MH khan physiotherapy

MH khan physiotherapy First-Ever Physiotherapy Center in Hazaribagh.

21/07/2025
সারা বিশ্ব সামনে আগাচ্ছে আর আমরা শুধু পিছনেই যাচ্ছি।৷
16/07/2025

সারা বিশ্ব সামনে আগাচ্ছে আর আমরা শুধু পিছনেই যাচ্ছি।৷

12/07/2025

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ বা স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ হতে ফিজিওথেরাপি প্রফেশনাল বিষয়ে পাঁচ বছর মেয়াদি প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রিধারী গনই ফিজিওথেরাপি চিকিৎসক।
সুত্রঃ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮

03/06/2025

অন্য #ডিপার্টমেন্ট এর ডাক্তারদের লিখা ফিজিওথেরাপি চিকিৎসা কেন #ক্ষতিকর....

#অন্য_ডিপার্টমেন্টের ডাক্তার (যেমন অর্থোপেডিক, নিউরোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান) ফিজিওথেরাপির গুরুত্ব বুঝলেও – তারা নিজেরা ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান বা নির্ধারণের জন্য প্রশিক্ষিত নন। ফলে, তারা যদি নিজেরা থেরাপি নির্ধারণ করে দেন বা অপ্রশিক্ষিত কারো মাধ্যমে থেরাপি চালাতে বলেন, তাহলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে।

#নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো:

⚠️ ১. রোগ নির্ধারণ আর থেরাপি পরিকল্পনা এক নয়:

ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারেন (যেমন: cervical spondylosis, frozen shoulder), কিন্তু
সেই রোগে কিভাবে, কোন থেরাপি কত সময় এবং কোন পর্যায়ে প্রয়োগ করতে হবে—তা ঠিক করার কাজ ফিজিওথেরাপিস্টের।

👉 ভুল থেরাপি দিলে ব্যথা আরও বাড়তে পারে বা স্নায়ু ও জয়েন্টে স্থায়ী ক্ষতি হতে পারে।

⚠️ ২. রোগীর অবস্থা অনুযায়ী থেরাপি বদলাতে হয়:

ফিজিওথেরাপি চিকিৎসা একদিনের নয় – এটি একটি চলমান প্রক্রিয়া।
প্রতিদিন রোগীর অগ্রগতির উপর ভিত্তি করে থেরাপির ধরণ ও সময় পরিবর্তন করতে হয়।
ডাক্তাররা সাধারণত follow-up ফিজিওথেরাপি পর্যবেক্ষণ করেন না, যা থেরাপিতে বড় ভুলের কারণ হতে পারে।

⚠️ ৩. অতিরিক্ত বা ভুল ইলেকট্রোথেরাপি ব্যবহার:

কিছু ডাক্তার ব্যথা কমাতে বলে দেন: “IFT/Ultrasound দাও”, কিন্তু
👉 রোগীর শরীরে হয়ত সেই সময় Active therapy দরকার, অথবা তার অন্য কোনো contraindication থাকতে পারে।
ভুল modality ব্যবহারে চর্ম পুড়ে যাওয়া, স্নায়ু ক্ষতি, এমনকি রোগ বাড়তে পারে।

⚠️ ৪. জেনেরাল প্রেসক্রিপশনের ভুল বোঝাবুঝি:

বেশিরভাগ সাধারণ ডাক্তার “ফিজিও দিতে বলেছি” বা “ফিজিও করাও” লিখে দেন –
❌ কিন্তু কী ধরনের ফিজিও? কতদিন? কোন জোনে? সেটা পরিষ্কার না থাকায় অনেক সময় প্যারা-মেডিক বা অপ্রশিক্ষিত ব্যক্তি ভুল পদ্ধতি প্রয়োগ করে।

⚠️ ৫. অপেশাদার থেরাপিস্টকে রেফার করা:

কিছু ক্ষেত্রে ডাক্তাররা পরিচিত অপ্রশিক্ষিত ব্যক্তিকে ফিজিও করাতে বলেন –
যিনি হয়তো ফিজিওথেরাপির মূল ধারণাটাই জানেন না। এতে রোগী হয়ত সাময়িক আরাম পেলেও, পরে বড় জটিলতায় পড়ে যান।

✅ ফিজিওথেরাপি চিকিৎসার জন্য অবশ্যই প্রয়োজন:

সঠিক মূল্যায়ন (physiotherapy assessment)

নির্ভুল টেস্টিং (manual muscle testing, ROM, posture)

ব্যথার কারণ বিশ্লেষণ

stage অনুযায়ী treatment plan

progress tracking এবং patient education

এগুলো শুধুমাত্র প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টরাই করতে পারেন।

🔴 উপসংহার:

অন্য বিভাগের ডাক্তার ফিজিওথেরাপির পরামর্শ দিতে পারেন, কিন্তু চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োগ কেবলমাত্র প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের মাধ্যমেই হওয়া উচিত। না হলে তা রোগীর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে।

শুভ নববর্ষ।
14/04/2025

শুভ নববর্ষ।

Well equipped Rehabilitation centre
16/09/2024

Well equipped Rehabilitation centre

14/06/2023

রোবোটিকস হ্যান্ড টেকনোলজি। স্ট্রোক বা অনান্য রোগে যাদের হাতের মুভমেন্ট বাধাগ্রস্ত হয় তাদের জন্য এই স্লো প্যাসিভ রোবোটিকস মুভমেন্ট খুবই উপকারী। দ্রুত মুভমেন্ট রিকোভার এর জন্য এই পদ্ধতির জুড়ি নেই। এম এইচ খান ফিজিওথেরাপি সেন্টার এ পাবেন এই রোবোটিকস হ্যান্ড টেকনোলজি চিকিৎসা সেবা।

Address

Hazaribag

Opening Hours

Monday 10:00 - 13:00
16:00 - 21:30
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801644390989

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH khan physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MH khan physiotherapy:

Share