Dr-md Amdad ullah

Dr-md Amdad ullah Homeopathic doctor. Writer and researcher. Gvt. Reg. No : 40277

পোষ্য বিড়ালটি বেশ বন্ধুত্ব হয়ে ওঠে কাছে টানতেই। লেজ নাড়িয়ে বুঝা যায় বিড়ালটির মুড ভালো। সে খেলতে চায়। আমার মনোযোগ চায়। আম...
10/08/2025

পোষ্য বিড়ালটি বেশ বন্ধুত্ব হয়ে ওঠে কাছে টানতেই। লেজ নাড়িয়ে বুঝা যায় বিড়ালটির মুড ভালো। সে খেলতে চায়। আমার মনোযোগ চায়। আমার থেকে সময় চায়। আমিও তার সাথে বেশ ভালোই সময় দিয়েছিলাম।

গড়গড় শব্দ করে আদূরে পোষ্য বিড়ালটি। সে আমার প্রতি সন্তুষ্ট জানান দেয়। আরামে বেশ ঘেষে বসে অনেকটা সময়। আমরা যে সময় গিয়েছিলাম, রিসিপশনে তখনো কেউ আসেনি। এই ফাঁকে সময়টা কাটে বিড়ালের সাথে বেশ খুনসুটিতে।

মনে রাখবেন, কেউ আপনার থেকে আড়ালে কিছু একটা লুকিয়ে করতে চায় বা এড়িয়ে যেতে চায়, তার একটা কিন্তু আছে! এই কিন্তু রহস্যময়। ওয়...
09/08/2025

মনে রাখবেন, কেউ আপনার থেকে আড়ালে কিছু একটা লুকিয়ে করতে চায় বা এড়িয়ে যেতে চায়, তার একটা কিন্তু আছে! এই কিন্তু রহস্যময়।

ওয়েল এগ্রো ফার্ম। বৃষ্টিভেজা সকালে। দারণ একটি বই পড়ছিলাম হাতের নাগালে পেয়ে।
আট |আট| পঁচিশ ইংরেজি।

গতকাল, রোজ শুক্রবার মানবতার কল্যাণে আমরা - ব্লাড ডোনার্স এর ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। তাদের...
26/07/2025

গতকাল, রোজ শুক্রবার মানবতার কল্যাণে আমরা - ব্লাড ডোনার্স এর ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। তাদের এই মানবিক কর্ম ও মানবতার জন্য আত্মত্যাগ, আত্মদান সবকিছু আল্লাহর জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। তাদের এই সুন্দর আয়োজনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন এবং দোয়া সবসময়।

21/05/2025

বারো বছরের মেয়ে মারইয়ামের দীর্ঘ ৮বছরের বেশি পা ফাঁটা সমস্যা। পা ফেঁটে রক্ত বের হতো। বছর জুড়ে তার এ সমস্যা। গরীব ফ্যামিলির মেয়ে। যখন যেমন সাধ্য ট্রিটমেন্ট করিয়েছে তার ফ্যামিলি। কোন উপকার না পেয়ে আমার কাছে আসেন। আল হামদুলিল্লাহ, বেশ কিছুদিন ট্রিটমেন্ট চালানোর পর, তার পায়ের সমস্যা আগে থেকে ৯৫% পার্সেন সে সুস্থতাবোধ করছে।

ডা. মুহাম্মাদ এমদাদুল্লাহ
ডিএইচএমএস, (বিএইচবি-ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথ


13/04/2025

নাকের মধ্যে কোনো কিছু ঢোকানোর ঘটনা সাধারণত শিশুদের মধ্যেই দেখা যায়। শিশুরা খেলাচ্ছলে কিংবা অবসরে হাতের কাছে এ ধরনের বস্তু পেলেই নাসারন্ধ্র দিয়ে ঢুকিয়ে দেয়। তেমনি আব্দুল্লাহর মেয়ে নাকের ভেতরে ডুকিয়ে দেয় চনাবুট।

দুষ্টের কারণে বের করতে অনেক বেগ পোহাতে হয়েছে। আল হামদুলিল্লাহ পরে সুকৌশলে চেষ্টার পর, বের করে দিতে সক্ষম হই।

ডা. মুহাম্মাদ এমদাদুল্লাহ
ডিএইচএমএস, (বিএইচবি-ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথ


দীর্ঘ পাঁচ বছর পর কনসিভ, খুশি রিফাত ও জান্নাতুলের পরিবারের!জান্নাতুল ফেরদাউস (২৫), স্বামী ইফাত হোসেন। হাটহাজারী বাড়ি। বন...
23/03/2025

দীর্ঘ পাঁচ বছর পর কনসিভ, খুশি রিফাত ও জান্নাতুলের পরিবারের!

