের জন্য মহিলা ডাঃ রয়েছেন ।

04/10/2023

ক্যান্সার সহ সকল প্রকার জটিল রোগীদের জন্য সুখবর।
মাত্র ৭ দিন চিকিৎসা নিয়ে দেখুন, উপকার বুঝলে চিকিৎসা নিবেন ,না হলে প্রয়োজন নাই। তবে আমি ডাক্তার গোলাম ইয়াজদানী, ব্যর্থ হব না ইনশাআল্লাহ, ৪৮ বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তাছাড়া আমি একজন মেডিসিন প্রুভার । আরো একটি সুখবর, প্রথম সপ্তাহে কোন টাকা দিতে হবে না।

ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
এম পি ডি, রেজি নং – ৭৩৮ , কোলকাতা ।
চেম্বার ঠিকানা –
হোল্ডিং নম্বর: ১৭৯৮, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।
মোবাইল : ০১৭১৬-৬০৮৫৯৮

12/03/2023

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ বিভাগীয় হোমিওপ্যাথিক সম্মেলনে ভাষণের কিছু অংশ।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের  রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ বিভাগীয় হোমিওপ্যাথিক সম্মেলনের কিছু অংশ।
12/03/2023

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ বিভাগীয় হোমিওপ্যাথিক সম্মেলনের কিছু অংশ।

07/01/2023

আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। রোগীদের জন্য প্রথম সপ্তাহে কোন ভিজিট বা ওষুধের টাকা দিতে হবে না। রেজাল্ট ভালো আসলে পরবর্তীতে টাকা দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এই রূপ চ্যালেঞ্জ কোন চিকিৎসা করেন কিনা, আমার জানা নাই ।

আসুন সেবা নিন, সুস্থ থাকুন।

ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
এম পি ডি, রেজি নং – ৭৩৮ , কোলকাতা ।
চেম্বার ঠিকানা –
Holding no : 1798, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।
মোবাইল ঃ ০১৭১৬-৬০৮৫৯৮

16/11/2022

ক্যান্সার সহ সকল প্রকার জটিল রোগীদের জন্য সুখবর।

মাত্র ৭ দিন চিকিৎসা নিয়ে দেখুন, উপকার বুঝলে চিকিৎসা নিবেন ,না হলে প্রয়োজন নাই। তবে আমি ডাক্তার গোলাম ইয়াজদানী, ব্যর্থ হব না ইনশাআল্লাহ, ৪৮ বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তাছাড়া আমি একজন মেডিসিন প্রুভার , রোগীর জিহবা দেখে ঔষধ নির্বাচন এবং আরগ্যের নিশ্চয়তা । আরো একটি সুখবর, প্রথম সপ্তাহে কোন টাকা দিতে হবে না।

হে-ফিভার ,অতিরিক্ত হাঁচিসহ শ্বাসকষ্ট ,ডাস্ট এলার্জি,মায়োপ্যাথি, থ্যালাসেমিয়া ,হিমোলাইটিক এনিমিয়া , লিউকেমিয়া ,এ্যাপ্লাসটিক এনিমিয়া, হাইপোপ্লাসটিক এনিমিয়া , ব্রেন টিউমার , স্তন টিউমার, ক্যানসার , অভারি টিউমার ,জরায়ু টিউমার, বাধক বেদনাসহ অনিমিত ঋতু , সাদা স্রাব ,মৃগী , সাইনাস , মাইগ্রেন , নাকের পলিপ , ভোকাল কর্ড এর পলিপ ,থ্যাইরয়েড , টনসিলাইটিস ,গিরাই গিরাই ব্যাথা , হাড়ের বৃদ্ধি ও ক্ষয় , সোরিয়াসিস , পিত্তপাথুরী, মুত্রপাথুরী কিডনী পাথরসহ কিডনী সমস্যা প্রভৃতি রোগের সুচিকিৎসা দেওয়া হয় ।

নওগাঁ শহর বাসীর জন্য সুখবর
হোমিও চিকিৎসক সাহেবের নিজ বাসভবনে প্রতিদিন বৈকাল ৫ টা হইতে রাত্রি ৮ টা পর্যন্ত ফি ছাড়া প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সহ সকল প্রকার জটিল রোগের সুচিকিৎসা দেওয়া হয় ।
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------

ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
এম পি ডি, রেজি নং – ৭৩৮ , কোলকাতা ।
চেম্বার ঠিকানা –
হোল্ডিং নম্বর: ১৭৯৮, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।
মোবাইল : ০১৭১৬-৬০৮৫৯৮

FB Page link : https://www.facebook.com/drgolamyeazdani
Youtube Link : https://www.youtube.com/channel/UCSDyvmL31_W1Qqkcb1jfnIQ
........................................................................................................................................
Few Success Story........................................................................................................................................

