Hamdard Ishwardi, Pabna Branch

Hamdard Ishwardi, Pabna Branch • হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?

শত বছরের শ্রেষ্ঠ হালাল পানীয় হামদর্দ রুহ আফজা ক্যাম্পেইন হামদর্দ ঈশ্বরদী শাখা ❤️মোবাইল 01787687758
17/02/2025

শত বছরের শ্রেষ্ঠ হালাল পানীয় হামদর্দ রুহ আফজা ক্যাম্পেইন হামদর্দ ঈশ্বরদী শাখা ❤️
মোবাইল 01787687758

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ স্বরণে, হামদর্দ ঈশ্বরদী শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতর...
16/12/2024

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ স্বরণে, হামদর্দ ঈশ্বরদী শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

09/11/2024
|| রওগন সুর্খ ||বর্ণনা: রওগন সুর্খ বিভিন্ন মূল্যবান ওষুধি উদ্ভিদের অনন্য সমন্বয়ে প্রস্তুত ইউনানী ওষুধ। ইহা প্রদাহ, সন্ধি...
28/10/2024

|| রওগন সুর্খ ||

বর্ণনা: রওগন সুর্খ বিভিন্ন মূল্যবান ওষুধি উদ্ভিদের অনন্য সমন্বয়ে প্রস্তুত ইউনানী ওষুধ। ইহা প্রদাহ, সন্ধি বেদনা, সায়াটিকা, কটি বাত ও গেঁটে বাত উপশমে কার্যকরী। এতে ব্যবহৃত মনজিষ্ঠা প্রদাহ, ক্ষত, ব্যথা, প্যারালাইসিস ও বাতব্যথা নিরাময়ে সুফলদায়ক। কটফল স্নায়বিক শক্তিবর্ধক ও ব্যথা নিবারক হিসেবে কাজ করে। লবঙ্গ স্নায়বিক শক্তিবর্ধক।

উপাদান: প্রতি ৫ মিলি তেলে আছে- Rubia cordifolia (মনজিষ্ঠা) ৩.৩৩ গ্রাম, Myrica nagi (কটফল) ১.৩৩ গ্রাম, Usnea longissima (শৈলজ) ১.৩৩ গ্রাম, Cyperus rotundus (নাগর মুথা্) ১.৩৩ গ্রাম, Acorus calamus (সাদা বচ) ১.৩৩ গ্রাম, Zingiber zerumbet (একাঙ্গি) ১.৩৩ গ্রাম, Seasame oil (তিল তেল) ২ মিলি, Mustard oil (সরিষা তেল) ২ মিলি এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

নির্দেশনা: সন্ধি বেদনা, গেঁটে বাত, কটি বাত, সায়াটিকা, রিউমাটয়েড আর্থ্রাইটিস।

ব্যবহারবিধি: প্রয়োজনমত ব্যথার স্থানে বাহ্যিকভাবে লাগিয়ে গরম সেক দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন। চোখের ভিতর দিবেন না।

সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্লাষ্টিক ড্রপারে ১০ মিলি তেল।

হামদর্দ ঈশ্বরদী চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র।

চিকিৎসা ও পরামর্শের জন্য ০১৭৯৮০৪০৮১৬ যোগাযোগ করুন।

|| শরবত রুহ্ আফজা ||বর্ণনা: শরবত রুহ্ আফজা হামদর্দ গবেষণাগারে উদ্ভাবিত প্রকৃতির কল্যাণকর ও স্বাস্থ্য সুরক্ষাকারক উপাদানে...
28/10/2024

|| শরবত রুহ্ আফজা ||

বর্ণনা: শরবত রুহ্ আফজা হামদর্দ গবেষণাগারে উদ্ভাবিত প্রকৃতির কল্যাণকর ও স্বাস্থ্য সুরক্ষাকারক উপাদানের সমন্বয়ে প্রস্তুত একটি অনন্য ফর্মুলেশন যা সুস্বাদু, সতেজকারক, প্রশান্তিদায়ক ও তৃষ্ণা নিবারক হিসেবে সকলের নিকট সমাদৃত। হামদর্দের প্রতিষ্ঠাতা হাকীম আব্দুল মজিদ ১৯০৭ খ্রিঃ তাঁর সুদূর প্রসারী চিন্তা ও মেধা কাজে লাগিয়ে এই ফর্মুলেশনটি উদ্ভাবন করেন।