জান্নাতুল ফেরদাউস (২৫), স্বামী ইফাত হোসেন। হাটহাজারী বাড়ি। বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে ছুটেছেন অনেক ডাক্তারের কাছে দু'জনে। আগের রিপোর্টে নানা জটিলতা নজরে আসে জান্নাতুল ফেরদাউসের। ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়েছে দীর্ঘদিন যাবৎ।

দীর্ঘ চার বছর পেরিয়ে পাঁচ বছরের কাছাকাছি সন্তানের জন্য নানা ট্রিটমেন্ট নিতে থাকেন নানা ডাক্তারের মাধ্যমে। এ নিয়ে অর্থখরচ করেছেন প্রচুর। তারা দু'জনে হোমিপ্যাথি ট্রিটমেন্ট নিতে আগ্রহী হয় মূলত, বন্ধ্যাত্ব রোগী রুবেল ও শ্রাবনীর সন্তান কনসিভ হওয়ার সফলতা দেখে। তারা আমার কাছে পাঠান।

রিপোর্টে হরমোনের সমস্যা চোখে পড়ে। সাথে ওভারিয়ান ফলিকল সমস্যা। আমরা জানি, একটি সুস্থ প্রাপ্ত মহিলার গর্ভধারনের জন্য সাধারণ ডিম্বাশয়েরর ফলিকলের আকার ১৮-২২মিমি ব্যাসের মধ্যে। কিন্তু জান্নাতুল ফেরদাউসের ফলিকলের আকার বেশ ছোট। যার কারণে তিনি অক্ষম হন সন্তান গর্ভধারণ করতে। পাশাপাশি ওভারি সিস্ট রয়েছে। পিরিয়ড অনিয়মিত। সবমিলিয়ে কেইস টেকিং করি। অতঃপর আমার থেকে মেডিসিন চলতে থাকে।

আল হামদুলিল্লাহ মাস তিনেক ট্রিটমেন্ট নেয়ার পর ইফাত হোসেন সুখবর জানায় তার স্ত্রী কনসিভ হয়েছে। রোগীর সুখবর শোনে আমরা আনন্দিত। সুস্থতা কামনা করি পেশেন্টের।

ডা. মুহাম্মাদ এমদাদুল্লাহ
ডিএইচএমএস, (বিএইচবি-ঢাকা)
রেজিস্টার্ড হোমিওপ্যাথ।







আল হামদুলিল্লাহ, হোমিওপ্যাথির কল্যাণে বেশ কিছু বন্ধ্যা দম্পতির কোলে সন্তান তুলে দিতে পেরেছি।

* আমাদের প্রতিষ্ঠানের বন্ধ্যা দম্পতির এটি (সফল কেইস- ০৫)

Epulis - এপুলিস বা মাড়ির টিউমার জাতীয় বৃদ্ধি এপুলিস কী? ইপিউলিস এক প্রকার টিউমার। এইটি মূলত দাঁতের মাড়ির বিবৃদ্ধি বা ত...
04/02/2025

Epulis - এপুলিস বা মাড়ির টিউমার জাতীয় বৃদ্ধি

এপুলিস কী?

ইপিউলিস এক প্রকার টিউমার। এইটি মূলত দাঁতের মাড়ির বিবৃদ্ধি বা তালু বা জিহ্বার মাংস বৃদ্ধি হয়ে গঠিত হয়। এইটি নন-ক্যানসারাস বা বিনাইন টিউমার। তবে সঠিক সময়ে বা উক্ত টিউমারের প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নিলে এইটি পর্যায়ক্রমে দলা বা পিন্ডের আকার ধারণ করে মুখের বাহিরে চলে আসে, লম্বায় দাঁতের চেয়ে বড় হয়ে যায় এবং খাবার খাওয়ার সময় খাদ্য দ্রব্য চিবানোর সময় উক্ত মাংসপিন্ডে কামড় লেগে ক্ষতের ও নানা জটিলতা সৃষ্টি হয়। সেখানে প্রদাহ হয়ে প্রচন্ড ব্যথা বেদনা হয় এবং খুবই স্পর্শকাতর হয়ে যায় সবশেষে ইনফেকশনের সৃষ্টি হয়ে মুখে ঘা হয়, মাড়ি থেকে রক্ত ও পুঁজ বের হয়, মাড়ি থেকে দাঁত আলগা হয়ে যায় এবং ক্যানসারেরও ঝুঁকি তৈরি হয়।

এপুলিস আকৃতি - মূলত গোলাকার বা অসম আকৃতির হয়, যা লালচে, গোলাপি বা গাঢ় বর্ণের হতে পারে। কখনও কখনও এটি নরম বা শক্ত হতে পারে এবং রক্তপাত হতে পারে।

সংক্রমণ -
সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ নয়, তবে Porphyromonas gingivalis, Actinomyces spp. ইত্যাদি ব্যাকটেরিয়া এটির সংক্রমণ ঘটাতে পারে।

