SACMO Biman Chandra Acharjee

SACMO Biman Chandra Acharjee সুস্থ্য থাকি সুন্দর জীবন গড়ি 880000439695.fbo.foreverliving.com

04/12/2024
01/12/2024

ডায়রিয়া কি ও ডায়রিয়ার প্রতিকার??
ডায়রিয়া হলো একটি সাধারণ পেটের সমস্যা, যেখানে মল খুব পাতলা বা তরল অবস্থায় বারবার নির্গত হয়। এটি সাধারণত এক বা দুই দিনের মধ্যে ভালো হয়ে যায়, তবে কখনো কখনো গুরুতর আকার ধারণ করতে পারে। ডায়রিয়া শিশু ও বয়স্কদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ, কারণ এটি শরীরে পানি ও লবণের ঘাটতি (ডিহাইড্রেশন) তৈরি করতে পারে।

ডায়রিয়ার কারণ:

1. ভাইরাস: রোটা ভাইরাস, নোরো ভাইরাস ইত্যাদি।

2. ব্যাকটেরিয়া: দূষিত খাবার বা পানীয়র মাধ্যমে সালমোনেলা, শিগেলা বা ই-কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ।

3. পরজীবী: আমিবা বা জিয়ার্ডিয়া।

4. খাবার অ্যালার্জি বা অসহনীয়তা: ল্যাকটোজ অসহনীয়তা বা নির্দিষ্ট খাবারের প্রতি অ্যালার্জি।

5. ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া: যেমন অ্যান্টিবায়োটিক বা ম্যাগনেসিয়ামসমৃদ্ধ অ্যান্টাসিড।

6. অন্ত্রের রোগ: যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোম (IBS) বা ক্রনস ডিজিজ।

লক্ষণ:

বারবার পাতলা মলত্যাগ।

পেট ব্যথা বা ক্র্যাম্প।

বমি বা বমিভাব।

জ্বর (কখনও কখনও)।

ডিহাইড্রেশনের লক্ষণ: মুখ শুকিয়ে যাওয়া, ত্বক শুষ্ক হওয়া, প্রস্রাব কম হওয়া।

প্রতিকার ও চিকিৎসা:

১. পানি ও ইলেক্ট্রোলাইট সরবরাহ:

ওরস্যালাইন: ডায়রিয়া হলে শরীর থেকে লবণ ও পানি বেরিয়ে যায়, যা পূরণে ওরস্যালাইন সবচেয়ে কার্যকর। প্রতিবার মলত্যাগের পর এক গ্লাস ওরস্যালাইন পান করতে হবে।

লবণ-গুড়ের পানি: এক লিটার পানিতে ১ চা চামচ লবণ ও ৬ চা চামচ গুড় মিশিয়ে পান করা।

২. পর্যাপ্ত বিশ্রাম ও হালকা খাবার:

সহজপাচ্য খাবার, যেমন ভাতের মাড়, কলা, দই, সেদ্ধ আলু খাওয়া যেতে পারে।

তৈলাক্ত বা মশলাদার খাবার এড়িয়ে চলা।

৩. চিকিৎসকের পরামর্শ:

যদি ডায়রিয়া ২ দিনের বেশি স্থায়ী হয়, রক্তমিশ্রিত মল হয়, অথবা গুরুতর ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দেয়, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ব্যাকটেরিয়ার কারণে হলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে।

৪. ঘরোয়া প্রতিকার:

ইসবগুল: এটি মল ঘন করতে সাহায্য করতে পারে।

আদার চা: পেট ব্যথা উপশমে কার্যকর।

প্রতিরোধ:

1. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা (খাবার আগে ও পরে হাত ধোয়া)।

2. নিরাপদ খাবার ও পানি গ্রহণ।

3. দূষিত বা বাসি খাবার এড়িয়ে চলা।

4. শিশুদের রোটা ভাইরাসের টিকা নিশ্চিত করা।

ডায়রিয়া সাধারণত কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যায়, তবে গুরুতর ক্ষেত্রে অবহেলা বিপদজনক হতে পারে। তাই সময়মতো চিকিৎসা ও প্রতিকার গ্রহণ করা জরুরি।

