Unani Ayurvedic Pharmacy

Unani Ayurvedic Pharmacy যৌন সমস্যায় ভুগছেন?সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন,
ইনবক্সে।

31/03/2023

ন্যাচারাল মাল্টি-ভিটামিন ও মাল্টি-মিনারেলস

হাব্বে হায়াতীন মুরাক্বাব

Habb-e Hayateen Murakkab

(ন্যাচারাল মাল্টি-ভিটামিন ও মাল্টি-মিনারেলস)

বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ নির্দেশনা ও তথ্যঃ
হাব্বে হায়াতীন মুরাক্বাব বহু দুর্লভ ঔষধি উদ্ভিদের নির্যাস থেকে আহরিত একটি বৈজ্ঞানিক গবেষণালব্দ ভেষজ ভিটামিন। এতে রয়েছে মানব দেহের জন্য অতিপ্রয়োজনীয় ভিটামিন এ,বি, সি,বি১/২/৬,ডি,,ই নিকোটিনামাইড রয়েছে ভিটামিন ই।
জিংক দেহের রক্ত স্বল্লতাকে সারিয়ে তুলতে এবং দেহের সকল কোষ কলার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।এটি এন্টি অক্সিডেন্ট হিসেবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।এটি মাংসপেশি র দুর্বলতা, স্নায়ুদুর্বলতা দুর করে শরীর ও মনকে প্রফুল্ল করে।ইহা মস্তিষ্কের স্নায়ুকোষ সমুহের ফ্রি রেডিক্যাল এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে মস্তিষ্কের এ্যালজাইমারস রোগ প্রতিরোধ করে। রক্তে হিমোগ্লোবিন, লোহিত রক্ত কনিকা ও লৌহের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে।এটি প্রয়োজনীয় হরমোন উৎপাদন ও এনজাইম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।

**সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*ন্যাচারাল মালটিভিটামিনের জন্য মেসেজ করুন।

31/03/2023

Garlic
রসুন
রসুন উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রক।

এটি "আর্টারিওস্ক্লেরোসিস ও হাইপারলিপিডেমিয়া এ কার্যকর।

রসুনের তাজা কন্দে রয়েছে ০.১-০.৩% উদ্বায়ী তেল,যাতে আছে এলাইল প্রপাইল ডাইসালফাইড,ডাই-এলাইল সালফাইড এবং ডাই-এলাইল সালফিনাইল সালফোক্সাইড।শোষোক্তটি এলিসিন নামে পরিচিত এবং এটি রসুনের সক্রিয় উপাদান।এলিসিনে জীবাণুবিরোধী ক্রিয়া রয়েছে। আরো রয়েছে এমন কিছু এলকালয়েড যা প্রোস্টাগ্লানডিন এর নিঃসরণ বাড়িয়ে দেয়,যা এর উচ্চরক্তচাপ বিরোধী ক্রিয়ার জন্য দায়ী।
রসুক কফণিঃসারক অতিরিক্ত কর্মকারক, জীবানু ও ছত্রাক সংক্রমণনাশক, প্রস্রাব বৃদ্ধিকারক। এলিসিন রক্তে চর্বি জাতীয় উপাদান সমূহের বৃদ্ধি এবং রক্ত জমাটবদ্ধতা প্রতিহত করে।রক্তে কোলেস্টেরল ও অন্যান্য চর্বি জাতীয় পদার্থ কমানোর জন্য এটি ব্যবহৃত হয়।এলিসিন শরীরের বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

সর্তকতা ঃ অতিরিক্ত রসুন আহারে করলে হাইপার এসিডিটি,আলসার, এলার্জির সংক্রমণ দেখা দিতে পারে।

**মানসম্পন্ন গার্লিক ক্যাপসুল আমারা সরবরাহ করে থাকি।
**সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
**ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ঔষধ সেবন করুন।