প্রস্তুত প্রণালী: এক গ্লাস (২০০ মিলি) পানিতে ৫০ মিলি রুহ্ আফজা মিশালে চমৎকার শরবত তৈরি হয়। রুহ্ আফজা মিশিয়ে বিভিন্ন প্রকার সুস্বাদু রেসিপি প্রস্তুত করা যায়, যেমন-রুহ্ আফজা শরবত, ইসপাগুল, সাগুদানা, লাচ্ছি, মিল্কসেক, আইসক্রিম, ফালুদা, ফিরনিসহ বিভিন্ন প্রকার পরিবেশনা।

সতর্কতা: রেফ্রিজারেটরে রাখবেন না। ক্যাপ খোলার এক মাসের মধ্যে ব্যবহার উত্তম।

পরিবেশনা: পি.ই.টি বোতলে ৭৫০ মিলি ও ৩০০ মিলি।

|| সফূফ সুপারিপাক ||বর্ণনা: সফূফ সুপারিপাক শুষ্ক খেঁজুর, সুপারি, মনজিষ্ঠা, গম, আরবী গাম, কাগজী বাদাম, শুষ্ক আদা, জায়ফল এ...
22/10/2024

|| সফূফ সুপারিপাক ||

বর্ণনা: সফূফ সুপারিপাক শুষ্ক খেঁজুর, সুপারি, মনজিষ্ঠা, গম, আরবী গাম, কাগজী বাদাম, শুষ্ক আদা, জায়ফল এর সমন্বয়ে প্রস্তুত। সুপারিপাক শ্বেতপ্রদর, সন্তান উৎপাদনে অক্ষমতা, দ্রুতস্খলন, শুক্রমেহ, জরায়ুর দুর্বলতা দূর করে এবং গর্ভপাত প্রতিরোধে অব্যর্থ ওষুধ। ইহা নিয়মিত ব্যবহারে কোমরের বেদনা সম্পূর্ণরূপে আরোগ্য হয়। সুপারিপাক যেমন শক্তিবর্ধক তেমনি রোগ-ব্যাধি ও দুর্বলতা দূর করে।

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Phoenix dactylifera (খোরমা) ১৮৬.৫০ মিগ্রা, Areca catechu (সুপারি) ৯৩.০০ মিগ্রা, Rubia cordifolia (মনজিষ্ঠা) ৪৬.৫০ মিগ্রা, Triticum aestivum (গমের শ্বেতসার) ৯৩.০০ মিগ্রা, Acacia arabica (আরবী গাম) ৯৩.০০ মিগ্রা, Prunus amygdalus (কাগজী বাদামের শাঁস) ১৮৬.৫০ মিগ্রা, Tribulus terrestris (গোক্ষুর কাটা) ১৮৬.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

নির্দেশনা: শ্বেতপ্রদর, সন্তান উৎপাদনে অক্ষমতা, দ্রুতস্খলন, শুক্রমেহ, জরায়ুর দুর্বলতা, গর্ভপাতজনিত সমস্যা।

সেবনবিধি: ২-৩ চা চামচ দৈনিক ১-২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ৫০ গ্রাম।
চিকিৎসা ও পরামর্শের জন্য ০১৭৯৮০৪০৮১৬ হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করুন

ওভাসিস্ট (ডি-কায়রো-ইনোসিটল ৫০০ মিগ্রা বর্ণনাওভাসিস্ট ক্যাপসুলে রয়েছে ডি-কায়রো-ইনোসিটল যা দক্ষিণ ইউরোপের সেরাটোনিয়া সিলিক...
17/10/2024