রোগীর নাম সুজন চন্দ্র, বয়স বারো বছর,বাবা নবীন চন্দ্র বর্মন। বাবা ঘড়িয়াল ডাঙ্গা কুড়িগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছেলেটি লিকুউমিয়া (Blood ক্যান্সার) রোগে আক্রান্ত হয়। রংপুর মেডিকেল কলেজে দীর্ঘদিন চিকিৎসা তৎসহ রক্ত দেওয়া অব্যাহত ছিল। শেষ পর্যায়ে রক্ত ২৪ ঘন্টাও যেতনা। কিভাবে আমার সংবাদ পেয়েছিলেন জানিনা। দীর্ঘদিনের ঘটনা এতটা মনে নেই। নবীন বাবুর এক আত্মীয় নওগাঁয় এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে যান। আমি বলেছিলাম রোগীর শরীরে রক্ত থাকছে না, এতদূর পথ আসতে যদি রাস্তায় রোগী রক্তশূন্য হয়ে পড়ে তাহলে তো বিপদ। সাক্ষাৎ পার্থী বললেন, আমরা রক্ত দিয়েই রওনা দিব। যাই হোক পরের দিন রোগী নিয়ে আমার চেম্বারে হাজির হলেন।ছেলেটির লক্ষনগুলি ছিল - পেটে ব্যথা, ব্যথা পেটের বিভিন্ন স্থান ঘুরে বেড়াত এবং ব্যথার স্থানটি হাতের বুড়ো আঙ্গুুল দিয়ে পরিমাপ করা যেত।জিহবা চিত্রটি ছিল হালকা ঘিয়া ময়লা ল্যালপা জাতীয়,মুখ হা করে জিহবা বাহির করতে দেখা গেল সমস্ত জিহবা জুড়ে সূতা কাটা লালা বিদ্যমান।হাত পায়ের গিরায় গিরায় ব্যথা,ব্যথাগুলিও ছিল স্থান পরিবর্তনশীল, যেহেতু আমি নিজে মেডিসিন প্রভার মনে খুব আনন্দ পেলাম। প্রায় দুই বছর চিকিৎসার প্রয়োজন হয়েছিল।

রোগীর মোবাইল নম্বরঃ ০১৯৯১১১০৫৪০
রোগীর বাবার মোবাইল নম্বরঃ ০১৭২২৩৬০৫৩০

থ্যালাসেমিয়া রোগে ডাক্তার গোলাম ইয়াজদানীর বিস্ময়কর সাফল্য !!!

জিসান সাত বছর ছেলে ,মেয়ে জুই এগারো বছর। দুই ভাই বোন-ই জন্মগত ই- বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত । বিভিন্ন চিকিৎসা করে হতাশ। চিকিৎসকগণ জানালেন, এ রোগের চিকিৎসা নাই । সারাবিশ্বে এ রোগের জন্য একটি দিবস পালন করা হয় মাত্র। রক্ত দিয়ে যত দিন বেঁচে থাকে ,এইমাত্র ।

আমি ডাক্তার গোলাম ইয়াজদানী 04-06-2021 চিকিৎসা আরম্ভ করি। বর্তমানে দুই ভাইবোন-ই সম্পূর্ণ সুস্থ। প্রশ্ন হলো, যে রোগের কোন চিকিৎসা নাই ,সেই রোগ যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য হয়,তারপর ও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কেন নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না?আমি বাচ্চা দুইটি বাবা-মার মোবাইল নম্বর দিলাম, ফোন করে জানুন অথবা গিয়ে দেখে আসুন । দুঃখ হয় , কারো দ্বারা যদি ভালো কাজ হয়, সেটাকে না মেনে নেওয়ায় আমাদের সমাজের একটা সংস্কৃতি।
রোগীর মোবাইল নম্বরঃ-01312 640582