31/03/2023

যৌন দুর্বলতায় কার্যকরী হার্বাল ঔষধ
E-rec-To

Yohimbe
Sexual stimulant

ইউহিমবি পশ্চিম আফ্রিকার চিরহরিৎ বৃক্ষ বাকল থেকে সংগ্রহ করা হয়।এটি যৌন আগ্রহ বৃদ্ধি, মানসিক শক্তি বৃদ্ধি, শক্তিশালী ও দীর্ঘক্ষণ যৌন মিলনে সহায়তা করে।হউহিমবি হাইড্রোক্লোরাইড USA তে ডাক্তার গন প্রেসক্রিপশন করে থাকে।ডায়াবেটিস জনিত নার্ভের ব্যাথা কমাতে এটি উপশমকারী। ইহা যৌন ইচ্ছা বাড়ায়। জেনিটাল অঙ্গের রক্তের প্রবাহকে বাড়িয়ে দিয়ে পুরুষাঙ্গ শক্ত ও দৃঢ় করতে সহায়ক ভুমিকা পালন করে।

ইউহিমবি ক্যাপসুল আমরা বাজারজাত করি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।

31/03/2023

Spirulina
(Vitamin, Protein +Mineral)

স্পিরুলিনা
(ভিটামিন, প্রোটিন +মিনারেল)

বিশ্বের বিস্ময়কর খাদ্যের মধ্যে স্পিরুলিনা অন্যতম।
যাতে সর্বাধিক প্রোটিন রয়েছে। স্পিরুলিনা প্রোটিন, এ্যমিনো এসিড, ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও রক্তস্বল্পতা, পুষ্টিহীনতা, লিভারের সমস্যা, চোখের ছানি, চুলপড়াও বার্ধক্য প্রতিরোধে কার্যকর।
স্পিরুলিনা এক ধরনের নীলাভ-সবুজ শৈবাল যা সূর্য ও পানি থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান সংগ্রহ ও মজুদ করে।এতে ৬০ -৭০ শতাংশ প্রোটিন থাকে যা শরীর গঠনে অত্যন্ত সহায়ক।এছাড়া স্পিরুলিনাতে রয়েছে ক্লোরোফিল, বিটাক্যারোটিন,পটাশিয়াম ।

১০০ ভাগ মান সম্পন্ন স্পিরুলিনা "ক্যাপসুল" আমাদের কাছে আছে।

সকল প্রকার ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।

31/03/2023

অর্শ,রক্ত অর্শ,কোষ্ঠকাঠিন্য রোগ বিরোধী ঔষধ।

সফূফ বাওয়াসীর

হাব্বে বাওয়াসীরে বিদ্যমান রয়েছে উদ্বীয়-অনুদ্বীয় তৈল ও তিক্ত উপাদান যা আহার্য বস্তুু ভূক্ত করে অপ্রয়োজনীয় অংশ নিঃসরণে সহায়ক ভুমিকা পালান করে।নিম এর তিক্ততা রক্তার্শ প্রতিরোধ এ সহায়তা করে।কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন ব্যাথা নিরাময়ে এরবকোন বিকল্প নেই। রসৌতে মুছাফফা তে রয়েছে ব্যাথানাশক অ্যান্টি-অক্সিডেন্ট Properties যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে Growth,করতে সহায়তা করে এবং খাদ্য হজমে সহায়তা করে।যা অর্শ রেগের পৃরতিরোধক হিসেবে কাজ করে।

১০০% মান সম্পন্ন অর্শ রোগ প্রতিরোধী পাউডার আমরা সরবরাহ করে থাকি।

তথ্যসূত্রঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে প্রকাশিত বাঃজাঃইঃফ ১৯৯৩ ইং, দ্বিতীয় সংস্করণ ২০১১ অনুযায়ী উৎপাদিত।
IHL

31/03/2023

যৌনাঙ্গের শিথিলতা, বক্রতা, নিস্তেজ,মোটা,লম্বা ও শক্ত করার ক্রীম।

Cream Tila Mukabbi

(ক্রীম তিলা মুকাব্বী)

নির্দেশনা :যৌনাঙ্গের শিথিলতা, বক্রতা,ও যৌন -দুর্বলতায় কার্যকর।

বৈজ্ঞানিক বিশ্লেষণ +নির্দেশনা তথ্য :তিলা মুকাব্বীর ভেষজ উপাদান সমূহে এলকালয়েড ও সেপোনিন থাকায় পুরুষাঙ্গের অভ্যন্তরের ফাঁপা স্তরে রক্ত দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করে,ফলে পুরুষাঙ্গ দীর্ঘ ক্ষন সতেজ ও দৃঢ় থাকে। এতে রয়েছে রওগন গাও+শীরে মাদার যা,উষ্ণ ও আর্দ্র ধারক,অগ্নি উর্দ্দীপক,শক্তিবর্ধক।