ওভাসিস্ট (ডি-কায়রো-ইনোসিটল ৫০০ মিগ্রা

বর্ণনা

ওভাসিস্ট ক্যাপসুলে রয়েছে ডি-কায়রো-ইনোসিটল যা দক্ষিণ ইউরোপের সেরাটোনিয়া সিলিকুয়া নামক উদ্ভিদের ফলের খোসার নির্যাস থেকে প্রস্তুতকৃত। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) আক্রান্ত মহিলাদের জন্য এটি একটি আদর্শ হার্বাল ওষুধ। পিসিওএস সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা এবং ইনসুলিন প্রতিরোধের কারণে হয়ে থাকে। এছাড়া এটি সামগ্রিক ডিম্বাশয়ের কার্যকারিতা এবং ডিম্বস্ফোটনের উন্নতি ঘটায়। ওভাসিস্ট মূলতঃ রক্তে সঞ্চালিত ইনসুলিনের পরিমাণ হ্রাস করে এবং গ্লুকোজের প্রতি সংবেদনশীলতা উন্নত করে। ওভাসিস্ট ক্যাপসুলের মূল কার্যকারিতা হল স্বাভাবিক ঋতুস্রাব পুনরুদ্ধার করে, পিসিওএস-এর সাথে যুক্ত লক্ষণগুলো যেমন- অ্যালোপেসিয়া, হিরসুটিজম (মুখের চুল) ইত্যাদি হ্রাস করে। ওভাসিস্ট ক্যাপসুল গর্ভধারণে সহায়তা করে এবং বন্ধ্যাত্বের ঝুঁকি হ্রাস করে।

উপাদান

প্রতি ক্যাপসুলে আছে-

ডি-কায়রো-ইনোসিটল ৫০০ মিগ্রা স্ট্যান্ডার্ডাইজড নির্যাস।

নির্দেশনা

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), ডিম্বনিঃসরণ না হওয়া বা অ্যানোভুলেশন, ওভারিয়ান হাইপারথেকোসিস, অনিয়মিত ঋতুস্রাব বা অ্যামেনোরিয়া, হাইপারঅ্যান্ড্রোজেনিজম জনিত বিভিন্ন সমস্যা যেমন- মুখে অস্বাভাবিক লোমের আধিক্য, মাথায় টাক পড়া, ত্বকের বিভিন্ন অংশে যেমন ঘাড়, কপাল ও অন্যান্য স্থানে বাদামী থেকে কালো দাগ হওয়া এবং ব্রণ।

সেবনবিধি

দৈনিক ১-২ টি ক্যাপসুল অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শমত সেব্য। সেবনের সময়কাল: ন্যূনতম ২ মাস সেবন করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্ধারিত মাত্রায় ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

প্রতি-নির্দেশ

ওভাসিস্ট এর উপাদান ডি-কায়রো-ইনোসিটল এর প্রতি যাদের অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সেবনে প্রতিনির্দেশ রয়েছে।

সতর্কতা

শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ

৩০° সেলসিয়াস-এর নিচে সংরক্ষণ করুন, আলো এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখুন।

পরিবেশনা

প্রতি বাক্সে আছে অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাকে ২ X ৬ ক্যাপসুল।

যোগাযোগ - ⤵️
হামদর্দ ঈশ্বরদী চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র
পোস্ট অফিস মোড় থানা পাড়া ঈশ্বরদী।
#মোবাইল ০১৭৮৭৬৮৭৭৫৮

11/10/2024
|| ইন্দেমালী ||বর্ণনা: ইন্দেমালী ইসবগুলের ভুসি, তুলসী বীজ, রুমী মস্তগী ইত্যাদি মূল্যবান উপাদানের সমন্বয়ে প্রস্তুুত অনন্য...
10/10/2024

|| ইন্দেমালী ||

বর্ণনা: ইন্দেমালী ইসবগুলের ভুসি, তুলসী বীজ, রুমী মস্তগী ইত্যাদি মূল্যবান উপাদানের সমন্বয়ে প্রস্তুুত অনন্য মহৌষধ যা অম্লাধিক্য, পাকস্থলীর ক্ষত, পাকস্থলীর ঝিল্লির প্রদাহ, হজমের গোলযোগ, পিত্তজনিত বমিভাব, পেট ফাঁপা, মলত্যাগের সময় খিঁচুনি ও ব্যথা, আমাশয় ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকরী।