হাইপোপ্লাসটিক এনিমিয়া

রোগের নাম হাইপোপ্লাসটিক এনিমিয়া (ভয়ঙ্কর Blood ক্যান্সার)। রোগীর নাম পাপুল ইসলাম, পিতা মৃত নূরুল ইসলাম, সাং মুরইল, থানা ধামরহাট, জেলা নওগাঁ। ১৯৯৬ সাল - এই রোগের লক্ষণগুলি হলো, শরীরের বিভিন্ন স্থান যেমন - নাক,দাঁতের গোড়াও মলদ্বার দিয়ে রক্ত পড়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজে দীর্ঘদিন চিকিৎসা দেওয়ার পর ভাল ফলাফল না আসায় উনারা রোগীকে ছাড়পত্র দিয়ে দেন। শরীরে রক্ত দিলে ২৪ ঘন্টার মধ্যেই তা নিঃশেষ হয়ে যেত। নিরূপায় হয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে বিভিন্ন ছাত্র ছাত্রীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করে শরীরে পুষ করা ছাড়া কোন উপায় ছিল না। অবশেষে কিভাবে আমার ঠিকানা পেয়ে নওগাঁ আসেন। আমি এই ভয়ঙ্কর রোগী দেখতে রাজি হচ্ছিলাম না। খুব বেশী অনুনয় বিনয় করার পর রোগীর লক্ষণগুলি সংগ্রহ করলাম।রোগীর জিহŸা চিত্রটি ছিল বেশ পাতলা, হালকা সাদা প্রলেপ,হাতের আঙ্গুলর নখে ফুটা,এবং বিশেষ লক্ষণটি ছিল বংশে ক্ষয় রোগের ইতিহাস। নিদির্¦ধায় টিউবারকুলিনাম বভিনাম এম/২ দিয়ে চিকিৎসা আরম্ভ করি। এম/৫ পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল তাহাতেই রোগ সম্পূর্ণ আরোগ্য হয়। টিউবার দেওয়ার পর বলেছিলাম রোগী আনার প্রয়োজন নাই,শুধু একজন এসে ঔষধ নিয়ে যাবেন। এম/২ ব্যবহারের পর থেকে রোগী আরোগ্যমুখী, ঔষধ নিতে আসলে শুধু বলতেন রক্ত পড়ছে না, রোগী ভাল আছে,এই ভাবেই ঔষধ নিয়ে যেতেন। টিউবার এম/৫ ব্যবহারের পর আর ঔষধ নিয়ে যান নাই। আমার মনে সংশয় দেখা দিল যে, রোগীটা কি শেষ পর্যন্ত মারা গেল ? প্রায় ২ বছর পর হঠাৎ রোগীর বাবা তাঁর ছেলেকে নিয়ে আমার চেম্বারে হাজির হলেন।উনি বললেন আমার নয়জন ছেলে সন্তান। আমি তাদের অনেক অনুরোধ করেছি - অন্তত একটিবার পাপলুকে নিয়ে ডাঃ সাহেবকে দেখিয়ে নিয়ে এস, কিন্তু কে শুনে কার কথা ? ছেলেকে দেখে আমার সব ক্ষোভ দূর হয়ে গেল। আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেছিলাম। মনে মনে ভেবেছিলাম হোমিওপ্যাথিক চিকিৎসকগনের ভাগ্যে এরকমই ঘটে থাকে। যাই হোক ছেলেটি এখনও সুস্থ সবল হয়ে বেঁচে আছে।
রোগীর ভাইয়ের মোবাইল নম্বরঃ- ০১৭৩৩-১০৫১০৩

থ্যালাসেমিয়া

মা মন্ঞ্জিলা বেগম , ছেলে আসাদুল্লাহ গালিব , দু- জনই থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। ঠিকানা হরিসাদী, জয়পুরহাট । আমরা খুবই গরীব পরিবার , চিকিৎসা নেওয়ার মতো কোন সামর্থ্য আমাদের ছিল না । চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম । আমার বোনের ছেলে নওগাঁর ডাঃ গোলাম ইয়াজদানীর নিকট লিকুউমিয়া ( ব্লাড ক্যান্সার ) রোগের চিকিৎসা করে সম্পূর্ন সুস্থ হয় । সেই সুবাদে আমাদের অসহায়ত্বের কথা জানালে , ডাঃ সাহেব সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং কোন প্রকার টাকা পয়সা ছাড়াই মা - ছেলের চিকিৎসা আরম্ভ করেন ১৮-১-২০১৭ চিকিৎসা আরম্ভ করেন । বর্তমানে আমরা মা - ছেলে উভয়ে সম্পূর্ন সুস্থ । ডাঃ গোলাম ইয়াজদানীর মহানুভবতায় আমরা মুগ্ধ । বাংলাদেশের আনাচে কানাচে ডাঃ ইয়াজদানী সাহেবের মতো চিকিৎসকের খুবই প্রয়োজন । আমরা প্রান খুলে ডাঃ সাহেবের জন্য দোওয়া করি এবং উনার দীর্ঘায়ু কামনা করছি ।
রোগীর মোবাইল নং - ০১৭৪০৯৩৭৩১১

Heart Enlarge and Hey Fever .