এপুলিসের মায়াজম্যাটিক বিভাজন (Miasmatic Cleavage) -
হোমিওপ্যাথি মতে, এপুলিস প্রধানত সাইকোটিক (Sycosis) ও সিফিলিটিক (Syphilitic) মায়াজমের সাথে সম্পর্কিত।

এপুলিসের অবস্থান ও সময়কাল:

এটি প্রধানত মাড়িতে (Gums) দেখা যায়, বিশেষ করে দাঁতের প্রান্তিক অংশে বা মাঝে। দীর্ঘ সময় এটি বৃদ্ধি হতে থাকে। কখনো কখনো আপনাআপনি চলে যায়। তবে, এটি দ্রুত ট্রিটমেন্ট নেয়া খুব প্রয়োজন

রোগটি বেশি ভোগেন -
গর্ভবতী নারী (গর্ভাবস্থার হরমোনজনিত পরিবর্তনের কারণে)।
দাঁতের ভুলভাবে বসানো প্রোস্থেটিক ব্যবহারকারীরা।
যাদের দাঁত বা মাড়িতে দীর্ঘস্থায়ী সংক্রমণ বা উত্তেজনা রয়েছে।

এপুলিসের ইতিহাস ও আবিষ্কার-

এটি প্রাচীনকাল থেকেই পরিচিত, তবে আধুনিক ডেন্টাল গবেষণায় এটির বিভিন্ন ধরণ চিহ্নিত করা হয়েছে।

এপুলিসের শ্রেণীবিন্যাস (Classification):

এটি প্রধানত তিন প্রকার -
১। Fibromatous or ossifying epulis: দাঁতের মাড়ি, হাড় ও লিগামেন্টের উপর উদ্ভুত তন্তু জাতীয় টিউমারকে Fibromatous epulis বলে।
২। Granulomatous epulis : দাঁত পড়ে যাওয়ার পর খালি জায়গায় মাংস বৃদ্ধি হয়ে যে টিউমার হয় তাকে Granulomatous epulis বলে।
৩। Giant cell epulis : ইহা মুখের কমন Giant Cell Lession(ঘা) গুলোর একটি। মুখের নরম টিস্যু বা তন্তুর উপর বেগুনি লালচে রংয়ের গুটি বা ক্ষুদ্র টিউমার।

পরীক্ষা (Test):
বায়োপসি (Biopsy) – এপুলিসের প্রকৃতি নির্ধারণের জন্য।
রেডিওগ্রাফি (X-ray) – দাঁতের গভীর সংযোগ পর্যবেক্ষণের জন্য।
হিস্টোপ্যাথোলজি – কোষীয় গঠন বিশ্লেষণের জন্য।

মেডিসিন লক্ষণানুসারে যেসব মেডিসিন আসে - Cal Carb, Nat Mur, Thuja, Cal fluor, Hekla Lava, Marc Sol ইত্যাদি।

চিকিৎসা -
এ্যালোপ্যথিতে সার্জিক্যাল অপারেশন একমাত্র চিকিৎসা পদ্ধতি। কিন্তু হোমিওপ্যাথিতে এন্টিসাইকোটিক মেডিসিন প্রয়োগ করে বিনা অপারেশনে সম্পূর্ণভাবে আরোগ্য করা যায়। যদি কেউ এই সমস্যায় ভোগেন তবে দেরি না করে নিকটস্থ রেজিষ্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিন আশাকরি আরোগ্য লাভ করবেন। অথবা আমার পেইজে আপনার রোগ লক্ষনসহ বিস্তারিত জানিয়ে ই-সেবা নিতে পারেন ঘরে বসেই।

যেসব শিশুদের ফুড অ্যালার্জি সমস্যা আছে, সেসব শিশুদের এই খাবারগুলো থেকে দূরে রাখি।  #ফুড_অ্যালার্জি
29/01/2025

যেসব শিশুদের ফুড অ্যালার্জি সমস্যা আছে, সেসব শিশুদের এই খাবারগুলো থেকে দূরে রাখি।

#ফুড_অ্যালার্জি

শিশুটি আমার ছড়াগাঁও বইটি পেয়ে অনেক খুশি! বললো, নেক্সট আসলে ছড়া মুখস্থ করে শোনাবো।
09/07/2024

শিশুটি আমার ছড়াগাঁও বইটি পেয়ে অনেক খুশি! বললো, নেক্সট আসলে ছড়া মুখস্থ করে শোনাবো।

12/06/2024

বেলেডোনার রোগী প্রচণ্ড সাহসী। হায়োসিয়ামস- প্রফুল, ষ্ট্রোমোনিয়াম - চঞ্চলমতি ও ভীরু টাইপের। ভেরেট্রাম রোগী আশাহীন, সাহসহীন, অন্যায় বিলাপ করে, যা পাওয়ার না, সে জিনিসের জন্য আশা করে।