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পেনিস ওয়েল/ক্রীমের জন্য ইনবক্সে যোগাযোগ করুন।

31/03/2023

দ্রুত বীর্যপাত, অতিরিক্ত স্বপ্নদোষ,শুক্রতারল্যের ঔষধ।

হাব্বে জিরিয়ান

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ ধারক,শুক্র ঘনকরক,শুক্রমেহ,শুক্রতারল্য,অতিরিক্ত স্বপ্নদোষ এ কার্যকর।

'জিরিয়ানী' আরবী " জারয়ান " শব্দ এসেছে যার অর্থ প্রবাহ।
জিরিয়ান ট্যাবলেট/ক্যাপসুল এর সক্রিয় উপাদান সমূহ প্রদাহ ও মুত্রতন্ত্রের যে কোন রোগে উপকারী।এটি অতিরিক্ত স্বপ্নদোষ, শুক্রমেহ প্রস্রাবের জ্বালা পোড়া উপশমকারক।শুক্রথলী/বীর্যথলী, প্রোস্টেট গ্ল্যান্ড, অন্ডকোষদ্বয়ের মধ্যে রক্তসঞ্চাল ঘটলে এবং প্রস্রাবের জ্বালা পোড়া এবং স্পর্শকাতরতা দেখাদিলে মিলন ছাড়া শায়িত বা নিদ্রা অবস্থায় অনিয়মিত ভাবে শুক্র নির্গত হতে থাকে,প্রতিমাসে পাঁচ থেকে দশবার শরীরের এ অবস্থাকে অতিরিক্ত সাধারনত স্বপ্নদোষ বলা হয়।জিরিয়ান এ অস্বাভাবিক অবস্থা থেকে খুব স্বল্প সময়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে নিস্তেজ পুরুষাঙ্গ শক্তিশালী করতে জিরিয়ান কার্যকরী ভুমিকা রাখে।
জিরিয়ান সেবন করলে শরীরের অবসাদ দূর হয় এবং দেহে প্রফুল্ল ফিরে আসে।

(১০০% কোয়ালিটি সম্পন্ন জিরিয়ান ট্যাবলেট আমারা সরবরাহ করে থাকি।)

সকল প্রকার ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

31/03/2023

থানকুনি

Hydrocotyle

মস্তিষ্কের দুর্বলতা ও স্নায়ুবিক দুর্বলতায় , সাধারন দুর্বলতায় কার্যকর।

30/03/2023

অকাল বীর্যস্খলন বা দ্রুতস্খলন হলো যৌনসঙ্গমকালে পুরুষের দ্রুত বীর্যপাত হওয়়া । এটি একটি সাধারণ যৌনগত সমস্যা। কিছু বিশেষজ্ঞের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনকে এ সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়[তথ্যসূত্র প্রয়োজন]। স্ত্রী যোনীতে পুরুষাঙ্গ প্রবেশের পর অঙ্গ চালনার পরিণতি হিসেবে বীর্যপাত হয়ে থাকে। যোনিতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত অবধি সময়কে বলা হয় বীর্যধারণ কাল। কতক্ষণ অঙ্গচালনার পর বীর্যপাত হবে তার কোন সুনির্দ্দিষ্ট বা আদর্শস্থানীয় সময় নেই। পুরুষে পুরুষে, বয়সের তারতম্যে বা পরিবেশভেদে বীর্যধারণ ক্ষমতা বিভিন্ন হতে দেখা যায়। তবে নিয়মিত যদি যোনীতে লিঙ্গ প্রবেশের পূর্বে বা অব্যবহিত পরেই অপ্রতিরোধ্যভাবে বীর্যপাত হয়ে যায় তবে তা দ্রুতস্খলন সমস্যা হিসেবে বিবেচিত হবে। এটি একটি যৌনসমস্যা কেননা এর ফলে পুরুষ প্রযোজনীয় সময় ধরে অঙ্গচালনার সুখ থেকে বঞ্চিত হয়। অপর দিকে অকাল বীর্যপাতের দরূণ পুরুষাঙ্গ নেতিয়ে পড়ে বলে অঙ্গ চালনা আর সম্ভব হয় না যার ফলে স্ত্রীর চরমানন্দ লাভের আগেই সঙ্গমের সমাপ্তি হয়।