সুইটি বেগম , স্বামী রবিউল ইসলাম , পল্লী চিকিৎসক , বগুড়া । এ্যালোপ্যাথিতে এই চিকিৎসা ব্যায় বহুল । খোঁজ নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করাবেন বলে ডাঃ গোলাম ইয়াজদানীর চেম্বারে আসেন । রোগীনির লক্ষনগুলি ছিল - বুকের বাম পাশে ব্যাথা ঘুরে বেড়াত , ব্যাথার বৃদ্ধি ছিল রাত্রি ১ টা থেকে ৩-৪ টা পর্যন্ত । শরীরে গিরায় গিরায় স্থান পরিবর্তনশীল ব্যাথা ছিল । পিঠে পাখনার নীচে ক্ষুদ্র স্থানে একটি আঙ্গুল দিয়ে পরিমাপ করা যায় - এরুপ ব্যাথা ছিল । জিহ্বা চিত্রটি ছিল বেশ মোটা , সাদা ময়লায় আবৃত , প্রচন্ড হাঁচি দিত - একসাথে ২০ - ২৫ বার । ঔষধ নির্বাচন করেছিলাম ক্যালিবাইক্রম , M/2 হইতে M/6 এক বছর চিকিৎসায় রোগী সম্পূর্ন সুস্থ হন । রোগীর জন্য ঔষধ নির্বাচন হলে রোগীর সমস্ত রোগই সারতে বাধ্য ইনশাআল্লাহ । এমনকি রোগীর না বলা কোন রোগ থাকিলেও সেটিও সারতে বাধ্য - যেহেতু হোমিওপ্যাথিতে রোগীর জন্য ঔষধ নির্বাচন হয় ।
রোগীর মোবাইল নম্বর : ০১৭২৯১১৯৩৪৭

অশ্ব রোগে ডাঃ গোলাম ইয়াজদানীর সাফল্য -

আমি আ: লতিফ , একজন ঔষধ ব্যবসায়ী , সাং দশটিকা, বগুড়া , দীর্ঘদিন যাবৎ অশ্ব রোগে ভুগছিলাম । পায়খানা করার পর দীর্ঘক্ষণ জ্বালা যন্ত্রনায় অস্থির হয়ে পড়তাম । অবশেষে নওগাঁর হোমিও চিকিৎসক ডাঃ মো: গোলাম ইয়াজদানী সাহেবের সন্ধান পেয়ে তাঁর নিকটে যাই । উনি আশ্বাষ দিয়ে চিকিৎসা আরম্ভ করেন মাত্র ৭ মাস চিকিৎসার পর আমি এ যাবৎকাল পর্যন্ত সম্পূর্ন সুস্থ আছি । চিকিৎসা নিয়েছিলাম ২০১৫ - জুন মাসে । আমি ডাঃ সাহেবের দীর্ঘায়ু কামনা করছি ।

