Doctors Serial in Jamalpur

Doctors Serial in Jamalpur দেশের সেরা ডাক্তারদের প্লাটফর্ম।চিকিৎসা জন্য নিরাপদ ও নিশ্চিত পরিষেবা কেন্দ্র।

"Doctors Serial in Jamalpur" দেশের সেরা অনলাইন ডাক্তারদের সিয়ালের প্লাটফর্ম । চিকিৎসা জন্য নিরাপদ ও নিশ্চিত পরিষেবা কেন্দ্র।

30/05/2024
স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জনঅধ্যাপক ডা. রুমানা আরমানএমবিবিএস, এমসিপিএস, ডিজিও (বিএসএমএমইউ)পিএইচডি ( রিপ্রোডাক্টি...
13/05/2024

স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন

অধ্যাপক ডা. রুমানা আরমান

এমবিবিএস, এমসিপিএস, ডিজিও (বিএসএমএমইউ)
পিএইচডি ( রিপ্রোডাক্টিভ গাইনোকোলজি এন্ড ইনফার্টিলিটি), USA
ট্রেইন্ড ইন আইইউআই (ভারত), স্পেশাল ট্রেনিং ইন বেসিক ল্যাপারোস্কপি

সিনিয়র কনসালটেন্ট, অবস্‌ এন্ড গাইনী
এম এ রশীদ হসপিটাল

রোগী দেখার সময়:
প্রতি মঙ্গল ও শুক্রবার
সকাল ০৯টা - সন্ধ্যা ০৬টা

অ্যাপোয়েন্টমেন্ট বা যেকোন
তথ্যের জন্য ফোন করুন:
01926-454878, 01404486561
আমাদের অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে ভিজিট করুনঃ
www.marashidhospital.com

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন০১৯২৬৪৫৪৮৭৮ ও ০১৪০৪৪৮৬৫৬১ এই নাম্বারে
11/05/2024

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন
০১৯২৬৪৫৪৮৭৮ ও ০১৪০৪৪৮৬৫৬১ এই নাম্বারে

নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জনডাঃ মোঃ মমিনুর ইসলামএমবিবিএস (ঢামেক), বিসিএস (স্বাস্থ্য)এমসিপিএস (ইএনটি), এফ...
09/05/2024

নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
ডাঃ মোঃ মমিনুর ইসলাম
এমবিবিএস (ঢামেক), বিসিএস (স্বাস্থ্য)
এমসিপিএস (ইএনটি), এফসিপিএস (ইএনটি)
কনসালটেন্ট, নাক, কান ও গলা বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
কনসালটেন্ট, নাক, কান ও গলা
রোগী দেখার সময়ঃ
প্রতি শুক্রবার
সকাল ১০টা থেকে রাত ৮টা
এ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
০১৯২৬৪৫৪৮৭৮ অথবা ০১৪০৪৪৮৬৫৬১
আমাদের অন্যান্য স্বাস্থ্যসেবা জানতে ভিজিট করুনঃ
www.marashidhospital.com

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জনঅধ্যাপক ডাঃ এম.এ.কে আজাদএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)অধ্য...
06/05/2024

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জন
অধ্যাপক ডাঃ এম.এ.কে আজাদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)
অধ্যক্ষ ও অধ্যাপক (সার্জারি)
শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।
সাবেক বিভাগীয় প্রধান (সার্জারি বিভাগ)
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ
সিনিয়র কনসালটেন্ট, সার্জারি বিভাগ
এম এ রশীদ হাসপাতাল
রোগী দেখার সময়ঃ
প্রতি রবি ও মঙ্গলবার
দুপুর ২:৩০ টা থেকে রাত ৮:০০ টা
এ্যাপয়েন্টমেন্ট বা যেকোন তথ্যের জন্য কল করুনঃ 01404486561 অথবা ০১৯২৬৪৫৪৮৭৮
আমাদের অন্যান্য স্বাস্থ্যসেবা জানতে ভিজিট করুনঃ
www.marashidhospital.com

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জনঅধ্যাপক ডাঃ এম.এ.কে আজাদএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)সাবে...
02/05/2024

জেনারেল, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জন
অধ্যাপক ডাঃ এম.এ.কে আজাদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)
সাবেক বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ
অধ্যক্ষ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।
সিনিয়র কনসালটেন্ট, সার্জারি বিভাগ
এম এ রশীদ হাসপাতাল
রোগী দেখার সময়ঃ
আগামী ৫ মে, রবিবার
দুপুর ২:৩০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা
এ্যাপয়েন্টমেন্ট বা যেকোন তথ্যের জন্য কল করুনঃ 01926-454878 অথবা 01404486561

মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞঅধ্যাপক ডাঃ কর্নেল মোঃ মুজিবর রহমানএমবিবিএস (ঢাকা), এফসিপিএস (মেডিসিন), এফআরসিপি (গ্লাসগো...
02/05/2024

মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ
অধ্যাপক ডাঃ কর্নেল মোঃ মুজিবর রহমান
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (মেডিসিন), এফআরসিপি (গ্লাসগো)
এফএসিপি (ইউএসএ), ফেলো ইন নিউরোফিজিওলজি (তুর্কি)
সাবেক অধ্যাপক, আর্মড ফোর্স মেডিকেল কলেজ, ঢাকা
সাবেক বিভাগীয় প্রধান, নিউরোলজি সেন্টার, সিএমএইচ, ঢাকা
স্পেশালিষ্ট ইন মেডিসিন এন্ড নিউরোমেডিসিন
সিনিয়র কনসালটেন্ট, মেডিসিন এন্ড নিউরোমেডিসিন
এম এ রশীদ হাসপাতাল

রোগী দেখবেন:
০৩ মে রোজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত।

এ্যাপয়েন্টমেন্ট বা যেকোনো তথ্যের জন্য কল করুনঃ
01926454878 অথবা 01404486561
আমাদের অন্যান্য স্বাস্থ্যসেবা জানতে ভিজিট করুনঃ
www.marashidhospital.com

মারিয়াকে বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। মারিয়া নূর , বয়স -১৩মারিয়া আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুল ( কুমিল্...
13/11/2023

মারিয়াকে বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মারিয়া নূর , বয়স -১৩
মারিয়া আওয়ার লেডি অব ফাতিমা গার্লস স্কুল ( কুমিল্লা ) এর অষ্টম শ্রেনীর ছাত্রী।
পিতা- মু. শাহরিয়ার হুদা রিপন ( মৃত)
মাতা- সেলিনা আক্তার বিথী.
স্থায়ী ঠিকানা- কাপ্তান বাজার সংলগ্ন , কুমিল্লা ।

মারিয়া এর বাবা কিডনি ফেলিউর হয়ে মারা গেছেন ২০১৭ সালে এবং যে কারনে মারিয়া তার বাবার স্নেহ পয়নি। মারিয়ার মা ই তাকে এত বড় করে তুলেছেন কারো সাহায্য ছাড়া এবং তার সব টাকা পয়সা খরচ করেও মারিয়ার বাবাকে বাঁচাতে পারেনি ।

* বর্তমানে মারিয়া বাবার পথ ধরেই হেটে চলেছে । এবং কিছুদিন পূর্বে তার ক্যান্সার ধরা পড়ে। এখন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা যাবে আল্লাহ তায়ালা যদি সহায় হোন।

মারিয়া এর মায়ের পক্ষে একা এই চিকিৎসার খরচ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না তাই উনি আমাদের সবার কাছে দোয়া ও সহযোগিতার মানসিকতা আশা করেছেন মারিয়াকে বাঁচাতে এবং তাঁর মুখের হাসিটা ফিরিয়ে দিতে।
আসুন আমরা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসি এবং এই পোস্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেই।
ধন্যবাদ সবাইকে।

পার্সোনাল বিকাশ- 01925366960
নগদ - 01925366960
রকেট - 019253669601

( বিশেষ দ্রষ্টব্য- সাহায্যের জন্য শুধু মায়ের সাথে যোগাযোগ করুন, অন্য করো সাথে নয় )

Bank Account Detail
The city bank
A/C holder name : Selina akter
A/C No : 2102073083004

Fatty liver disease symptoms: গরমে ত্বকে র‍্যাশ বেরিয়েছে নাকি আপনি লিভারের রোগে আক্রান্ত? বুঝবেন যে লক্ষণে…Liver Cirrhos...
17/06/2023