30/03/2023

শরবত আমলা

বলকারক ও ক্ষুধাবর্ধক

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ
সাধারন দুর্বলতা, পরিপাকের দুর্বলতা, অকাল বার্ধক্য,শ্বাসকষ্ট, কাশ,হজম শক্তি বর্ধক, ভিটামিন-সি এর অভাব,এ কার্যকরী।

শরবত আমলার বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ
শরবত আমলা কষা কারক,রক্তের সংশোধক,অমল ও পিত্ত নাশক।এতে রয়েছে যাঞ্জাবীল যা পাকস্থলী ও লিভারের শক্তি বর্ধক, হজম কারক,বায়ুনাশক পেটের কৃমি দুর করে।এতে রয়েছে
কাকড়া সিংগী যা বলকারক,শক্তিবর্ধক, পাকস্থলীর শক্তি বর্ধক,মোটা করক, বমি নাশক এবং বাচ্চাদের অগ্নি মন্দা উদারময়ে উপকারী।এতে রয়েছে অশ্বগন্ধা জরায়ুর শক্তি বর্ধক, শ্বাস কাশও ক্ষয় রোগে কার্যকর। করণফুল যা মনের প্রফুল্লতা আনায়ন,বেদনা নাশক।দারুচিনি তে রয়েছে carminative ও aromatic properties যা ধারক উত্তেজক,বলকারক।এতে আরও রয়েছে কাবাবচিনি যা স্পন্দন বর্ধক, হজম কারক,হাঁপানি, বাত ব্যাথা,ও হৃদযন্ত্রের দুর্বলতা দুর করতে কার্যকরী।

মাত্রা ও ব্যবহারবিধিঃ২-৪ চামচ ঔষধ দৈনিক এক বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।

30/03/2023

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করবে, (আল্লাহ তা কবূল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবূল করেন। আর আল্লাহ তাঁর (কুদরতি) ডান হাত দিয়ে তা কবূল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ অশ্ব শাবক প্রতিপালন করে থাকে। অবশেষে সেই সদকা পাহাড় বরাবর হয়ে যায়।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ১৩২৭
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

30/03/2023

আল্লাহ পাক যখন বেশি রাগান্বিত থাকে তখন আত্যাচারি বাদশা নিযুক্ত করে দেন।
আল্লাহ আমাদের কে অত্যাচারি বাদশা থেকে হেফাজত করুন।

30/03/2023

ভাগ্যবান তো ঐ ব্যাক্তি যে রমজানের রোজা পেয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে পারল।
আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক।

30/03/2023

“মানুষ যা চায়, তাই কি পায়?”
সুরা নাজম-২৪

“মানুষ তাই পায়, যা সে করে"
সুরা নাজম-৩৯

30/03/2023

ভেজাল দানকারী ও মিথ্যা শপথকারী প্রতারক ব্যবসায়ীদের সম্পর্কে রাসূলুল্লাহ (সা:) বলেন: ‘তিনজন ব্যক্তির সাথে আল্লাহ ক্বিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না-
(১) যে ব্যক্তি অহংকার বশে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরে
(২) যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং
(৩) যে ব্যক্তি মিথ্যা শপথ করে অধিক দামে মাল বিক্রি করে ও তা চালু করার চেষ্টা করে’।

30/03/2023

ধৈর্য্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।
সুরা যুমার-১০

সেক্সুয়াল ট্যাবলেট। ৩ টাকা করে।কন্ডিশন -১০০০/- ট্যাবলেট নিতে হবে।
04/01/2023

সেক্সুয়াল ট্যাবলেট।

৩ টাকা করে।
কন্ডিশন -১০০০/- ট্যাবলেট নিতে হবে।

04/01/2023

সকল প্রকার যৌন উত্তেজক ঔষধ লাগলে যোগাযোগ করুন।
ইনবক্সে।

Address

Hazaribag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unani Ayurvedic Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby clinics


Other Medical & Health in Hazaribag

Show All