রোগীর মোবাইল নম্বর : ০১৭২৫৬৭৫৩৩৪

পাকস্থলীর ক্যান্সারে নওগাঁর ডাঃ গোলাম ইয়াজদানীর এক আশ্চর্যকর সাফল্য :-

আমি মজিবর রহমান, সাং রামুজা, থানা কাহালু , জেলা বগুড়া । বর্তমানে আমি নওগাঁ ইসলামী ব্যাঙ্কে একজন অফিসার হিসেবে কর্মরত । আমার মায়ের পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ায় , দেশে চিকিৎসার পর ভাল সুফল না পাওয়ায় - ভারতে মাদ্রাজে নিয়ে যায় । সেখানে চিকিৎসকগন পরীক্ষা - নিরীক্ষার পর জানালেন , ক্যান্সার সমস্ত পাকস্থলীটাই ছড়িয়ে পড়েছে । এই অবস্থায় অপারেশন করা আমাদের পক্ষে মোটেও সম্ভব নয় , দেশে ফিরে যান । দেশে ফিরে আসার পর , আমাদের ব্যাঙ্কের ম্যানেজার সাহেব বললেন , কিছুই যখন করার নেই - তখন আমাদের নওগাঁর ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবকে একবার দেখান । শুধু শুধু বসে থাকার চাইতে, উনার নিকট একটু চেষ্টা করা ভাল নয় কি ? আমি ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের নিকট সাক্ষাৎ করলাম । উনি বললেন , মাদ্রাজের কাগজপত্র এবং রোগী নিয়ে আসেন । আমি গত ১৫-১২-২০১৭ তাং এ মাকে নিয়ে উনার চেম্বারে হাজির হলাম । ডাঃ সাহেব রিপোর্ট এবং মাকে দেখে বললেন - আসলেই শেষ মুহুর্ত , তবে ভয় পাওয়ার কিছুই নেই । " উনি বললেন - যার নাই কোন গতি , তার জন্য হোমিওপ্যাথি " । মহান রাব্বুল আলামিনের উপর ভরসা করে চিকিৎসা আরম্ভ করলেন । বর্তমানে আমার মা সম্পূর্ন সুস্থ । আমি ডাঃ সাহেবকে কি বলে কৃতজ্ঞতা জানাব ভাষা খুঁজে পাচ্ছি না ।
আমার মোবাইল নং : ০১৭২৪০২১২৩৫

ডাঃ সাহেবের মন্তব্য :- এই রোগীনির লক্ষনগুলি ছিল - চোখের নীচের পাতা ফুলা , রোগ- লক্ষনগুলি বৈকাল ৩ টা থেকে বৃদ্ধি , কোন অবস্থায় পানি পিপাসা ছিল না , মলের সাথে প্রচুর রক্ত ক্ষরন হতো , শরীরের চামড়া ছিল খসখসে এবং ফুলা , হুল ফুটানো ব্যাথা । উক্ত লক্ষনগুলি এপিসকেই নির্দেশ করে । হোমিওপ্যাথিতে রোগের নামে কোন চিকিৎসা নেই , রোগীর চিকিৎসা দিতে হবে ।

ভোকাল কর্ড - এ টিউমার ,
আমি তোফাজ্জল হোসেন , একজন শিক্ষা অফিসার , দিনাজপুর সদর । আমার বড় ছেলে , রাকিব শাহরিয়ার S.S.C পরীক্ষার্থী ২০১৪ সাল । হঠাৎ করে গলার আওয়াজ বন্ধ হয়ে যায় । মাঝেমধ্যে চিঁ চিঁ শব্দ বের হয় বহু কষ্টে , রংপুর এবং ঢাকায় নাক কান গলা বিশেষজ্ঞদের দেখান হয় , উনারা অপারেশনের কথা বলেন । আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতে যাওয়ার । পাসপোর্ট, ভিসা করলাম । ইতিমধ্যে যখনই কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়েছি , অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গন আমাকে নওগাঁয় ডাঃ গোলাম ইয়াজদানী ( হোমিওপ্যাথি চিকিৎসক ) সাহেবের স্মরনাপন্ন হতে বলেন এবং উনার মোবাইল নম্বর দেন । ছেলেকে নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম । অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহাদয়গন যখন বললেন ,। আমরা ডাঃ ইয়াজদানী সাহেবের নিকট ক্যান্সার সহ অনেক জটিল রোগী দেখিয়েছি , আমরা সফলতা পেয়েছি । আর দেরী না করে ডাঃ ইয়াজদানী সাহেবকে ফোন করলাম । উনি ছেলেকে নিয়ে আসতে বললেন । কথামতো ৯-৫-২০১৪ উনার চেম্বারে হাজির হলাম । ডাঃ সাহেব বলেছিলেন - আপনার ছেলে ২ থেকে ৩ মাসের মধ্যে কথা বলবে , তাই হয়েছিল । আমার ছেলের আরও একটি সমস্যা ছিল , হে - ফিভার , আমরা যেটাকে কোল্ড এলার্জি বলি । ডাঃ সাহেব বলেছিলেন, একটু ধৈর্য ধরে চিকিৎসা নেন - শরীরে কোন রোগই থাকবে না । সেটাই হয়েছে , আমার ছেলে বর্তমানে সম্পূর্ন সুস্থ । আমি ডাঃ ইয়াজদানী সাহেবের নিকট অনেক কৃতজ্ঞতা জানাই । আমি ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করছি ।
রোগীর মোবাইল নম্বর : ০১৭১৬-৪৫৬০৪৮