27/05/2024
সর্তক হোন
24/01/2024

সর্তক হোন

13/01/2024

নিউমোনিয়া...............বাংলাদেশের শিশুর মৃত্যুর অন্যতম প্রধান কারণ লক্ষণ সমূহঃ ১) জ্বর২) কাশি এবং কফ ৩) দ্রুত শ্বাসক্রিয়া ৪) বুকে শোঁ শোঁ শব্দ করা।। নিউমোনিয়া লক্ষণ দেখামাত্র দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, শিশুকে মৃত্যূর হাত থেকে বাঁচান।

880000439695.fbo.foreverliving.com
19/12/2023

880000439695.fbo.foreverliving.com

Forever Living is the world’s largest grower, manufacturer and distributor of Aloe Vera. Discover Forever Living Products and learn more about becoming a forever business owner here.

০-৬ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে!!
11/12/2023

০-৬ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে!!

05/12/2023

শীতে নবজাতককে ঠাণ্ডা থেকে রক্ষা করতে ব্যবহার করুন সরিষা বালিশ

সরিষা বালিশ কেনো নবজাতকের জন্য অতি গুরুত্বপূর্ণ
বাচ্চার মাথা গোল করতে সাহায্য করে ও আকর্ষণীয় দেখায়
আমাদের বালিশে রাউন্ড শেপ করা যেন বাচ্চার মাথার পজিশন ঠিক থাকে
ঠাণ্ডা লাগার প্রবণতা কমে যায়
বাচ্চার মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও ব্রেন ডেভলপমেন্টে সহায়তা করে
যাদের বংশগত হাঁপানি রয়েছে সেই বাচ্চাদের ঠাণ্ডা লাগার সম্ভবনা খুব বেশি থাকে তাই তাদের জন্য সরিষা বালিশ খুবই গুরুত্বপূর্ণ
বাচ্চাদের নাক বন্ধ হয়ে ঘুমের ব্যাঘাত ঘটে তাই সরিষা বালিশ ব্যবহারে ঘুম ভালো হয়।
শোয়ার পজিশনের জন্য ফ্লাট হেড সিন্ড্রম হতে পারে যার কারণে বাচ্চার মাথা ফ্লাট হয়ে যায় সরিষা বালিশ ব্যবহারে তা দূর হয়।
আপনার দুশ্চিন্তা দূর করবে....

10/11/2023
26/07/2023

একটু সচেতন হলেই ভালো থাকা সম্ভব। সেটা হোক শারীরিক কিংবা মানসিক।।

রোগের অনুপস্থিতিই কি সুস্থতা? না। সুস্থতা মানুষের এমন একটি অবস্থা, যা আপনার শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিকভাবে ভালো থাকাকে নির্দেশ করে। অসুস্থ বললে সবাই যদিও সাধারণত শারীরিকভাবে চিকিৎসার অংশটুকু বুঝে নেয়, কিন্তু সুস্থতা সার্বিক ও পারিপার্শ্বিক অবস্থার ওপরও নির্ভর করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ধারণাকেই সমর্থন করে।

তাহলে অসুস্থতা কী?

মানুষ হিসেবে শুধু শরীরের অংশটুকুই সব নয়। আমাদের মন আছে, চিন্তার ক্ষমতা আছে। আমরা যা চিন্তা করি, তার প্রভাবও শরীরে পড়ে। একটি দুঃসংবাদ শুনলে আমাদের হার্টবিট বেড়ে যায়। সাইকোসোমাটিক ইফেক্ট বলে একটি টার্ম আছে, যার অর্থ মনের অবস্থা শরীরে প্রভাব ফেলা। ওষুধ দিলে শরীরের অংশটুকু সারানো যাবে, কিন্তু এর কারণ সারানো যাবে না। শারীরিক ও মানসিক, যেকোনো একটি অংশে বিঘ্ন তৈরি হলে তাকে অসুস্থ বলা যায়।

Address

Ochkhali
Hatiya
3890

Telephone

+8801710091147

Website

Alerts

Be the first to know and let us send you an email when SACMO Biman Chandra Acharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category