Fatty liver disease symptoms: গরমে ত্বকে র‍্যাশ বেরিয়েছে নাকি আপনি লিভারের রোগে আক্রান্ত? বুঝবেন যে লক্ষণে…
Liver Cirrhosis: চারটি স্তরে বাড়তে থাকে ফ্যাটি লিভার ডিজ়িজ। চতুর্থ স্তরে হল ফ্যাটি লিভারের ফাইনাল স্টেজ আর এটা হল লিভার সিসোরিস। লিভার সিসোরিস আপনার যকৃতকে মারাত্মক ক্ষতি করে, যার থেকে সুস্থ হওয়া প্রায় অসম্ভব।যকৃৎ আমাদের দেহের ৫০০-এরও বেশি শারীরিক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লিভারের স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে চলবে না। লিভার খাবারকে বেঙ্গে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এবং রক্ত থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। তাই লিভারে ছোটখাটো সমস্যা তৈরি হলেও, তা সমগ্র শরীরের উপর প্রভাব ফেলে। আর যখন লিভারের ছোটখাটো সমস্যার খেয়াল রাখা হয় না, তখনই তা মারাত্মক রোগে পরিণত হয়। ঠিক যেমন অনেকেই ফ্যাটি লিভার নিয়ে সচেতন নন। এই ফ্যাটি লিভারই আপনাকে লিভার সিরোসিস, লিভার ফেলিয়রের মতো রোগ দেখা যায়, যা আপনার প্রাণও কেড়ে নিতে পারে।নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজে আক্রান্তের সংখ্যা বেশি। কিন্তু সমস্যা হল, নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজের প্রাথমিক স্তরে কোনও উপসর্গ চোখে পড়ে না। যত দ্রুত এই রোগ ছড়াতে শুরু করে, লক্ষণগুলো জোরাল হয়। চারটি স্তরে বাড়তে থাকে ফ্যাটি লিভার ডিজ়িজ। চতুর্থ স্তরে হল ফ্যাটি লিভারের ফাইনাল স্টেজ আর এটা হল লিভার সিসোরিস। লিভার সিসোরিস আপনার যকৃতকে মারাত্মক ক্ষতি করে, যার থেকে সুস্থ হওয়া প্রায় অসম্ভব। তাই নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজের প্রাথমিক কিছুক্ষণ সম্পর্কে অবগত থাকে দরকার।

নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজে আক্রান্ত হলে দেহে নানা উপসর্গ দেখা দেয়। প্রাথমিক স্তরে এগুলোই অবহেলা করা উচিত নয়। ফ্যাটি লিভারে আক্রান্ত হলে ক্লান্তি, খিদের অভাব, বমি বমি ভাব ও বমি, অস্বাভাবিক পেটে ব্যথা, তলপেটে প্রদাহের মতো উপসর্গ দেখা দেয়। এছাড়াও নাক দিয়ে রক্তপাত, মাড়ি দিয়ে রক্তপাত, পায়ে প্রদাহ, চুল পড়ার মতো লক্ষণ দেখা দেয়। আরও কিছু লক্ষণ রয়েছে, যা দেখা দেয় ত্বকে। সেগুলো কী-কী, দেখে নিন…
ত্বকে জ্বালাভাব- ফ্যাটি লিভারে আক্রান্ত হলে ত্বকে র‍্যাশ, ফুসকুড়ি দেখা দেয়। পাশাপাশি ত্বক জ্বলতে থাকে। গরমের জন্য এমন হচ্ছে, তা ভেবে নেওয়াটা ভুল। লিভারের সমস্যাতেও ত্বকের উপর প্রভাব পড়ে।

ত্বকে লালচেভাব- রোদে বেরোলে অনেকের ত্বকে লালচে ভাব দেখা দেয়। এই সমস্যা লিভারের রোগে আক্রান্ত হলেও দেখা দেয়। তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

ত্বক হলুদ হয়ে যায়- জন্ডিস হলে ত্বকের বর্ণ হলুদ হয়ে যায়। তখনই সচেতন হওয়া জরুরি। কারণ জন্ডিসও লিভারের রোগ। আবার ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও ত্বক হলুদ হয়ে যায়। তাই এড়িয়ে যাবেন না এসব লক্ষণ।

03/06/2023

আগামী শনি ও সোমবার চেম্বার করবেন
হৃদরোগ বিশেষজ্ঞ
ডা. মো: নাজমুল হোসাইন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডি-কার্ড (বিএসএমএমইউ)
সিসিডি (বারডেম)
কনসালটেন্ট (কার্ডিওলজি)
ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল (এক্স)
কনসালটেন্ট- হৃদরোগ বিশেষজ্ঞ
রোগী দেখার সময়:
শনি ও সোমবার
বিকাল ০৪টা - রাত ০৮টা
অ্যাপোয়েন্টমেন্ট বা যেকোন
তথ্যের জন্য ফোন করুন:
01862313240,01404486561,01926454878

Address

Jamalpur, Dhaka
Jamalpur Chak
2000

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Serial in Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctors Serial in Jamalpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram