17/06/2023
Fatty liver disease symptoms: গরমে ত্বকে র্যাশ বেরিয়েছে নাকি আপনি লিভারের রোগে আক্রান্ত? বুঝবেন যে লক্ষণে…
Liver Cirrhosis: চারটি স্তরে বাড়তে থাকে ফ্যাটি লিভার ডিজ়িজ। চতুর্থ স্তরে হল ফ্যাটি লিভারের ফাইনাল স্টেজ আর এটা হল লিভার সিসোরিস। লিভার সিসোরিস আপনার যকৃতকে মারাত্মক ক্ষতি করে, যার থেকে সুস্থ হওয়া প্রায় অসম্ভব।যকৃৎ আমাদের দেহের ৫০০-এরও বেশি শারীরিক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লিভারের স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে চলবে না। লিভার খাবারকে বেঙ্গে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এবং রক্ত থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। তাই লিভারে ছোটখাটো সমস্যা তৈরি হলেও, তা সমগ্র শরীরের উপর প্রভাব ফেলে। আর যখন লিভারের ছোটখাটো সমস্যার খেয়াল রাখা হয় না, তখনই তা মারাত্মক রোগে পরিণত হয়। ঠিক যেমন অনেকেই ফ্যাটি লিভার নিয়ে সচেতন নন। এই ফ্যাটি লিভারই আপনাকে লিভার সিরোসিস, লিভার ফেলিয়রের মতো রোগ দেখা যায়, যা আপনার প্রাণও কেড়ে নিতে পারে।নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজে আক্রান্তের সংখ্যা বেশি। কিন্তু সমস্যা হল, নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজের প্রাথমিক স্তরে কোনও উপসর্গ চোখে পড়ে না। যত দ্রুত এই রোগ ছড়াতে শুরু করে, লক্ষণগুলো জোরাল হয়। চারটি স্তরে বাড়তে থাকে ফ্যাটি লিভার ডিজ়িজ। চতুর্থ স্তরে হল ফ্যাটি লিভারের ফাইনাল স্টেজ আর এটা হল লিভার সিসোরিস। লিভার সিসোরিস আপনার যকৃতকে মারাত্মক ক্ষতি করে, যার থেকে সুস্থ হওয়া প্রায় অসম্ভব। তাই নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজের প্রাথমিক কিছুক্ষণ সম্পর্কে অবগত থাকে দরকার।
নন-অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজ়িজে আক্রান্ত হলে দেহে নানা উপসর্গ দেখা দেয়। প্রাথমিক স্তরে এগুলোই অবহেলা করা উচিত নয়। ফ্যাটি লিভারে আক্রান্ত হলে ক্লান্তি, খিদের অভাব, বমি বমি ভাব ও বমি, অস্বাভাবিক পেটে ব্যথা, তলপেটে প্রদাহের মতো উপসর্গ দেখা দেয়। এছাড়াও নাক দিয়ে রক্তপাত, মাড়ি দিয়ে রক্তপাত, পায়ে প্রদাহ, চুল পড়ার মতো লক্ষণ দেখা দেয়। আরও কিছু লক্ষণ রয়েছে, যা দেখা দেয় ত্বকে। সেগুলো কী-কী, দেখে নিন…
ত্বকে জ্বালাভাব- ফ্যাটি লিভারে আক্রান্ত হলে ত্বকে র্যাশ, ফুসকুড়ি দেখা দেয়। পাশাপাশি ত্বক জ্বলতে থাকে। গরমের জন্য এমন হচ্ছে, তা ভেবে নেওয়াটা ভুল। লিভারের সমস্যাতেও ত্বকের উপর প্রভাব পড়ে।
ত্বকে লালচেভাব- রোদে বেরোলে অনেকের ত্বকে লালচে ভাব দেখা দেয়। এই সমস্যা লিভারের রোগে আক্রান্ত হলেও দেখা দেয়। তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
ত্বক হলুদ হয়ে যায়- জন্ডিস হলে ত্বকের বর্ণ হলুদ হয়ে যায়। তখনই সচেতন হওয়া জরুরি। কারণ জন্ডিসও লিভারের রোগ। আবার ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও ত্বক হলুদ হয়ে যায়। তাই এড়িয়ে যাবেন না এসব লক্ষণ।