02/04/2025
ডিভাইন মার্সি হাসপাতাল থেকে
❤️ঈদ মুবারক ❤️
রোগীর আগের বাচ্চা সিজারে হয়েছে। এবার তার ডাক্তার তাকে সিজারের ডেইট দিয়েছিলো আরো দুই সপ্তাহ আগে। পাকনা রোগী নিজে মাতবরি করে আল্ট্রার ডেইট ধরে বসে ছিলো আরো দুই সপ্তাহ বাকি আছে মনে করে।
রাতে তার পানি ভেংগে যায়, সে রাতে না এসে সকালে নাচতে নাচতে আসে হাসপাতালে। আল্ট্রা করে দেখা গেলো এক ফোটা পানি নেই, বাচ্চার গলায় কর্ড পেঁচানো।
পেটের ভেতরে ঢুকে দেখা গেলো সিজার করতে অতি বিলম্ব করার কারণে জরায়ূ একেবারে পাতলা হয়ে গেছে যদি আরো দেরী করতো আর লেবার পেইন উঠতো তাহলে জরায়ূ ফেটে যেতে পারতো।
❤️ আলহামদুলিল্লাহ মা বাচ্চা সুস্থ আছে।
বিঃ দ্রঃ ডাক্তার সব হিসাব নিকেশ করে ডেলিভারির যে ডেইট দিয়ে থাকে সেটাই আসল ডেইট। আল্ট্রাসাউন্ড সব সময় সঠিক ডেইট দেয়না বিশেষ করে শেষের দিকে। তাই ডাক্তারের পরামর্শ বিনা বাক্যে শুনতে হয়।