প্রষ্টেট গ্ল্যান্ড ক্যান্সার -

আমি আব্দুর রহিম, সাং কানাই কাশিন্দি, থানা ধামরহাট, জেলা নওগাঁ । ২০১৫ সালে নভেম্বর মাসে আমার প্রস্রাব হঠাৎ বন্ধ হয়ে যায় , রাজশাহী মেডিকালে ভর্তি হই । ডাঃ সাহেবেরা সিদ্ধান্ত নিলেন , অপারেশন জরুরী । অপারেশন হল কিন্তু সমস্যা যাচ্ছে না, দুই মাস পর আবার গেলাম । বায়োপসি করা হলো , ধরা পড়লো ক্যান্সার । ডাঃ সাহেবেরা জানালেন, কেমোথেরাপি ছাড়া বুদ্ধি নাই । কি করব ভেবে পাচ্ছিলাম না, বয়স ৭২ বছর । পারিবারিক ভাবে সিদ্ধান্ত , নওগাঁ ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের নিকট চিকিৎসা নিব । পূর্বেও আমার স্ত্রী সহ পরিবারের ৩/৪ জন রোগীর চিকিৎসা ডাঃ ইয়াজদানী সাহেবের নিকট করিয়েছি এবং সুফল পেয়েছি । অবশেষে ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের চিকিৎসায় আমি সম্পূর্ন সুস্থ । আমি ডাঃ ইয়াজদানীর দীর্ঘায়ু কামনা করছি ।
আমার মোবাইল নম্বর : ০১৭২৮১৭৪৪৩৮

লিকুউমিয়া রোগে নওগাঁর ডাঃ গোলাম ইয়াজদানীর সাফল্য
আমি মুর্শিদা বেগম, স্বামী আপেল মাহমুদ সৌদি প্রবাসী। সাং পাইকড় , থানা কাহালু, জেলা বগুড়া, সন্তানের লিকুউমিয়া রোগ সনাক্ত হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়ি । আমার বড় দুলাহ ভায়ের মাধ্যমে, নওগাঁর হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের সন্ধান জানতে পারি । ডাঃ সাহেব আমাকে আশ্বাষ দিয়ে মহান আল্লাহ্ পাকের উপর ভরসা করে গত ২৫-৯-২০১৬ তাং এ চিকিৎসা আরম্ভ করেন এবং ২১-১-২০১৮ তে চিকিৎসা শেষ করেন । বর্তমানে আমার সন্তান সম্পূর্ন সুস্থ । আমি ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের দীর্ঘায়ু কামনা করছি ।
আমার মোবাইল নম্বর : - ০১৭২৮ ৯৪৭১৮৬

নওগাঁর হোমিও ডাঃ গোলাম ইয়াজদানীর ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য -

আমি মুর্শেদা বেগম, সাং বাহাদুরপুর , থানা রানীনগর , জেলা নওগাঁ । তলপেট সহ প্রস্রাবের সমস্যা দেখা দেওয়ায় ঢাকায় গিয়ে অপারেশন করি । পরে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে । ডাঃ সাহেব কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন , আমি তা না করে একবার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহনের সিদ্ধান্ত নিই । অবশেষে নওগাঁ মাষ্টার পাড়া, ডাঃ গোলাম ইয়াজদানী সাহেবের সরনাপন্ন হই । উনি অতি যত্নসহকারে আমার রোগের বর্ননা শুনেন এবং আমার জিহ্বা দেখে চিকিৎসা দেন , আমি বর্তমানে সম্পূর্ন সুস্থ । আমি ডাঃ সাহেবের দীর্ঘায়ু কামনা করছি ।
আমার মোবাইল নম্বর : ০১৭১৩৭১৭৫৬৯

FB Page link : https://www.facebook.com/drgolamyeazdani
Youtube Link : https://www.youtube.com/channel/UCSDyvmL31_W1Qqkcb1jfnIQ

-----------------------------------------------------------
-----------------------------------------------------------
রোগীর তথ্য:
রোগীর নাম: সাখাওয়াত হোসেন ও সাজ্জাদুল ইসলাম
রোগীর পিতার মোবাইল নম্বর : +8801734006251

