31/03/2023
ন্যাচারাল মাল্টি-ভিটামিন ও মাল্টি-মিনারেলস
হাব্বে হায়াতীন মুরাক্বাব
Habb-e Hayateen Murakkab
(ন্যাচারাল মাল্টি-ভিটামিন ও মাল্টি-মিনারেলস)
বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ নির্দেশনা ও তথ্যঃ
হাব্বে হায়াতীন মুরাক্বাব বহু দুর্লভ ঔষধি উদ্ভিদের নির্যাস থেকে আহরিত একটি বৈজ্ঞানিক গবেষণালব্দ ভেষজ ভিটামিন। এতে রয়েছে মানব দেহের জন্য অতিপ্রয়োজনীয় ভিটামিন এ,বি, সি,বি১/২/৬,ডি,,ই নিকোটিনামাইড রয়েছে ভিটামিন ই।
জিংক দেহের রক্ত স্বল্লতাকে সারিয়ে তুলতে এবং দেহের সকল কোষ কলার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।এটি এন্টি অক্সিডেন্ট হিসেবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।এটি মাংসপেশি র দুর্বলতা, স্নায়ুদুর্বলতা দুর করে শরীর ও মনকে প্রফুল্ল করে।ইহা মস্তিষ্কের স্নায়ুকোষ সমুহের ফ্রি রেডিক্যাল এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে মস্তিষ্কের এ্যালজাইমারস রোগ প্রতিরোধ করে। রক্তে হিমোগ্লোবিন, লোহিত রক্ত কনিকা ও লৌহের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে।এটি প্রয়োজনীয় হরমোন উৎপাদন ও এনজাইম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
**সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
*ন্যাচারাল মালটিভিটামিনের জন্য মেসেজ করুন।