একটি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগীর সফল কেইস বিয়ে হয়েছে চার-পাঁচ বছর ফাতেমার। সন্তানের দেখা মিলেনি অনেক বছর। দীর্ঘদিন ...
09/06/2024

একটি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগীর সফল কেইস

বিয়ে হয়েছে চার-পাঁচ বছর ফাতেমার। সন্তানের দেখা মিলেনি অনেক বছর। দীর্ঘদিন নানা জায়গায় নানাপ্যাথি ট্রিটমেন্ট নেন। কিন্তু কোন ফলাফল না পেয়ে আসে আমার কাছে। রোগীর অনেকগুলো জটিল সমস্যা ছিলো।

এন্ডোমেট্রিওসিস সমস্যা ছিলো। নারীদের একটি চাঁপা রোগ, যা কাউকে বলতে পারে না। এন্ডোমেট্রিওসিসের সমস্যা যে নারীদের রয়েছে, তাদের বন্ধ্যাত্বের জন্য দায়ী করে থাকি।

তার আল্ট্রসনোগ্রাফিতে ওভারিয়ার সিস্ট রিপোর্টে দেখা মিলে। পেশেন্টের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। টানা ১০-১৫দিন চলে যায়। এটি ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিয়োসিসের মতো জরায়ু ও ডিম্বাশয়ের কিছু রোগের কারণে এই সমস্যা হয়ে থাকে।

তার অতীত ইতিহাসে, দু'বছর আগে সন্তান মিসক্যারেজ হয়। সে থেকে আর সন্তানের আশার আলো পাইনি। আমার কাছে আসে ট্রিটমেন্ট নিতে। সবকিছু কেইস টেকিং করে চিকিৎসা চলে আমার কাছ থেকে। মেডিসিন শেষ হওয়ার একমাস পর দেখা করে রোগী। রোগীর চলতি মাসের পিরিয়ড বন্ধ, পরে প্রেগনেন্সি টেস্ট করে আসতে বলি। তিন চারদিন পর এসে জানান কনসিভ হয়েছে। রোগী খুব খুশি হয়। অতপর সেদিন ট্রিটমেন্ট নিয়ে চলে যায়।

তিন মাসের দিকে আল্ট্রা করে আসে আমার চেম্বারে। রিপোর্ট দেখে আমার চোখ-কপালে ভাঁজ পড়ে। যে কোন সময় মিসক্যারেজ হতে পারে। রোগীকে এ বিষয়ে কিছুই জানাইনি। সতর্ক করি। কারণ, রোগী আতঙ্কিত হোক, সেটা আমার রোলসের বাইরে।

ফের তখন পুনরায় কেইস টেকিং করে মেডিসিন সিলেকশ করি। সাথে নিজেকে কেয়ার ও সতর্কীকরণ করি। আল হামদুলিল্লাহ দু'মাস পরে আসেন ফের আল্ট্রা করে। আল হামদুলিল্লাহ, বর্তমানে সব রিপোর্ট ঠিক আছে। দোয়া করি অনাগত সন্তানের জন্য। সুস্থভাবে দুনিয়ার দেখা মেলুক অনাগত সন্তান।

ডা. মুহাম্মাদ এমদাদুল্লাহ
ডিএইচএমএস, (বিএইচবি-ঢাকা)
রেজিস্টার্ড হোমিওপ্যাথ।




03/06/2024

ভিন্নপ্যাথি এলার্জি জন্য ট্রিটমেন্ট নেন নাহিয়ানের পরিবার। কোমর থেকে পা পর্যন্ত ক্ষত করে নেয়। রোগটি আরো তীব্র আকারে জ্বলসে ও চুলকানি বেড়ে যায়। পরে আমাদের চেম্বারে আসলে, অল্পদিনে আল হামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠে নাহিয়ান। সকল মানুষ সুস্থ থাকুক, এটাই আমাদের প্রচেষ্টা।

ডা. মুহাম্মাদ এমদাদুল্লাহ
ডিএইচএমএস, (বিএইচবি-ঢাকা)
রেজিস্টার্ড হোমিওপ্যাথ।

#স্থান: আমীর এরশাদ প্লাজা, মোবাইল সিটি ( গ্রাউন্ড ফ্লোর) কাচারী সড়ক, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।

চেম্বারের সময় : সকাল ১০টা-রাত ১০টা পর্যন্ত।

- আপনার পূর্বের কোন রিপোর্ট এবং প্রেসক্রিপশন থাকলে সাথে নিয়ে আসবেন।

- রোগী দেখাতে আসার পূর্বে কল দিয়ে আসবেন। যোগাযোগ : 01828722005 (WhatsApp




Address

Hathazari

Telephone

+8801828722005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr-md Amdad ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr-md Amdad ullah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category