21/07/2025
                                            জীবন বাঁচাতে আপনার এক ব্যাগ রক্তই হতে পারে কারও শেষ আশার আলো...
আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী ও মানুষ গুরুতর আহত।
তাদের অনেকের জীবন এখন ঝুঁকির মুখে—অতিব জরুরি প্রয়োজন A+, B+, O+, AB+ এবং অন্যান্য গ্রুপের রক্ত।
যারা সক্ষম ও সুস্থ, অনুগ্রহ করে এগিয়ে আসুন।
আপনার এক ব্যাগ রক্ত হয়তো ফিরিয়ে দিতে পারে কারও সন্তান, ভাই, বোন, কিংবা বন্ধু কে জীবনে।
📍 রক্ত দিতে আগ্রহীরা যোগাযোগ করুন:
📞 01949-043697
📍 স্থান: জাতীয় বার্ণ ইনিস্টিউট
রক্ত দিন, জীবন বাঁচান।
একটা মানবিক সাহায্যই আজ হতে পারে হাজারো কান্নার প্রতিবিধান।