উপাদান: প্রতি স্যাচেটে আছে- Plantago ovata husk (ইসবগুলের ভুসি) ০.৮৭ গ্রাম, Ocimum sanctum (তুলসী বীজ) ০.৫৮ গ্রাম, Pistacia lentiscus (রুমী মস্তগী) ০.৫৮ গ্রাম, Vateria indica (কাহরুবা) ০.১৫ গ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

নির্দেশনা: অম্লাধিক্য, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীর প্রদাহ, পেট ফাঁপা।

সেবনবিধি: প্রতি স্যাচেট দৈনিক ২ বার আহারের পূর্বে পানিসহ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্রতি বাক্সে ২০টি স্যাচেট।

|| মাজুন সূরঞ্জান ||বর্ণনা: মা’জুন সূরঞ্জান প্রাচীন কাল থেকে বাত ব্যথা নিরাময়ে সাফল্যজনক ভাবে ব্যবহৃত হয়ে আসছে। ইহা বাছা...
08/10/2024

|| মাজুন সূরঞ্জান ||

বর্ণনা: মা’জুন সূরঞ্জান প্রাচীন কাল থেকে বাত ব্যথা নিরাময়ে সাফল্যজনক ভাবে ব্যবহৃত হয়ে আসছে। ইহা বাছাইকৃত মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত। ইহা সকল প্রকার বাত রোগ, হাড়ের জোড়ায় জোড়ায় ফোলা, ব্যথা এবং প্রদাহ দূর করে।

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Convolvulus scammonia (সকমূনিয়া) ৫৭.৯০ মিগ্রা, Colchicum luteum (সূরঞ্জান) ১০২.৬০ মিগ্রা, Terminalia chebula (বড় হরীতকী) ১২৮.৪০ মিগ্রা, Operculina turpethum (তেউরি মূল) ২৮৮.৪৫ মিগ্রা, Ricinus communis (এরন্ডের তেল) ০.২২ মিলি, Anacyclus pyrethrum (আকরকরা) ৩৮.৪৫ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।

নির্দেশনা: গেঁটে বাত, সন্ধিবাত, সন্ধিপ্রদাহ, কটিবাত।

সেবনবিধি: প্রাপ্ত বয়স্ক: ১ চা চামচ দৈনিক ১-২ বার।
অপ্রাপ্ত বয়স্ক: ১/২ চা চামচ দৈনিক ১-২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্লাষ্টিক কন্টেইনারে ১০০ গ্রাম।

#হামদর্দ ঈশ্বরদী চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র
এখানে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখা হয় ।
ঠিকানা :পোস্ট অফিস মোড় ,রহমান কলোনী থানা পাড়া ঈশ্বরদী।
#মোবাইল ০১৭৮৭৬৮৭৭৫৮

চিকিৎসা ও পরামর্শের জন্য হামদর্দ ঈশ্বরদী চিকিৎসা কেন্দ্রে আসুন এখানে অত্যন্ত যত্ন সহকারে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ ট...
29/09/2024

চিকিৎসা ও পরামর্শের জন্য হামদর্দ ঈশ্বরদী চিকিৎসা কেন্দ্রে আসুন এখানে অত্যন্ত যত্ন সহকারে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
ঠিকানা পোস্ট অফিস মোড় থানা পাড়া রহমান কলোনি ঈশ্বরদী ।
মোবাইল ০১৭৮৭৬৮৭৭৫৮।

Address

Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when Hamdard Ishwardi, Pabna Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hamdard Ishwardi, Pabna Branch:

Share

Category