06/11/2022

ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
রেজি – ৭৩৮ , কোলকাতা ।
চেম্বার ঠিকানা –
Holding no : 1798, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।
মোবাইল ঃ ০১৭১৬-৬০৮৫৯৮

বাংলাদেশের সব ধরনের জটিল রোগের চিকিৎসা দিতে চাই।রোগীর জিহবা দেখে ঔষধ নির্বাচন এবং আরগ্যের নিশ্চয়তা । রোগীরা  প্রথম অথবা ...
04/11/2022

বাংলাদেশের সব ধরনের জটিল রোগের চিকিৎসা দিতে চাই।

রোগীর জিহবা দেখে ঔষধ নির্বাচন এবং আরগ্যের নিশ্চয়তা । রোগীরা প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আরোগ্যের গতি বুঝতে পারবেন,ইনশাআল্লাহ । এই সময়ের মধ্যে আরোগ্যের কোন উপশম না বুঝলে, চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই , তবে আমি ৯৫ ভাগ আশাবাদী।

প্রতিদিন দশটি নতুন রোগী দেখা হবে। সিরিয়ালের জন্য অগ্রিম যোগাযোগ করুন। এই ক্যাম্পেইনে রোগীদের কাছে কোন ভিজিট নেওয়া হবে না । পুরো নভেম্বর জুড়ে চলবে এই ক্যাম্পেন। সিরিয়ালের জন্য অগ্রিম যোগাযোগ করুন। সিরিয়ালের জন্য মোবাইল : ০১৭১২০৫৪৭৪০
ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
এম পি ডি ,রেজি – ৭৩৮ , কোলকাতা ।

চেম্বার ঠিকানা –
হোল্ডিং নং ১৭৯৮, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।
মোবাইল : ০১৭১৬-৬০৮৫৯৮
https://www.facebook.com/drgolamyeazdani
https://www.youtube.com/channel/UCSDyvmL31_W1Qqkcb1jfnIQ

Share your videos with friends, family, and the world

27/10/2022
27/10/2022
27/10/2022
22/10/2022

থ্যালাসেমিয়া রোগে ডাক্তার গোলাম ইয়াজদানীর বিস্ময়কর সাফল্য !!!

জিসান সাত বছর ছেলে ,মেয়ে জুই এগারো বছর। দুই ভাই বোন-ই জন্মগত ই- বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত । বিভিন্ন চিকিৎসা করে হতাশ। চিকিৎসকগণ জানালেন, এ রোগের চিকিৎসা নাই । সারাবিশ্বে এ রোগের জন্য একটি দিবস পালন করা হয় মাত্র। রক্ত দিয়ে যত দিন বেঁচে থাকে ,এইমাত্র ।

আমি ডাক্তার গোলাম ইয়াজদানী 04-06-2021 চিকিৎসা আরম্ভ করি। বর্তমানে দুই ভাইবোন-ই সম্পূর্ণ সুস্থ।

প্রশ্ন হলো, যে রোগের কোন চিকিৎসা নাই ,সেই রোগ যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য হয়,তারপর ও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কেন নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না?

আমি বাচ্চা দুইটি বাবা-মার মোবাইল নম্বর দিলাম,ফোন করে জানুন অথবা গিয়ে দেখে আসুন ।

দুঃখ হয় , কারো দ্বারা যদি ভালো কাজ হয়, সেটাকে না মেনে নেওয়ায় আমাদের সমাজের একটা সংস্কৃতি।
রোগীর মোবাইল নম্বরঃ-01312 640582

ডাক্তার গোলাম ইয়াজদানী
সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ,
সভাপতি নওগাঁ জেলা , বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ।
রেজি – ৭৩৮ , কোলকাতা ।
চেম্বার ঠিকানা –
Holding no : 1798, মাস্টার পাড়া,মুক্তির মোড়ের উত্তরে পেট্রোল পাম্পের সোজা পশ্চিমে পচা পুকুর পার হয়ে ৬ তলা বিল্ডিং এর এক বাসা পিছনে ।
মোবাইল ঃ ০১৭১৬-৬০৮৫৯৮

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এর ৫০ বছর পূর্তি উদযাপন ও জাতীয় কনভেনশন ২০২২
23/08/2022

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এর ৫০ বছর পূর্তি উদযাপন ও জাতীয় কনভেনশন ২০২২

Address

Masterpara , Naogaon
Hat Naogaon
6500

Telephone

+8801712054740

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Naogaon Homoeo Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Naogaon Homoeo Clinic:

Share

Category